এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 117.204.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ১৭:৩৭468226
  • যাঁরা হিন্দি সাহিত্য নিয়ে পড়েছেন, তাঁদের কাছে একটা প্রশ্নঃ  এমন কোনো উপন্যাস আছে যার দুটি প্রধান চরিত্র বাঙ্গরু নামী আদিবাসি আর দাদু সিং নামে তার প্রভু ? 

  • প্রশ্ন | 2a0b:f4c2:1::***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ১৭:২৫468225
  • যদি আপনার শ্বাশুরি এক্সপেক্ট করেন যে জামাইয়ের ভুঁড়ি থাকবে না,সেটা কী সানি না কাঁবা?

  • S | 2a0d:c2c0:1:4::***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ১৫:০৭468224
  • ইন্ডিয়া এত ক্যাচ মিস করে কেন? 

  • lcm | ১৮ ডিসেম্বর ২০২০ ১৪:৫৭468223
  • সাদার্ন ক্যালিফোর্নিয়া-তে আইসিইউ বেড এখন আর খালি নেই, সব ভর্তি। মর্গ বা ফিউনেরাল হোমে ক্যাপাসিটি ছাড়িয়ে গেলে মৃতদেহ রাখার জন্য ৫০০০ বডি ব্যাগ বিতরণ করা হয়েছে এবং ৬০টা রেফ্রিজারেটেড ইউনিট (৫৩ ফুট লম্বা) পাঠানো হয়েছে, মূলত বেশি হসপিটালাইজেশনের জায়্গাগুলোতে - লস এঞ্জলেস, স্যান দিয়োগো এবং মোহাভে ডেসার্ট সংলগ্ন এলাকায়। গোটা রাজ্য জুড়ে হাসপাতালগুলোতে আইসিইউ বেড এখন ৮৫% এর বেশি ভর্তি। লস এঞ্জলেস-এর মেয়র-এর ৮ বছর বয়েসী কন্যার কোভিড পজিটিভ ধরা পড়েছে। এ সপ্তাহে ৩২৭০০০ ফাইজারের ডোজ এসেছে, আরও ৩৯৩০০০ পরের সপ্তাহের মধ্যে আসার কথা।

  • lcm | ১৮ ডিসেম্বর ২০২০ ১৪:৩৯468222
  • ফেডারেল গভর্নমেন্ট মর্ডানা (Moderna) কে ৩.২ বিলিয়ন ডলার দিয়েছে জুন মাসের মধ্যে ২০ কোটি (২০০ মিলিয়ন) ডোজ বানানোর জন্য। মর্ডানা কোম্পানি প্রায় দশ বছর হল, কিন্তু ওদের কোনো ড্রাগ এখনও অবধি FDA-এর অনুমোদন পায় নি, এবং ওদের মাত্র একটি মাত্র FDA অনুমোদিত ফ্যাক্টরি আছে, যেটার রেজিস্ট্রেশন হয়েছে এই সপ্তাহেই।

    How Will Moderna Meet The Demand For Its COVID-19 Vaccine?

    https://www.npr.org/sections/health-shots/2020/12/17/947628608/how-will-moderna-meet-the-demand-for-its-covid-19-vaccine

  • S | 2405:8100:8000:5ca1::9df:***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ১৪:২১468221
  • An ex-cop held an A/C repairman at gunpoint over a false claim he had 750,000 fake ballots, police said


    That story was totally bogus, police say. The man’s truck was full of nothing but A/C parts, and the gunman — Mark Anthony Aguirre, a former Houston Police Department captain — had been paid more than $250,000 by a right-wing organization to pursue far-fetched voter-fraud conspiracy theories.


    https://www.washingtonpost.com/nation/2020/12/16/aguirre-texas-cop-election-fraud/

  • Abhyu | 47.39.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ১২:৩৩468220
  • লকডাউন যাঁদের যৌনকর্মী বানাল, সন্ধ্যা-মালতি-শ্যামলীদের কথা

     

    সৈকত ঘোষ , ডায়মন্ড হারবার , ১৮ ডিসেম্বর, ২০২০, ০২:২৪:০০

     
     

    সন্ধ্যা সামন্ত (নাম পরিবর্তিত): বয়স ৩০। বাড়ি, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। আগে কলকাতায় গিয়ে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতেন। লকডাউনের জেরে কাজ গিয়েছে। বেশ কয়েক মাস বেকার থাকার পর এখন যৌনকর্মী।

     

    মালতি সর্দার (নাম পরিবর্তিত): বয়স ৩৬। বাড়ি, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। আগে বানতলার একটি চামড়ার কারখানায় কাজ করতেন। লকডাউনের সময় কাজে যেতে পারছিলেন না। সে কাজ টেকেনি। অনেক পথ ঘুরে এখন যৌনকর্মী।

     

    হুগলি নদীর জলে সূর্য ডুবলেই ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়ক বা নদীর ধারে ভিড় করেন এ রকম সন্ধ্যা, মালতির মতো আরও অনেকে। তাঁরা কেউ কিছু দিন আগে পর্যন্ত ছিলেন পরিচারিকা, কেউ বা শ্রমিক, কেউ আবার সব্জি ব্যবসায়ী। জেটি ঘাট থেকে প্রায় ১ কিলোমিটার ধরে জাতীয় সড়কের দু’ধারে রোজ সন্ধ্যাতেই দেখা মেলে তাঁদের। প্রসাধনের মোড়কে নিজেদের ঢেকে ওঁরা দাঁড়িয়ে থাকেন রাস্তায়। লকডাউন পর্বে কাজ হারানোর পর করোনা-সংক্রমণের শঙ্কাকে অগ্রাহ্য করে রোজগারের আশায় এই পেশায় ভিড় বাড়ছে রোজ। স্থানীয় সমাজকর্মীদের একাংশের এমনটাই দাবি।

     

    সন্ধ্যার স্বামী যেমন পক্ষাঘাতে আক্রান্ত। গত দু’বছর ধরে শয্যাশায়ী। তাঁর কথায়, ‘‘প্রতি মাসে কয়েক হাজার টাকার ওষুধ কিনতে হয়। দুটো বাচ্চা রয়েছে। আগে কলকাতায় পরিচারিকার কাজ করতে যেতাম। সকালে যাওয়া, রাতে ফেরা। কিন্তু, করোনার সময় আমাকে সে সব বাড়ি থেকে যেতে বারণ করে দিল। আমার জন্য করোনা হতে পারে তাঁদের। তার পর তো ট্রেন-বাসই বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত কোনও কাজ না পাওয়ায় আমার এক দিদি এই কাজে নামার কথা বলে। সংসার চালানোর জন্য আমিও রাজি হয়ে যাই।’’


    কিন্তু যে পেশায় সন্ধ্যা এলেন, সেখানেও তো করোনার থাবা। শারীরিক দূরত্ব বজায় রাখা এ পেশায় অসম্ভব। কাজেই ‘খদ্দের’ আগের চেয়ে অনেক কম। মালতি যেমন বলছিলেন, ‘‘ভেবেছিলাম এই পথে আয় হবে। পরিবারের চাহিদা মিটবে। কিন্তু রোজই খদ্দের কমছে। যে ক’জন আসেন তাঁদের করোনা-ভয় কাটলেও পুলিশের ভয় থাকে। যখন তখন এসে পুলিশ তুলে নিয়ে যায়। সঙ্গে বাড়ছে আমাদের মতো মেয়েদের এ পথে চলে আসা। কী ভাবে যে জীবন চলবে জানি না।’’


    লকডাউনের সময় কাজ হারানোর পর এই পেশাকেই সম্বল করেছেন অনেকে। কিন্তু এখানেও রোজগারে টান পড়ায় দিশেহারা যৌনকর্মীদের অনেকেই এখন সরকারি সাহায্যের দাবি তুলছেন। সন্ধ্যা যেমন বলছিলেন, ‘‘সরকার যদি কোনও রকম একটা কাজের ব্যবস্থা করে দিত, তা হলে উপকার হত। এখানে তেমন রোজগার নেই। আর ভয়ও করে। যদি কিছু হয়ে যায়!’’


    ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা যদিও বলছেন, ‘‘করোনা পরিস্থিতিতে যৌনকর্মীদের জন্য প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় বিভিন্ন কাজের ব্যবস্থা করা হয়েছে। স্বনির্ভর প্রকল্পেও তাঁদের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।’’ সন্ধ্যা-মালতিরা যদিও সে সব কাজের সন্ধান পাননি এখনও।


    যৌনপল্লি বাদ দিয়ে ডায়মন্ড হারবারে যৌনকর্মীর সংখ্যা কত, তার কোনও পরিসংখ্যান প্রশাসনের কাছে নেই। নেই সমাজকর্মীদের কাছেও। স্থানীয় সমাজকর্মী স্বপ্না মিদ্যা যেমন বললেন, ‘‘যৌনপল্লির একটা হিসাব আমাদের কাছে আছে। কিন্তু এই পেশার অনেকেই এখন রাস্তার ধারে দাঁড়ান। তাঁদের সংখ্যা নির্দিষ্ট করে জানা নেই। কারণ, বেশির ভাগই নিজেদের পরিচয় গোপন করে রাখেন। তবুও আমাদের অনুমান, এই মুহূর্তে সংখ্যাটা ১০০-র উপরে তো হবেই।’’


    সংখ্যাটা যে ধীরে ধীরে বাড়ছে তা-ও মেনে নিয়েছেন স্বপ্না। তাঁর মতে, লকডাউনের জেরে অনেক পেশাতেই সরাসরি কোপ পড়েছে। ফলে সে সব জায়গা থেকে কাজ হারানোদের অনেকেই এই পেশায় আসছেন। কিন্তু সেখানেও সামাজিক চোখরাঙানি রয়েছে। তাঁর কথায়, ‘‘দু’বেলা খেয়ে পরে বেঁচে থাকার জন্যই অসহায় মহিলারা এই পথ বেছে নিচ্ছেন। কিন্তু আমাদের সমাজে অনেকেই তাঁদের ভাল চোখে দেখেন না। পুলিশও মানবিক ভাবে দেখে না এই পেশাকে। তাদের কাছে মানবিক হওয়ার অনুরোধ করা ছাড়া আর কী-ই বা করতে পারি।’’


    ‘সামাজিকতা’র বালাই ভুলে কাজ হারিয়ে নতুন কাজে এসেছেন যাঁরা, তাঁরাও কি আদৌ স্বস্তিতে? কোভিড-কালে নিজের শরীর নিয়ে চিন্তা নেই? ‘‘ভয় পেলে পরিবার, সংসার চলবে কী ভাবে,’’— মনে করিয়ে দিচ্ছেন বছর ৫০-এর শ্যামলী নস্কর (নাম পরিবর্তিত)। সন্ধ্যা নামার মুহূর্তে পেশাগত ব্যস্ততা যখন তুঙ্গে, অনিচ্ছা-সহ জবাব দিলেন শ্যামলী, ‘‘রোগে মরার চেয়ে না-খেতে পেয়ে মরা অনেক বেশি কষ্টের। করোনার ভয় নেই আমাদের। ভয় পেয়ে কী লাভ বলুন তো! ভয় দিয়ে তো আর পেট ভরবে না। সাহায্যের হাত এগিয়ে এলে এ পথে নামতেই হত না।’’ কথা শেষ হতে না হতেই ‘খদ্দের’-এর শরীরী ভাষা পড়ে নিয়েই এলাকা ছাড়লেন তিনি।


    হুগলি নদীর পাড়ে, জাতীয় সড়কের ধারে স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠছে একটা-দুটো করে। সে আলোর আড়ালেই রাস্তার দু’ধারে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করে সন্ধ্যা, মালতী, শ্যামলীদের।


    https://www.anandabazar.com/state/many-women-working-as-sex-worker-after-loosing-their-job-in-lockdown-dgtldx-1.1244911?ref=home-more-news-stry-right-vertical-5

  • Abhyu | 47.39.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ১২:১২468219
  • সাম্পান রাম্পানের পৈতের ডবল খাওয়াটা খেতে হবে। 

  • Abhyu | 47.39.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ১২:১০468218
  • আর্য(ভট্ট)াচার্য ছিল। দ্বিজ মানুষ দিত্ব বর্জন করেছে।

  • :|: | 174.255.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ১১:১১468217
  • অবশ্যই নতুন কিছু ... আই মীন নতুন লেখা। 


    কিন্তু কোশ্নো হলো আমি জানতুম ইনি আর্যভট্ট ভট্টাচার্য। আমেরিকায় এ ফর এপল করে যাঁকে এই নাম স্পেল করতে হয় সেই তিনিই নমস্য ব্যক্তি। 


    ভট্টটা খসে গেছে নাকি নামটিই ভুল জানতুম? 

  • :) | 2405:8100:8000:5ca1::938:***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ১০:৩৭468216
  • আকাবাবুর লেখা আগেও কয়েকবারই বেরিয়েছে এই কাগজে। নতুন কিছু নয়।

  • kk | 97.9.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ১০:২৫468215
  • আকাবাবু ,কনগ্রা!

  • &/ | 151.14.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৯:৫০468214
  • আকা, অভিনন্দন গ্রহণ করুন।

  • Abhyu | 47.39.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৯:৪৫468213
  • আরে বাহ আকাদার লেখা বেরিয়েছে!

  • গবু | 103.42.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৯:৩৯468212
    • &/ | 151.141.85.8 | ১৮ ডিসেম্বর ২০২০ ০৬:২২468169
    • আচ্ছা, সেই যে নাজিদের গোপণ কোড ডিসাইফার করেছিল সেই এনিগ্মা নিয়ে একটা সিনেমা আছে না? টুরিং কে নিয়ে? কিছুতেই পুরোটা পাই না।

    • The imitation game (2014). নেটফ্লিক্সে পাবেন।  

  • lcm | ১৮ ডিসেম্বর ২০২০ ০৯:০৫468211
  • জীমান এফেক্ট | 2600:1002:b10b:f3b2:957d:4b80:ee2:***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৮:৫৭468210
  • আচ্ছা এই ভদ্রলোক কি থার্মোডিনামিক্সের বই লিখেছিলেন ?

  • Saikat Bandyopadhyay | ১৮ ডিসেম্বর ২০২০ ০৮:৫৭468209
  • এইজন্য বলি আপনারা লগিন করে লিখুন। এত অ্যাননিমিটি আর নিতে পারিনা। 

  • &/ | 151.14.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৮:২৬468208
  • পুরো গল্পের দরকারও তো নেই। অধিকাংশই তো "এলে, ছিলে, গেলে", মহাকালের ভক্ষ্যদ্রব্যমাত্র। সামগ্রিকভাবে দেখলে আলাদা করে কিছুই পাওয়া যাবে না, জীবনস্রোতের সামগ্রিক প্রবাহের অংশ কেবল।

  • &/ | 151.14.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৮:২০468207
  • হুঁ, সর্বত্রই এটা আছে। এইভাবেই ইতিহাস থেকে যায় । ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো ছবি। বেশিটাই অন্ধকার, কুয়াশাচ্ছন্ন। সেইগুলোকেই জোড়া দিয়ে দিয়ে কোনোক্রমে একটা গ্রহণযোগ্য গল্প দাঁড় করানো হয়।

  • S | 2405:8100:8000:5ca1::300:***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৮:১৭468206
  • একটাই ফ্যাক্টর। পয়সা। 

  • Amit | 121.2.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৮:১১468205
  • তবে এই বায়াস তো সর্বক্ষেত্রে ই আছে।  আঙ্গুল তুলে কীহবে ? আমাদের নিজের দেশের ভের্নাকুলার মিডিয়া ই বা কতটা গুরুত্ব দেয় সাধারণ লোকজনকে ? কলকাতার লোক আর গ্রামের লোক কি এক গুরুত্ব পায় ? গ্রামে গঞ্জে কত এক্সিডেন্ট হয় কাগজে আসেনা।  

  • &/ | 151.14.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৮:০৮468204
  • ফোকাস সবসময়েই বড় বড় কৌরব আর পান্ডবের উপরে। অর্জুন আর কর্ণ র উপরে। ভীম আর দুঃশাসনের উপরে। মহাভারত একলব্য, কির্মীর, বক, ঘটোৎকচদের ফুটেজ দিয়ে পাতা নষ্ট করে না। ওরা জাস্ট এদিক সেদিক থেকে ফালুক ফুলুক উঠে মিলিয়ে যায়।

  • &/ | 151.14.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৭:৪৯468203
  • এক্কেবারে তাই। কোনটা কতটা গুরুত্ব পাবে সবই ঠিক করা আছে আগে থেকেই ।

  • syandi | 2a01:c22:d4a7:c100:747b:8f43:9af8:***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৭:৪৬468202
  • ফুটেজ পাওয়ার আরেকটা কারণ প্রথম বিশ্বের তথা সভ্য জগতের মানুষরা মারা  পড়ছিল হিটুর কারনে । আর পল পট এর বলি হয়েছিল তৃতীয় বিশ্বের গরীবগুর্ব লোকজন যাদের প্রাণের কোনো দাম বা গুরুত্ব নেই ধনী রাষ্ট্রএর কাছে।  খেয়াল করে দেখবেন ইউরোপ আমেরিকায় যখন টেরোরিস্ট এট্যাক হয় তখন গোটা বিশ্ব  যেন নড়ে  যায় , অথচ রিলেটিভলি বড়ো ম্যাগ্নিচুডের এরকম ঘটনা তৃতীয় বিশ্বে ঘটলে তার মিডিয়া কভারেজ বা ওভারঅল গ্লোবাল ইমপ্যাক্ট অনেকখানি কম হয়। লোকে ভুলেও যায় অনেক তাড়াতাড়ি। 

  • হাহ | 45.154.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৭:৪০468201
  • গুরুতে মাস্টেরগুলো সব এক এক আইটেম নাম্বার মাইরি। এইজন্যি বাপমায়েরা আজকাল ছেলেমেয়েদের মাস্টের বানাতে চায় না। কেবল ঘোঁট পাকানো ফালতু ডম্ফাই আর ওদিকে হীনমন্যতা ঢাকতে অন্যের পোঁদে খোঁচানো।

  • &/ | 151.14.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৭:২৯468200
  • আর পরে হবে তারই বা মানে কী? পল পট ফটেরা যা করেছে তাতে হিটুঘোষকে বলে ওদিক থাক। কিন্তু সেসব প্রচারে আসে না। অসভ্য বর্বরেরা ওসব করেই থাকে, তা বলে ফুটেজ পাবে নাকি? হুঁ হুঁ বাবা, ফুটেজের অনেক দাম।

  • &/ | 151.14.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৭:২৬468199
  • এসব তো ভায়া অনেক সফি সফি জিনিস হচ্ছে, তার আগে তো "এই উড়ে গেল সেই উড়ে গেল" কেস হচ্ছিল। বাপরে বাপরে বাপ, দুই দিকে পাল্লা দিয়ে বোম বানিয়ে যাচ্ছে। হাজারে হাজারে নিউক্লিয়ার অস্ত্র।
    তারপরে অনেক কালনদীতে জল যাবার পরে পীস ট্রীটে ফ্রীটী করে--

  • syandi | 2a01:c22:d4a7:c100:747b:8f43:9af8:***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৭:২৪468198
  • লোকে সাইবেরিয়ার গুলাগের গল্প জানে। রেড আর্মি জার্মানি দখল করার পরে জার্মান মহিলাদের উপর কি পাশবিক অত্যাচার ক্যালিয়েছিল তাও  লোকে জানে। তবে এটাও অনস্বীকার্য যে মিত্র বাহিনীর বহু অপরাধ লঘু করে দেখান হয়। 

  • Amit | 121.2.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ০৭:২২468197
  • স্থায়ী স্কেপগোট কিচ্ছু হয়না রে ভাই। ইতিহাস চলতেই থাকে নিজের মত করে। শিটস জাস্ট কীপ হ্যাপেনিং । জাস্ট পাতা উল্টে উল্টে দেখা। কে বলবে আজকে দাঁড়িয়ে আগামী ২০-৩০-৫০-১০০ বছরে এমন অনেক কিছু হবেনা যে হিটলারকে ও নেহাত নিরীহ মনে হবে ? ইতিহাসের থেকে শিক্ষা নেওয়া দেওয়া ওসব জাস্ট গল্প কথা। 


    দুনিয়া ছেড়েই দ্যান , পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া তেই ১৯৭৬ হয়েছে , বাবরি হয়েছে , বোম্বে হয়েছে , রাম মন্দির ও হবে। ৩০ বা ৫০ বছর আগে কেও ভাবতে পেরেছিলো ? পাকিস্তান বাংলাদেশ ছেড়েই দ্যান। 


    ইভেন কেও ৫ বছর আগে ভেবেছিলো আমেরিকান প্রেসিডেন্ট ভোটে হেরে বলবে ছাপ্পা ভোট হয়েছে ? :) এতো পিসি বলে বেড়াতো ৯০ এর দশকে। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত