ব্যথা না এক্কেবারে টর্ণ বলছে তো।
বিহারি হ্যামস্ট্রিঙ্গে ব্যথা পেয়েছে।
অনেকদিন পরে ক্ল্যাসিক টেস্টের আনন্দ, যেন মার্গসংগীত শোনা।
অশ্বিন ফ্রন্টফুটে অফস্পিনারের ফ্লাইটের চমৎকার মোকাবিলা করছে। কিন্ত বিহারী কেমন ব্যাকফুটে কুঁকড়ে আছে। কেন? হাইট কম বলে?
ফ্যান্টাস্টিক খেলা হচ্ছে। এইকারণেই টেস্ট ক্রিকেট এত পছন্দের।
এই হচ্ছে টেস্ট ক্রিকেট! যেখানে "গ্রিট" শব্দটার এখনো একটা অর্থ আছে ।
এখন যে খেলা হচ্ছে, তাকে বলে ডিকশনারি গেম। ইংরিজি শেখার খেলা। আমি যেমিন অশ্বিন আর বিহারীর খেলা দেখে গ্রিট শব্দের মানে শিখছি।
গাব্বার ম্যাচ ঝুলে আছে এখনো। আজকে সন্ধে তে লক ডাউন ওঠার কথা। নেক্সট ১-২ দিনে নতুন কেস পেলে আবার সব বন্ধ।
এই ম্যাচটাও হাতের মধ্যেই ছিল। প্রথম টেস্টও জাস্ট একটা সেশনে হেরে গেল ইন্ডিয়া।
অরিনের মুখে ফুলচন্দন। কিন্ত আমি ড্র হলেই খুশি। তাহলে গাব্বার ম্যাচ ডিসাইসিভ হবে।
এস এবং সম্বিৎ
একমত। পুজারা এখন ডুবতা সুরজ।
জাদেজা প্যাড পরেছে। দেখাই যাক।
কিন্ত
অরিনবাবু নাহ মোবাইলেই dekhachhi
এখন যেটা দরকার তা হল একটু বৃষ্টি। তা সেসব হবার নয়। এই ইনিঙ্গসে পন্থ আর রোহিত দুজনেই ইরেসপনসিবল শট খেলে আউট হয়েছে।
রন্জনদা, আজকে সকাল থেকে পেসাররা কিন্তু মাত্র কয়েকটাই ভালো বল করেছে। সেই কয়েকটা আটকে না দিতে পারলে আর পুজারাকে ওয়ান অব দ্য ফাইনেস্ট টেস্ট ব্যাটসম্যানের শিরোপা দেওয়া কেন? ঃ)) তবে একটা কথা ঠিক যে পুজারা ইজ ক্লিয়ারলি নট ইন হিজ ফাইনেস্ট ফর্ম।
এই টিম নিয়ে ফোর্থ ইনিংসে 400+ করে জিততে পারলে টিমের ক্যারেকটার আর বেঞ্চ স্ট্রেংথ কোন কথা হবেনা। ড্র করলেও। তবে এখনও লাইকলি আউটকাম হল রেসপেক্টেবল লস।
এস
ওটাই তো ভাল বল যা ব্যাটসম্যানকে মোহমায়ায় বেঁধে খারাপ ডিসিশন নিতে প্ররোচিত করে। নইলে কোন ক্লাস ব্যাটসম্যান কখনই আউট হত না। সেবার ওয়ার্ল্ড কাপের ফাইনালে টপ ফর্মে থাকা শচীনকে ম্যাকগ্রা কীভাবে ট্র্যাপ করেছিল ভাবুন।
a | 59.102.16.198 | ১১ জানুয়ারি ২০২১ ০৯:৩৩470878
তিন ঘন্টা আর ৪৫ ওভার। যতক্ষণ স্বাস ততক্ষণ আশ। জয় বাবা হনুমা
আপনি কি মাঠে বসে খেলা দেখছেন?
হনুমা অনেক সুযোগ পেল। মনে হয় বহুদিনের জন্য টেস্ট টিমের বাইরে চলে গেলো। কে এল রাহুলের সুযোগ পাওয়া উচিত।
ভালো বল আসলেই আউট হতে হবে নাকি। পুজারার জাজমেন্ট খারাপ ছিল।
তিন ঘন্টা আর ৪৫ ওভার। যতক্ষণ স্বাস ততক্ষণ আশ। জয় বাবা হনুমা
সেখানেও অনেক সমস্যা আছে। কারণ এই অজুহাতে বড়লোকরা আগে ভ্যাকসীন নিয়ে নিতে পারে। সেই কারণে প্রচুর নিষেধাজ্ঞা আছে।
পুজারা উইকেটের বলের লাইন মিস করছে। কি অবস্থা।
ওরম মনে হয়। ইট ওয়াজ বিউটি অফ আ ডেলিভারি। ফিফথ ডে লেট সেকেন্ড সেশনে এই লেভেলের বল ওয়ার্ল্ড ক্লাস লেভেলে ছাড়া করা যায়না।
হনুমা ঠিক টেস্ট মেটিরিয়াল নয়। ওকে বসিয়ে পন্থ থাকুক ব্যাটসম্যান ও সেকেন্ড কীপার হিসেবে। ঋদ্ধি উইকেট কীপার।।
কিছু লোক নিতে চাইছে না। তো সেগুলো তো পরের প্রায়োরিটিদের দিয়ে দেবে বলেছে।
পাঁচটা আউট। এবার একটু চাপের হয়ে গেলো
সমস্যা অন্য জায়্গায়। এখন ফেজ ওয়ান এ চলছে। এইসময় সমস্ত হেলথ ওয়ার্কারদের ভ্যাকসীন দেওয়া হচ্ছে। কিন্তু প্রচুর হেলথওয়ার্কার ভ্যাকসীন নিতে চাইছেনা। ফলে প্রচুর ডোজ নস্ট হচ্ছে। এই পাগলামো চললে পরের ফেজ এবং সাধারণ লোকেদের ভ্যাকসীন পেতে বহু সময় লেগে যাবে। অন্যদিকে ইলেকশানের পর অ্যাডমিনিস্ট্রেশান আর খুবেকটা কাজ করেনি।
ভারতের না জেতার কারণ নেই।
ঠিক। তবে অন্য সার্ভিস তো বজায় রাখতে হবে।
অন্য দিকে ফার্মেসিগুলো আছে। সেখানে অনেক ইনজেকশন দেবার লোক আছে।
অর্গানাইজেশন ঠিক হলে না হবার কোন কারণ নেই।
পলিটিকোর এক রিপোর্টার জানাচ্ছেঃ
Meanwhile, a current Metro D.C. police officer on the scene yesterday said in a public Facebook post that off-duty police officers and members of the military, who were among the rioters, flashed their badges and I.D. cards as they attempted to overrun the Capitol.
আমেরিকাতে ৬,০০০ এর বেশি হাসপাতাল আছে। এর উপরে হেলথ সেন্টার, ডেন্টিস্টরি ইত্যাদি মিলিয়ে ২৫,০০০ এর বেশি লোক টীকা দেওয়ার লোক আছে।