মমতা চলে যাওয়া তিনো নেতাদের আবার ডেকেছে বলে সাড়া পড়ে গেছে দেখছি, পরিশ্রম নেই, ঢপের প্রচারের চলে ব্যাপারটাকে ফেলে দিয়ে আবার চাট্টি লিং পেস্টানো যাবে। কিন্তু ৩৮% ভোটের মধ্যে যে ২০% সিপিএম রয়ে গেল যারা ভাজপাকে ভোটের করতে জোর দিলো, যারা , আহা , এবারও ফিরতে পারল না , তাদের প্রতি ভুল স্বীকার করে কোন আহ্বান জানানো হবে না ? নাকি দলটাকে বাপের সম্পত্তি বানিয়ে সেসব লুকিয়ে ফেলা হল পুরোপুরি ?
যতই চোখা চোখা বাক্যবাণ ব্যবহার করুন না কেন বিজেপিকে ৩ থেকে ৭৭ তুলে এনে ৩৮% ভোট পাইয়ে প্রতিষ্ঠা দিয়েচেন বিধানসভায় আর RSS-কে মোট্টে আটকাতে পারেছেন না!!!
কেসি, হ্যাঁ আমার আরো এক আধটা এমন এক্সপি হয়েছে।
দিগ্গজরা ২রা মে-র আগের সিপিএম কেন্দ্রিক কোন লেখা দিয়ে নিজেদের ন্যাজ তুলে ছাগল নাচ নাচা আপাতত বন্ধ করতে পারে তো। না হলে নিজেদের ভোট্ বিজেপিকে দিয়ে সেইসব লেখায় বিজেপির বিকল্প সাজা দেখে তো ভেতরটা ভকভক করে।
"অরিজিৎ আমার মতে ওয়র্স্ট অফ দ্য লট। একটি অত্যন্ত ন্যারো মাইন্ডেড ভিন্ডিক্টিভ এবং কুচুটে পাবলিক। যদিও জানি এখানকার অনেকেরই ওর প্রতি ব্যাথা আছে। প্রচুর বইটই পড়ে, ফেসবুকে নিজের গুগল সাইটেশনের ছবিটবি দিয়ে প্রচার করে, সেইজন্য।" - পিনাকী ৩মে ২.০৩. - এটা থেকে বেশ পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। :- D
সাইটেশান নয়, বিভিন্ন ফোটোগ্রাফ কম্পিটিশানের প্রাইজ সার্টিফিকেট।
Absolute rubbish!! CPM local leaders in rural areas encouraged voters to vote for BJP so that the TMC candidate can be defeated. I have heard myself and was stunned. The politics of revenge is always aimless and useless.
এক ভট্টাচার্যের কথা যখন রুদালীদের কানে মধুবর্ষণ করছে, তখন আরেক ভট্টাচার্যের উক্তিও শোনা যাক। সম্ভব্তঃ ভাই বোনের ঘরেলু ঝগড়ার ফলাফলের আনন্দে বাঙালী ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে নেচে বেড়াচ্ছে।
"Bhattacharya, a leading academic, maintains Banerjee retains "close relations with the RSS even today while indulging in slanging matches with the BJP leadership of Prime Minister Narendra Modi and Home Minister Amit Shah.....
...Banerjee's attempt to wipe out the Left opposition from Bengal has helped the RSS exponentially, she added. "One must not forget that her (Banerjee's) rabid attempts to eliminate the Left opposition in the state both physically and politically and her demolition of democratic institutions has helped exponential growth of RSS in the state during her regime," she said.
https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/west-bengal/cpim-leader-who-defeated-mamata-banerjee-32-years-back-blames-tmc-supremo-for-rise-of-rss-in-bengal/articleshow/82231097.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst"
এই গাড়লগুলো বারবার ধরা পড়ে যায় তবুও নির্লজ্জ বেহায়াপনা বিন্দুমাত্র কমে না। মাছির মতো ভনভন করতেই থাকে, করতেই থাকে। থলিভরা বিষ নেই তায় কুলোপনা চক্কর!
Tanmay B | 207.244.126.132
এই পুঁটিমাছটার খলবলানি ও গাম্বাটপনা পারলে সবাই একবার দেখবেন। তন্ময়কে হেব্বি ওয়েটেজ দিয়েছে।
শালা তার জুড়ুয়া এয়েচে ভেড়ুয়া হয়ে ফুট কাটতে!!!
অনেকদিন পর গুরুতে খেউর শুরু হয়েচে। তাও আবার পিটি-এসেম-এলেবেলের ত্র্যহস্পর্শ যোগ। সিপিয়েম, তিনোমুল আর বিজেপির তিনটে ট্রোল। তিনটেই সমান গাম্বাট।
পিটি,এটা দেখতে পারেন।
আমি ড্যাম সিরিয়াস কথাবার্তা বলছি এবং সেখানে এমনকি পিটিস্যারকেও রেয়াত করিনি। যতটা সিম্পুল ভাবছেন ততটা নয়। সোমনাথ একটা টই খুলেছেন। সেখানে নিননিছারা উঁকি মেরেও দেখেনি, দু কথা লেখার মুরোদও হয়নি। যান, পারলে ওখানে একবার ঘুরে আসুন। বুঝতে পারবেন কত ধানে কত চাল।
আমি ড্যাম সিরিয়াস কথাবার্তা বলছি এবং সেখানে এমনকি পিটিস্যারকেও রেয়াত করিনি। যতটা সিম্পুল ভাবছেন ততটা নয়। সোমনাথ একটা টই খুলেছেন। সেখানে নিননিছারা উঁকি মেরেও দেখেনি, দু কথা লেখার মুরোদও হয়নি। যান, পারলে ওখানে একবার ঘুরে আসুন। বুঝতে পারবেন কত ধানে কত চাল।
আমি ড্যাম সিরিয়াস কথাবার্তা বলছি এবং সেখানে এমনকি পিটিস্যারকেও রেয়াত করিনি। যতটা সিম্পুল ভাবছেন ততটা নয়। সোমনাথ একটা টই খুলেছেন। সেখানে নিননিছারা উঁকি মেরেও দেখেনি, দু কথা লেখার মুরোদও হয়নি। যান, পারলে ওখানে একবার ঘুরে আসুন। বুঝতে পারবেন কত ধানে কত চাল।
পিটি,করোনা চিকিৎসার জন্য রাজ্য সরকার এমনিতেই কিছু বেসরকারি হাসপাতাল পূর্ণ বা আংশিক অধিগ্রহণ করেছে।সেখানে এমনিতেই চিকিৎসা ফ্রী। কোন স্বাস্থ্য সাথী কার্ড লাগে না।
আমি তো এখনই ফুটতে বলিনি। আগে সম্মিলিত দাবি তোলা, সেসব জনগণের কাছে পৌঁছে দেওয়া, অপেক্ষা করা। না হলে ফোটো, অন্য বাগানে ফুল হয়ে ওঠো।
এক নিননিছা ফুট কাটার পরে যেই লিখেছি "আপনি বলুন, আমি শুনি", সঙ্গে সঙ্গে সে লেজ গুটিয়ে হাওয়া।
এলেবেলে,আমার মনে হয়,আপনি নিছক টাইম পাস করেছেন। এই দাবী দাওয়া নতুন সরকারের মাথায় আছে,তারা তাদের মতন করে করবে। তারা ঠিক মতন প্রতিশ্রুতি না পালন করলে,জনগন ছুঁড়ে ফেলে দেবে,নেক্সট ইলেকশনের সময়। সিম্পুল!
শীতলখুচির বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং নিহতদের পরিবারবর্গকে আজীবন দেখভালের স্থায়ী দায়িত্ব নেওয়া। সঙ্গে জুড়বে নির্বাচন পরবর্তী হিংসার স্রোতকে কড়া হাতে দমন করা। বন্ধ চটকলগুলো দ্রুত খোলার বন্দোবস্ত করা। জঙ্গলমহলের প্রান্তিক মানুষদের স্থায়ী রোজগারের ব্যবস্থা। ক্যা নিয়ে কড়া অবস্থান। আপনারও জুড়তে থাকুন।
রামপার্টিরা 'নিননিছাদের স্বর্গরাজ্য'টা একবার ঘুরে আসতে পারেন। সেখানে আনন্দবাজারের বিস্তর উত্তর-সম্পাদকীয়র লিঙ্ক দেওয়া আছে। এই অধমের নাম এবং পেশার উল্লেখ করে, মেঘের আড়াল থেকে চিমটি কেটে নয়। এবং গণশক্তি, জাগো বাংলা তো নয়ই এমনকি যুগশঙ্খও নয়। গুরু যে এত গাড়লে ভরে গেছে জানতাম না।
এই সরকার না ফুটলে রামপার্টি আসবে কিকরে? সাধের উইশলিস্টটি একবার বৃথা গেছে, যে পারছে এসে থাবড়ে যাচ্ছে এ কি সহ্য হয়?
পিটি, স্বাস্থ্য সাথী কার্ডে করোনা চিকিৎসায় একটু ঘোর প্যাঁচ আছে।এখন একটা বেড পাওয়াই সমস্যা।তবে সরকারি হাসপাতলগুলোতে ভর্তি হওয়া বেটার। এর জন্য স্বাস্থ্য সাথী দরকার নেই।
আমি যদ্দুর জানি স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে আপনি সব বেসরকারি হাপাতালগুলোতে সব রকম চিকিৎসা পাবেন না।
মানে কোন হাসপাতালে হার্টের চিকিৎসা,কোথাও অর্থ পেডিক চিকিৎসা বা কোথাও সার্জিকাল চিকিৎসা।এগুলো হাসপাতাল স্পেসিফিক।
করোনর জন্য কোন বেসরকারি হাসপাতাল টাই আপ করেছে,সেটা খোঁজ নিয়ে জেনে বলতে হবে।
শীতলখুচির বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং নিহতদের পরিবারবর্গকে আজীবন দেখভালের স্থায়ী দায়িত্ব নেওয়া। সঙ্গে জুড়বে নির্বাচন পরবর্তী হিংসার স্রোতকে কড়া হাতে দমন করা। বন্ধ চটকলগুলো দ্রুত খোলার বন্দোবস্ত করা। জঙ্গলমহলের প্রান্তিক মানুষদের স্থায়ী রোজগারের ব্যবস্থা। ক্যা নিয়ে কড়া অবস্থান। আপনারও জুড়তে থাকুন।
আর গতকাল ই জনগণের দ্বারা নির্বাচিত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ একটি সরকার কে, আপুনি কি না বলে দিলেন ফোটো !!
খুউব খারাপ লাগে!
শীতলখুচিতে বিজেপি জিতেছে আর ঐ ঘটনায় সংখ্যালঘু ভোট তিনোর পক্ষে আরো কন্সোলিডেটেড হয়েছে।
শীতলখুচির ঘটনার তদন্ত দাবী করলাম।
"তার সঙ্গে জুড়েছে স্বাস্থ্যসাথী।"
আমার রাঁধুনী দিদি, তার পরিবার ও তার পাড়ার কেউ স্বাস্থ্যসাথী কার্ড পায়নি। তাদের বলা হয়েছে যে ভোটের পরে দেখা যাবে। আর স্বাস্থসাথী কার্ড দেখিয়ে করোনার রুগী কোথায় ভর্তি হচ্ছে?
আরে তাহলে তো দিদি কে আপনার থেকেই পরামর্শ নিতে হয়। কোর্ট বিষয় টি দেখছে।রিপোর্ট তলব করেছে,ই সি ও বাহিনীর কাছ থেকে।এখানে কার কি করার আছে?
রাজ্য সরকার নিহত দের পরিবারের পাশে দাঁড়াতে পারে।চাকরী দিতে পারে।আর্থিক সহযোগিতা করতে পারে। আইনী সহায়তা দিতে পারে। আর কি করবে??
হ্যাঁ, শীতলখুচি আমার অগ্রাধিকার কারণ ওই বিধানসভা মমব্যানকে প্রচুর ডিভিডেন্ড দিয়েছে। ওসব কোর্টের ন্যাকড়াবাজি আর নয়। আমি মমতাকে মসিহা ভাবতে রাজি নই। ৩৮% বিজেপি পেয়ে গেছে। কাজেই হয় কাজ করো নইলে ফোটো।
আবার শীতল খুচি নিয়ে পড় লেন কেন?ওটা তো কোর্টের বিচারাধীন বিষয়।
আরে চটেন কেন ? আপনার যুক্তিরপেছনে কি আছে?
এলেবেলে | 202.142.71.192 | ০৩ মে ২০২১ ১৯:৪৬479419
আপনাদের দেখলে মাইরি বলছি কষি দিয়ে বাঁধা হাফ প্যান্টুল মনে হয়।
নিজে নয় কষিটা খুলে দিয়ে হাওয়াবাতাস খেলাচ্ছেন, কিন্তু সে এমন কি বড় অ্যাচিভমেন্ট?
আগে সমস্ত ঝগড়া ভুলে সম্মিলিত দাবি। মানুষের কাছে সেই দাবি পৌঁছে দেওয়া। তাঁরা দেখুন নবনির্বাচিত সরকার তার কতগুলো মানছেন। শীতলখুচির রাজনৈতিক ফয়দা তুলব চুটিয়ে আর তার উপযুক্ত বিচার হবে না? মামদোবাজি? আজও ওখানে একজন মারা গেছেন। আজ থেকেই দাবি ঊঠুক। নইলে জনগণ নিজেদেরটা বুঝে নেবেন। তার আগে হতাশ হতে রাজি নই।