@LCM পোস্ট এর কী ওজন ধার্য করা আছে? ক্লিপবোর্ড থেকে ২-৩ টে ইমেজ পেস্ট করলে কি সাইজে আটকে পোস্ট হচ্ছে না?
এইটা ডিসি বাবুর জন্য
https://www.theatlantic.com/ideas/archive/2019/04/sanders-fox-news/587239/
Three moments were especially striking. First, Sanders was touting Medicare for all when the Fox News moderators Bret Baier and Martha MacCallum asked the audience members to raise a hand if they currently receive health insurance from an employer. Many hands went up. And by a show of hands, how many would be willing to switch to the health-care system that Sanders was proposing instead? Almost everyone appeared to raise a hand again—a result that seemed to surprise the moderators, who had already told viewers that the group in the auditorium was ideologically diverse.
হে হে, হোয়াটস্যাপ গ্ৰুপে পোস্ট পেলাম
If Nehru-ji’s Joint Secretary, PV Gopalan, had not sent his daughter Shyamla to study in Berkeley, she wouldn’t have married and given birth to Kamala Harris there, who, together with Joe Biden, wouldn’t have defeated Modi-ji’s vision of ‘Ab ki baar Trump Sarkar’. This is yet another proof that Nehru-ji is responsible for all of Modi’s failures!
জুলিয়ানির নাটক দেখে রবার্ট ডুভাল মনে হচ্ছে। ঃ)
বাইডেনের কার্টুং আঁকা কী কঠিং
এবারে একটু আম্রিকাকে ছাড়ান দেন না। পালুস্করের ভৈরবী ভজন শুনুন।
ট্রাম্প একদিকের আমেরিকা, বার্নি অন্যদিকের আমেরিকা। মোটামুটি। বিডেন মাঝখানের, সেই জন্যই হয়ত সামাল দেওয়া গেছে এবার। আমি এরকমই বুঝলাম।
(তবে আপনারা যারা চারদিন ধরে রাতদিন এক করে, কষ্ট করে গণতন্ত্রকে জেতালেন তাদের ট্রাম্পবাবু নিশ্চয় MAGA টুপি বা টুইট উপহার দেবেন। ঃ-) )
কমেডিয়ানদের সহজ সময় এবারে চলে গেলো। এই চারবছর যাসব কন্টেন্ট পেয়েছে, ভাবা যায়্না।
আমার মনে হয় বার্নিকে প্রেসি ক্যান্ডিডেট করলে ডেমরা এবারেও হারতো। এমনকি এবারেও ফ্লোরিডায় ট্রাম্প জিতেছে ঐ ভয়ের চোটে। আমেরিকাতে সোশ্যালিস্ট ক্যান্ডিডেট জেতার চান্স কম।
মিচকে মিচ এসব কিছুই করতে দেবেনা।
বাইডেন বা ডেম দের উচিত রুরাল অমৃগা কে বোঝা ও তাদের ক্ষোভ কে শান্ত করা। নইলে ট্রাম্পের থেকে বুদ্ধিমান কোনো ফ্যাসিস্ট লিডার এলেই আমেরিকায় ফ্যাসিস্ট সরকার বসিয়ে দেবে। সবাই বুঝে গেছে জমি তৈরি।
প্লাস শিক্ষা, স্বাস্থ্য কে ব্যবসার অঙ্গন থেকে বের করে আনা দরকার। টিউশন ফি চূড়ান্ত বেড়ে গেছে, লোকে সারা জীবনে লোন মেটাতে পারছে না।
বার্নি কে সত্যি দরকার ছিল। আমেরিকার পালস খুব ভালো বোঝে।
একক, থ্যান্কু।
Kallolada , রঞ্জন দা কোই ? "যাদের ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছে তারা অন্য রাজ্যে যাক" তত্বের কি হবে ?
Bolsanaro, মোদি, পুতিন ছাড়াও এরদোগান, হাঙ্গেরির ভিক্টর অর্বান আছে, কিম, জিনপিং আছে, ফিলিপিন্সের রবার্ত দুটারতে আছে। কম নাকি স্ট্রং ম্যান পলিটিিিশিয়ান
আবার বাইডেন টপকে গেলে (বয়স হয়েছে তো ) , প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট, অশ্বেতাঙ্গ, দক্ষিণ এশীয় অরিজিন।
অক্সিজেন স্যাচুরেশন মনিটর করুন। বেগড়বাই দেখলেই অক্সিজেন চালান। বাড়িতে ব্যবস্থা করে উঠতে না পারলে হাস্পাতাল।
কোলকাতায় বাড়িতে একজনের কোরোনা হয়েছে। বয়স্ক। কি করা যায়? টেস্টে ডীপ রেড এসেছে। বিগত ৫-৬ দিন ধরে জ্বর রয়েছে। ১০০-১০১। ক্যালপল খেলে ৯৯ হয়। আবার বাড়ে। এছাড়া খেতে অসুবিধা হচ্ছে।
বেচারা ট্রাম্প। প্রথমে ফক্স বলল বাইডেনকে এখন প্রেসিডেন্ট ইলেক্ট বলবে না। এখন হাবভাব দেখে ট্রাম্পকে পুরো অ্যাবানডন করেছে।
বাইডেন যখন দৌড়চ্ছিল তখন সবথেকে টেনশনে ছিলাম, পড়ে গেলে কি হবে ভেবে।
প্রধানসেবক = মোটাভাই আমিত জি ? নাকি মোদী-ই প্রধানসেবক(দেশের ও দশের প্রধানসেবক)?
আমাদের সবার প্রিয় প্রধানসেবক?
অনেক পথ এখনো পেরনো বাকি। মোদী, পুতিন, বলসেরানো - কে যেন লিখলেন
যাক আমেরিকার প্রেসিডেন্ট আবার গালাগালি ছাড়া ঠিক গ্রামারে পুরো সেনটেন্সে কথা বলবে।
বাইডেনের স্পিচ দেখে মনে হলো বিল ক্লিন্টনের থেকে টিপস নিয়েছে। কিন্তু কেমন যেন মেকানিকালি বলে গেল। আরেকবার মনে হলো, ক্লিন্টন সত্যিই আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট পাবলিক স্পিকার্স।
আমি নি:শ্বাস বন্ধ করে ছিলাম, বাইডেন কখন ছড়িয়ে ফেলে। কিন্তু একটা মাত্র ফাম্বল ছাড়া আর কিচ্ছু করেনি। বেস্ট স্পিচ বাইডেনের। প্রচুর প্র্যাকটিস করেছে। গুড জব। :-)
বাইডেনের স্পীচ খুব ভালো হয়েছে।
প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট, অশ্বেতাঙ্গ, দক্ষিণ এশীয় অরিজিন। ভাল লেগেছে কমলা-র স্পীচ, বাইডেন-ও ভাল বললেন, গড, বাইবেল এসবের রেফারেন্স সত্বেও
দাদার কীর্তি সিনেমায় পিয়ানোর সামনে গান গাইতে শুরু করেছে কেদার, সামনে অনেক লোক। সে গান শুরু করে, দু কলি গেয়ে থেমে গিয়ে এক গাল হেসে বলে আমার মা.. আমার মা গায়-
সারল্য, মায়া- অনেকের চোখে বোকামি,-
পুরোনো অনেক লেখায় আমার বোকামি ছিল অনেক। কেদারের মত।
সেই পুরোনো আমি হারিয়ে গেছে; ভাবি, অনেক সব পুরোনো লেখাও - আসলে তা নয়। আপনার পোস্ট দেখে মনে হ'ল।
নমস্কার জানবেন।
ইতি ছোটাই
:|: ,
মনে আছে আপনার? সে তো বহুযুগ আগের কথা-
না পড়িনি এখনও।
অনেক লেখাই জমে রয়েছে। পড়ব।
ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।
ছোটাই।