৩৭ ওভারে ১৪৫ রান। ২০-২০ মোডে খেললে নস্যি। হোক হোক হোক কলরব। রাহানেটা থাকলে জমে যেত।
একটা কথা ঠিক কোহলি থাকলেও এরকমই আগ্রাসী খেলত।
আচ্ছা আগ্রাসন আর অয়গ্রেসন - এটা কখনো ভেবে দেখিনি দুটো কথার মানে o উচ্চারণ কত কাছকাছি
India will go after the chase. They will promote Shardul if the next wicket falls within striking distance. It was clear from Rahane's batting that they are going for the chase.
১৯ জানুয়ারি ২০২১ ০৯:৪৯
শাস্ত্রী কেন? রাহানে এতো বড়ো ব্যাটসম্যান , টিমের কাপ্তান, সে জানবে না কখন কিভাবে খেলতে হবে?
বৃষ্টির বোধ হয় আর কোনো খবর নেই।
পন্থ যেকোনো সময় আউট হবে। কামিন্স প্রতি ওভারে একটা করে নিখুঁতপ্রায় বল দিচ্ছে এখনও। পুজারারও সময় হয়ে এসেছে। ১৭০+ বলেই আউট হয়েছে আগের ইনিংসগুলোয়।
পাঁচ ছয় উইকেট পড়ার মধ্যে নতুন বল এলে মুশকিল।
হ্যাঁ। ১০ পয়েন্ট।
ইণ্ডিয়া ড্র করলেও তো ট্রফি রাখতে পারবে, তাই না? টেস্ট চ্যামপিয়নশিপের পয়েন্ট ও পাবে।
গিলের জন্যে খ্রাপ লাগছে। ঠিক হ্যায়, পাঞ্জাব দা পুত্তর একেবারে চাক দে পাট্টে
রাহানে গেল। কী যে হবে!! :((
রাহানে ২০-২০ খেলতে নেমেছিল। কোনো মানে হয় ? একে বলে "বাঁশ কেন ঝাড়ে ----মনোবৃত্তি
ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সব বলেই ব্যাট লাগিয়ে দিচ্ছে।
ধুর ছাড়ার বল তো ছাড়বে রে ভাই। রাহানে ভাল খেলছিল।
এই ম্যাচটা যে জেতা যায়্না সেটা কি শাস্ত্রী জানে না। তারপরেও আরেকটু ডিফেন্সিভ খেলা উচিত নয় কি।
সিরিয়াসলি?
"যারা এসব ভাট লিখছে, তাদের কয়েক টাকে ধরে এনে প্যাড পরিয়ে কামিন্স এর সামনে এক ওভার খেলানো উচিত। এ জন্মের মতো ক্রিকেট র শখ ঘুচে যাবে। "
+++,
দারুন বললেন !
পুজারা এই ইনিং আমার দেখা ওয়ান অফ দা আগলিয়েস্ট আ্যন্ড গ্রিটিয়েস্ট ইনিংস।
মমতা বললেন নন্দীগ্রাম লাকি জায়গা। কুমীরেরা শুনে কি ভাবছে কে জানে।
গিল জাস্ট টু গুড। সেঞ্চুরি-টা পেলে দারুণ হত
ভারতবর্ষ এখন মনে হয় চেজের কথা ভাবছে
পুজারা ফর্মে নেই, কিন্তু লড়ে যাচ্ছে
গিল এর জন্যে খুব বাজে লাগছে। :(((
পুজারাকে ১১ বার হিট করলো বল। এইটা চিন্তার ব্যাপার।
কেকেবাবুকে হাই ফাইভ দেয়া পোস্টটা ২৮ জুন ২০১৫ র পোস্ট। অভ্যুবাবু কপিপেস্ট করেছেন। হাই ফাইভের কারণ ওই কপিকরা পোস্টের প্রথমেই আছে।
ঈর্ষাপরায়ণ কুচুটে প্যাঁচপয়জার কশা নদীয়াবাসী এলেবেলের সেটুকু পড়ার ধৈর্য নেই। অনুভব করা,বোঝার তো প্রশ্নই নেই। নিজের লেখা আর যারা প্রশংসা করে তাদের বাইরে অন্য কারোর কিচ্ছু পড়ার ওভ্যেস নেই তাই 'হাই ফাইভ' শব্দকটা দেখেই জ্বলে খাক হয়ে কেকেবাবুর ওপোর কাটারি নিয়ে ঝাঁপ দিচ্ছে।
ব্রিলিয়ান্ট ইনিংস। ১০০ পাওয়া উচিত ছিল।
একটা ব্যাট্সম্যানকে আউট করতে একটাই বল লাগে।
এইটাই চিন্তা করছিলাম।
গিল গেল
২০১৮র অজি সিরিজের সময় যতদূর মনে হয় গিলক্রিস্ট কমেন্টারি করার সময় একটা কথা বলেছিল। সবাই নাকি গিলক্রিস্টকে বলতো যেখানে যেখানে প্লেয়ার নেই, সেখানে শট মারো না কেন? গিলক্রিস্ট উত্তর দিত যে যেখানে যেখানে শট মারা যায় সেখানে সেখানে ফিল্ডার দাঁড় করিয়ে রাখে। তার উত্তরে শেন ওয়ার্ণ একটা দারুন কথা বলেছিল যে খেলাটা টিভিতে দেখতে যতটা সহজ মনে হয়, অতটা সোজা নেয়।
যারা এসব ভাট লিখছে, তাদের কয়েক টাকে ধরে এনে প্যাড পরিয়ে কামিন্স এর সামনে এক ওভার খেলানো উচিত। এ জন্মের মতো ক্রিকেট র শখ ঘুচে যাবে।
একদম। এরকমই জনতা। ফেবু পেজে তাদের চাহিদা তাড়াতাড়ি পুজারা আউট হয়ে পন্থ এসে জেতাক।
এখান থেকে আর জিতবে না কিন্তু হারবে বলেও মনে হচ্ছে না।
আশা রাখাই যাক না। হয়তো ঠিক বার করে নেবে। আগের টেস্টটা ইন্ডিয়া বাঁচাতে পারবে কেও ভাবিনি কিন্তু মিরাকল হ্যাপেন্ড।
তবে রোহিতের সত্যি ইস্যু আছে টেস্টে। এতো সিনিয়র একটা প্লেয়ার যদি আসল সময়ে বারবার রেসপনসিবিলিটি নিতে না পারে তাহলে আর কি বলা যায় ?