aka | 2600:1005:b116:38c9:2097:da6e:62d1:***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ১০:৫০471259হ্যাঁ যখন পড়লাম তখন অলরেডি পোস্ট করে দিয়েছি।
Politician | 2603:8001:b143:3000:15d:658b:1d6a:***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ১০:৪১471258পায়েসের ওপরে টমাটো সসের মত ওটা কী?
ছবিটা কিন্তু বেশ।
Amit | 203.***.*** | ১৫ জানুয়ারি ২০২১ ১০:৪১471257ওটা কারেক্ট করে দিলুম তো
S | 2a0b:f4c2::***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ১০:৩৭471256ভাঙচুরের কথাই যদি হয় - বিএলেমের পুরো প্রোটেস্টটাই ছিল শান্তিপূর্ণ একসেপ্ট ফর সাম আনফরচুনেট ইনসিডেন্টস, সেদিনের ক্যাপিটল অ্যাটাক পুরোটাই ছিল গুণ্ডাগিরি।
aka | 2600:1005:b116:38c9:2097:da6e:62d1:***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ১০:৩৭471255এই টাতে কোনো দ্বিমত নেই কারোর মনে হয়। যেকোনো দেশেই মেনস্ট্রিম পলিটিক্স এর আসল টার্গেট হওয়া উচিত মেজরিটি পপুলেশন এর লাইফ কিভাবে বেটার করা যায় , বেটার এডুকেশন , অপর্চুনিটি এন্ড হেলথ - সেই লক্ষ্যে কাজ করা। রাস্তা আলাদা আলাদা হতে পারে , কিন্তু লক্ষটা এটা
প্রচণ্ড আপত্তি আছে, গণতন্ত্রের লক্ষ্যই হল মাইনরিটির কথাও ভাবা। মেজরিটি রুলস, মাইনরিটি রাইটস। অন্ন, বস্ত্র, বাসস্থান ও এখন স্বাস্থ্য মাইনরিটিরও রাইটস। যদি কোন সরকার সেটা না প্রোভাইড করতে পারে তাহলে তারা ব্যর্থ।
aka | 2600:1005:b116:38c9:2097:da6e:62d1:***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ১০:৩২471254অভ্যু, একটা হ্যাঁ, এবং একটা না। এদের দিকটা বুঝতে হবে এরকম কোন পোস্ট করি নি বলেই মনে হচ্ছে।
তবে মাওবাদী, বিএলেম এর ভাঙ্চুর, আর এদের মিল এক জায়গায় সেটা হল এক্সট্রিমিটিতে। এবারে এদের ভাঙ্চুর খারাপ ওদেরটা ভালো ছিল, এটাকে বলেছি, তার কারণ আমাদের পলিটিকাল বায়াসের ওপর নির্ভর করে একই রকম কাজকে কখনো আমরা সমর্থন করি, কখনো নয়। তাই এই ভাঙচুরেরঅও অনেক সিমপ্যাথাইজার পাওয়া যাবে, সেটাই স্বাভাবিক।
Amit | 203.***.*** | ১৫ জানুয়ারি ২০২১ ১০:২১471253আরে অর্জুন , অনেকদিন পর। শরীর ঠিক আছে তো সব ?
অর্জুন | 45.25.***.*** | ১৫ জানুয়ারি ২০২১ ১০:২০471252আমাকে এখানে কেউ Edward Said র Out of Place বইটির পিডিএফ তুলে দিতে পারেন?
Amit | 203.***.*** | ১৫ জানুয়ারি ২০২১ ১০:১৯471251অরিন , সরি ওটা একটু ভুলভাবে লিখেছি, ওটা মিন করিনি আসলে। মেজরিটি নয় , সকলের জন্যেই এই লক্ষ্য থাকা উচিত একটা সভ্য দেশে , ইরেসপেক্টিভ অফ কাস্ট ক্রিড বা রিলিজিওন ইত্যাদি। মেজরিটির জন্য কোনোভাবেই মাইনরিটি কে স্যাক্রিফাইস করে দেওয়া যায়না।
@Amit : "যেকোনো দেশেই মেনস্ট্রিম পলিটিক্স এর আসল টার্গেট হওয়া উচিত মেজরিটি পপুলেশন এর লাইফ কিভাবে বেটার করা যায় , বেটার এডুকেশন , অপর্চুনিটি এন্ড হেলথ - সেই লক্ষ্যে কাজ করা। রাস্তা আলাদা আলাদা হতে পারে , কিন্তু লক্ষটা এটাই। "
এখানে মেজরিটি পপুলেশন এর ডেফিনেশন টি কি ধরেছেন? জাতপাত ধর্মের ভিত্তিতে কি? শুমারির অর্থে সংখ্যাগুরু ও সংখ্যালঘু অর্থে ধরতে হবে কি? যেমন ভারতে বর্ণহিন্দু ।
সেক্ষেত্রে কে মাইনোরিটি সেই ব্যাপারটি বিবেচ্য ।
মেজরিটির লাইফ ভালো করতে গিয়ে মাইনোরিটির কথা বিবেচনা না করলেও চলবে, বেশির ভাগ ক্ষেত্রে তাই হয়ে দাঁড়ায় ।
আপনি কি এই কথা বলতে চাইছেন ?
ধরা যাক একটি অঞ্চলে "মেজরিটি"র লাইফ বেটার করতে গিয়ে জঙ্গল সাফ করে স্থানীয় আদিবাসী ইত্যাদিদের মেরে পাট করে তুলে দেওয়া হল । পরিবেশ ধ্বংস হল, পরিবেশের ওপর নির্ভর করে যারা থাকতো তাদের সর্বনাশ করা হলো কারণ মেজরিটি'র প্রয়োজন । এই ধরণের ব্যাপার গুলো আপনি সমর্থন করেন কি? বিশেষ করে মেনস্ট্রিম পলিটিক্সের এটি লক্ষ্য হয় উচিত কি?
S | 2a0b:f4c2::***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ১০:০৯471249পৃথ্বী শয়ের মাথা খারাপ হয়ে গেছে। রোহিতকে বল ছুঁড়ে মারছে।
S | 2a0b:f4c2::***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ১০:০৫471248শর্দুল ঠাকুর কি পরিমাণ রান দিয়েই যাচ্ছে। এদিকে ইন্ডিয়া লাবুসেনের ক্যাচ মিস করেই চলেছে। প্লেয়াররা যে রেটে ইনজিওর্ড হচ্ছে, এবারে অলিগলি থেকে নতুন প্লেয়ার ড্রাফ্ট করতে হবে।
S | 2a0b:f4c2::***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ১০:০০471247মাওবাদী আর মাগাদের তুলনাও করেছেন।
Abhyu | 47.39.***.*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৯:৫৮471246আকাদা তো আগে যারা দাঙ্গা করেছিল তাদের দিকটাও বুঝতে হবে বলে পোস্ট করেছিল বলে নিজের চোখেই পড়ছিলাম না? ব্ল্যাক লাইভের সময়কার ভাঙচুরের সাথে এই দাঙ্গার তুলনা করেছিল বলে নিজের চোখেই পড়ছিলাম না? সবই চোখ খারাপ? হবেও বা।
অর্জুন | 223.19.***.*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৯:৫৩471245পৌষ সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। 
Amit | 203.***.*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৯:৫৩471244এই টাতে কোনো দ্বিমত নেই কারোর মনে হয়। যেকোনো দেশেই মেনস্ট্রিম পলিটিক্স এর আসল টার্গেট হওয়া উচিত মেজরিটি পপুলেশন এর লাইফ কিভাবে বেটার করা যায় , বেটার এডুকেশন , অপর্চুনিটি এন্ড হেলথ - সেই লক্ষ্যে কাজ করা। রাস্তা আলাদা আলাদা হতে পারে , কিন্তু লক্ষটা এটাই।
S | 2a0b:f4c2::***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৯:৫২471243Trump 'refusing to pay' Rudy Giuliani's legal fees after falling out. President said to be offended by personal lawyer’s demand for a reported $20,000 a day.
aka | 2600:1005:b116:38c9:2097:da6e:62d1:***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৯:৪৭471242অবশ্যই কিন্তু ঐ সাইলেন্ট মেজরিটির কাঁধে ভর দিয়েই ট্রাম্পরা ক্ষমতায় আসে, আর পাওয়ারে থাকতে কাজে লাগায় 2-3% কে। সেই সাইলেন্ট মেজরিটির কাঁধ সামলানোই পলিটিক্সের লক্ষ্য হওয়া উচিত, সঠিক কাজও বটে।
Amit | 203.***.*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৯:৪০471241যে ৭৫ মিলিয়ন ট্রাম্পকে ভোট দিয়েছে তারা সবাই নিশ্চয় মনোলিথিক নাজী বা রেসিস্ট নয় , নানা কারণে লোকে দুটো পক্ষের মধ্যে একটাকে ভোট দেয়। যেমন ইন্ডিয়াতে প্রধান সেবককে যারা ভোট দ্যান, তারা সবাই এক্টিভ গো-রক্ষক নয়। ইভেন জার্মানিতে নাজী পার্টির স্বর্নযুগে নাত্সি পার্টি মেম্বার ছিল মাত্তর কয়েক লাখ। পপুলেশন এর লেস দ্যান ২ -৩ %. তাদের মধ্যেও একটা ছোট অংশই কৃস্টালনাখট বা পরে গ্যাস চেম্বারে ডাইরেক্ট ইনভল্ভড ছিল। ইন ফ্যাক্ট আম জার্মানরা বহুদিন অব্দি জানতোই না জেউদের মাস কিলিং এর খবর।
ভয়টা সাইলেন্ট মেজরিটি কে নিয়ে নয়। প্রোএক্টিভ মাইনরিটি গ্রূপকে নিয়েই যারা অনেকেই মিলিটান্ট এন্ড আর্মড। হিংসা ছড়াতে মিলিয়ন লোক লাগেনা। কয়েক হাজারেই হয়ে যায়।
S | 2a0b:f4c2::***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৯:৩৯471240President-elect Joe Biden laid out a $1.9 trillion emergency relief plan Thursday night... from increasing the federal minimum wage to $15 an hour to adding billions in funding for child care..... Biden called for increasing federal unemployment benefits from $300 per week to $400 per week for millions of jobless Americans. The benefits would be extended through September....... Biden’s proposal would also increase from $600 to $2,000 per person the stimulus payments approved by Congress last month.
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:29e4:982c:dc7e:***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৯:২৩471239শুরু হয়ে গেছে।
aka | 2600:1005:b116:38c9:2097:da6e:62d1:***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৯:২২471238না তা কেন হবে?
S | 2a0b:f4c0:16c:15::***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৯:১৬471237আকাদার মতে সবই ডিসজয়েন্ট সেটস?
aka | 2600:1005:b116:38c9:2097:da6e:62d1:***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৯:১৩471236এতো মহা মুশকিল। অভ্যু, বড়েস এদের কেউই সেট বোঝে না, কিন্তু সেটা হতে পারে না অতএব ওদের চোখ খারাপ হয়ে গেছে।
ট্রাম্পের ভোটার বেসঃ
1) একদল যাদের রিপাবলিকান লগ্নে জন্ম।
2) রেসিস্ট, হোয়াইট সুপ্রিমেসিস্ট ইত্যাদি।
3) ফরগটন আমেরিকার লোকজন - https://www.brookings.edu/longform/what-the-forgotten-americans-really-want-and-how-to-give-it-to-them/
লিংক দিলাম একটু দেখে নিন।
4) শহর ও শহরতলীর পুরনো শিল্পের ওপর যারা বেঁচে আছে এবং শিক্ষিত, নলেজ বেসড ইকনমিতে ব্রাত্য। সেইজন্যই
এই ৩ ও ৪ নং গ্রুপের লোকজন হচ্ছে ব্যর্থ রাজনীতির দান। এদের কথা বলেছি। ১ নং সেট ভালোই, মাঝে মাঝে সোশাল ইস্যুতে অসুবিধা হলেও এমনিতে ভালো লোক। 2 নং নিয়ে কিসুই বলার নেই। তাদের জন্য কিসু করতেও বলি নি কখনো, আর কোন এমপ্যাথিও নেই। এদের অধিকাংশই সাদা, আর এটাই আমার মতে হোয়াইট আইডেন্টিটি পলিটিক্স যার মধ্যে রেসিজম আছে কিন্তু সেটাই সব নয়। রেসিজমের আড়ালে যদি 3 ও 4 নং সেটকে আবারও ইগনোর করা হয়, তাহলে তা ঐতিহাসিক ভুল হবে।
"শুনে ভক্তেরা তো ভক্তির চোটে একেবারে গড়াগড়ি যাচ্ছে। দেখলেন ওটা ?"
লি কার যেন ডিগবাজি খায় ?
a | 194.193.***.*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৮:৫৪471234সাইনিও চোট পেয়ে গেলে তো ছবি।
S | 2405:8100:8000:5ca1::104:***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৮:৫২471233রাহানে ল্যাবুশেনের ক্যাচ মিস করলো।
&/ | 151.14.***.*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৮:৪১471232ওদিকে তথাগত রায় নাকি গুরুচন্ডা৯ কে কাঠবেড়া৯ বলেছেন? শুনে ভক্তেরা তো ভক্তির চোটে একেবারে গড়াগড়ি যাচ্ছে। দেখলেন ওটা ?
S | 2405:8100:8000:5ca1::85d:***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৮:৩৯471231ট্রাম্পের টুইটার ব্যান নিয়ে ট্রাম্প নিজেই খুবেকটা বিরোধিতা করে উঠতে পারেনি। ট্রাম্পের ছেলে তো অনেক লিন্ক টিন্ক দিয়ে শেষে দেখা গেলো নিজের বই বিক্রি করছে। এখানে কেউই দরদ দেখায়নি। যেটা হয়েছে সেটা হল ডিসকাসন।
তবে ট্রাম্পভক্ত মানেই রুরাল আনএডুকেটেড হোয়াইট ওয়ার্কিং পপুলেশান - এটা বোধয় একটা মিথ তৈরী করে রাখা হয়েছে ইচ্ছা করেই। এত ভোট ঐ সেগেমেন্ট থেকে আসতেই পারেনা। ঠিক যেমন ক্যাপিটলে টেররিস্ট অ্যাটাক করতে যারা গেছিল, তারা বেশিরভাগই ওয়েল টু ডু লোকজন। কারণ এই প্যান্ডামিকের মধ্যে অত খরচ করে ডিসি যাওয়া গরীবদের পক্ষে সম্ভব নয়। শোনা যাচ্ছে বহু বেশি আয়ের লোকজনও ট্রাম্পভক্ত হয়েছে শুধুমাত্র ট্যাক্স কাটের আশায়। কিন্তু ট্রাম্পভক্তদের মিথটা তৈরী করে রাখলে সুবিধা, সব দোষ ঐ সেগমেন্টের লোকেদের নামে দিয়ে দেওয়া যায়।
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:29e4:982c:dc7e:***:*** | ১৫ জানুয়ারি ২০২১ ০৮:৩৫471230ফ্লিন্টের ওয়াটার পয়জনিং নিয়ে মিশিগানের তখনকার গভর্নর স্নাইডারকে প্রসিকিউট করছে। কনভিক্ট হয় কিনা দেখার জন্য অপেক্ষা করছি।