এখন তো মনে হয় হাম্বাগরাই দায়িত্ব নিয়েছিল বিজেপির এজেন্ট হয়ে কাটমানি আর চালচুরিকে বড় করে দেখানোর।
পুউরো পব টা এমন অ্যান্টি-বাম হোয়ে গেলো কেমনে?
'পিটিবাবু, আয়নার সামনে দাঁড়ান, রাম না কালো কিলিয়ার হয়ে যাবে!!"
খেয়াল রাখবেন যে আপনার শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী ইত্যাদি প্রভৃতিরা আবার জিতে ফিরছেন। এমনকি সব চোর- ডাকাতরাও জিতে ফিরছে।
আসলে দুই দল চোর ডাকাতের মধ্যে লড়াই হয়েছে। তার মধ্যে স্থানীয় ডাকাতরা জিতেছে।
অর্থাৎ কিনা কালো ছাগল কালো-ই থাকল।
গতকাল কোভিডে এক নিকট আত্মীয় মারা গেছেন, ভারতের করোনা পরিস্থিতি, সব মিলিয়ে খুব মন খারাপ ছিল। আজ সকালে আমাদের ছোট্ট শহরের নাগরিকেরা কাছের একটি চার্চে ভারতের মানুষের জন্য প্রার্থনায় বসেছিলেন। তারপর প্যারিশের প্রধান প্রার্থনা হয়ে গেলে বাড়িতে এসে সকলের লেখা একটা কার্ড দিয়ে গেলেন। আমরা অবাক হয়ে গেছি। ছবিটা তাই শেয়ার করলাম।
দিদি দিদি দিদি। বাঘের বাচ্চা। যে যাই বলুক একা হাতে বিজেপিকে রুখে দেওয়া যাস্ট ফেনোমেনাল। লাল সেলাম
-- আউট শিডিউল --
২০২০ ইউএসএ ট্রাম্প
২০২২ ব্রেজিলে বলসেনারো
২০২৪ ইন্ডিয়া মোদি
আরে আমি কি আমি জানি।আপনার মতন নিশাচর নই!
এসেম এদ্দিন বিজেমুলের কাকে সাপোর্ট করবেন বুঝতে না পেরে ডুব মেরেছিলেন। আজকে মুলোরা জিতছে দেখে ভেসে উঠেছেন।
বামেরা চেষ্টা করেছিল।গতবার বামের ভোট রামে দিয়ে আত্মত্যাগ এর নিদর্শন স্থাপন করেছিল।এবার সিদ্দিকী কে দলে টেনে,আরো বিজেপির সুবিধা করার ধান্দায় ছিলো।অশোক বাবু,তৃতীয় স্থানে রয়েছেন।বিধাতার কি নিদারুণ পরিহাস!
@অরিন | 161.65.237.122 | ০২ মে ২০২১ ১১:৫৭
দারুণ বললেন। 'দ্য বিগিনিং অব দ্য এন্ড' ফ্রেজটা সত্যিই সুন্দর। :-)
বাবা অরিনের ক্কি আশা!! ওরা পদত্যাগ করবে! ওরা হারলেও গদি আঁকড়ে থাকতে চাইবে। কোদাল দিয়ে চেঁছে বাইরে ফেলতে হবে।
আপনি বোধয় মহারাষ্ট্রের বিধানসভা ইলেকশানটা ফলো করেন নি। মাঝ্রাতে রাজ্যপালকে ডেকে শপথ নিয়ে বসেছিল ফড়েনবিশ। সে ক্কি নাটক ক্কি নাটক। শরদ পাওয়ার ঠান্ডা মাথায় এগুলোকে বেরোতে বাধ্য করে।
বাম ( প ড়ুন সিপিএম) র ভোট কমে 3.5%.....
এবং সেই না আসতে দেওয়াতে সিপিএমের নেগেটিভ অবদান রইল।
অরিন দা, ক্যান নট এগ্রি মোর।
এরকম রেজাল্ট থাকলে, এই ভোটটা এ রাজ্যে বিজেপিকে না আসতে দেওয়ার ভোট।
"এটাই আশা যে এবার মোদির ডাউনফল হয়তো শুরু হলো. জাস্ট দা বিগিনিং।হয়তো ইন্ডিয়া জার্মানি হওয়া থেকে বেঁচে যাবে. "
বিজেপি ইমপ্লোড করবে। এর পর মোশা ভদ্রলোক হলে রিজাইন করবে।
নন্দীগ্রামে কভার করতে যওয়া সাংবাদিক, মীনাক্ষির বড় সাক্ষাতকার নেওয়াও। বলেছিল, ঘরে ঘরে ঘুরে শুনেছে পার্টির লোক এসে বলে গেছে, মীনাক্ষি ভাল, কিন্তু জিতবেনা তো। মমতাকে হারাতেই হবে, শুভেন্দুকে যেন এবারে ভোট দেয়।
মীনাক্ষির প্রচারে সূর্যকান্ত মিশ্র গেছিলেন?
স্টালিনকে মা বলিয়া ডেকেছিল যারা
সেইসব অট্টালিকা (আবার) হল গৃহহারা।
ইসির সাইটে ভাজপা ৮০, ২৭৮ এ।
https://results.eci.gov.in/Result2021/partywiseresult-S25.htm?st=S25
অবশ্য, আমার ধারণা সিপিএম বুঝেছিল তাদের কোথাওই আর জনভিত্তি নেই। কুটো ধরে বাঁচার জন্য মুসলমান ভোটটা পেতে চেয়েছিল, পেলে মমতাকে হারানো যাবে। ভোটাররা এটাও ধরে ফেলে !
সিপিএম আর কং-এর কিছু পুরোন নেতার মমতার ওপর ব্যক্তিগত রাগকে ভোটাররা ধরে ফেলেছে।
সিপিএমের লোকেরা হয়ত এবার ভুল বুঝতে পেরে রামে না গিয়ে মমতায় এসেছে।
কীরে ভাই, চালচোররা ফুটকিদের গোহারান হারিয়ে দিল! পিটিবাবু, আয়নার সামনে দাঁড়ান, রাম না কালো কিলিয়ার হয়ে যাবে!!
*পাঠিয়ে
Suneet Chopra is a kind of communist I like.
সুনীত চোপরার সঙ্গে আলাপ আছে। একটা ডকুমেন্টরি ফিল্মের জন্যে ওর সাক্ষাৎকার নিয়েছিলাম। DYFI র সঙ্গে যুক্ত। আর্টের ওপর বিশাল পাণ্ডিত্য। খুব বাঙালি ভক্ত।
পঞ্জাবের একটি অভিজাত পরিবারের সদস্য। রমিলা থাপার, করণ থাপার ওর আত্মীয়। ওর মার কাজিন অমৃতা শেরগিল। ওর কাছে শেরগিলের পেন্টিং আছে। ওর সংগ্রহে যামিনী রায়, রামকিংকর বেজ, ভুপেশ সান্যাল, এম এফ হুসেন, সুনীল দাস ও আরও অন্যান্য প্রখ্যাত পেন্টারদের কালেকশন রয়েছে। আমাদের হাত দিয়ে সুনীল দাসের একটি পেন্টিং সুনীল দাস আর্ট ফাউণ্ডেশনের জন্যে পাথিয়ে দেন। শ্রীমতী গীতা দাসকে আমরা সেটা দিয়ে দিই।
তাহলে কি সাধারণ ভোটার সিপিএম লিডারশিপ আর ইন্টালিজেন্সিয়ার গদ্দারিটা ফাইনালি ধরে ফেলল?
এটাই আশা যে এবার মোদির ডাউনফল হয়তো শুরু হলো. জাস্ট দা বিগিনিং।হয়তো ইন্ডিয়া জার্মানি হওয়া থেকে বেঁচে যাবে.
যাক, বিজেপি আসচে না - কি নিশ্চিন্তি!
খবরে বলছে - তিনোমুল জিতছে, কিন্তু মমতা হারছে -- এই ইকোয়েশন টা, ইয়ে মানে