বাবা খোকনের দেখি জিওগ্রাফি তে আগ্রহ। আত্মজীবনীর নতুন চ্যাপটার হবে বোধ্হয় :-))))))))
গলপগুচ্ছ বানান
১ হাতির ল্যাজ ও দাঁত নেই
২ রামকৃষ্ণ ওই ছবিতে কোট পরেছেন, এখানে খালি চাদর গায়ে (?)
৩ পাখার ব্লেডে ভুল
কিন্তু ইয়ে তো পূজাবার্ষীকি সন্দেশ মে থা .
এগুলো সব তো আগেই হয়ে গেছে।
খুব সম্ভবত ১৯৫৮ সালে (বাংলা: ১৩১৪) সন্দেশ প্রকাশনা বন্ধ ছিল। ১৯৩৪ এর পর সন্দেশ বেশ কিছুকাল বন্ধ থাকে। ১৯৬১ তে সত্যজিত রায় আবার শুরু করেন। তবে আমার ভুলও হতে পারে।
1985' তে 1st May ছিল বুধবার, মঙ্গলবার নয়,
1985' তে 1st May ছিল বুধবার, মঙ্গলবার নয়,
চায়ের সঙ্গে কি সিঙারা আনছে? আহা। :-)
বেড়ালের ন্যাজে পা গজিয়েছে!!!
পিছনের র্যাকে "হ য ব র ল" বইটা, এত মোটা হবার কথা না।
গ্লোবের নিচে লংকা মিসিং( রামরাজত্ব)
তোপসের বাঁ বাহুতে, ওটা কি জামার ছেঁড়া হাতা?
ওহো, ওটা "পশু পক্ষি", হয়তো "পশু পক্ষী" হবার কথা ছিল।
হাতিটাও ন্যাজকাটা:-))
বইয়ের আলমারিতে ঐ বইটা কী? দাশু র পরে কী?
উপরে যে ছবিতে নৌকো আছে, সেই নৌকোটা খুব অদ্ভুত। ছই তো মাঝে থাকে, এটা একদিকে কেন? আর সব মাঝি একপ্রান্তেই বা কেন?
মু হা হা হা
বেড়ালের একদিকে তিনটে গোঁফ, অন্যদিকে চারটে!!
আমি ভেবেছিলাম টেবিলে তোপসে আর তোপসের বাবা! :-)
কয়েকটা তো ছেড়ে দিয়েছিলাম বাচ্চেলোগোকে লিয়ে।
টেলিফোনের তার হেডপিসে লাগানো, :-)
ঘড়িতে এগারোটা দাগ।
তোপসের বাঁহাতে চারটে আঙুল, ;-)
ক্যালেণ্ডারে ২৪ তারিখ নেই |
- নটরাজমূর্তিতে তিনটে হাত
- স্টেটসম্যানের হেডারের ভুল ফন্ট (রোমানাইজড নয়, জার্মানিক ফন্ট হবে)
পাখার শুধু রেগুলেটর কিন্তু কোন সুইচ নেই।
আর এইটা আমি ছাড়া কেউই পারবে না। মে মাসে ৩০ দিন।
ফেলুদার চশমার ডান্ডি উল্টোদিকে বাঁকানো। সন্দেশের সংখ্যা বা বছরটা মনে হয় ঠিক নেই। দি স্টেটসম্যান হবে।
ঘড়ি। নটরাজের পা। সুইচবোর্ডে সুইচ নেই। রবিঠাকুর ঐ ছবিতে চশমা থাকে? টেলিফোনে আরো একটা হোল থাকবে। ভূগোলের বানান বোধয় ভুল আছে। তোপসের জামায় ডানদিকে পকেট। ফেলুদার চশমা পড়েনা। ফোনে আর টেবিল ল্যাম্পের তার নেই। বইয়ের তাকে শেলীর বানান ভুল আছে।
ভ্যারাইটি বানান ভুল
সুইচবোর্ডে সুইচ নাই