বৃষ্টিই ভরসা।
কালকে ৩৫০ এর ওপর টার্গেট নিয়ে সারাদিন ব্যাট করতে হলে চাপের আছে।
আরেকটা ক্যাচ মিস করলো সিরাজ। তবে এটা অত সহজ ছিলনা।
স্মিথের ক্যাচ মিস করলো সিরাজ। সোজা ক্যাচ। এই সিরিজের অন্যতম সমস্যা জঘণ্য ফিল্ডিং।
kk, বুক ক্রসিংএর একটা দিক ঐরকম, তবে বই রেখে আসার সময় কোথায় রেখে এলেন তার একটা নোট নিয়ে বুকক্রসিং ওয়েব সাইটে আপলোড করে দিলে পরে বই টা কোথা থেকে কোথায় হাত ফেরত হলো তার একটা ট্র্যাক/ট্রেস থাকে, এই ব্যাপারটা বুক ক্রসিং এর বিশেষত্ব । এবার ধরুন আপনি একটা ক্যাফে তে বইটা রেখে এলেন, আরেকজন সেই বইটা ওই ক্যাফে থেকে নিয়ে পরে আরেকটা জায়গায় রেখে এলেন, এই করে বইটা নানান জায়গায় ঘুরতে থাকলো ।
অস্ট্রেলিয়া তো ভালো রেটেই রান করছে।
ডিয়ার লীডার সিন্ড্রোম বোঝেন।
এতো দেখে প্রায় হ্যালোউইন সেট আপ মনে হচ্ছে। ট্রাম্প পেন্সের একখান করে আলো জ্বলা মূর্তি লাগিয়ে দিলেই এক্কেরে ড্রাকুলা রিটার্নস হয়ে যাবে।
আমাদের গেরামের এক ঝড়তি পড়তি বাড়ির সামনে, রাতের বেলা এখানে ট্রাম্প-্পেন্স সাইনের সামনে দপ দপ করে আলো জ্বলে।
অরিন,
আপনার ১-০১ এর পোস্টের উত্তরে বলছি, একে বুক-্ক্রসিং বলা যাবে কিনা জানিনা কিন্তু আমরা একটা জিনিষ করি। সেন্ট লুইসে একটা পুরনো বইয়ের মেলা হয়। সেখানে ব্যাগ দরে বই বিক্রি হয়। এক ব্যাগে যতগুলো বই ধরাতে পারবেন ফিক্সড রেট ৫ ডলার। সেখান থেকে প্রতি বছর অনেক বই কেনা হয় (বুঝতেই পারছেন এমন অফার কে ছাড়ে!)।এবার সেই বই এর বেশির ভাগটাই, অন্তত ৭০ ভাগ আমরা কয়েকটা জায়গায় ভাগ করে রেখে আসি। যেমন সিনিয়ার হোম, চার্চের স্কুল, দু একটা স্টুডেন্ট ডর্ম আর বাচ্চাদের হসপিটাল। আমি ব্যক্তিগত ভাবে হোর্ডিং ব্যাপারটাতে খুব অস্বস্তি বোধ করি। তাই এটা আমাকে খুব স্বস্তি দেয়।
সংগ্রহ করুন???? তাহলে দোকান থেকে তুলে নিয়ে এলেই তো হয়। ধরলেই বলতে হবে, এই যে দেখুন বিজ্ঞাপণে লিখেছেন 'সংগ্রহ করুন', তো আমিও তো তাই বলি। সেইজন্যেই তো সংগ্রহ করলাম। :-)
বইকতের এই ফেসবুক বিজ্ঞাপনের কথায় মনে পড়ল। বছর কয়েক আগে এনপিআরে বেশ কিছু শেফের খেদোক্তি শুনেছিলাম যে সোশাল মিডিয়ায় ছবি দেওয়ার কুফল হিসেবে প্যাট্রনরা রেস্টরেন্টে এসে আগে খোঁজ নেন খাবার কেমন দেখতে - ছবি তুলে পোস্ট করা যাবে কিনা। এক শেফ বললেন যে এও হয়েছে প্যাট্রন এসে ছবি দেখিয়ে বলছে আমার অর্ডার এরকম দেখতে করে দিতে হবে।
বইয়ের দাম যে কোন ফ্যাক্টর নয়, এই মতটিও একটি গাড্ডা বিশেষ। বইকে বইশিল্প করার উপায় এটি, আনন্দ এটি কমবেশী শুরু করেছিল এখন অন্য কিছু প্রকাশকরাও ঐ গাড্ডায়। তদুপরি ফেসবুক দিয়ে বিজ্ঞাপনের জন্য ভালো প্রচ্ছদ চাই।
উপরন্তু বই যে দাম দিয়ে কিনতে হয় কিছু প্রকাশক সেও যেন উল্লেখ করতে চায় না. কিনুন শব্দটি ব্যবহার না করে 'সংগ্রহ করুন' বলে। যেন বেচাকেনা ঘটছে না !
এলেবেলে কতকিছু জানেন, প্রকাশনা ব্যবসা জানেন, ভোট জানেন, চৈতন্য জানেন এবং সবথেকে বড় ব্যাপার বিনয়ের সঙ্গে স্বীকার করে নিয়েছেন যে হল বাল ও জানেন।
কলাবতী মুদ্রার নাম এই তো জানলাম। জেনে মনে হল নিশ্চয় খুব ভালো কোন প্রকাশক হবে, না হলে আর বইয়ের এত দাম কেন। আমি এত জানি অথচ এর কথা তো শুনিনি ! দাম দিয়ে তো প্রকাশকের গুরুত্ব বুঝতে হয় আজকাল।
বাবা, বাল- ও চলে এল।
কিন্তু যে পড়তে চায় , পাঠ্ক বা ক্রেতা সে তো দাম দেখবে। প্রকাশকের অসুবিধে আর অন্য ব্যাপার সে তো জানে না। আমিও যেমন জানি না। ১০০০ কপি ছেপে ৮০০ টাকা দাম করে বাংলা পাঠকের দোটানার সুরাহা হবে ?
তার মানে ব্যাপার হলো, বই ব্যবসাটা এমন যে দাম না বেশী করে উপায় নেই সেরকম ?
(আবার বলে দি , আপনি বা আপনার বই আমার মন্তব্যর উদ্দেশ্য নয় , শুরু যদিও সেখান থেকে , কিছু কথা মনে হল বলে। লিখে না দিলে মাঝেমধ্যেই ভুলভাল কথা লিখে যাবেন। )
তো বাল জানেন না যখন তখন ফালতু দাম বেশি কেন, সেই নিয়ে লেখকের বক্তব্য নেই কেন, কারিগররা পড়তে পারেন না কেন মার্কা বুলি আউড়ে যাচ্ছেন কেন? মানে সব ব্যপার আপনারাই জানবেন আর বাকিরা ঘোড়ার ঘাস কাটেন?
পেপারব্যাকের কিছু অসুবিধা আছে তো। সেটা সৈকত প্রোমোট করেন বলে তো সেটা মহান শিল্প-ফিল্প কিছু হয় না।
ধুর মশাই আউলবাউল লব্জ না আউড়ে হিসেবটা দিন না। বইটার কত কপি চাহিদা হচ্ছে আপনার ধারণা নেই। প্রকাশকের অত পুঁজি নেই তাই পারছেন না।
এলেবেলের বই তো, তাতে গুরুর অনেকেরই ফাটছে। কিন্তু ফেটে লাভ কিছু হবে না। গ্রন্থিক এক লপ্তে ১০০০ কপি ছাপছে। এমনি এমনি?
গুরুর বই ছাপাইয়ের সাথে আমার কোন যোগ নেই, জানাও নেই। সুতরাং ও প্রশ্ন আমাকে করে লাভ নেই। আমার বক্তব্য কোন প্রকাশকই বিশেষ পেপারব্যাক ছাপায় না, হার্ডকভারেই বই-শিল্প সেটা তারা মনে করে বলে আমার ধারণা।
এলেবেলে আপনি আমাদের কাছে ব্রায়ান হ্যাচারের চেয়েও বড়।
nyrb, verso, বেশ র্যাডিক্যাল র্যাডিক্যাল ব্যাপার। কিন্তু দামের বেলা দাঁতকপাটি। ধরে নিয়েছে মনে হয় বই বিশেষ কেউ পড়েনা, আর যারা পড়বে তাদের টাকা-পয়সা যথেষ্ট, অল্প কিছু লোক কিনলেই টাকা উঠে আসবে। রেস্টুরেন্ট চালাবার মতো একটা ব্যাপার।
আমি তো আগেই বলে দিয়েছি যে আপনি আজ অবধি কলাবতী মুদ্রা প্রকাশিত একটি বইও নিজে হাতে নেড়েচেড়ে দেখেননি। গুরু পেপারব্যাক করে তো? তার কপিরাইট কত দিনের জন্য থাকে? আগে উত্তরটা জানান, তারপরে সিদ্ধান্তে আসুন। এখনও অবধি আপনি তার উল্টোটা করছেন।
এবারে আপনি হিসেব পেশ করুন। ৪৫০ পাতাX ১০০ কপি - প্রিন্টিং কস্ট + বাঁধাই+ জ্যাকেট+ প্রচ্ছদশিল্পীর এককালীন সাম্মানিক+ মুদ্রিত মূল্যের ৩৫% কমিশন+ ৫% কনভেয়ান্স = ৬২০- কত?
তারপরে কথা এগোব না বন্ধ করে দেব সেই সিদ্ধান্ত নেব।
"ট্রেনের থ্রিলার ট্রেনে ওঠার আগে কিনুন, পড় হয়ে গেলে ফেলে চলে যান, পরের ফাঁকা পকেটের ছাত্র পড়বে, এই লজিক পশ্চিম থেকেও উধাও।"
একেবারে উধাও হয়নি। নবকলেবরে সে https://www.bookcrossing.com/? অবতারে হাজির হয়েছে |
গুরুতে ক'জন বুক ক্রসিং করেন?
গ্রামের লোকে যদি ৬০০ বা বাংলাদেশে ৮০০ টাকার বই কিনে পারে তাহলে আমার প্রথম পোস্টের শেষের দিকের অংশটা সত্যি হবে। যে অর্থনৈতিক উন্নতি ভালমত ঘটে গেছে। বুঝতে না পারার কথা বলা হয়নি ।
অনুষ্টুপের সমর সেন সংখ্যাটি আমি কিনেছিলাম সম্ভবত ৮০ টাকায়। এখন ওটির দাম ৭০০ টাকা হয়েছে কেন কেউ জানেন? আর পেপারব্যাক? ব্র্যায়ান হ্যাচারের ১৮২ পাতার রদ্দিস্য রদ্দি বইটার দাম ৬৯৫ টাকা। দারুণ সাহেব সাহেব গন্ধ না? বেশ একটা গেরামভারি ব্যাপার নয়? বাবা হ্যাচার বলে কতা।
হ্যা, মোটা পত্রিকা পেপারব্যাক কিন্তু তার প্রথম কুড়ি পাতা অন্তত বিজ্ঞাপনে ভরতি অথচ দামও মোটাসোটা। কেসটা কী কে জানে ?