কেসির জন্য - কালাকাঁদ, একটু নরম হয়েছে সেটা পরের বার ঠিক হয়ে যাবে।
"ওদিকে কিছু লোকে তো দাদাকে ভাবী মুখ্যমন্ত্রী বলতে শুরু করে দিয়েছে। তাঁর আরোগ্যকামনার সময় সেইরকম বলছে ফেবু পোস্টে।"
ভারতে প্রতি পনেরো মিনিটে একজনের স্ট্রোক হয়। তাই নিয়ে মানুষের মধ্যে কতটা সচেতনতা আছে বলে মনে হয়? সবটাই কি সেলিব্রিটি ননসেন্স এ গা না ভাসালেই নয়?
কাউকে বলতে শুনেছেন সরকার প্রিমেচিওর স্ট্রোক প্রতিরোধ করার কি ব্যবস্থা করেছেন? অথচ সেলিব্রিটিদের অসুখ করলে এদের দেখনদারীর বন্যা বয়ে যায়।
agnibaaN.
ওদিকে কিছু লোকে তো দাদাকে ভাবী মুখ্যমন্ত্রী বলতে শুরু করে দিয়েছে। তাঁর আরোগ্যকামনার সময় সেইরকম বলছে ফেবু পোস্টে। ঃ-)
রাজ কাপুর ও দিলীপ কুমার দের বাড়ি গুলো বর্তমান মালিকরা বেচে মল বানাতে চাইলে পাক সরকার সেগুলো কিনে রেস্টটোর করছে।
বিসমিল্লার বাড়ির কথা মনে হল দেখে।
ওদিকে সেই দলবদল করা অধিকারী কী বলেছেন জানেন? ফেবুতে হি হি হো হো র বন্যা বয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে রামের সুমতি পালা চলছে।
"কিন্তু আমাকে আর পাবে না, না না না না, পাবে না পাবে না " :-)
ঐ গল্পটার থীম সঙ্গ হওয়া উচিত "একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে"।
সুকুমার তো পশ্চিমে মানে পাটনায় থাকতো তারপর।দাঙ্গার সময় তাকে আর খোকাকে আনতে যাবার কথা ছিলো।
সেই দেশলাইকাঠির কাহিনিটা।
সবথকে প্রিয় ব্যোমকেশ কোনটা?
হয়তো উনি ভেবেছিলেন সত্যবতী-ব্যোমেকেশে বিয়ে দিয়ে মধুরেন সমাপয়েৎ করে দেবেন। তাই দিয়েওছিলেন। এরা তো ওই কেসের পরেই দিব্যি ঘরকন্না পেতে বসেছিল, আবার ভালো একটা দাদার বা শালার বাড়িও ছিল। সুকুমার ডাক্তারি পাশ করে কোথায় একটা যেন বেশ ভালো পশার জমিয়ে বসেছিল। সেখানে বেড়াতে যেত এই নবদম্পতি।
ইয়েস!! সূচীত্রাণ!! তাইতো নাকি?
এই অর্থমনর্থম লেখার পর নাকি শরদিন্দুবাবু ষোলো বছর আর ব্যোমকেশ-কাহিনি লেখেন নি। অথচ আমার ধারণা ছিল ওইটাই ব্যোমকেশের প্রথম রহস্যভেদ-কাহিনি, তারপরই নতুন নতুন কাহিনি আসতে থাকে। কিন্তু ১৬ বছরের গ্যাপ! ভাবা যায়? ঃ-)
আমি আজও বুঝি নি কেন সত্যবতীর সঙ্গে ব্যোমকেশের বিয়ে হল? পরে যে কটি শক্তিশালী ( দু তিনটে) নারী চরিত্র এলো তারা হয় অপরাধী কিম্বা কোনও অপরাধের সঙ্গে যুক্ত
সুতো-ওয়ালা সূচ নিয়েছিল এদের ফাঁসানোর জন্য। সত্যবতী সূচের কাজ করত, সেই সেলাইয়ের বাক্স থেকে সূচ সরিয়েছিল।
একদম . বাংলায় বলে স্প্ট অন।
সত্যবতীর দাদার নাম ছিল সুকুমার
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্হ থাকুন
বহু বিষয়ে মতামত দেবার ছিলো হায়।
আজ্জোকে- রসগোল্লা কটা এদিকে মানে ফেডেক্স গ্রাউন্ডে পাঠিয়ে দিলে সুচিন্তিত মতামত দিতে পারতাম:-)
করালীবাবু যিনি খুন হয়েছিলেন, সত্যবতীর দাদা র নাম কি ছিলো? ডাক্তারি পড়ত?
বুঝেছি সেই মিষ্টি না দিয়ে চা করা সত্যবতী । আর ছূচ ফুটিয়ে খুন করা বিকলাঙ্গ যুবক। তাই তো?
যেটাতে সত্যবতীর সঙ্গে প্রথম দেখা ও পরিচয়। সেই কাহিনিটাই অর্থমনর্থম। সত্যবতীর দাদাকে মিথ্যে করে জড়িয়ে দিয়েছিল ফাঁসাবার চেষ্টা করছিল অপরাধী। ব্যোমকেশ রহস্যভেদ করে আসল অপরাধীকে আইডেন্টিফাই করে।
"অর্থমনর্থম" কোনটা? যেটাতে ক্ষুর
দিয়ে খুন করবে মণিব আর চাকর কে। আর বর্ষাতির পকেটে থাকে দুফোটা রক্ত আর পরিচারিকা ফটোর লতকেশন দেখে ব্যোমকেশ খুনী পাক ড়াবে. ঠিক মনে আসছে না।
আল্টমেটলি জিন প্রিভেইল ওভার লাইফস্টাইল।
তার ওপর হার্ট ভালো থাকবে সেরকম রান্নার তেলের বিজ্ঞাপণ করে। সেসব আবার আদানি কোম্পানির !
একা অর্থে ও তো রক্ষা নাই, সুগ্রীব রাজনীতি দোসর।
আকা হে, অর্থমনর্থম। ব্যোমেকেশেই ছিল।
কিন্তু সৌরভের যদি এত অল্প বয়সে এমন হঠাৎ করে অ্যাটাক হয় তাহলে আর ব্যায়াম, সংযমী জীবনের কি মানে?
হমমমমমম
গাঙ্গুলীর বুকে স্টেন্ট বসল, বিজেপির বুকে কি শেল বিঁধল? রজনী কেস হল ?