"অরিন, হ্যাঁ, টেস্ট-্ক্রিকেটের যাঁরা সমঝদার, তাঁরাই বোঝেন। বাইরের লোক ততটা বুঝবেন না। অনেকটা যেন উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপারের মতন।"
হুঁ , দিশি গান, বিলিতি খেলায় এ সব হয় বটে ।
একটা গান ছিল, "এমন একটা ঝড় আসুক ঝড় আসুক, কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না। "
ভ্যাকসিন বিষয়ে গান হবে, "এমন একটা ভ্যাকসিন আসুক ভ্যাকসিন আসুক, কোনোদিন যেন কোনো রোগ আর হতে পারে না।"
পোশাকের ডিজাইন বদলাতে হবে। নিমা জামার মতন কিছু, সামনে একটা পার্ট, পিঠের দিকে একটা পার্ট, কাঁধের উপরে বোতাম দিয়ে আঁটা। তাহলে ডানা আটকে যাবে না।
ভ্যাকসীন খুব কাজে দিচ্ছে শুনছি। অনেকের ক্ষেত্রে তো সব রোগভোগ চলে যাচ্ছে, আর কোনওদিন কোনও রোগই হবেওনা দেখা যাচ্ছে।
এখনও হবে। ঐ mRNAএ টীকা নেবার পরে কারো কারো ডানা বা ল্যাজ গজাবে। অরিনদা ভালো বলতে পারবে :)
আরে অভ্যু, তাই তো! কি জ্ঞা বি তে ছবিতে গল্প হিসেবে বের হত উভচর মানব। আরো একটা এরকম ছবিতে গল্প ছিল, একটা ছোটো ছেলে যার ডানা গজিয়েছিল জেনেটিক মিউটেশনের ফলে, সেই ডানা মেলে সে উড়তেও পারতো।
ছবিতে গল্পটা আমি পড়িনি। নাটকও শুনিনি। এমনি বইটার পিডিএফ আছে আমার কাছে। সোমনাথই বোধহয় তুলেছিলো।
উভচর মানব কিশোর জ্ঞান বিজ্ঞানে ছবিতে গল্প হিসেবে বেরোতো। সোমনাথ কখনো গুছিয়ে একজায়গায় করলে আমি নিয়ে রাখব।
আর একটা নাটক, খুব সম্ভব রুশ কোনো গল্প থেকে, যেখানে তুষারঝড়ে পড়ে হবু বর চার্চে আসতে পারে নি, অন্য আর একজনকে পেয়ে তাকেই বর ভেবে বিয়ে দিয়ে দিল পাদ্রী। ঐ নাটকটা পেলেও দিও।
কেকে, বহু আগে আকাশবাণী কলকাতা থেকে নাটক আকারেও ইকথিয়ান্ডরের গল্প শুনেছিলাম। নাটকটার নাম ওঁরা দিয়েছিলেন মৎস্যকুমার।
ইউটিউবে পুরনোদিনের রেডিওনাটক অনেক তুলেছে শুনেছি। যদি এটা খুঁজে পাও, হদিশ দিও কিন্তু।
অরিন, হ্যাঁ, টেস্ট-্ক্রিকেটের যাঁরা সমঝদার, তাঁরাই বোঝেন। বাইরের লোক ততটা বুঝবেন না। অনেকটা যেন উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপারের মতন। যাঁরা বোঝেন, তাঁরাই সত্যিকার রসগ্রহণ করতে পারেন।
&\ যে কথাটা লিখেছেন, "আমারও কেন জানি ধারণা হয়েছিল এখন সব ক্রিকেট একদিনের। কিন্তু দেখছি অনেকদিন ধরে চলা ক্রিকেটও এখনও চলছে!",
তার (আমার মতে) একটা চমৎকার উত্তর আডাম গিলক্রিস্ট ২০০৯ সালে কাউড্রে লেকচার দিতে গিয়ে দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন,
"A realisation that Test cricket, arguably one of the greatest sporting contests ever devised, is by the same token an anachronism amongst modern professional sports. That many of its strengths also contain many of its weaknesses. That the 5 day match, so steeped in history, on its own will never come close to providing the cold hard cash needed to maintain and grow the game. That what we cricket lovers regard as the prince of games, will always remain almost completely incomprehensible to people not familiar with it."
(Adam গিলক্রিস্ট, https://www.espncricinfo.com/story/adam-gilchrist-s-cowdrey-lecture-2009-410365)
ক্রিকেটের সৌন্দর্যের শেষ কথা টেস্ট ক্রিকেট ।
অ্যান্ডর, হ্যাঁ মনে আছে বৈকি! খুব মনে আছে। বালথাজার, গুত্তিয়েরে, অলসেন, ক্রিস্টো, ডক্টর সালভাদোর, সব্বাইকে মনে আছে :-)
আচ্ছা, আমি ভেবেছিলাম রেটোরিক প্রশ্ন। ভুল ভেবেছিলাম। ঠিক আছে। এক এক করে বলি।
১)" ইয়ে মানে কী করিতে হইবে? এমন কিছু যাতে নিননিছারা কিছুদিন স্বস্তিতে থাকতে পারেন?" -- কিছুই করতে হবে বলে আমার কোনো দাবী নেই। আপনি আপনার মত লিখুন, আমার কোনো অসুবিধে নেই।
২) "দেখবেন নাকি চেষ্টা করে?" -- না আজ্ঞে। আমি সেরকম কোন চেষ্টায় আগ্রহী নই।
৩)"এই লেখার জন্য কি হাই ফাইভ পেলেন? না অন্যত্র অন্য কিছু লেখার জন্য?" -- হাই ফাইভের প্রসঙ্গে অভ্যুদয় সবকটি পোস্টই কপি পেস্ট করে দিয়েছেন। আর রিপীট করলামনা।
৪) "যাচ্চলে চলে গেলেন নাকি?" -- আজ্ঞে খেতে গিয়েছিলাম।
৫) " ... বুনো আগাছা টাগাছা গার্নিশিং এর জন্য কিনা" -- এর উত্তর আগেই দিয়েছি।গুরুর ক্যাচলাইন হোক বা যাই হোক, আমি ফুল-্ফল বা আগাছা কাউকেই কিছু লিখতে বারণ করিনি। প্রত্যেকে তাঁর নিজের মত লিখতেই পারেন, আমার তাতে কোনো সমস্যা নেই। আপনার পয়েন্ট অফ ভিউ জানতে চেয়ে আপনাকে লিখেছিলাম সকালে। আপনি তা জানিয়েছেন। ব্যস এইই।
৬) "আপনি বুঝি শুধু অন্যকে প্রশ্ন করেন আর অন্য কেউ প্রশ্ন করলে মোটে উত্তর দেন না?" -- উত্তর দেবার চেষ্টা করি। যদি বুঝতে ভুল হয়ে থাকে তাহলে আলাদা কথা।
এই প্রসঙ্গে আমার দিক থেকে এবার ইতি টানলাম।
ভালো থাকবেন।
থিওরেমটাতে একটু ভুল আছে, মোট ফ্যান দিয়ে নরমালাইজ্স্ড করতে হবে।
আমিও একটা পাল্টা প্রশ্ন করেছিলাম আপনাকে। আপনি তার উত্তর দেননি। আর ওই আগাছার অংশটা ভাটিয়ালি সেকশনের ক্যাচলাইন। এই যে - যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি
আপনি বুঝি শুধু অন্যকে প্রশ্ন করেন আর অন্য কারও প্রশ্নের মোটে উত্তর দেন না? ব্রাঃ ব্রাঃ ব্রেশ ব্রেশ।
কেকে,
অ্যান্ডর শুনেই মনে পড়ল, ইকথিয়ান্ডরকে মনে আছে?
এলেবেলে বাবু,
আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম। আপনি তার উত্তর দিয়েছেন। আমার ঐ প্রসঙ্গে আর কিছু বক্তব্য নেই। আর 'নিজস্ব চারণভূমি'র লাইনটা আমি লিখিনি তো, তাই ঐ লাইন নিয়ে আমি কিছু বলা থেকে বিরত থাকলাম।
অ্যান্ডর,
আমি ঠিক আছি। তুমি ভালো তো? আমি এখন খুব একটা লিখতে পারিনা আর। ইচ্ছে করেনা তা নয়। কিন্তু লেখা আসেনা।
এলেবেলের পাঁচালি না উপক্রমণিকা কি একটা বেইরেচে শুনলুম?
আমারও কেন জানি ধারণা হয়েছিল এখন সব ক্রিকেট একদিনের। কিন্তু দেখছি অনেকদিন ধরে চলা ক্রিকেটও এখনও চলছে!
যাচ্চলে! উধাও হয়ে গেলেন নাকি? জানিয়ে গেলে পারতেন। মানে 'ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি'-তে বুনো আগাছা-টাগাছা স্রেফ গার্নিশিং-এর জন্য কি না।
কেকে,
কেমন আছো? তোমার সেইসব অনবদ্য লেখাগুলো কতদিন দেখি না! সেই যে মায়াজঙ্গল? আশ্চর্য ঘোড়ারা? আর, সেই যে সেই আশ্চর্য গল্পটা যেখানে ছিল যখন খুব করে ডেকেছিল তখন আসে নি, শেষে এল, সঙ্গে ভাইকে নিয়ে এল। আরো আগের সেই তীরপূর্ণীর ঘাটের নৌকো ভাসানো, সেই মায়াবী মেঘ, যে বলতো মেঘলা মানে মনখারাপ কেন? মন ভালোও তো হতে পারে? ভালোলাগা কি ঝুমঝুম বৃষ্টি হয়ে ঝরতে পারে না?
লিখো আবার। অপেক্ষায় থাকি। অমন লেখা তো অন্য কারুর কাছ থেকে পাই না।
ইয়ে মানে এটা লেখার জন্যই বুঝি হাই ফাইভ পেলেন? নাকি অন্যত্র অন্য কিছু লেখার জন্য? সেটা যদি একটু বলতেন।
মাঠের পাঁচিলের উপরে বসে তেঁতুলের আচার খেতে যে কী আনন্দ! পাড়া ফুটবল বা পাড়া ক্রিকেট চলে, অথবা এমনি স্কুলের স্পোর্টস। সেসব দেখতে দেখতে তেঁতুলের আচার খাবার আননদ অনেক। সামনে কিন্তু আজকাল তেঁতুল খাওয়ার ব্যাপারে নানা নিষেধাজ্ঞা দেখি। করোনার রাজত্বে কখন কী হয়ে যায় বলা তো যায় না। তেঁতুলতলা দিয়ে গেলেও নাকি জ্বর, সর্দিকাশি, গলাব্যথা এইসব হয়ে-
এলেবেলে বাবু,
আচ্ছা। আপনার উত্তরের জন্য ধন্যবাদ।
এলেবেলে বাবু,
আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? আমি বহুদিন গুরুতে আসিনি, সব পোস্ট মন দিয়ে ফলো করি তাও বলতে পারিনা। তবে রিসেন্টলি ভাটের পাতায় আপনার অনেক পোস্ট পড়ে এটা আমার মনে হয়েছে যে গুরুর অনেক লোকের প্রতি আপনার প্রচুর খারাপ লাগা জমা হয়েছে। রাগ, বিরক্তি, বিদ্বেষ। এখানে মুর্খের চাষ হয়, এখানের লোকেরা আপনাকে খোঁচা দেয়, নীচু করে, আপনার সাফল্যে তাদের 'ফাটে', আপনাকেই টার্গেট করে দল বেঁধে সবাই খারাপ কথা বলে (ভার্বাটিম নয়, প্যারফ্রেজ করলাম) ইত্যাদি। তাহলে এখানে ভালো কিছু আপনি দেখতে পান না? অবশ্য লিখেছেন বোধিদা, রঞ্জনদা আর অরিনবাবুকে শ্রদ্ধা জানানোর জন্য বই পাঠাতে চান। তাহলে নিশ্চয়ই কিছু ভালোলাগা আছে। কিন্তু তার পাল্লাটা অনেক হাল্কা, তাই নয়? অন্তত আপনার পোস্ট থেকে তাই মনে হয়েছে। তো, দিনের পর দিন যে জায়গা আপনাকে এত খারাপ লাগা দেয় সেখানে ফিরে ফিরে এসে লেখার ইন্সেন্টিভটা আপনার কাছে ঠিক কী? আসলে আমি নিজে সাধারণত খারাপ লাগার ট্রিগার অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু আপানার ক্ষেত্রে উল্টো জিনিষটাই দেখছি। তাই আপনার পার্সপেক্টিভটা জানতে ইচ্ছে হচ্ছে।
আমি এখানে এখন যাঁরা লেখেন, হাতে গোনা কয়েকজনকে বাদ দিয়ে সেরকম ভাবে কাউকেই চিনিনা। কারুর প্রতি ব্যক্তিগত পক্ষপাত বা বিদ্বেষও নেই। নিতান্ত অ্যাকাডেমিকালি জানতে চাইলাম। আপনার ইচ্ছে না হলে উত্তর না দিতেও পারেন।
আমি তো গুরুতে নতুন মানে যদ্দিন থাকলে এখানে পুরনো হওয়া যায় আমার সম্ভবত সে দশা কাটেনি। অবিশ্যি জানি না ঠিক কতদিনের পুরনো হলে এই দশাটা কাটে। আছে হয়তো কোনও নিয়ম-টিয়ম, হয়তো সে সব আমার জানা নেই। তবে আপনাকে আমি ঠিক মনে করতে পারছি না। আমার ধারণা আপনিও আমাকে।
তো বিষয়টা ঠিক হয়েছে কি জানেন তো, আপনি আসলে একটু দেরিতে ঢুকেছেন এখানে। দিয়ে কিছু চটজলদি পোস্ট পড়েও ফেলেছেন। দিয়ে আপন মনের মাধুরী মিশায়ে বেশ একটা ন্যারেটিভ নামিয়ে ফেলেছেন আর কি।
এখন হয়েছে কি জানেন, একটা পাড়ার ক্লাবে তো আর সবাই ভালো হন না, কিছু বজ্জাতও থাকেন। কিন্তু যেহেতু আপনার জলদি মন্তব্য করার তাড়া আছে তাই একুনে তিনজন মানে রঞ্জনবাবু, খ আর অরিনবাবুকে দেখতে পেয়েছেন। প্রকৃতপক্ষে ওই সংখ্যাটা কিঞ্চিৎ বেশিই হবে বোধহয়। মানে আমি আপনার মানেবই হতে চাইছি না, ও আপনি চেষ্টাচরিত্তির করলে নিজেই বুঝে যাবেন।
ইয়ে মানে কী করিতে হইবে? এমন কিছু যাতে নিননিছারা কিছুদিন স্বস্তিতে থাকতে পারেন? বেশ তো একটা পাঁচিল তুলে দিন না। দিয়ে সেই পাঁচিলে একটা নোটিশ টাঙিয়ে দিন - কেবল পাসপোর্টধারীরাই এখানে আসিতে পারিবেন।
দেখুন, এটা যদি করতে পারেন তো আমার থেকে ওই কী একটা বিগ ফাইভ না কী যেন এ মানে আপনার নিয্যস পাওনা হবে। দেখবেন নাকি চেষ্টা করে?
ব্রিসবেনে রাত্রে ভালই বৃষ্টি হয়েছে। ফলে পিচ আর ফিল্ডের অবস্থা কেমন কালকে কভার সড়ালেই বোঝা যাবে। যদিও বৃষ্টির সম্ভাবনা কমেছে, তবুও মনে হয় অন্তত একটা সেশন হয়তো খেলা হবেনা। ইন্ডিয়ার জেতার কোনও সম্ভাবনাই নেই, ম্যাচ বাঁচালেই সেটাকে জেতা মনে করা হবে। পিচে ক্র্যাক আছে, কিন্তু আপাতত সেগুলো লঙ্গিটুডিনাল। কাল সকালে ইন্ডিয়া পিচে লাইট রোল নেয় নাকি হেভি রোল নেয় সেটাই দেখার।
পড়লাম।
তাহলে আর কী !
অভ্যু, থ্যাংকিউ। অনেকগুলো থ্যাংকিউ :-)
রঞ্জনদা, আপনাকেও থ্যাংকিউ। হ্যাঁ, মনে আছে 'বিমর্শ'টার কথা। আপনি অবশ্য আমাকে আগে 'তুমি' করে বলতেন :-)