১৯৮৫ র বেনসন হেজেস কাপে প্রথম দেখলাম ক্রিকেটের বলও টিভিতে দেখা যায়। সেইরকম কমেন্ট্রি, সক্কাল সক্কাল উঠে পড়তাম খেলা দেখার জন্য। আহা কি দিনকাল ছিল। উইকেট কিপ করত সদানন্দ বিশ্বনাথ, বল করত শিবরামকৃষ্ঞনন, ওপেন করতেন শাস্ত্রী।
আগে কি সুন্দর দিন কাটাইতাম।
মাস গেলে এক আধদিন খাবার পাইতাম।
আর সেই দিনকাল ছিল যখন লাল বলে খেলা হত, মার্শাল বল করলেন মনে হল গাভাসকর ব্যাট ঘোরালেন, তারপরে জনগণের উচ্ছাস থেকে বুঝতে হত বাউণ্ডারি নাকি আউট।
@অরিন
আমার PC নেই। যাবতীয় কাজ করি মোবাইল থেকে । WIFI আছে । সেটা আমার না । পাশের অফিসের । ওরা আমাকে Password বলেছে ।
Google Chrome বাদে অন্য browser কি ব্যবহার করা যায় ? তাহলে কি সমস্যা কম হবে ?
Subscene আগে ঠিক আসত। পরে দেখলাম ব্লক করে দিয়েছে । proxy subscene.com করার পর পেয়েছি । কিন্তু এখন এরর দেখাচ্ছে ।
গুগলে সমস্যার কথা বলতে ওরা বলল subscene এর সঙ্গে pirated Cinemaর সংযুক্তি হলে ভারতীয় আইন মোতাবেক ব্লক করবে ।
আপনি কি সমাধান করতে পারেন ।
পুঃ টরেন্ট থেকে সিনেমা নামিয়ে বাংলা সাবটাইটেল ডাউনলোড করি ।
এ কি রে। সেট হয়ে গিয়ে বিশ্রী ভাবে আউট হচ্চে। সবাইকে রোহিতের রোগ ধল্ল নাকি?
কেউ হাফ সেন্চুরিও করবেনা। কিভাবে একের পর এক সবাই আউট হয়ে যাচ্ছে। একটাও ক্যাচ মিস করছেনা অস্ট্রেলিয়া। লুজ শট খেলে আউট হচ্ছে সবাই।
বর্গী এলো দেশে র ভিডিওগুলো দেখলেন?
সেও বটে।
ক্রিকেট টেলিকাস্টের কোয়ালিটি যে কী পরিমাণ বেড়ে গেছে ভাবা যায় না। টেলিকাস্টের একটা টেকনোলজি কিছুতেই বুঝতে পারিনা - উইকেট এন্ড আর স্কোয়ার এন্ডের ক্যামেরা যখন মাঠ দেখায় তখন মাঠের জমিতে চারটে বড় ব্যানার অ্যাড দেখা যায়। সেগুলো সুপার ইম্পোজিশন। কারণ অন্য ক্যামেরা প্লাস ড্রোন শট যখন দেখায় অ্যাডগুলো দেখা যায়না। কিন্তু সুপার-ইম্পোজিশন এমনই সুপার যে বাপের সাধ্য নেই কেউ ধরবে।
ওঁকে নায়কের রোল ছাড়া অন্য কোনো রোল দিলে হয়তো উনি অপমানিত হবেন।
রাজ্যপাল মশাইকে ঐ সিরিয়ালেই একটা রোল দেওয়া হোক। লোকটা কিন্তু অভিনয়টা মন্দ করে না।
রামকৃষ্ণ উদ্দাম নৃত্য করতে করতে সারদামণিকে বিয়ে করতে যাচ্ছেন, রবযাত্রীরা সবাই হুল্লাট নাচছে। এইরকম সিরিয়ালের অভিনেতাদের বিশেষ পুরস্কার দিচ্ছেন অপমানিত রাজ্যপাল মশাই।
মটন কষার মধ্যে জিলিপি তোলপাড় করছে।
হ্যাঁ কমপ্লিট এনিউমারেশনই বলছে ঠিক হয় নি, তো স্যাম্পল নিয়ে হবেটা কী? অবশ্য পুলিপিঠে ঠিক আছে।
ওইদিকে খবরের কাগজে কোন নায়কের বিয়েতে মাটন-কষা আর জিলিপি খাওয়ালো সেই নিয়ে তোলপাড়! এ মানে যা তা চলছে!
অরিন, আছেন? চীনের হেবেই প্রভিন্সে নাকি নতুন আরেক করোনা? এসব কী হচ্ছে?????
দুশো না আড়াইশো সেটাই দেখার।
হ্যাজেলউডের এই পুরো ওভারটায় পুজারা নড়বড় করছিলো। শেষে আউট হয়ে গেলো। পুজারা ইজ ক্লিয়ারলি আউট অফ ফর্ম।
আমেরিকাতে কেউ পোলিং করতে পারেনা সেটা বোঝা গেছে। আকাদাকে কতদিন ধরে বলছি একটা কোম্পানি খুলতে। একই সঙ্গে পুলিপিঠা আর পোলিং বিক্কিরি করবে।
এইজন্যই পোলগুলো বাজে, একটায় ১৪০০ জনকে সার্ভে করেছে একটায় ৮০০ জনকে। তাদের মধ্যে যারা রিপাবলিকান তাদের ৪৫% একটায়, 18% আর একটায়, এবারে বুঝুন কি বুঝবেন এগুলোর থেকে। টোটাল রিপাবলিকান ভোটার ৭৪ মিল, নো ওয়াণ্ডার এগুলো ভুলভাল ইনফেরেন্স ড্র করছে।
আকাদার দেওয়া লিন্কের ১৮% এর হিসাবও ৭-৮ তারিখের। অতেব এগুলো সবার স্যাম্পেল আলাদা।
A majority believe social media sites should suspend those who post violent content (70%) or hate speech (71%), promote racial divisions (71%), support the overthrow of the government (66%), or spread disinformation (63%).
এই 45% এর পোলটা জানু 7 তারিখের, তখনও সব খবর ঠিক মতন আসে নি।
কদিন ধরে বড়েস বলে চলেছে 45% রিপাবলিকান এই ইনসারেকশন সমর্থন করে। আমি আর একটা দেখলাম যে 18% রিপাবলিকান নাকি এটা সমর্থন করে।
https://thehill.com/homenews/news/533452-poll-18-percent-of-republicans-support-capitol-riots
আরও দেখা যেতে পারে রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের ডিসঅ্যাপ্রুভাল রেটিং বেড়েছে।
বিজেপি আসলে একটি কলোনিয়াল শোষকরূপী দলমাত্র, হিন্দুত্বের ভেকধারী। ইংরেজের যেমন ভারতবাসীর প্রতি তিলমাত্র করুণা ছিল না, বিজেপির ও কোন দয়ামায়া নাই বঙ্গবাসীর প্রতি। বঙ্গদেশের যেমন ইংরেজ শাসনের দরকার ছিল না, বঙ্গবাসীর তেমনই বিজেপি শাষণ অপ্রয়োজনীয়।
এলেসাহেব কি এরকম কোন ন্যারেটিভ রাখ্ছেন?
কিন্তু মার্ডার করার জন্য প্ল্যান ট্যান করে ঢুকেছিল সেই অভিযোগ তো তুলে নিয়েছে।
বাগ নহে | ফিচার |
আমেরিকায় ইন্টেলিজেন্স ফেলিওর তো এনডেমিক। 911, সাদ্দামের অস্ত্র, ক্যাপিটালে দাঙ্গা, রাশিয়ার ইলেকশনে নাক গলানো।
কিন্তু কখনোই কারো কিছু হয়না। অনেকটা দেশের মত।
"এ ত পুরোপুরি চাড্ডি মনে হচ্চে।"
ধ্যাৎ, আপনি যে লেখাটার লিঙ্ক দিয়েছেন, সেখানে ভাটপাড়ার ইতিহাসটুকু লেখা আছে। কেউ এই ধরণের লেখা লিখলেই কি তিনি "চাড্ডি" হয়ে গেলেন? এ কিরকম গোঁড়ামি মশাই?