গুরু যে বারবার নিজেকে বিজ্ঞাপিত করার আদেশ দিচ্ছে এ কি ঠিক ? শেষে কি আমরা নার্সিসাস হয়ে পুকুর পাড়ে ফুটে থাকবো ? এই নিজের কথা বেশি জানান দিতে গিয়ে বাকি লোকের বিজ্ঞাপন দেখে শেষে লোকের সোশ্যাল অংজাইটি হয়ে যায়।
@lcm,
:-), তবে? বললে হবে? ওয়েলিংটন ফিনিক্স বেজায় ভাল টিম। এদের আরেকজন ভাল ছেলে, সরপ্রীত সিংহ, নাম শুনে থাকবেন হয়ত, বেয়ারন মিউনিখের হয়ে খেলে। এখন অন্য কোথাও সেকেন্ডমেনটে আছে মনে হয়।
b,
:-), নামে আর কি ... হটস্টার সাবস্ক্রিপশন আছে, দেখি ওতে ইবে-মোবা লাইভ দেখায় কি না - হলে বহুদিন বাদে লাইভ দেখতে পাব
আরে অরিন,
ইন্টারেস্টিং, এই যে মোহনবাগানের হয়ে যিনি গোল করলেন - রয় কৃষ্ণ - ইনি ফিজি-র, এর প্রোফাইল দেখলাম, ইনি আগে তোমাদের পাড়ায় - অকল্যান্ড সিটি, আর, ওয়েলিংটন ফিনিক্স এর হয়ে খেলেছেন কয়েক বছর।
ওহো, তাই তো। কিন্তু হিন্দু না টাইমসের সাইটে শুধু ইবে লিখেছে। আই স্ট্যান্ড কারেক্টেড।
যাই হোক, জেখানেই থাকুন, দেখুন। গোলাপে যে নামে ডাকো।
হ্যাঁ, ঐ সাইটে কিছু ভিডিও ক্লিপ দিচ্ছে, দেখে মনে হল স্টেডিয়াম ফাঁকা
b,
ISL ওয়েব সাইটে https://www.indiansuperleague.com/standings এ দেখলাম - এই রয়েছে
যে দু তিনটে খ্যালা দেখলাম, স্টেডিয়াম ফাঁকাই লাগলো। সবগুলো ম্যাচ হবে গোয়াতে। সেখানে রেস্ট্রিকশন কেমন কে জানে?
যে দু তিনটে খ্যালা দেখলাম, স্টেডিয়াম ফাঁকাই লাগলো। সবগুলো ম্যাচ হবে গোয়াতে। সেখানে রেস্ট্রিকশন কেমন কে জানে?
স্টেডিয়ামে জনতা খেলা দেখতে যাবে? না ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে?
এল সি এম, অনলাইনে অফিসিয়াল শিডিউল দেখুন। ইস্টবেঙ্গল এস সি নাম নিয়ে খেলছে না।
শ্রীসিমেন্ট ইষ্টবেঙ্গল (SC East Bengal) vs অ্যাটলেটিকো মোহনবাগান (ATK Mohun Bagan)
*জানুয়ারি ২০২০-এ সঞ্জীব গোয়েংকা RPSG গ্রুপ মোহনবাগান ক্লাবের ৮০% শেয়ার নিয়ে নিয়েছে
*সেপ্টেম্বর ২০২০-এ শ্রী সিমেন্ট ইষ্টবেঙ্গল ক্লাবের ৭৬% নিয়েছে
RPSG এবং শ্রীসিমেন্ট - দুটি কলকাতা বেসড কোম্পানি।
আগে ছিল - কিংফিশার ইষ্টবেঙ্গল এবং ম্যাকডোনেল মোহনবাগান
আই এস এল-এ ২৭ তারিখ ইবে বনাম মোবা, থুড়ি, ই বে বনাম এটিকে মোবা।
ওফ, নিউজিল্যান্ডের ছবি দেখলেই আমার মন ভালো হয়ে যায়।
@অরিন, না না আমি ফরেস্ট্রি তে নেই। প্রফেশনাল লোকজন আছেন টিমে।
ওয়ার্ডে সব ঠিক দেখাচ্ছে।
furti!!
২৩:১৮ কি সিনেমাসির ছবি ?
এখানে মনে হয় গুরু র ফন্টের লিংক দেখেছিলাম
এখন সার্চে এলোনা
ওয়ান নোট ল্যাপ্পু তেও এলোমেলো হচ্ছে
মনে হয় ফন্ট ডাউন লোড করে লাভ হবে না
তবু ...
রুচিরাদি, ভালো আছো?
সরলাক্ষ হোম
এই যে পেইচি
বাজে বানান ভুল - উপকণ্ঠ গির্যাশ্রম লেখার কথা। তো আকাদা একেবারে পরশুরামের মতো গির্জা বানানোর কথা ভেবেছে বোধহয়। গিরি+আশ্রম হল গির্যাশ্রম, মানে সাবআর্বান হিল স্টেশন।
আকাশ আর মাঠ।
দ দি মোটেই ফরেস্ট্রিতে কাজ করেন না। বরং পেস্ট কন্ট্রোল নিয়ে ওনার খুব পাথ ব্রেকিং কাজ আছে। পুনের আরশোলারা সাক্ষী।
আমি ক্যাশবাক্স সামলাবো।
"দ-এর প্যাশন -এর কথা পড়ে খুবই আনন্দিত হলাম। নদী পরিস্কার, মাঠ - ঘাট, পাহাড়ে গাছ লাগানো - খুবই দরকারী সব কাজ, কুদোস "
নদী পরিষ্কার, পাহাড়ে গাছ লাগানো এসব তো যতদূর জানি প্রফেশনাল কাজকর্ম, কনজারভেশন , ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ। দ কি ফরেস্ট্রি তে কাজ করেন? প্যাশন তো খুব ই ভাল ব্যাপার।
"ঠিকাছে আমি সেখানে ধ্যান করব আর ধর্ম প্রচার করব। "
ধ্যান করবেন না ধর্ম প্রচার করবেন সেটা আগে ঠিক করুন।
:-)
আকা ধ্যান করলে গ্রেড টু-র প্রজেক্ট শেখানোর স্কুল যে খোলা হবে সেটা কে চালাবে?
আহা গির্জাশ্রমে কি আর ধ্যান হবে? ওখানে বিরহ টিরহ, অথবা যক্ষ ধরে খেয়েই ফেললো, কে বলতে পারে।