ম | 2601:247:4280:d10:5d4a:5de3:a936:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ১০:১১466125একটা কলা!!
এবার আমি কেঁদে ফেলব মনে হয়
Abhyu | 47.39.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ১০:০০466124কলা, আর আলু। আমার খুবই পছন্দের। আগে প্রায় রোজই কিনতাম, অল্প কয়টি কলা, ফ্রেশ। বিকেলে হেঁটে ফেরার সময়। একদিন ট্রেডার জো'সে শুধু একটা কলা কিনেছি। কিছুতেই দাম নিল না - বলে আজ ওটা ফ্রী।
S | 2405:8100:8000:5ca1::aa:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৯:৫৩466123কলার ডীল ছিলো বোধয়।
ম | 2601:247:4280:d10:5d4a:5de3:a936:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৯:৪৬466122থ্যাংকসগিভিংএর দিন দোকানে গিয়ে কলা! খুবই কলাপ্রেমী দেখছি!!
Abhyu | 47.39.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ০৯:৩৭466121আমি সাধারণতঃ কিছু কিনি না। একবার ওয়ালমার্ট থেকে কলা কিনেছিলাম থ্যাঙ্কসগিভিংএর দিনে। কি ভিড়!
ম | 2601:247:4280:d10:2423:c6c5:7d8:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৯:৩২466120এই প্রথমবার আমি কিছুই কিনলাম না!
Abhyu | 47.39.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ০৯:৩১466119এবারে ওয়ালমার্ট অন্ততঃ ঐ রাত্তির দশটায় খুলব বলে নি। কর্মচারীরা শান্তিতে বাড়ির লোকের সাথে রাত কাটাতে পারবে।
aka | 143.59.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ০৯:০৮466118আমি জীবনে একবার গিয়েছিলাম। সেবার ঠিক করেছিলাম আর নয়।
S | 2405:8100:8000:5ca1::1bb:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৯:০৩466117কেউ টেক্সাস চিলি খেলো না।
আর <corn>?
দ | 2401:4900:52b2:8534:d86d:7d3d:7e19:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৯:০১466116:-)) কি অবস্থা
তা তোমরা কেউ আজকাল আর ব্ল্যাক ফ্রাইডে সেল এ যাও না?
ম | 2601:247:4280:d10:5d4a:5de3:a936:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৮:৫৫466115ওই যে গ্রেভির আড়ালে ঢেকে রেখেছি আজ্জো:-)
ক্র্যানবেরি সস উনি ভালোবাসেন না ভাগ্যিস!
ম | 2601:247:4280:d10:5d4a:5de3:a936:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৮:৫১466114আমার প্লেট।মাগো! টার্কির এক টুকরো নিয়ে আধখানা কোনওমতে গিলে ফেলে ছেলেকে ধন্য করেছি:-(
aka | 2600:1005:b10d:638a:9c61:bea:ec19:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৮:৪৯466113দ, আমাদের বাড়িতে এসো, ঐ ক্র্যানবেরি সশ চেটেপুটে খাবে। আমি খানিক অরেঞ্জ জুস মেশাই, একটু নুন দিই, আর অরেঞ্জ জেস্ট।
aka | 2600:1005:b10d:638a:9c61:bea:ec19:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৮:৪৮466112আরে ব্বাস, কিন্তু টার্কি কই?
এই ক্র্যানবেরি সস ব্যপাট্টাও কেমন ইসেমত।
ম | 2601:247:4280:d10:5d4a:5de3:a936:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৮:৪৬466110
aka | 2600:1005:b10d:638a:9c61:bea:ec19:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৮:৪০466109ইজরায়েলে নাকি টার্কির টেস্টিকল খুব জনপ্রিয় খাদ্য, ইনফ্যাক্ট সব অর্গ্যানই নাকি বেশ চেটেপুটে খায় লোকে।
aka | 2600:1005:b10d:638a:9c61:bea:ec19:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৮:৩৫466108ডিপ ফ্রায়েড স্পাইসি টার্কি খেতে ভালো। টার্কির মধ্যে স্পাইস ইনজেক্ট করে তারপরে ভাজতে হয়। একমাত্র ঐটাই খাওয়া যায়।
ম | 2601:247:4280:d10:5d4a:5de3:a936:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৮:১৭466107যাস্সেতাই
এহ টার্কি খেতে চিকেনের চেয়েও খারাপ লাগে আমার।
ম | 2601:247:4280:d10:5d4a:5de3:a936:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৭:৫৭466105টার্কির বোদা স্বাদ মনে করলেই আমার কান্না এসে যায়- ওদিকে টিনটিন টার্কি খেয়েই ছাড়বে। আমরা কাঁদোকাঁদো মুখে টার্কি খাবার জন্যে তৈরী হচ্ছি। বিটকেল
Abhyu | 198.137.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ০৭:৩৮466104আমাদের রেগুলার মেনু, নাথিং ইস্পেশাল।
S | 2a03:e600:100::***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৭:৩২466103ইন্ডিয়া অস্ট্রেলিয়া ?
b | 14.139.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ০৭:২২466102আইজ মহারণ। সন্দে সাতটা তিরিশ আই এস টি। জয়গুরু।
ম | 2601:247:4280:d10:2423:c6c5:7d8:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৭:২১466101সাম্পানের রান্নায় আগ্রহ আছে? বা:
ম | 2601:247:4280:d10:2423:c6c5:7d8:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৭:২০466100ময়দা
hu | 174.102.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ০৭:১০466099আমাদের ময়দা আর মটন
aka | 2600:1005:b10d:638a:9c61:bea:ec19:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৭:০৮466098এইসব রান্না তো আর বেবিসিট করতে হয় না। সকাল থেকেই করেছি কিন্তু অ্যাকটিভ টাইম কম।
সাম্পান রেঁধেছিল ব্রেড পুডিং।
ম | 2601:247:4280:d10:2423:c6c5:7d8:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৬:৩০466097আজ্জো কতক্ষণ ধরে রান্না করলে তোমরা? কী লোভনীয় মেনু:-)
অভ্যু তোমাদের কী মেনু আজ?
বাকি আমেরিকাবাসীরা কে কী খেলেন?
ম | 2601:247:4280:d10:2423:c6c5:7d8:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ০৬:২৮466096একি! লোকজনের খাওয়াও হয়ে গেছে?