7 পিস ভেজে দিলাম। আবার পরে পাঠাবো। অভ্যু, যদু,কেকে প্লিজ কনফার্ম।
শেষপাতে --
বৃন্দা ফন্টটা জঘন্য দেখতে। আর ওটা উইন্ডোজের সাথে ডিফল্ট আসে।
রঞ্জনদার গন্ডগোল হচ্ছে। ধারাবাহিক গুলো লিংক করতে হলে প্রথম পর্বের আর্টিকল নম্বরটা নোট করে রাখুন, তারপর ঐ নম্বরটা সমস্ত এপিসোডে "প্রথম আর্টিকল #" এর বাক্সে লিখে দিন, ইংরেজি হরফে দেবেন কিন্তু।
তাছাড়া রঞ্জনদার হাতের লেখা (মানে ফন্ট) এতো খারাপ কেন?
হোদাপাটা খুপই অ্যাপ্রোপ্রিয়েট হইসে।
ইন্দোদা ক'দিন আগেই শঙখ ঘোষকে নিয়ে লিখেছে। দেখেননি হয়তো।
ইন্দোদাদা আর একক ল্যাখে না ক্যান? গুচর ল্যাখার কোয়ালিটি এক্কেবারে পড়ে গ্যাসে!
কিন্তু নামাবলী নামে একটা টই ছিলনা? খুঁজে পেলাম না কেন?
এটা পড়ে খুব আরাম পেলাম। যদিও এই Nominative Determinism নামক টার্ম জীবনে প্রথম শুনলাম, কিন্তু এখন বুঝছি আমার (ডাক)নাম নিয়ে ভাবাবেগ কত তত্ত্বগতভাবে সত্য ছিল! আমার নাম সংক্রান্ত নানা থিয়োরি কোথায় লিখেছিলাম, সেও ভুলে গেছি।
https://www.bbc.com/future/article/20210525-how-your-name-affects-your-personality
হুম্ম।
জিন্দাবৌ। জিন্দাবৌ!
ওটা উচ্চারণ অনুযায়ী বানান। থ্রী সি বাই ওয়ানের বোর্ডে কলেস্ট্রীট লেখা দেখেন নি?
সুকি, তাইতো দেখছি ঃ(
এদিকে হদাপা লিখলেই তো পারতেন বাপু, হোদাপা পড়ে হোগলাপাতা দানিয়ুবের পাড়ে ছাড়া কিছু মাথায় আসছিল না
তার ঠিক নীচেই একককে নিয়ে লিখেছেন একজন
অভ্যুর জন্য। মাথায় আবার গুচ্ছ নাম্বার দেওয়া সে আবার লিঙ্ক করে রাখা। আমি দেখেই বোঁ কিরে পালিয়ে এলাম
হোদাপা সেকশানে দেখুন।
রঞ্জনদার মাল্টিপ্লল পোস্টের একখানাও তো দেখছি না। অ্যাডমিন SOS পেয়ে সবই ডিলিট করে দিল নাকি?
S O S! SO S!
Admin,
Please correct my Multiple Post on Vidyasagar in Blog section. Sorry for the inconvenience.
Inadvertent mistake owing to fluctuating net service.
Ranjan Roy
আপ্নেরা টই দ্যাকেন না? বাঙ্গালির দুনিয়া কাঁপান এক বছর দ্যাকেন না?
না অপু, না অপু, এই অভ্যুখোকাটা ভীষণ দুষ্টু দেখো! আমার ইমেল raykris12 ইয়াহুতে। আগাম ধন্যবাদ রইলো।
অভ্যু,
:-D, ;-)
পাই, কোভিশিল্ড 84 দিন না হলে দিচ্ছে না। আমার সামনেই ফিরিয়ে দিয়েছে কাউন্টার থেকে। এমনকি অ্যাপোয়েন্টমেন্ট আগে পেয়ে গেলেও নয়
আহা রে
https://www.epaper.eisamay.com/imageview_2935_40096_4_1_04-06-2021_4_i_1_sf.html
গোবুদা, আমি আসলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ৮৪ দিনের আগে বয়স্কদের কাউকে, যাদের ওই ঘোষণার আগে রেজিস্টার করা ছিল, দিচ্ছে কিনা জানতে চাইছিলাম।
যা দেখলাম, দেওয়া যাবেনা। এখন যেকোনটার প্রথম ডোজ বা কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ।
এটা কাজ করলে,খুব ভালো খবর।রিলায়েন্স খুব বড় প্রোজেক্ট নিয়ে নামছে।
https://www.thelancet.com/journals/lanepe/article/PIIS2666-7762(21)00071-5/fulltext
"আই কার্ড জেরক্স করে কর্তৃপক্ষের সই আর স্ট্যাম্প করা থাকলেই কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে(পার্কসার্কাস) কোভিড ভ্যাক্সিন হয়ে যাবে। নীচে দেওয়া ক্যাটাগরির জন্য এই ভ্যাক্সিন পাওয়া যাচ্ছে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য।" পারমিতাদি জানাল।
হ্যাঁ, শাশুড়ির ভয়েসটাও থাকুক
মেরা ভারত মহান
কেকের ইমেল হল keke.email@gmail.com
কেকে, তোমার ইমেল আই ডি নেই। প্লিজ শেয়ার।
আহা কী জিনিস দিলে এলসিএম দা, অনেক অনেক ধন্যবাদ :))
পুরোনো ভাটিয়ালির পাতা - ২০০৮ থেকে ২০১২ । তার আগের পাতাগুলো পরে হবে, ওগুলো বাংলাপ্লেন ফন্টে আছে। হবে, পরে হবে। সার্চের (গুরুসন্ধান) পাতায় 'পুরোনো ভাটিয়ালি' একটা লিংক দেওয়া হয়েছে।
https://www.guruchandali.com/bhatiyaliOld.php
বাপ রে এ তো গানের বন্যা!!!! ঃ-)