@ b , বাবা এ তো ভারী সুন্দর! vistadome দেওয়া ট্রেন!
আমি যখন গিয়েছিলাম, সে অবিশ্যি বছর বিশেক আগের কথা, ছোট লোকাল ন্যারো (না কি মিটার বোধহয়) গেজের গাড়ি ছিল । সে এক জার্নি বটে । অপার্থিব!
অরিন, চলে। আর এখন বোধ হয় চারদিকে কাঁচ ঘেরা একটা স্পেশ্যাল কামরা দেয়। ভাড়া একটু বেশি।
বোরা কেভস দেখলে ব্রতীন? ভাইজাগের সেই সকাল ছটার আরাকু ভ্যালী যাবার ট্রেনটা এখনো চলে ? ৪২ টা টানেলের ভেতর দিয়ে যায় না? নয়নাভিরাম!
বাঃ ভাইজাগ আরাকু হয়ে? ভাইজাগ আমার খুব প্রিয় জায়গা।
বেড়াতে এসেছি । জগদলপুর । চিত্রকূট জলপ্রপাত। দারুণ লাগলো।
ইতওয়ার তো চলা গয়া, হোয়্যার ইজ ডিডিজ কিচাইন?
কিন্তু এখন তো আর মহারাণীর নেই! স্মৃতিসৌধ আছে, কিন্তু মহারাণীর গ্রিপ তো আর নেই। এখন স্বাধীন ভারতের সর্বমতসহিষ্ণু পরম পতাকা সেখানে পতপত করে----ইয়ে মানে ---উড়ছে। :-)
সুভাষচন্দ্র কলোনিয়াল ব্রিটিশ আর এম্পায়ারের বিরুদ্ধেযুদ্ধ করে এমনকি অক্ষশক্তির সঙ্গে আপস করে লড়াই করে গেলেন, সেই মানুষটার ১২৫ তম জন্মদিবস পালিত হল মহারানী ভিক্টোরিয়া 'র স্মৃতিসৌধে -- নিষ্ঠূর পরিহাস ?
ও বাবা!!!! :-)
কোথায় হয়েছে? কারা করেছে?
শরদিন্দুর অগ্নিকন্দুক বোধায় এখন অগ্নিমশালা হয়েচে
অগ্নিকন্দুক না?
গুরুতেও দীপঙ্কর আর চৈনিক অগ্নিমশালা চলে এসেচে! অদম্য আগমবাগীশ কেউ পড়েচেন?
অভ্যু সেই প্রতিবাদীর খবরও জানে!!! কী সাংঘাতিক!!! যদিও কেউ এসে বকে দিয়ে যাব শিগগীর!!
স্যান্ডি, আপনিই বা গেলেন কোথা? আশা করি ভালো আছেন। সেই ভ্যাকসিনের ভদ্রলোকের সঙ্গে সত্যি সত্যি কফি খেলেন কিনা কিছুই তো জানতে পারলাম না। এদিকে আবার আমাদের কাছাকাছি পার্কে বেশ কিছু মনোলিথ এসে পড়েছিল, পার্কের কর্তৃপক্ষ দ্রুত সেসব সরিয়ে ফেলে ঢাকা দিয়ে দিয়েছেন ঝামেলা কমাবার তরে। কী চালাক! :-)
দ্রি আর দীপাঞ্জন, আপনারা কোথায় গেলেন? এতকিছু যে ঘটে যাচ্ছে, কিছুরই তো মর্ম বুঝতে পারছি না। আপনারা আসুন, লিখুন।
ভেবে দেখলাম একটিমাত্র ন আর ল, কত তফাৎ ঘটিয়ে দেয়!!!! :-)
গান না, গাল। :-)
তেড়ে কাউকে গাল দিলে সাইড এফেক্ট থাকে। যারাই শোনে তারাই নানারকম ইয়ে করে। মানে তাদের যদি গান নাও দেন। আর তাদের যদি গান দেন তাহলে তো আর দেখতে হবে না। কিন্তু যদি একা একা ঘরে গাল দেন---তাহলে চিন্তা নেই। সাপও মরল এবং লাঠিও ভাঙল না। উইন উইন। ঃ-)
এবংঅথবাঃ কোনও অভিজ্ঞতা নাই। তেড়ে কাউকে গাল দিলে লাভ হতে পারে? হাতের কাছে গুরু তো আছেই -- তাই ভাবছিলাম। :)
মনখারাপ হলেই গান শুনুন। আর একলা যদি থাকেন, তাহলে নাচতেও পারেন। মেঝে যদি শক্ত হয় আর আশেপাশে লাগোয়া কোনো ঘরে অন্য লোক না থাকে, তাহলে উদ্দাম নৃত্য। এতে খুব কাজ হয়। ইচ্ছেমতন যা খুশি রান্না করলেও কাজ হয় অনেকের।
আজ্ঞে ইনিই। কলকাতা ছাড়ার কয়েকদিন আগে থেকে "আত্মগোপন" করেছিলেন - সম্ভবতঃ পুলিশ খুঁজছিল। (https://www.dnaindia.com/india/report-indecent-protest-in-kolkata-police-raid-bra-wearing-meritorious-student-s-house-2118427) যতদূর মনে পড়ছে তখন উনি "মা বাবা আমার সঙ্গে কথা বলছে না" ইত্যাদি বলে অভিমান করেছিলেন।
এখানে এসে কদিন চুপ ছিলেন, তারপর আবার ঘোষণা, (অসমর্থিত খবরে প্রকাশ) ডিপার্টমেন্টের ফাণ্ডিং বন্ধ হবার চান্স ও আগুনের তেজের প্রশমন।
শুদু মিউজিসিয়ান নয়, তারিখটাও খ্যাল কর্বেন সাহেবরা
লিং কেন আসে না আমার বাড়ি
বাচ্ছা মিউজিসিয়ানদের কথাই হচ্ছে যখন
মনে পড়েছে - ইনি তো সেই ফায়ারব্র্যান্ড প্রতিবাদী, কলকাতা হতবাক করে এসেছিলেন!
কেসিদা, সে UC Davisএর ছাত্র ছিল। ডেভিসেরই একজন প্রফেসর তাদের ডিপার্টমেন্টেকে রিপোর্ট করে। ডিপার্টমেন্ট কড়কে দেওয়ার পরে তার আর প্রতিবাদের খবর পাওয়া যায় নি। এই রকমই কিছু একটা হবে সেটা প্রেডিক্ট করেছিলাম আমি।
এদের নিয়ে চিন্তার কিছু নেই বলে সত্যিই মনে করি।
অর্চিবাবু মিস্টার করের ছেলেবেলার বন্ধু। এনারা দুজনে এত গুণী, ভদ্রলোক ও বিনয়ী যে এনাদের সঙ্গ করলে আমাদের মতন পাপীদের পুণ্য হয়।
হেব্বি হাসলাম!