গোলাপী না বেগুনি ফুলকপি? রোমেস্কো স্যস দিয়া ফুলকপির স্টেক অতি উত্তম হয়। পরীক্ষা প্রার্থনীয়।
লিচু চীনে ফল নয়?
তুমি বলো দেখি, লিচু কি ভারতীয় ফল?
খাবার জিনিস নয়, বাজার করা। এই ধরো অর্গ্যানিক আণ্ডা। নেলী বলে একটা কোম্পানী আছে তার ডিম বেএএশ ভালো https://www.nelliesfreerange.com। তা, ক্রোগারে এক ডজন ডিমের দাম $4.29। এবারে আমি ফ্রেশ মার্কেট বলে একটা গায়ে-ছ্যাঁকা-লাগানো দোকান থেকে সেই ডিম কিনে এনেছি। পরে আরো কিছু অ্যাড হবে। সব মিলে বিয়াল্লিশটা ডিমের দাম, ট্যাক্স সহ, $1.80
এ ধাঁধা সলভ করা তোমার সাধ্য নয়। :)
তোমার জন্যে একটাই খবর, গোলাপী রঙের ফুলকপি কিনে এনেছি। কী রাঁধব বুঝতে পারছি না। কেকেকে রেসিপি দিতে বলব ভাবছি।
কেন অভ্যু? যেকোন খাবার জিনিসের প্রতি আমার অপরিসীম আগ্রহ। :))
দেখুন বাজার করা নিয়ে আড্ডা দিতে আমার বেশ লাগে। কিন্তু এখন মিঠুদি আসে না। বোতিন্দা আমার বাজার করা অ্যাপ্রিশিয়েট করতে পারবে না :(
বোতিন্দাও বখে গেলো। কিশোর সমগ্র ছেড়ে ইবন বতুতা পড়ছে :)
আমিও অরণ্য দা তোমার দলে।বুকে বালিশ দিয়ে আধশোয়া হয়ে।তবে না...
যা কালের অমোঘ নিয়মে ইন্দো দাও "বখে"গেল। হার্ড কপি ছেড়ে কিন্ডল। একী অশৈরিন কান্ড!! :)))
আমি পুরনো দিনের লোক। এখনো পাতা উল্টে কাগজে ছাপা বই পড়ি
" ইবন বতুতার দেখা ভারত"। বেশ ভালো লাগলো।
পড়বে নাকি? তাহলে ভেজে দেবো।
লসাগুদার সাহায্যে এখন ঝপাঝপ মোবাইলে গুরু করি।
ক্যানো? আপনেরা কিন্ডলে বাংলা বই পড়েন্না বুঝি?
করোনার চক্করে আমার বাংলা বইয়ের সাপ্লাই লাইন কেটে গেছে :-(
অপু, তুমি ও তো মাঝে মাঝেই উধাও হও । নতুন কোন বই পড়লে ?
ইন্দো দা, ঠিক ঠিক। "ভাট" কে "টই" বানানোর এই সাম্রাজ্য বাদী চক্রান্ত রুখছি, রুখবো। :)))
কেন অরণ্য দা, আমি তো আছি নির্ভেজাল
ভাট মারার জন্যে :))
গুরু তো দুয়োরাণী নয়, কনটেন্ট-এর বৈচিত্র্য বেড়েছে, পরিমাণ ও মান - দুই-ই ভাল।
ভাটে আড্ডা কম হয়, আড্ডা মারার লোক - ও কমেছে , সেটা ঠিক।
তাহলে টইয়ে ভাট করলেই তো হয়! ঃ)
একে তো আপনেরা ভাটে এসে টই করেন, তার ওপরে সেইটাও নিয়মিত করেন না। আপনেরা তাহলে করেন টা কী? গুরু কি আপনেদের দুয়োরাণী?
কই, আমাদের সময়ে তো এসব অনাচার ছেল না!
আচ্ছ, সুমিতবাবুর বোধ হয় একটা বই আছে, পোনুসংহিতা ও অন্যান্য অকথা। বাজারে পাওয়া যায়?
আর কবে আসবে বিকল্প পাঠক্রম?
এটা ভালো লাগল
https://www.nytimes.com/2021/05/24/opinion/sunday/salman-rushdie-world-literature.html?referringSource=articleShare
https://meet.google.com/gha-yfet-jdd
Or open Meet and enter this code: gha-yfet-jdd
গুগলের দরজায় ঘা মেরে জব্দ করতে হবে?
"সলিল বিশ্বাসের স্মরণ অনুষ্ঠান! আজ, ২৯ মে, শনিবার সন্ধ্যে ৭টায় Google Meet-এ। link পাঠালাম। সবাই উপস্থিত থাকুন।
Boichitra: To join the meeting on Google Meet, click this link:
https://meet.google.com/gha-yfet-jdd
Or open Meet and enter this code: ঘা-য়ফেত-জদ্দ"
আমার সবচেয়ে মজা লেগেছিল গ্র্যামাটিক্যাল এরর কারেক্ট করতে গিয়ে গ্র্যামার এরর লেখা।
তারপ্রে আরো চেপে ধরলে বলতো what to do? I am like that only.
tried our best লিখেছে ? তবে ইন্ডিয়ান নয়। ইন্ডিয়ান হলে লিখতো tried our level best.
Oh!! Canada!!
https://media.zenfs.com/en/reuters.com/c791911777895fdc3546e939dd3d1971
Remains of 215 children found at former indigenous school site in Canada
The main administrative building at the Kamloops Indian Residential School is seen in Kamloops
https://www.yahoo.com/news/remains-215-children-found-former-211955716.html