এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 2405:201:8005:9947:b478:bedf:4396:***:*** | ১১ জুন ২০২১ ১৫:০২481808
  • ডিসি, পানু খিস্তি কিছু নিয়েই কোন অসুবিধে নেই, আমার মেন চিন্তাটা অন্য। চার্দিকে লোকজন ওঁৎ পেতে বসে আছে কীভাবে গুরুতে লগিন ম্যান্ডেটরি করে দেওয়া যায়। গালাগালির বন্যা ছুটলে সেটা চেগে ওঠে।

    পাবলিক ফোরামে খিস্তি নিয়ে আমার রিজার্ভেশন আছে, পিটিকে আপনার খিস্তি দেওয়াটাও আমার খুবই বিশ্রী লেগেছে, তবে সেসব ব্যক্তিগত ব্যাপার, নিতান্তই আমার খারাপ লাগা, বক্তব্য কিছু নেই।

    তবে পিটিদা খিস্তির জন্যে আসা বন্ধ করেছেন বলে আমার মনে হয় নি, উনি যথেষ্ট ঠান্ডা মাথার মানুষ। কেউ একজন শিক্ষাপ্রতিষ্ঠান টতিষ্ঠান এইসব নিয়ে বললেন, তারপর থেকে পিটিদা পোস্ট করছেন না।

  • b | 14.139.***.*** | ১১ জুন ২০২১ ১৪:৪৯481807
  • ই বাবা তাহলে তো ডিসি আমার চেয়ে ভালো গাইয়ে। আমি বাথরুমেও গাই না। 

  • dc | 122.174.***.*** | ১১ জুন ২০২১ ১৪:৪২481806
  • ইয়ে, এতো সবের মাঝে বলার ছিলো এই যে এলেবেলে ও আপনার কন্যা ভালো থাকুন, সাবধানে থাকুন। স্ত্রীর খুব করে যত্ন নিন। আশা করি তাড়াতাড়ি সেরে উঠবেন। 


    আর আমার নিজের বা অন্যের খিস্তি নিয়ে কিছু বলার নেই। আমি খিস্তিও করি, পানুও দেখি, বাথরুমে গানও গাই :-)

  • | ১১ জুন ২০২১ ১৩:৪৮481805
  • না না আমি কিচ্ছু মেনে চলতে বলব না। জাস্ট  ২০০৪ থেকে নেটে চরে বেড়াবার ফলে সংগৃহীত বিবিধঅম্ল কষায় তিক্ত অভিজ্ঞতা o দুই একটা অতি পুরাতন টইয়ের রেফারেন্স দিয়ে দেব। ঐজন্যই বললাম সবটা হয়ত আপনাকে লেখা হবে না। কিন্তু কিছুই আপনাকে করতে বলব না গ্র‌্যান্টি। (মানে কেনই বা বলব? প্রত্যেকের ইন্টার‌্যাকশানের ধরণ তো আলাদা হয়। )

  • এলেবেলে | 202.142.***.*** | ১১ জুন ২০২১ ১৩:৪৬481804
  • হ্যাঁ, ডিসিরটা খিস্তিই রয়ে যায় বলে সেটাকে বন্ধ করার জন্য অনুরোধ করেছি। এন্ডোর্স করিনি।  আপনি আমাকে গাল দিন, যত খুশি দিন কিন্তু নিজের নামে দিন। যাতে আমিও পাল্টা দিতে পারি বা নিজেকে সংশোধন করতে পারি। এটা না বোঝার কিছু নেই তো। কাপুরুষ-বীরপুরুষের বাইনারিও নেই।

  • এলেবেলে | 202.142.***.*** | ১১ জুন ২০২১ ১৩:৪৩481803
  • লিখুন, আমি সেসব মেনে চলব বলে কথা দিলাম। শিবাংশুবাবু, কল্লোলবাবু, রঞ্জনবাবু, পিটিস্যার, অরিনবাবু, খ, বড় বি ও ছোট বি, অরণ্য - এঁদেরকে আমি অত্যন্ত সম্মান করি। আপনিও সেই দলে পড়েন। কাজেই আমার তরফ থেকে আগাম প্রতিশ্রুতি থাকল।

  • r2h | 2405:201:8005:9947:b478:bedf:4396:***:*** | ১১ জুন ২০২১ ১৩:৪১481802
  • জন্তু কেন হবে, একই রকম অংশগ্রহণকারী। ডিসি নিজের নামে খিস্তি দিয়েছেন বলে সেই খিস্তি চমৎ্কার কিছু হয়ে যায়নি, খিস্তিই রয়েছে। বীরত্ব টীরত্ব ওভারহাইপ্ড জিনিস, নিজের নামে বীরত্বও তাই। হোলিয়ার আর হলাম কোথায়, আমি শুধু আমার বিরক্তিটা বললাম। সে আপনিই করুন আর অন্যনামেই কেউ করুন, এই নালশেকুটি প্রিস্কুলচাপল্য পড়ে পরে হেজে গেলাম।

    তাতে কিছু আসে জায় না, এসব বন্ধও হবে না, সে ঠিক আছে, আমার হাতে নাই ভুবনের ভার।

  • | ১১ জুন ২০২১ ১৩:৪০481801
  • এই সব সেরে গেলে আমি এলেবেলেকে একটা বিশাআল পোস্ট লিখব। যদিও এলেবেলেকেই লিখবো, তবুও সেটা হয়ত পুরোটাই এলেবেলেকে হবে না। 

  • এলেবেলে | 202.142.***.*** | ১১ জুন ২০২১ ১৩:২৭481800
  • জাস্টিফিকেশন তো কেউ কম দিচ্ছে না। হঠাৎ এটাতেই আপত্তি কেন? গালাগালের স্রোত বন্ধ করলেই তো হয়। আপনি অত্যচারিত হলে এতদিন কারও কিছু এসে গিয়েছিল? নাকি পরে যাবে? তো এই হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচুডটা বন্ধ করুন। অচেনা নিকেরা সাইটেরই জন্তু, ভিন গ্রহের জীব নয়।

  • r2h | 2405:201:8005:9947:b478:bedf:4396:***:*** | ১১ জুন ২০২১ ১৩:১২481799
  • এই ও আমাকে আগে বক দেখিয়েছে, এ আমাকে মুখ ভেঙিয়েছে, আপনি যখন আমাকে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছিলেন তখ্ন ও মুচকি মুচকি হেসেছে - এ আর ভাল্লাগে না। বহুপাক্ষিক গালাগালের আদান প্রদান চলছে সেটাই যথেষ্ট না, তার জাস্টিফিকেশনও পড়বো, এ কী অত্যাচার।

  • এলেবেলে | 202.142.***.*** | ১১ জুন ২০২১ ১২:৫৫481798
  • কয়েকটা কথা বলার জন্য এলাম। ব্রতীনবাবু আমার ভাষাপ্রয়োগের বিরুদ্ধে জনৈক নীপার আপত্তিকে ২০০% সমর্থন জানিয়েছেন। আপনারা প্রত্যেকে আমার উদ্দেশ্যে লেখা ১০ জুন ২০২১ ০৭:৪২-এর পোস্টটি এবং তার অব্যবহিত পরে ব্রতীনবাবুর ইমোজিটা দেখবেন দয়া করে। অর্থাৎ তিনি ওটিকে সমর্থন করেছেন। ভালো। যার যা ইচ্ছে।


    পিটিকে ডিসিজনাব গালাগাল দিয়েছেন ঠিকই কিন্তু প্রথমে দ-দি তাই নিয়ে বলায় সেটাকে অ্যাকনলেজ করেছেন এবং এসেম যখন আমার ওপরে সেই নিয়ে চোপা দেখাচ্ছিলেন তখন আমি যে ডিসিকে একাধিকবার অনুরোধ করেছি, সেটাও স্পষ্টভাবে জানিয়েছেন। 


    ডিসি নিজের নিক থেকে যাবতীয় গালাগাল দিয়েছেন। ভেড়ুয়াদের মতো অচেনা নিকের আড়াল থেকে নোংরামি করেননি। কাজেই ব্রতীনবাবু এই পয়েন্টটাও কিস্যু বুঝতে পারেননি। আমার ইস্যুটা ডিসির গাল নিয়ে ছিল না, ছিল নিকের আড়ালে যাবতীয় কুচ্ছোর চর্চা নিয়ে। 


    ভেড়ুয়ারা আমার পেছনে অকারণে লাগলে সাইটের রুচিশীল পরিবেশ বজায় রাখার জন্য বেকার আমার কাছে আবেদন জানিয়ে লাভ হবে না। আমি কাউকে আগ বাড়িয়ে ব্যক্তি আক্রমণ করি না, কিন্তু করলে ছেড়ে দেওয়ার বান্দা নই। এখানে প্রায় বছর ছয়েক কাটানোর পরে মোটামুটি বুঝে গেছি কারা প্রকৃত সিংহ, কারা সিংহ চর্মাবৃত শেয়াল এবং কারা সেসব শেয়ালদের ফেউ। ফলে কাউকে অকারণে রেয়াত করার প্রশ্ন নেই। 


    ৪৭-এর পল্লি নিয়ে কেকে (কেলোদা?)-র সঙ্গে প্যাঁচ কষানোর চেষ্টা হয়েছে। দ-দিকে অনেক আগেই বলেছিলাম ওটা নেহাতই একটা প্রতীক মাত্র। তবুও চুলকুনি না সারলে ওটাকে ২৩-এর পল্লি পড়ুন। ঝামেলা চুকবে।


    আমি নির্বাচনকর্মী ছিলাম জেনেও অরণ্য বাদে যেসব গরু-গাধারা আমার ভ্যাকসিন না পাওয়া সম্পর্কে মন্তব্যের বান ছুটিয়েছেন, তাদের অপরিসীম মূর্খতাকে করুণা করি।  


    যাঁরা আমাকে স্ত্রীর চিকিৎসা সংক্রান্ত নানা পরামর্শ দিয়েছেন তাঁদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমার স্ত্রী কোভিড পজিটিভ। কাজেই আমি ও আমার কন্যা কাল আরটিপিসিয়ার টেস্ট করাব। আপাতত আতঙ্কিত হইনি, পরে কী হবে জানি না। 


    ভালো থাকুন সবাই।

  • | 2402:e280:3d05:62a:4a9:3057:1765:***:*** | ১১ জুন ২০২১ ১২:৪১481797
  • আরে অপু বোতিন নাকি? ঈশানবাবুর বিরুদ্ধে মামলাটার টেক কেয়ার করা হ'ল? এখন আবার আইপি নিয়ে মেতেছেন? আমাদের প্রথম যৌবনে একটা স্ল্যাং লাগু ছিল, সেটা খুব অ্যাপ্ট মনে হ'ল, মাথায় চুল নেই বগলে বাবরি। 


    আইপিটা টুকে রাখবেন, পিটিও রেখেছিলেন। 

  • Ranjan Roy | ১১ জুন ২০২১ ১১:৩১481795
  • ব্রতীন


      একটা কথা বলি। তুমি ও পিটি --দুজনেই আমার বন্ধু লোক। এবং পিটির বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ হলে সব সময় প্রতিবাদ করেছি।


    কিন্তু তোমার এই বক্তব্যটি ঠিক নয়। তুমি বলছ -"আমি চাইছিলাম  বহুদিনের পুরোনো লোক 

    হিসাবে পিটি দা ও এখানে লিখুক। সবার আপত্তি  থাকলে আমার কিছু বলার নেই"।

    --সবার কেন, কারওরই আপত্তি আছে কি? মনে হয়না। পিটিকে ব্যান্টার করা এক কথা, খেদিয়ে দেয়া আরেক। আমার আর একজন প্রিয় এস এম। তাঁকেও ব্যান্টার করা হত খুব, অন্য শিবির থেকে। কিন্তু কাউকেও তাড়িয়ে দেয়া হয়নি।

     যাঁরা সিপিএমের পক্ষে ভাটে গলা ফাটাতেন তাঁদের অনেকেই আজ নীরব। এবারের ধাক্কাটা ওঁদের দিক থেকে দেখলে সব হিসেবের বাইরে। কিন্তু কিছুদিন পরে ওসব সামলে নিয়ে অনেকেই আসবেন বলে আমার বিশ্বাস। পিটি ও আসবেন। দেখে নিও। উনি বহুবার জানিয়েছেন যে এসব  আওয়াজে ওনার কিছু যায় আসে না।

  • dc | 122.174.***.*** | ১১ জুন ২০২১ ১০:৪৩481794
  • ওটা মাস্কের এরিয়া। তবে তিন থেকে পাঁচ বছরের হরাইজন ধরলে বিটকয়েনের দর অবশ্যই উঠবে, শুধু এই কারনে যে বিটকয়েনের সাপ্লাই লিমিটেড। অন্য কয়েকটা ক্রিপ্টোর আনলিমিটেড সাপ্লাই, সেগুলো নিয়ে কিছু বলা যায় না। 

  • র২হ | 2405:201:8005:9947:891a:99b3:fdd0:***:*** | ১১ জুন ২০২১ ১০:৩৯481793
  • ক্রিপ্টোর দর উঠবে কিনা কিছু জানেন নাকি?

  • dc | 122.174.***.*** | ১১ জুন ২০২১ ১০:৩৬481792
  • ওদিকে নাকি পেন্টাগন ২৫ তারিখে উফো রিপোর্ট পাবলিক করতে চলেছে। আর স্টক মার্কেট নাকি ইতিমধ্যেই তিন ডিগ্রি গ্লোবাল ওয়ার্মিং ধরে নিয়েছে, অর্থাত গ্লোবাল ডিজাস্টার। এদিকে নাকি উইন্ডোজ ১১ বেরোতে চলেছে (মাইক্রোসফট বলেছিল উইন্ডোজ ১০ এর পর আর নতুন ভার্শন বেরোবে না)। কতোগুলো কনস্পিরেসি থিওরি যে একসাথে চলছে কোন ঠিক নেই। 

  • র২হ | 2405:201:8005:9947:808:1487:beff:***:*** | ১১ জুন ২০২১ ০৯:৫৮481791
  • ব্রতীনদা, এটা ঠিক সব ব্যাপারের মধ্যে পড়ে না। এটা নিয়ে ছড়ালে তোমার পক্ষে টেক কেয়ার করা সম্ভব হবে না।

  • অপু | 2409:4060:2e14:1a39::af89:***:*** | ১১ জুন ২০২১ ০৯:২৭481790
  • হুতো সব ব‍্যাপারে চাপ নিও না। আই উইল টেক কেয়ার। :)))

  • অপু | 2409:4060:2e14:1a39::af89:***:*** | ১১ জুন ২০২১ ০৯:২৩481789
  • আচ্ছা বুঝলাম। আমি  দু:খিত।তোমাকে হার্ট করতে চাই নি। কিন্তু তোমাকে আর পিনাকী আলাদা করে লেখার পরেও কিছু লিখলে না দেখে খারাপ লেগেছিল। সেই টুকুই জানানোর ছিল।


    তর্ক হোক। আলোচনা হোক। সব চাই। কিন্তু ব‍্যক্তি আক্রমনে না গিয়ে। পিটি দা টিএমসি র সমর্থক  দের ছাগল আরো অনেক কিছু বলে আসছেন সেই 2007/2008 সাল থেকে। সব জানি। আমি চাইছিলাম  বহুদিনের পুরোনো লোক 


    হিসাবে পিটি দা ও এখানে লিখুক। সবার আপত্তি  থাকলে আমার কিছু বলার নেই।


    অলিমিতি

  • বিদ্যাসাগর | 165.225.***.*** | ১১ জুন ২০২১ ০৭:৩২481788
  • আরে থ্যাঙ্কউ থ্যাঙ্কউ! 


    অতি চমৎকার।  

  • বিদ্যাসাগর | 165.225.***.*** | ১০ জুন ২০২১ ২৩:৪৪481787
  • রন্জনদার লেখাটা তো ষষ্ঠী তত্পুরুষ হয়ে গেছে। কিছু করা যায় না? এমন গুরুত্বপূর্ণ লেখাটা। তাছাড়া এলেবেলেও কিছু বক্তব্য রাখবেন বলেছেন। লেখাগুলো একত্র থাকলে অভাজনদের সুবিধে হয়, এই আর কি ... 

  • π | ১০ জুন ২০২১ ২১:১৫481786
  • ব্রতীনদা আমি তোমার কাছে জবাবদিহি করতে বাধ্য নই তো। উত্তর দিতাম হয়তো কিন্তু এভাবে জিগেশ করার জন্যই দেব না।


    তবে, পিটিবাবু দিনের পর দিন এখানকার একের পর এক লোককে যেসব অভিধায় ভূষিত করে গেছেন,  মিথ্যাবাদী সুবিদগাবাদী ধান্দাবাজ আখের গোছানো  এবং আরো আজেবাজে কথা খিস্তির চেয়ে কিছু কম খারাপ বলেও  মনে করিনা, এটুকু জানিয়েই রাখলাম।

  • kk | 97.9.***.*** | ১০ জুন ২০২১ ২০:৪১481785
  • বোধিদা,
    কঠিন সময়। সাবধানে থেকো। এছাড়া আর কীই বা বলবো?

    এলেবেলে,
    আশা করি আপনার স্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আপনারা ভালো থাকবেন।

  • r2h | 2405:201:8005:9947:31b9:2fc5:cf9e:***:*** | ১০ জুন ২০২১ ১৯:৩০481784
  • আমি এটার মধ্যে মন্তব্য করতে চাইছিলাম না, কিন্তু ব্রতীনদার ১৮:৪২ "... আইপিআড্রেশ সমেত সব কিছু এখানে প্রকাশ করবো। একটু কথা বলে নিতে হবে এলসিএম দার সাথে ডায়নামিক আইপি ট্রেস করার উপায়" পড়ে খুবই অস্বস্তি হলো। এই মন্তব্য থেকে এমন বার্তা যাওয়ার সম্ভাবনা যে গুরুর কাছে ব্যবহারকারীর আইপি ইত্যাদি সুরক্ষিত নয়। এটা ঠিক না। আমার জানা মত গুরুর টেকনিক্যাল লোকজন এরকম কিছুতে ঢুকবে না।

    ব্যক্তিগত উদ্যোগে আইপির উৎস সন্ধান যে কেউ করতে পারে।

  • অপু | 2409:4060:319:b45e::d8f:***:*** | ১০ জুন ২০২১ ১৯:২৮481783
  • সবার কথা  ছাড়ো। তুমি কি প্রতিবাদ করেছিলে? আমি মিস করে যেতে পারি। কারণ সেই সম য় আমি নিয়মিত ছিলাম না।

  • π | ১০ জুন ২০২১ ১৯:০০481782
  • পিটিদাকে খিস্তি দেওয়া তো ভাল লাগেনি, সেকথা তুমি কেন,  এখানে অনেকেই বলেছেন। আবার দিনের পর দিন পিটিদা যা চালিয়ে গেছেন, সেটাও ভাল লাগেনি।৷ কী আর করা যাবে।


    এলেবেলে আর বাকিদের মধ্যে যা চলে সেও বিরক্তিকর লাগে।  তবে এখন ওঁ্র স্ত্রী অসুস্থ জেনেও  হেহের পোস্টের শেষ লাইনটা একটু বেশিই বিরক্তিকর লাগল।


    আর হ্যাঁ ব্রতীনদা,  ডিসি সিপিএম এর হারের জ্বালা ভুলতে পিটিদাকে কেন খিস্তি দেবেন, এটা কিন্তু আমি সত্যি বুঝিনি। মনে হয় কেউই বোঝেনি। 

  • Ranjan Roy | ১০ জুন ২০২১ ১৯:০০481781
  • সরি রমিত,


     তাড়াহুড়োয় নাম গুলিয়েছি। কিন্তু পরামর্শটি সঠিক। এবং জল খাওয়ারও। এখানে রোজ অন্ততঃ তিন থেকে চার লিটার জল খেতে বলছে প্রথম দিন থেকে।

  • dc | 171.49.***.*** | ১০ জুন ২০২১ ১৮:৫১481780
  • এলেবেলে, মাঝে মাঝেই আপনাদের দুজনেরই অক্সিমিটার রিডিং নিতে থাকুন। দুজনেই সাবধানে থাকুন, কিন্তু অযথা ভয়ও পাবেন না। আশা করছি তাড়াতাড়ি আপনার স্ত্রী সেরে উঠবেন। 


    অপু যে আমাকে মহানুভব বললেন তাতে আমি ভারি খুশী হয়েছি। দেখা হলে এক সের রাবড়ি আর এক বোতল জ্যাক ডানিয়েলস নিয়ে বসবো :-) 

  • অপু | 2409:4060:319:b45e::d8f:***:*** | ১০ জুন ২০২১ ১৮:৪৬481779
  • পাই, কিছুদিন আগে অন্তত দু থেকে তিন বার ডিসি পিটি দাকে খিস্তি করেছিল।


    তুমি দেখেছিল? তোমার পিনাকীর নাম করে এখানে লিখেছিলাম। দেখার জন‍্যে। যখন দেখো নি তখন আমি পিনাকীর সাথে WA কথা বলে জানতে পারি ও অসুস্থ। তখন আমি লিখি। কারণ আমি প‍্রটোকল ভাঙতে চাইনা।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত