মমতা ঢপবাজ - এনিয়ে তো কোনো সন্দেহ নেই। এখন শুভেন্দুকে নন্দীগ্রাম ম্যাসাকারের একজন চক্রী দেখালে ওর রাজনৈতিক সুবিধা, তাই সেই লাইনে খেলছে। কিন্তু এটা করে আসলে আন্দোলনটাকেই ছোটো করছে, কারণ এর ফলে অনেক মানুষেরই আন্দোলনটাকে নিয়ে একটা সন্দেহের জায়গা তৈরী হচ্ছে। নন্দীগ্রামে এই ঢপ মমতাকে কিছু রাজনৈতিক সুবিধা দিতে পারে হয়ত, বলতে পারব না, কিন্তু সামগ্রিকভাবে এই আন্দোলনটাকে কালিমালিপ্ত করাটা একেবারেই সমর্থনযোগ্য নয়।
কুমিরের গুল্প টাইপের লিন্ক যেটা গুরু ছাপিয়েছিল, সেগুলোর কথাই বলেছি। একটা মর্মান্তিক ঘটনা নিয়ে ঐধরনের গল্প লেখার কি প্রয়োজন আছে একটু জানাবেন? বাম সরকার কি করেছিল, আমরা সবাই জানি। অন্তত আন্দাজ আছে। অধিকারীরা, তিনোরা, মাওবাদীরা কি করেছিল কেউ জানে? সেই নিয়ে কোনওদিন কুমিরের গুল্প ছাপান একটা। অন্তত লিখুন যে দিদি মিথ্যাবাদী।
পিনাকিদা, সব লিন্কের কথা তো বলিনি।
"আর সেইসময়ের প্রচুর লিন্ক টিন্ক আছে। বেশিরভাগই ঐ কুমির জাতীয়। যেখানে কয়্কেমাস নাকি বামেরা কাউকে ঢুকতে দেয়নি, অথচ দুনিয়ার আদ্ধেক লোকজন সেখানে গিয়ে রিপোর্টিং করে এসেছে। কেউ অবশ্য কোনও কুকর্ম নিজের চোখে দেখেনি, সবাই বলে শুধু অমুকে বলেছে, তমুকে দেখেছে। সেই আগের দিনের গ্রাম গন্জের ভূতের গল্পের মতন। আসল ঘটনা বোধয় কোনওকালেই জানা যাবে না।"
যে ভিডিওগুলোর লিংক দিলাম সেখানে একদম সরাসরি আহত এবং আক্রান্তর বয়ান দেখতে পাবে। প্রত্যক্ষদর্শীর বয়ান। অন ক্যামেরা। এগুলো কি দেখেছো? এগুলো দেখার পর 'সবই শোনা কথা' - এটা জাস্ট বলা যায় না।
ইউ আর জাস্ট অ্যাভয়ডিং দ্য রিয়েল কোয়েস্চেন অ্যান্ড আন্সারিং দ্য কোয়েস্চেন নেভার আস্ক্ড।
পিনাকিদা, কে বলেছে যে কিছুই ঘটেনি? একটু দেখিয়ে দেবেন?
এছাড়াও অ্যাম্বুলেন্সে বডি পাচার করতে গিয়ে বামাল ধরা পড়া তপন শুকুর, ঘটনার কয়েকমাস পরে মাটি খুঁড়ে বের করা এক নিখোঁজের দেহ, এসব ঘটনাও তো ডকুমেন্টেড। কেন মাঝে মাঝেই মনে হয় যে হয়ত কিছুই ঘটেনি?
আমার মজা লাগছে দুদিন আগেও গণহত্যা নিয়ে কি আস্ফালন, কি ইনডিগনেশন! আর এখন সে সব হাওয়া। অবশিষ্ট আছেন অশোক ঘোষ।
কমরেড S, একটু সময় নিয়ে এই ভিডিওগুলো দেখে নিন না। ঘন্টাদুয়েক সময় দিলেই হবে।
দিদির প্রথম দিনের বক্তব্যের বদলে পরের দিনের বক্তব্যকেই (যেখানে হার্মাদদের নামও জুড়েছেন) আসল প্রমাণ করতে মরিয়া তিনোরা। আজকে সততার প্রতীক দিদিকে তার নিজের ভক্তরাই মিথ্যাবাদী প্রমাণ করতে মাঠে নেমেছে। আরো কি কি পর্দা ফাঁস হয়, সেটাই দেখার। তাতে আর কিছু না হোক, আমার মতন পাঁচিলে বসে বাদামভাজা খাওয়া লোকেদের মজাটা বাড়ে।
দিদির বক্তব্যের কোনও দাম নেই। কোনওকালেই ছিলোনা, এখনও নেই। উনি সকালকে বিকেল, বিকেলকে মাঝরাত, আর মাঝরাতে সুর্যাস্ত দেখতেই পারেন। কিন্তু কুকর্মের পুলিশ নেতা, সচীবকে নিজের দলে জায়্গা দেওয়া থেকেই যেকোনও লোকের মনেই প্রচুর সন্দেহ তৈরী হবে। দিদির বক্তব্য মোটামুটি সেই সন্দেহে আরো ঘী ঢেলেছে। এখন একদল সেসব ম্যানেজ করতে ব্যস্ত। ব্যাপারটাতে বেশ মজা আছে। আসল ঘটনাটা যদিও খুবই মর্মান্তিক।
আর সেইসময়ের প্রচুর লিন্ক টিন্ক আছে। বেশিরভাগই ঐ কুমির জাতীয়। যেখানে কয়্কেমাস নাকি বামেরা কাউকে ঢুকতে দেয়নি, অথচ দুনিয়ার আদ্ধেক লোকজন সেখানে গিয়ে রিপোর্টিং করে এসেছে। কেউ অবশ্য কোনও কুকর্ম নিজের চোখে দেখেনি, সবাই বলে শুধু অমুকে বলেছে, তমুকে দেখেছে। সেই আগের দিনের গ্রাম গন্জের ভূতের গল্পের মতন। আসল ঘটনা বোধয় কোনওকালেই জানা যাবে না।
হাহা হাহা সেই ২০০৩-০৪ থেকে বিবিধ ফোরামে (বাংলালাইভ, গুরুচন্ডা৯, সচলায়তন, অর্কুট , ফেসবুক, ত্যুইটার ) গালিগালাজ খেয়ে খেয়ে এবং হ্যান্ডল করে করে সিজনড হয়ে গেছি হে ভ্রাতঃ @ এলেবেলে ৩০শে মার্চ রাত্রি ১.০৮ ঘটিকা
আহা আপনিই তো বললেন সরাসরি দৃষ্টি বিনিময় করার সময়কাল নাকি এখন নয়। শুধু চোখের মণি করে রাখছেন। নজর কেবল শিখণ্ডির দিকে। লোকে যা বোঝার বুঝে যাচ্ছে তো।
যাক্কলা! আমার একটা ভোটে আমি দিদিকে সরাই কিকরে?
দেখুন বাপু অগে থেকে "তিনো-হারলে-কার-্ঘাড়ে-দোষ-্চাপাব" এরম তালিকা বানালে হবে না।
অন্টোনিওকে বাঁচানোর জন্য কেউ হয়্ত ক্ষমতা ছেড়ে দিয়ে সাইলকের এক পাউন্ড মাংসের ধার চোকাবে!!!!
অ, তাহলে এখন হানিমুন পিরিয়ড চলছে? পাঁচ বছর পরে সংসার করতে করতে অতিষ্ঠ হয়ে গেলে গলা সপ্তমে তুলবেন? তার আগে দজ্জাল ননদকে বিদায় করতে চাইছেন? ভালো। দুষ্টু লোকে কি সাধে বিজেপিএম বলছে!
আরে ছি ছি। নেপোলিয়নের নু * দিয়ে আমার কাজ কি?
(সূত্রঃ আবাপ )
ডাঙ্গে লাইন নিয়ে আমার তাত্ত্বিক অবস্থান এরকমঃ শুধু ডাঙ্গুলি খেললে হবে? ফুটবলটা কি বানের জলে ভেসে এলো?
"বিজেপি যে আড়ালে চলে যাচ্ছে "
না, না, তা কেন। তাকে চোখের মণি করে রেখেছি। সময় কালে সরাররি দৃষ্টি বিনিময় হবে। মাঝের থেকে এই শিখন্ডি তিনোমুলের সরে যাওয়া দরকার।
ডাঙ্গে লাইন নিয়ে আপনার তাত্বিক অবস্থান কী?
কিন্তু এই ন্যারেটিভ নিয়ে নেত্য করতে গিয়ে বিজেপি যে আড়ালে চলে যাচ্ছে সে খ্যাল আছে তো? নাকি তিনো গেলেই শান্তি? ও পার্টি এমনিতেই যাচ্ছে স্যার।
এলেবেলে
আমি কিন্তু এটা লিখেছিলামঃ "মমতার কোন কথারই সত্য মিথ্যে কিছু নেই। তিনি য্খন যা প্রয়োজন বোঝেন তাই বলেন।"
অমিত, 'আজকে ওনাকে জিগিয়ে' দেখব? মানে অশোক ঘোষকে? কী বলছেন নিজে বুঝতে পারছেন? হে হে। তা ফব এখনও জোটে আছে নাকি কেরালার মতো ভেগে গেছে?
রমিত, আশা করছি কথা রাখতে পারব।
Vartigo, কাসাবলঙ্কা, গড ফাদার, সিটিজেন কেন আর বয় হুড দেখা।
@এলেবেলে পয়লা এপ্রিল আপনার পূর্ণাঙ্গ প্রেডিকশন প্রকাশ করবেন তো ? অপেক্ষায় আছি।
মমব্যান সত্যবাদী কোন পাগল বলছে আবার ? কুয়ো পরিষ্কার করতে গেলে যেমন অনেক সময় নিচের ময়লা ভেসে ওঠে , এটাও এক্কেরে তাই। তখনকার যাত্রাপালার কুশীলবদের এখন নিজেদের মধ্যে বেলাগাম কাদা ছোড়াছুড়িতে সব জমানো ময়লা নিজেই ভেসে উঠছে।
আর নন্দীগ্রামের পর পেড মিডিয়া যেভাবে বুদ্ধদেবকে হিটলার বানিয়ে দিয়েছিলো , তাতে শুধু অশোক ঘোষ কেন, অনেক জোটসঙ্গীই তখন নিরাপদ দূরত্বে পালিয়ে ছিল চাচা আপন বাঁচা নীতি মেনে । ওসব বাসি খবর দিয়ে কিহবে ? বরং আজকে ওনাকে জিগিয়ে দ্যাখেন এতো ইচ্ছে হলে।
সময় করে দেখে নিন। তিনটেই অসাধারন। এমনিতেও ইথান হক আমার খুব প্রিয় অভিনেতা।
আমি একটা দেখেছি শুধু। গডফাদার।
অনেকগুলোই দ্যাখা হয়নি। নটোরিয়াস, বয়হুড, ভার্টিগো
আটটা সিনেমার মেটাক্রিটিক স্কোর ১০০, মানে এই আটটা হলো পারফেক্ট সিনেমাঃ
দ্য গডফাদার
কাসাব্লাংকা
রিয়ার উইন্ডো
সিটিজেন কেন
বয়হুড
ভার্টিগো
থ্রি কালার্সঃ রেড
নটোরিয়াস
এগুলোর মধ্যে কোনটা দেখেননি?