Abhyu | 47.39.***.*** | ১৪ জুন ২০২১ ০৮:৩২481899মিঠুদি কেমন আছো?
ম | 2601:247:4280:d10:1967:7156:3ffb:***:*** | ১৪ জুন ২০২১ ০৭:৪০481898ঐ বাবু/ বিবি, ব্রতীনবাবু যে অপু নামে লেখেন( নিজেই লিখেছিলেন যে অপু ওনার ডাকনাম) সেটাতে তো কোনও লুকোচুরি নেই, ছিলোও না।আপনি বরং নিজে একটা নাম নিন না! ঐ শুনলেই আমার আবার ঐরাবত মনে হয় :-(
Abhyu | 47.39.***.*** | ১৪ জুন ২০২১ ০৬:৫০481897আচ্ছা যদু বাবু, পার্থনীল তো বোধ হয় ভাট দেখে না, ওকে বলবি ওরকম হিতোপদেশ টই ছাড়া আর কিছু লিখলেও তো পারে?
Abhyu | 47.39.***.*** | ১৪ জুন ২০২১ ০৩:৩৩481896কিন্তু আপনারা এটা তো মানবেন যে বোতিন্বাউ না থাকলে ভাটের টিআর্পি পড়ে যায়?
:|: | 174.255.***.*** | ১৪ জুন ২০২১ ০৩:২৬481895না এটা কিছুতেই বলা উচিৎ না। ডিসিবাবুর মত ভক্তি করে, ভালোবেসে কেউ বলতে পারবে না বলেই মনে হয়। উনি কাল এসে, আশা করি, বলবেন।
Abhyu | 47.39.***.*** | ১৪ জুন ২০২১ ০৩:১৫481894এটাও ট্যান গেল :(
শাশুড়ির সেরা লিঠি হোক হোক।
:|: | 174.255.***.*** | ১৪ জুন ২০২১ ০৩:১০481893এই যে সম্বিৎ বাবু বললেন "জেলখানার লিঠি" -- জানেন কি এর দ্বারা আমাদের ডিসিবাবুর কাজ কত বেড়ে গেলো? এক্কুনি ওনাকে শাশুড়ির সেরা লিঠি অথবা সেরা শাশুড়ির লিঠির গপ্পটা আবার লিখতে হবে?! একেই পাতা চেয়ে (খেয়েছেন কিনা জানিনা) নিয়ে কুড়ি নম্বরের উত্তর লিখতে হচ্ছে। এই সময়, এই ভাবে ... উচিৎ হলো?
Abhyu | 47.39.***.*** | ১৪ জুন ২০২১ ০২:৩৪481892
সম্বিৎ | ১৪ জুন ২০২১ ০১:০৫481891এই বোতিন-ঈশেন মামলা ও তৎসহ নাজিম হিকমত অনুপ্রাণিত 'জেলখানার লিঠি' আমিও মিস করে গেছি। রি-রান হোক। প্রচুর নতুন দর্শক এসেছে।
Abhyu | 47.39.***.*** | ১৪ জুন ২০২১ ০০:০৬481890জমানা বদলায়। ইজরায়েলের অমন দোর্দণ্ডপ্রতাপ নেতা তাকেও যেতে হল।
Abhyu | 47.39.***.*** | ১৩ জুন ২০২১ ২২:৫৫481889২০১৪র মামলা ২০১৯-এ গিয়ে মেটে? মানে মামলা সত্যি হলে এটা হতেই পারে, কিন্তু আপসে রফা হলে তার জন্যে পাঁচ বছরটা, ইয়ে মানে একটু বেশি না?
Abhyu | 47.39.***.*** | ১৩ জুন ২০২১ ২২:৫০481888জিনিসটা বেশ লঘু হয়ে গিয়েছিল দেখা যাচ্ছে, যাকে জীবনানন্দের ভাষায় বলে লঘু মুহূর্ত। কেন জেলে যাবে সেটাই কেউ আমাকে বলছে না।
শুবা সিরিজটাও একই সময় তো। :-)
জেলখানার টিফিন লিখে সার্চালে পেয়ে জাওয়া উচিৎ সবকটা টই। ছোটাই মালপোয়া নিয়ে যাবে না এরকমই কি একটা কথা হয়েছিল। ঃ-)) সবচেয়ে মজার ব্যপার সবাই যে যার নিজের শহরে ইশানকে টিফিন দেব্যা। এবার ইশানের অমন ভ্রাম্যমাণ জেল কীভাবে হবে সেই টেকনিকালিটিটা নিয়ে কেউ মাথা ঘামায় নি। সব্বার মূল চিন্তা আমার শহরের ভাল খাবারখান জেলে দিয়ে আসবো। ঃ-))))
Abhyu | 47.39.***.*** | ১৩ জুন ২০২১ ২২:২৩481886শুবা সিরিজটা মনে আছে :)
একটা হাঙরের সিরিজও ছিল।
Abhyu | 47.39.***.*** | ১৩ জুন ২০২১ ২২:২২481885অ্যাঁ? আমি টই খুলেছিলাম জেলখানার মেনু নামে? এক্কেরে ভুলে গেছি, আসলে আমি এত টই খুলেছি যে... জেলখানা নিয়ে এটাই মনে আছে যে ব্যাংদি বলেছিল ওর বরের অতো পয়সা থাকলে ও-ও কানিমোজির মতো জেলে খাবার পেত :)
তা, মামলাটা কী নিয়ে? আর ঈশানদাকে কী কোর্টে যাবার জন্যে আমেরিকা থেকে দেশের প্লেন ধরতে হত বার বার?
র২হ | 49.37.***.*** | ১৩ জুন ২০২১ ২২:২১481884জেলখানার টিফিন আর শুবা সিরিজ - এই দুটো বিষয়ে খুব ভালো ভালো লেখা হয়েছিল।
*পেরথমেই
সে কী হে? সেই টইতে গুরুর স্বভাবমত সবাই প্ঈরথমেই খাবারাদাবারের দিকটায় মন দেয়। ঈশানকে জেলে টিফিন দেবার প্ল্যান বানাতে লেগে গেসল জনতা আর তাই দেখে তুমিই তো জেলখানার মেনু নাকি জেলখানার টিফিন এরকম নামের একটা টই খুলে রিলেভেন্ট পোস্ট ইত্যাদি পেস্টিয়েও দিছিলে।
Abhyu | 47.39.***.*** | ১৩ জুন ২০২১ ২১:৪৪481880আরে এইটে তো মিস করে গিয়েছিলাম। ব্রতীনদা ঈশানদার নামে মামলা করতে চেয়েছিল?? কবে (২০১৯-এর আগেই হবে), কোথায় (কলকাতায় না ব্যাঙ্গালোরে না আম্রিকায়), আর কেন (এইটে নো ক্লু)?
ঐ | 2402:e280:3d05:62a:8949:68c8:411a:***:*** | ১৩ জুন ২০২১ ১৬:২৯481879ব্রতীন দাস অপু নামে লিখে অন্যকে স্ব নামে না লিখলে জবাব দেবেন না বলছেন।
বোতিন ইজ আ চ্যাপ।, :-)
র২হ | 2405:201:8005:9078:9d0c:e224:34f8:***:*** | ১৩ জুন ২০২১ ১৪:২২481878ব্রতীনদা, আমি ভালোবাসার কম্পিটিশনে যেতে আগ্রহী নই :)
আমার বক্তব্য একটাই - গুরুর ব্যাকএন্ড টিমের কাছে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত। ব্যক্তিগত অনুরোধে ওই নিয়ে পাবলিকলি অ্যাভেলেবল নয় এমন কিছু প্রকাশ হওয়ার সম্ভবনা নেই।
dc | 122.164.***.*** | ১৩ জুন ২০২১ ১৪:০১481877পাই ম্যাডাম ঠিকই, এটার দাম অনেক, সত্তর হাজার টাকা। তবে এখনো অবধি ট্রায়াল চলছে। ট্রায়াল সফল হলে হয়তো মাস প্রোডাকশান চালু হবে বা সরকারি স্কিম আসবে, তখন দাম কমার কথা।
এদিকে ভ্যাক্সিনেশন অন হুইল বলে যেটা চালু হয়েছে, অনেক জায়গায় শুনছি বিশাল জায়গা নিয়ে হচ্ছে, তার জন্য কি নিজের গাড়ি থাকা আবশ্যক? তো তাতে কতজনই বা নিতে পারবেন!!
এত্ব অটো বা সাইকেল করে গেলে দেবেনা, না দিলে কেন?
আর বড় জায়গা নিয়ে হলে দূরে দূরে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করে পায়ে হেঁটে আসা মানুষরাই বা পাবেন না কেন?
ত্রিপুরায় আমাদের কাজের গ্রামগুলোয় দেখছি ঘরে ঘরে গিয়ে ভ্যাক্সিন দিচ্ছে। এরকম দুয়ারে ভ্যাক্সিনই তো দরকার ছিল, ভিড়ভাট্টা, অনর্থক ঘোরাঘুরি হয়রানি এড়াতে?
ডিসি, এটা তো ভাল কাজ করছে, কিন্তু দামও তেমনি ভাল। সরকারি হাসপাতালে ফ্রি তে দিচ্ছে?
আচ্ছা, এটা যে হোয়াপে ঘুরে যাচ্ছে, এ কবেকার খবর?
*Hello Everyone*
There are 96 thousand Tractors and 12 million Farmers protesting on the border of Capital of India New Delhi.
Dear World, it's the longest March in the history of the planet Earth by farmers for roll back of three laws imposed on them by the present Government of India. Please support us as we, the Farmers are placing food three times daily on your dining tables.
Indian Media is paid by agencies and hence are fabricating the protest.
Support Us, in writing the "Most Beautiful Chapter in the History of this Planet Earth".
Just forward this text to everyone in your friend circle, this is the only contribution we need from you.
Let it be the repayment of everything a farmer has given to you & your Family directly or indirectly
*Just one forward Please*
dc | 122.164.***.*** | ১৩ জুন ২০২১ ১৩:২৩481873এটা তো ওষুধের খবর! এটা ঐ টইতে যাবে না।
&/ | 151.14.***.*** | ১৩ জুন ২০২১ ১২:৫১481872ডিসি, ঠেলে তুলেছি টইটা। লিখুন প্লীজ।
&/ | 151.14.***.*** | ১৩ জুন ২০২১ ১২:৪৮481871ঐ টইটা গেল কই? করোনারহস্য নিয়ে যেটা ছিল? প্রাকৃতিক না ল্যাবে তৈরী সেই রহস্য নিয়ে?
অপু | 2409:4060:301:254a::a7a:***:*** | ১৩ জুন ২০২১ ১২:১৫481870হুতো, গুরুর প্রতি ভালোবাসা তোমার থেকে আমার কম কিছু নেই।:))
তবে আর এ ব্যাপারে তোমার সাথে কোন তর্কে যেতে চাই না।
চিয়ার্স। :))
অপু | 2409:4060:301:254a::a7a:***:*** | ১৩ জুন ২০২১ ১২:১২481869