aka | 143.59.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০৫:২৯469727
কেসির জন্য - কালাকাঁদ, একটু নরম হয়েছে সেটা পরের বার ঠিক হয়ে যাবে।
অরিন | 161.65.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০৫:২৭469726"ওদিকে কিছু লোকে তো দাদাকে ভাবী মুখ্যমন্ত্রী বলতে শুরু করে দিয়েছে। তাঁর আরোগ্যকামনার সময় সেইরকম বলছে ফেবু পোস্টে।"
ভারতে প্রতি পনেরো মিনিটে একজনের স্ট্রোক হয়। তাই নিয়ে মানুষের মধ্যে কতটা সচেতনতা আছে বলে মনে হয়? সবটাই কি সেলিব্রিটি ননসেন্স এ গা না ভাসালেই নয়?
কাউকে বলতে শুনেছেন সরকার প্রিমেচিওর স্ট্রোক প্রতিরোধ করার কি ব্যবস্থা করেছেন? অথচ সেলিব্রিটিদের অসুখ করলে এদের দেখনদারীর বন্যা বয়ে যায়।
Apu | 2401:4900:3146:bc42:189c:e13e:712:***:*** | ০৩ জানুয়ারি ২০২১ ০৫:১৫469725agnibaaN.
&/ | 151.14.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০৪:৪৮469724ওদিকে কিছু লোকে তো দাদাকে ভাবী মুখ্যমন্ত্রী বলতে শুরু করে দিয়েছে। তাঁর আরোগ্যকামনার সময় সেইরকম বলছে ফেবু পোস্টে। ঃ-)
দু | 47.184.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০৪:৪২469723রাজ কাপুর ও দিলীপ কুমার দের বাড়ি গুলো বর্তমান মালিকরা বেচে মল বানাতে চাইলে পাক সরকার সেগুলো কিনে রেস্টটোর করছে।
বিসমিল্লার বাড়ির কথা মনে হল দেখে।
&/ | 151.14.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০৪:৩৮469722ওদিকে সেই দলবদল করা অধিকারী কী বলেছেন জানেন? ফেবুতে হি হি হো হো র বন্যা বয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে রামের সুমতি পালা চলছে।
&/ | 151.14.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০৩:৫৫469721"কিন্তু আমাকে আর পাবে না, না না না না, পাবে না পাবে না " :-)
S | 109.69.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০৩:৫৩469720ঐ গল্পটার থীম সঙ্গ হওয়া উচিত "একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে"।
ম | 2601:247:4280:d10:c00f:faaf:15e5:***:*** | ০৩ জানুয়ারি ২০২১ ০৩:৪৪469719সুকুমার তো পশ্চিমে মানে পাটনায় থাকতো তারপর।দাঙ্গার সময় তাকে আর খোকাকে আনতে যাবার কথা ছিলো।
&/ | 151.14.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০৩:২৯469718সেই দেশলাইকাঠির কাহিনিটা।
Apu | 2401:4900:314f:23ca:a94c:c0e0:c8ba:***:*** | ০৩ জানুয়ারি ২০২১ ০২:৫৮469717সবথকে প্রিয় ব্যোমকেশ কোনটা?
&/ | 151.14.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০২:৫৪469716হয়তো উনি ভেবেছিলেন সত্যবতী-ব্যোমেকেশে বিয়ে দিয়ে মধুরেন সমাপয়েৎ করে দেবেন। তাই দিয়েওছিলেন। এরা তো ওই কেসের পরেই দিব্যি ঘরকন্না পেতে বসেছিল, আবার ভালো একটা দাদার বা শালার বাড়িও ছিল। সুকুমার ডাক্তারি পাশ করে কোথায় একটা যেন বেশ ভালো পশার জমিয়ে বসেছিল। সেখানে বেড়াতে যেত এই নবদম্পতি।
Apu | 2401:4900:314f:23ca:a94c:c0e0:c8ba:***:*** | ০৩ জানুয়ারি ২০২১ ০২:৫২469715ইয়েস!! সূচীত্রাণ!! তাইতো নাকি?
&/ | 151.14.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০২:৫০469714এই অর্থমনর্থম লেখার পর নাকি শরদিন্দুবাবু ষোলো বছর আর ব্যোমকেশ-কাহিনি লেখেন নি। অথচ আমার ধারণা ছিল ওইটাই ব্যোমকেশের প্রথম রহস্যভেদ-কাহিনি, তারপরই নতুন নতুন কাহিনি আসতে থাকে। কিন্তু ১৬ বছরের গ্যাপ! ভাবা যায়? ঃ-)
ম | 2601:247:4280:d10:c00f:faaf:15e5:***:*** | ০৩ জানুয়ারি ২০২১ ০২:৪৯469713আমি আজও বুঝি নি কেন সত্যবতীর সঙ্গে ব্যোমকেশের বিয়ে হল? পরে যে কটি শক্তিশালী ( দু তিনটে) নারী চরিত্র এলো তারা হয় অপরাধী কিম্বা কোনও অপরাধের সঙ্গে যুক্ত
&/ | 151.14.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০২:৪৮469712সুতো-ওয়ালা সূচ নিয়েছিল এদের ফাঁসানোর জন্য। সত্যবতী সূচের কাজ করত, সেই সেলাইয়ের বাক্স থেকে সূচ সরিয়েছিল।
Apu | 2401:4900:314f:23ca:a94c:c0e0:c8ba:***:*** | ০৩ জানুয়ারি ২০২১ ০২:৪৬469711একদম . বাংলায় বলে স্প্ট অন।
anandaB | 50.125.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০২:৪৩469710সত্যবতীর দাদার নাম ছিল সুকুমার
ম | 2601:247:4280:d10:c00f:faaf:15e5:***:*** | ০৩ জানুয়ারি ২০২১ ০২:৩০469709সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্হ থাকুন
বহু বিষয়ে মতামত দেবার ছিলো হায়।
আজ্জোকে- রসগোল্লা কটা এদিকে মানে ফেডেক্স গ্রাউন্ডে পাঠিয়ে দিলে সুচিন্তিত মতামত দিতে পারতাম:-)
ম | 2601:247:4280:d10:c00f:faaf:15e5:***:*** | ০৩ জানুয়ারি ২০২১ ০২:২৭469708করালীবাবু যিনি খুন হয়েছিলেন, সত্যবতীর দাদা র নাম কি ছিলো? ডাক্তারি পড়ত?
Apu | 2401:4900:314f:23ca:a94c:c0e0:c8ba:***:*** | ০৩ জানুয়ারি ২০২১ ০১:৫৯469707বুঝেছি সেই মিষ্টি না দিয়ে চা করা সত্যবতী । আর ছূচ ফুটিয়ে খুন করা বিকলাঙ্গ যুবক। তাই তো?
&/ | 151.14.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০১:৩৩469706যেটাতে সত্যবতীর সঙ্গে প্রথম দেখা ও পরিচয়। সেই কাহিনিটাই অর্থমনর্থম। সত্যবতীর দাদাকে মিথ্যে করে জড়িয়ে দিয়েছিল ফাঁসাবার চেষ্টা করছিল অপরাধী। ব্যোমকেশ রহস্যভেদ করে আসল অপরাধীকে আইডেন্টিফাই করে।
Bratin Das | ০৩ জানুয়ারি ২০২১ ০০:৫৫469705"অর্থমনর্থম" কোনটা? যেটাতে ক্ষুর
দিয়ে খুন করবে মণিব আর চাকর কে। আর বর্ষাতির পকেটে থাকে দুফোটা রক্ত আর পরিচারিকা ফটোর লতকেশন দেখে ব্যোমকেশ খুনী পাক ড়াবে. ঠিক মনে আসছে না।
aka | 143.59.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০০:২৯469704আল্টমেটলি জিন প্রিভেইল ওভার লাইফস্টাইল।
সিএস | 49.37.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০০:২৮469703তার ওপর হার্ট ভালো থাকবে সেরকম রান্নার তেলের বিজ্ঞাপণ করে। সেসব আবার আদানি কোম্পানির !
&/ | 151.14.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০০:২৫469702একা অর্থে ও তো রক্ষা নাই, সুগ্রীব রাজনীতি দোসর।
&/ | 151.14.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০০:২৩469701আকা হে, অর্থমনর্থম। ব্যোমেকেশেই ছিল।
aka | 143.59.***.*** | ০৩ জানুয়ারি ২০২১ ০০:১৮469700কিন্তু সৌরভের যদি এত অল্প বয়সে এমন হঠাৎ করে অ্যাটাক হয় তাহলে আর ব্যায়াম, সংযমী জীবনের কি মানে?
Bratin Das | ০৩ জানুয়ারি ২০২১ ০০:০৯469699হমমমমমম
সিএস | 49.37.***.*** | ০২ জানুয়ারি ২০২১ ২৩:৫৯469698গাঙ্গুলীর বুকে স্টেন্ট বসল, বিজেপির বুকে কি শেল বিঁধল? রজনী কেস হল ?