নিট বা স্ট্রেট আপ হুস্কি হলো জল ছাড়া হুস্কি।
এইটে দেখেছেন? https://www.cnn.com/2021/01/17/politics/trump-allies-pardons-lobbying/index.html
"এইকারণেই পান্জাবের লোকেরা নীট খায়। অনেক জল বাঁচায়। ঃ))"
নীট কি জিনিস মশাই?
মনে হচ্ছে আজকের মতো প্যাক আপ। কাল দুটো সেশন খেলতেই হবে। পিচে ক্র্যাক আছে, দুএকটা বল আচমকা লাফিয়েছে আজ। দেখা যাক কী হয়। নাথান লায়নকে বেশি ছন্দে রাখা চলবে না।
এগোও অস্ট্রেলিয়া।
বৃষ্টি এল বলে। আকাশ ঘন কালো।
বৃষ্টি না হলে রেজাল্ট হবেই। অজি-রা ফেভারিট, কিন্ত ক্রিকেট অনেক রূপকথার জন্ম দেয়, আশা ছাড়ছি না
সবিক্রমে 'ছোটোলোক' ঘোষণাকারি এলেবেলে কিন্তু নিজের নামের সাথে চক্কোত্তি লিখতে কক্ষুনো ভোলেন না।
যথেষ্ট বৃষ্টি হলে ড্র হবে। নইলে হেঁ হেঁ।
ভারতের জেতার সম্ভাবনা নেই। বাকি দুটো হতে পারে।
আমার হিসেবে এই টেস্ট এখন ইন্ডিয়ার জেতার চান্স ২৫ -% বা ড্র ২৫ -%, অজিদের জেতা ৫০-% । দেখা যাক।
লাস্ট দুই উইকেটে ৪৭ রান হল আবারও।
বোলাররা টায়ার্ড। শার্দুল ঠাকুর নিজের শর্ট বলে প্রেমে পড়ে গেছে।
এইকারণেই পান্জাবের লোকেরা নীট খায়। অনেক জল বাঁচায়। ঃ))
প্রচুর রান হয়ে যাচ্ছে।
কি যে কও, বি। তিন রকম রেজাল্ট হতে পারে - ড্র, ভারতবর্ষের জয়, অজি উইন - এমন দিন কম আসে।
কাল দূর্দান্ত খেলা হবে। অবশ্য, তার আগে আজকের দিনটা পার করতে হবে। উইকেট হারালে চলবে না ।
দেখা যাক।
যা প্রশ্ন করছি - তা বিজেপি বা তৃণমুল এনসিপি আরজেডি কমু্যনিস্ট বহুজন সমাজ পার্টি - এসবের উর্দ্ধে।
উফফফ, এই ন্যাজ ছাঁটা আর কিছুতেই হচ্ছে না আমাদের। সাড়ে তিনশো টার্গেট না খেয়ে যাই।
ভাতটা সমস্যা নয়। পচ্চুর ফলন। এই তো সময় প্রশ্ন করার। নয় কি?
পাঞ্জাবে জলসম্পদ বাচানোর জন্য বিজেপি কৃষি বিল এনেছে :-)))))))))
বোধিসত্ত্ব দাশগুপ্ত
প্রাডা কাপ - সেইলিং, নাঃ এ একেবারেই মদীয় খেলার জগতের বাইরে
বাবু-টা বাদ দাও
আমি দেখছি ইন্ডিয়া ১৩০-৪০ রানে অলাউট।
এই মরেচে, ভাতেও সমস্যা ! কি খাবো? বটিকা ইণ্ডিকা আর তৃষ্ণাশক বড়ি?
পান্জাব ধানচাষে এক নম্বর এটা নিয়ে একটু চিন্তা ভাবনার প্রয়োজন আছে। আমরা কতো জল সম্পদ নষ্ট করছি - প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এই নিয়ে চিন্তা ভাবনা করার অবকাশ আছে বৈকি।
অরণ্যবাবু, Americas cup (prada cup) দেখছেন না? কালকে আপনাদের আমেরিকান ইয়ট উলটে গেল।
আরে, বাঙালির লাথি খাওয়ার কি হল। ভাত সারা পৃথিবীর লোকে খায়। সারা পৃথিবীর সমস্যা।
একেই বলে প্যাশন @অভি
তবে এই সিরিজে যা মারকাটারি খেলা হচ্ছে, জাস্ট অসাধারণ। আন প্যাশনেট লোকদেরও কন্ভার্ট করে দেবে
টেস্ট ক্রিকেট সবসময়েই ভালো ফলো করি। টিভি দেখা প্রসঙ্গে মনে হল, একবার সকালে উঠে টিভির কেবলে গোলমাল হয়েছে, খেলা দেখা যাবে না বুঝে সটান ইডেন চলে গেসলাম। টেস্টে তো টিকিট সবসময়েই পাওয়া যায়। গিয়ে অবিশ্যি বার্মি আর্মি ব্লকে বসে কুক আর কেপির ঠ্যাঙানি দেখতে হয়েছিল, সে আর কী করা যাবে।
বাংগালিরা যতদিন - এইসব বেসিক প্রশ্ন না করে পেছনে লাথি খেতে প্রস্তুত - সেখানে আমি আর কি বলবো।
'জলের ফুটপ্রিন্ট একটা দিক। কিলো পিছু চালে ১০০০ লিটার মত জল লাগে, (দুধের মত)। অবশ্য ধানচাষের ক্লাইমেট ইমপ্যাকট ও কিছু কম নয়।'
প্রশ্নটা এখানেই।