কিন্তু আম্রিগার গরীব অসহায় বন্দুকবাজ সাদাদের জন্য লিবেরেল আকাবাবুর প্রাণ কাঁদে আর দেশের আকাট আব্বাস শুধুই মেল শভিনিস্ট ধর্মগুরু? বিজেপি আর আব্বাস একই জিনিস? সিরিয়াসলি?
শালা দুনিয়ায় সিপিএম একমাত্র পার্টি যার পক্ষেবিপক্ষে সকলেই শুভাকাঙ্খী।
জে লেখকের নাম পারিনি তার বই কেমন হবে সে তো বোঝাই যাচ্ছে।
অ্যাত সব কিছুর পরেও লিবারালদের আশ্বস্ত করে বলি যে রাণীমা ঠিকই একক সংখ্যাগরিষ্টতা নিয়ে জিতবেন। আমি যা বুজছি। স্বাস্থ্যসাথীটায় পিকে ট্রাম্প কার্ড খেলে দিয়েছে। বৃথাই তোমরা চিন্তা কচ্চ ঃ))))
উফফ, সভা আছে না, ছিল। এই ভক্ত উন্মাদনায় টেনস গুলিয়ে যাচ্চে। হায় শ্রীরাম।
হাওড়ার পাঁচলায় তৃণমূলের পুরো সংগঠনটাই এই কমাস আগে বিজেপিতে নাম লিখিয়েছে। বাম কং প্রায় কিছুই নেই। এখানে সত্তর শতাংশের কাছাকাছি মুসলিম পপুলেশন। এখুনি ভোট হলে বিজেপি সিট বার করে নেবে। এখানে আব্বাস ভোট কাটলে তাহলে কাদের ক্ষতি হবে ? :)
কাউন্টার কী করব না করব না ?
আচ্ছা, সাতাশে ফেব্রুয়ারি বাঁকুড়ায় আব্বাসের সভা আছে। দলিত, আদিবাসী, মুসলিম ও পিছড়ে বর্গের যৌথ মঞ্চের ডাকে। বক্তা হিসেবে আব্বাস ছাড়াও থাকবে রাষ্ট্রীয় দলিত একতা মঞ্চের লোক, ঝাড়খন্ড পার্টির চুনীবালা হাঁসদা, বাউরি জাতি বিকাশ সংঘের লোক, ভারত জাকাত মাঝি পরগণা মহল (এদের জঙ্গল মহলে প্রচুর প্রভাব), আদিবাসী কুড়মি সমাজের গৌতম মাহাতো, আদিবাসী সমন্বয় মঞ্চ ইত্যাদির জনতা। সভার বিষয়, নয়া কৃষি বিল প্রত্যাহার, বন রক্ষা আইন, জল জঙ্গল জমির অধিকার, পঞ্চম তফশীল, শিক্ষা চাগ্রীতে সংরক্ষন ইত্যাদি।
কাউন্টার করা হবে কী হবে না? জাস্ট জানতে চাইছি।
জে পারিনি-র লেখা লাস্ট স্টেশন কেউ পড়েছেন? কেনা যায়?
( এর আগে নেটে হু হা রিভিউ দেখে কিনে ঠকেছি। তাই ভাবছি একটু জ্ঞানীগুণীজনের মতামত নিই। অবিশ্যি আমার পাটনার পিশেমশাইয়ের মতো হলে অন্য কেস )
তিনরা যদি হারে তার কন্সপিরেসি থিওরি অনেক আগেই রেডি!!! ব্রিগেডের আগের আলোচনা। সময় পেলে দেখবেন:
ইয়ে, সংখ্যালঘু প্রান্তিক মুসলিম, দলিত, আদিবাসী ভোট শুধু তৃণমূল পায় না, বিজেপিও পায়। উদা, দিনাজপুর। তাহলে সিদ্দিকি ভোট কাটলে বিজেপিরও ক্ষতি হবে না ক্যানো ?
সিদ্দিকির বক্তব্য হচ্ছে, মুসলমান নয়, গরীব মরছে। এদের পেটে ভাত চাই, চাকরী চাই। কিভাবে এর কাউন্টার হবে ? প্রান্তিক মুসলমান যারা অলরেডি ঘেটোয়, এবং যারা এই জুলুস ইত্যাদির মাধ্যমে সংগঠিত এবং আব্বাসকে তাদের অন্যতম রিপ্রেজেন্টেটিভ ভেবে নিয়েছে তাদের কাছে কিভাবে এর কাউন্টার করবে ? জাস্ট জানতে চাইছি।
এদিকে সাড়ে ছয় পার্সেন্ট, কিন্তু কি বিশাল ক্ষ্যামতা শিপিএমের, সব ভোট এদিক ওদিক করে দিচ্ছে। শিপিএম না গাড়ির স্টিয়ারিং? শিপিএম না বুকের পেসমেকার? কে দ্যায়?
কালকে একটা ভালো সভা হয়েছে, দুজন একটু আনন্দ করেছে, লিব্যারালদের সেটাও সহ্য হলনি।
রঞ্জন দা, কারুর কোন এডিটোরিয়াল, অ্যানালিসিসের নামে ফালতু থিওরী পড়ার কোনই দরকার নেই। আমি গতকাল অবধি সিদ্দিকি কে জানতামই না। ব্রিগেডের হই হুল্লোড় দেখে এদিক ওদিক খুঁজতে গিয়ে দেখলাম আপাদমস্তক সাম্প্রদায়িক, মেল শভিনিস্ট একটি ধর্মগুরু। বাম রাজনীতির বেসিকটাই এদের বিরুদ্ধে লড়াই। নইলে আর বিজেপি কেন ভয়ংকর?
সিদ্দিকি আর বিজেপি একই জিনিষের এপিঠ ও ওপিঠ।
পিটি, তাদের বলছি যারা এই সিদ্দিকির হিরো ইসমে ভেসে গিয়ে সিদ্দিকিকে কাউন্টার করাকে ইসলামোফোবিয়ার নাম দিচ্ছে।
ভোটের রেজাল বেরুলে দেখা যাবে থই থই করছে কনস্পিরেসি থিউরি। জো বাইডেন এসেইবকেমোন ছক করে ছিপিএমকে হারিয়ে দিল। পিথিমিব্যপী কেমোন চক্কান্ত চলতেছিল ছিপিএমকে হারানোর জন্য।
আকা,
অশোক মিত্র প্রতিষ্ঠিত ""আরেক রকম" পত্রিকার (ডিজিটাল এডিশন) সম্পাদকীয় দেখুন আব্বাসের সঙ্গে ফ্রন্ট করার রাজনৈতিক নীতির বিষয়ে।
aka
আরেকটু খোলসা করবেন? কারা এই "নতুন ভক্ত সম্প্রদায়" আর কার ভক্ত?
কেননা যখন আব্বাস সঙ্গী ছিলনা তখনও সিপিএম ভুল ছিল আর তখনও তিনোরা লোকসভাতে বেজায় সংখ্যায় সিট হারিয়েছিল। তখনও কি এই "ভক্ত সম্প্রদায়" ছিল এই গুরুর পাতায়?
আহা, এসময় তাতিনের বক্তব্য জানতে মুঞ্চায়। সেই ভয়েস থিয়োরী।
সিএস একেবারে সঠিক। ইন ফ্যাক্ট আমি অবাক এই নতুন ভক্ত সম্প্রদায়কে দেখে। ছোটবেলায় দু এক বার মিছিলে হেঁটে ছিলাম তাই আমি বাম ও শিপিএম (কারা নাকি রাগ করবে) তাই আমি এখনও বাম ও লিবারাল। আমি সিদ্দিকি কেন অমিত শাহ যদি আলিমুদ্দিনে এসে একবার তোষামোদ করে তাহলে সেও বামপন্থী বনে যাবে।
হা হা হা হা, এটা পিটিদা সলিড দিলেন। এই গোয়েন্দা দপ্তরই দুহাজার এগারোয় বলেছিল বামফ্রন্ট একশো ষাটের ওপর পাবে। এ কী হোয়াতে পেলেন নাকি !! ঃ))))
ব্রিগেড হওয়ার আগেই নাকি রাজ্যের গোয়েন্দা দপ্তর খবর করেছে যে শাসকেরা ৭০ টা সিট্ পাবে!!
(কানে কানে পাওয়া সংবাদ )
টি :D
সবার পোলিটিক্যাল মত্ দিচ্ছে আমিও দেবো ।
সিদ্দিকি প্রতিবাদী না সাম্প্রদায়িক, সে একটা তর্ক বটে। কিন্তু সিপিএমের ছক তো হল, এই জোটটা করে মুসলমান ভোট যতখানি পারা যায় তৃণ থেকে সরিয়ে আনা আর বিজেপিকেও প্রচারের বিষয় করে দিয়ে হিন্দু ভোট যতখানি পারা যায় নিয়ে যেতে দেওয়া।
দু'ক্ষেত্রেই বিজেপির লাভের ব্যবস্থা করা।
তবে এতে অবাক হওয়ার কী আছে ? দলের লাইন যদি হয় যে মমতা-মোদী এক, মমতাকে হারিয়ে তারপর মোদীকে হারানো হবে, তাহলে মমতাকে হারাবার ব্যবস্থা তো করতেই হবে। উপরন্তু দশ বছর আগে মমতার কাছে হেরে যাওয়ার রাগ বা ছিঁচকাঁদুনে ভাব তো এখনও কমেনি । নিজের নাকও নেই কিন্তু অন্যের যাত্রাভঙ্গের ইচ্ছে আছে পুরোটাই।
আচ্ছা, আরেকটা প্রেডিকশন করে যাই। মান্নান সম্ভবত দাঁড়াবেন চাঁপদানিতেই। সেলিমও দাঁড়াবেন ফুরফুরা সংলগ্ন কোনও বিধানসভা আসনে। সেই কারণেই এঁদের এত তাগিদ!
এলেবেলে প্রত্যেকটা কথা একদম ঠিক বলেছেন। সেলিমের বেশি পাকামি মারার কোনো দরকার ছিল না। সিপিএম একটা নতুন ভালো কোনো বক্তা কে মাঠে আনতে পারল না। কি সব মিয়ানো মিয়ানো বক্তব্য এই গরম ভরপুর ব্রিগেড এ। তাও অধীর, আব্বাাস আর হেমব্রম ভাল বলেছে।
আর আব্বাস আর বিজেপির মধ্যে আব্বাস বেশি ভয়ংকর। আর দ্বিতীয় ত আমার কেন জানিনা মনে হচ্ছে জোট ভাঙবে আর আব্বাস ভোটের আগে বা পরে তিনো তে নাম লেখাবে।
যাতে কনফিউশন না তৈরী হয়। আমার কমেন্টটা হুতোদাকে উদ্দেশ্য করে।
সরি, আগের লেখায় দু-একটা টাইপো থেকে গেছে। আমি এখানে খেঁচো কমরেডদের সঙ্গে তক্কে যাবই না। সরি এগেইন।
আহা, বাম না। শিপিয়েম। নইলে ওপাড়ার ওঁয়ারা আবার রাগ করবেন।
০১ মার্চ ২০২১ ০৮:৫২
রেশন দোকানও।
একজন ধর্মগুরুকে নিয়ে এই উলুতপ্লুত বাম আবেগ দেখে আমার বিস্ময়ের আর সীমা নাই।
RR
অহেতুক ঘাঁটবেন না। আমি চাকরী সৃষ্টির কথা বলেছি।
"90 per cent people in West Bengal getting rice at Rs 2 per kg, says Mamata Banerjee"
দশ বছর শাসনের পরে ৯০% লোকের ঠিকঠাক দামে চাল কিনে খাওয়ার ক্ষমতা নেই? আর এখন ভোটের আগে আগে ডিম্ভাত!! কি লজ্জার।
ওয়েলফেয়ার ষ্টেটের গপ্প নাই বা শোনালেন।
এটা ঠিক বুঝলাম না।
যারা 5 টাকার ডিমভাত খাচ্ছে তারাও গাঁটের পয়সায় কিনে খাচ্ছে। সাবসিডাইজড রেট? সে তো ওয়েলফেয়ার স্টেটের পলিসি। তাহলে তো সমস্ত সরকারি অফিসের স্কুলকলেজের আদালতের ক্যান্টিন তুুুলে দিতে হয়। সবাই ঘরে ঁ রেঁধে খাওগেে ।
ব্রিগেডে এদের উপস্থিতিনিয়ে কেউ আলোচনা করতে চায় না। গদি মিডিয়া তো নয়ই এমনকী ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরে মানে হচ্ছে গুরুর প্রগতীবাদীরাও নয়!!