বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৯ জানুয়ারি ২০২১ ১০:০৬472492বাবা খোকনের দেখি জিওগ্রাফি তে আগ্রহ। আত্মজীবনীর নতুন চ্যাপটার হবে বোধ্হয় :-))))))))
উজ্জ্বল | ২৯ জানুয়ারি ২০২১ ০৯:৫৭472491গলপগুচ্ছ বানান
উজ্জ্বল | ২৯ জানুয়ারি ২০২১ ০৯:৫০472490১ হাতির ল্যাজ ও দাঁত নেই
২ রামকৃষ্ণ ওই ছবিতে কোট পরেছেন, এখানে খালি চাদর গায়ে (?)
৩ পাখার ব্লেডে ভুল
b | 14.139.***.*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৮:১৯472489কিন্তু ইয়ে তো পূজাবার্ষীকি সন্দেশ মে থা .
S | 2405:8100:8000:5ca1::ce3:***:*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৭:১৬472488এগুলো সব তো আগেই হয়ে গেছে।
খুব সম্ভবত ১৯৫৮ সালে (বাংলা: ১৩১৪) সন্দেশ প্রকাশনা বন্ধ ছিল। ১৯৩৪ এর পর সন্দেশ বেশ কিছুকাল বন্ধ থাকে। ১৯৬১ তে সত্যজিত রায় আবার শুরু করেন। তবে আমার ভুলও হতে পারে।
1985' তে 1st May ছিল বুধবার, মঙ্গলবার নয়,
1985' তে 1st May ছিল বুধবার, মঙ্গলবার নয়,
&/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৭:০৬472484চায়ের সঙ্গে কি সিঙারা আনছে? আহা। :-)
ম | 2601:247:4280:d10:8b:f84b:4d07:***:*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৬:৫৯472483বেড়ালের ন্যাজে পা গজিয়েছে!!!
&/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৬:৫২472482পিছনের র্যাকে "হ য ব র ল" বইটা, এত মোটা হবার কথা না।
ম | 2601:247:4280:d10:8b:f84b:4d07:***:*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৬:৫১472481গ্লোবের নিচে লংকা মিসিং( রামরাজত্ব)
&/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৬:৫০472480তোপসের বাঁ বাহুতে, ওটা কি জামার ছেঁড়া হাতা?
&/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৬:৪৮472479ওহো, ওটা "পশু পক্ষি", হয়তো "পশু পক্ষী" হবার কথা ছিল।
ম | 2601:247:4280:d10:8b:f84b:4d07:***:*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৬:৪৭472478হাতিটাও ন্যাজকাটা:-))
&/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৬:৪৬472477বইয়ের আলমারিতে ঐ বইটা কী? দাশু র পরে কী?
&/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৬:৪২472476উপরে যে ছবিতে নৌকো আছে, সেই নৌকোটা খুব অদ্ভুত। ছই তো মাঝে থাকে, এটা একদিকে কেন? আর সব মাঝি একপ্রান্তেই বা কেন?
ম | 2601:247:4280:d10:8b:f84b:4d07:***:*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৬:৪১472475মু হা হা হা
বেড়ালের একদিকে তিনটে গোঁফ, অন্যদিকে চারটে!!
&/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৬:৩৭472474আমি ভেবেছিলাম টেবিলে তোপসে আর তোপসের বাবা! :-)
aka | 143.59.***.*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৬:৩৪472473কয়েকটা তো ছেড়ে দিয়েছিলাম বাচ্চেলোগোকে লিয়ে।
টেলিফোনের তার হেডপিসে লাগানো, :-)
এটা আকাও পারবে না | 67.106.***.*** | ২৯ জানুয়ারি ২০২১ ০৪:২৮472471ঘড়িতে এগারোটা দাগ।
তোপসের বাঁহাতে চারটে আঙুল, ;-)
ক্যালেণ্ডারে ২৪ তারিখ নেই |
- নটরাজমূর্তিতে তিনটে হাত
- স্টেটসম্যানের হেডারের ভুল ফন্ট (রোমানাইজড নয়, জার্মানিক ফন্ট হবে)
aka | 2600:1005:b118:452e:95f1:b83:23a2:***:*** | ২৯ জানুয়ারি ২০২১ ০১:৩২472467পাখার শুধু রেগুলেটর কিন্তু কোন সুইচ নেই।
aka | 2600:1005:b118:452e:95f1:b83:23a2:***:*** | ২৯ জানুয়ারি ২০২১ ০১:৩০472466আর এইটা আমি ছাড়া কেউই পারবে না। মে মাসে ৩০ দিন।
S | 2a03:e600:100::***:*** | ২৯ জানুয়ারি ২০২১ ০১:১৫472465ফেলুদার চশমার ডান্ডি উল্টোদিকে বাঁকানো। সন্দেশের সংখ্যা বা বছরটা মনে হয় ঠিক নেই। দি স্টেটসম্যান হবে।
S | 2405:8100:8000:5ca1::379:***:*** | ২৯ জানুয়ারি ২০২১ ০১:০৮472464ঘড়ি। নটরাজের পা। সুইচবোর্ডে সুইচ নেই। রবিঠাকুর ঐ ছবিতে চশমা থাকে? টেলিফোনে আরো একটা হোল থাকবে। ভূগোলের বানান বোধয় ভুল আছে। তোপসের জামায় ডানদিকে পকেট। ফেলুদার চশমা পড়েনা। ফোনে আর টেবিল ল্যাম্পের তার নেই। বইয়ের তাকে শেলীর বানান ভুল আছে।
আর?৩ | 103.42.***.*** | ২৯ জানুয়ারি ২০২১ ০১:০৬472463ভ্যারাইটি বানান ভুল
সুইচবোর্ডে সুইচ নাই