একক, আসলে আমরা যা জেনারেট করছি সেটা ইনফরমেশান, কারন তা অলরেডি কিছুটা প্রসেসড। সেই ইনফর্মেশান কোম্পানিরা আরও প্রসেস করে ভ্যালু এক্সট্র্যাক্ট করছে, সে ঠিক আছে। কিন্তু আমাদের থেকে যে ইনফরমেশান নেওয়া হচ্ছে তার জন্য খানিকটা পয়সা দেওয়া উচিত। যেমন ধরো আমার যে উইকলি বাইং বিহেভিয়ার অ্যানড্রয়েড, অ্যাপল, আর অ্যামাজন আমার থেকে পাচ্ছে, সেটা আমার জেনারেট করা ইনফরমেশান। তার বিনিময়ে আমাকে হপ্তায় একশো টাকা দেওয়া উচিত, কারন ওটাকে হয় ওরা নিজেরা প্রসেস করে বিহেভিয়রাল মডেল বানাচ্ছে নাতো বিভিন্ন থার্ড পাটিকে বেচছে।
ডেটা ত ন্যাচেরাল রিসোর্স ক্যাটেগরি। যেমন কিনা জল। জল তুলতে ও পরিশোধন করতে যে ইনভেস্টমেন্ট ওটাই জলের দাম নিরধারক।
ডেটার ক্ষেত্রেও মাইনিং এন্ড ইঞ্জিনিয়ারিং কস্ট ইনকারড। যা জেনেরেট করছি তাই বিক্রয় যোগ্য নয় ত ঃঃ)
এলসিএমদা না দেখিনি, দেখবো। ধন্যবাদ। কথা হলো, ডেটা ইজ দি নিউ অয়েল, আর উই আর দ্য কমোডিটি। ওসব অ্যাপ পারমিশান কোন বাধাই না :-)
মেটাফিল্টারে আজ থেকে বছর দশেক আগে অ্যান্ড্রু লুইস সায়েব বাণী বিতরন করেছিলেন
"If you are not paying for it, you're not the customer; you're the product being sold."
:।: , "যাকে তাকে বেচে দেয় না কিন্তু বিচার বিবেচনা করে কাউকে কাউকে দেয় নাকি? ওরে বাবা! কোন ডেটা কী কারণে বিক্রি হচ্ছে জানা থাকলে ভালো। " , অ্যান্ড্রুর কথাটা খেয়াল করবেন।
ডিসি,
এটা দেখেছ?
https://en.wikipedia.org/wiki/The_Social_Dilemma
আর সারাক্ষন ঘরের মধ্যে কথাবার্তা শোনে, সেটা? জিওলোকেশান? ব্রাউসিং হ্যাবিট? ইউসেজ হ্যাবিট?
ডিসি ,
না, না - তা কেন।
প্রথম কথা - স্মার্ট ফোনের অ্যাপ - ফোনের সমস্ত তথ্য অ্যাকসেস করতে পারে না, ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে কিছু তথ্য গ্রহণযোগ্য ফোন থেকে নিতে পারে। সাধারণত অ্যাপ ইন্সটল করবার সময় ব্যবহারকারীর কাছে যে যে জিনিসগুলো অ্যাকসেস করার অনুমতি চাওয়া হয় তার মধ্যে -- নাম, ফোন নং, জেন্ডার, ভৌগোলিক অবস্থান, ক্যামেরা/অডিও ডিভাইস, প্রোফাইলের ছবি... এই সব তথ্য থাকে। কিন্তু, কোনো ফাইন্যান্সিয়াল ডেটা থাকে না।
আপনারা স্মার্টফোনও ব্যবহার করেন আবার ডেটা চুরি নিয়েও মাথা ঘামান? কি আশ্চর্য্য! স্মার্টফোন তো ২৪ * ৭ ডেটা চুরি করে চলেছে!
আপাততঃ তিনটে ক্রেডিট ব্যুরোতে গিয়ে নিজের ক্রেডিট ফ্রিজ করে দিন। ফ্রি। তারপরে ক্রেডিট কর্মা বা ক্রেডিট সেসেমিতে গিয়ে ফ্রি আ্যকাউন্ট খুলুন। দরকার হলে মাসে কিছু পয়সা দিয়ে প্রিমিয়াম প্ল্যান নিন। ওরাই ক্রেডিট মনিটর করবে। প্রথম স্টেপটা সবচেয়ে জরুরী।
হ্যাঁ, এক্সপেরিয়ান বা ইকুইফ্যাক্স এর ৯০ দিন ফ্রি মনিটরিং/প্রোটেকশন কিছু দেয় নি। জেনারেলি দেয় তো।
ওদিকে দেখুন দুনিয়ার লোকে ফেবুতে রাশি রাশি নিজেদের ডাইনে ফেরা বাঁয়ে ফেরা ছবি দিচ্ছে, কোথায় গেল কী খেল কাকে দেখল কার সঙ্গে প্রেম করল কার সঙ্গে মারামারি করল--- প্রাণপণে সব দিয়ে যাচ্ছে। ইনফোর যে কী গতি হচ্ছে খোদায় মালুম।
রিসার্চ করে দেখিনি, তবে সবাই ব্যাপার্টা ক্যাজুয়্যালি ছেড়ে দেবে বলে মনে হয় না!
নাহ।
কোন ক্ষতিপূরণ এর গল্পই নেই? অ্যাট লিস্ট ফ্রি ক্রেডিট মনিটরিং?
তবে কি ইনিই উনি ?
২০১৮ সালে খুব সমস্যায় পড়ে এখানকার সবথেকে বড় দুই হাসপাতলের একটিতে গিয়েছিলাম। কয়েকদিন আগে চিঠি পাঠিয়েছে যে আমাদের কাছে তোমার রাখা সব ইনফর্মেশান চুরি হয়ে গেছে ক্লাউড থেকে। নাম, জন্মদিন, ঠিকানা তো বটেই এমনকি তোমার মেডিকাল হিস্টরি পর্যন্ত। তবে সোশালটি চুরি যায়নি বলে জানিয়েছে। সে বিষয়ে আমার প্রচুর সন্দেহ। বেশ ক্যাজুয়ালিই চিঠিটা লিখেছে। মানে তোমার গেছে, বলে দিলাম, এবারে নিজেরটা নিজে সামলাও।
পাখিবাবুও এই কোতোয়ালির ব্যাপার প্রায়ই বলতেন ফেবুগ্রুপে। সাইটে তো আসেন না। আমরা গাই, "পাখি উড়ে গেছে যে আকাশে/ ফিরিবে না আ আ সে তো আর" , নাকি ফিরবে? ঃ-)
হে হে ব্যাকফুট! হয় রিটায়ার্ড হার্ট নতুবা হিট উইকেট। ঘুঘুই দেখেছে ফাঁদ তো দেখেনি। কোতোয়ালিতে আঁশ ছাড়ানো হচ্ছে মালটার।
বিকেলের না, বিকেলে। ঃ-)
কোন রাস্তা দিয়ে ফেরে তারা? রোব্বার বিকেলের বেরিয়ে শুক্কুরবার বাড়ি ফেরে কোন রাস্তা দিয়ে?
উফ, আরে না না গুরু কাউকেই ডেটা বেচে দেয় না। কী মুশকিল!
আরে, যারা কিনা প্রকৃত কন্সাল্টিং করে, মানে রোব্বার বিকেলে বেরিয়ে শুক্কুরবার বাড়ি ফেরে তাদেরও তো ঐ যাযাবর জীন। তারা বলে, সারাজীবন ঐ একই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে ভাল লাগে?
তো, এই প্রশ্ন এক্সট্রাপোলেট করলে সমস্যা জটিল হয়ে যেতে পারে! সুতরাং আমায় এ নিয়ে কিছু জিগোবেন নাই!
কথাটা হল এই যে অন্ততঃ তিনবার এই ভাটেই পড়া-পরার পার্থক্য নিজেই দেখেছি! তবু মেমরি তা নিতে চাইছে না। বলি কেন!
মেমরি বলছে, পড়া একটা ভারি ব্যাপার, পরা একটু অন্যরকম! তো মোদিজী জ্যাকেট / ল্যাঙ্গট / বই পরিধান করুন বা পাঠ করুন - উনি তো পড়বেনই। ইদিকে, সানি লিওনি যাই করুন - ইনাকে পরতে হবে!
(ডিঃ এতদ্বারা মোদি ও সানি - কোথাও জাজমেন্ট দেওয়া হয় নাই, উহা সম্পর্কিত বিষয়ে ব্যক্তিগত মানসিক অবস্থানমাত্র।)
এখন, প্রশ্ন উঠতেই পারে - তবে সত্যজিত সানি লিওনিকে নায়িকা করলে কি হত!
তখন হয়ত এলেদার কাছে হাঁটুমুড়ে সমাধান চাইতে হত। তবে কিনা উনি যেহেতু সুনীল গাভাসকারের মত কপিবুক খেলায় বিশ্বাসী , এই য়্যাজাইল সমস্যার জন্য শেষপর্যন্ত নিজের তত্কালীন মানসিক অবস্থানের ওপরেই নির্ভর করতে হত! কি আর করা!
একটি অপ্রাসঙ্গিক গুল্পঃ
কিভাবে জানা গ্যালো এলেসাহেব সুনীল-বিশ্বাসী? মানতে না চাইলে শুনুন!
গাভাসকার ততদিনে রিটায়ার করে গেছেন। তো, এলেসাহেব রেফারেন্সিত গৌ ভ একটি ঘটনা বলছিলেন গাভাসকারের মূল্যায়ন করতে গিয়ে। পাতৌদির ইনটার্ভিউ নিচ্ছেন। সুনীলের কোন গন্ডোগোলের কাজ নিয়ে পাতৌদির রিয়্যাকসন জানতে চাইলেন। পাতৌদি ভাল কথা কিছু বলেন নি। কিন্তু তার পরেই বলেন - এটা ছেপো না। সুনীল আবার আমার নামে কোথায় কি বলে দেবে! (প্যারাফ্রেজিত)
গৌ ভ বলেন, এই যে ভারতীয় ক্রিকেটের রাজতন্ত্রকে ব্যাকফুটে খেলতে বাধ্য করা - এটাই গাভাসকারের বৃহত্তর অবদান!
পিনাকী বাবুর ২টোর পোস্ট-এ লাইন দুইটি চিন্তায় ফেললো যে
"লোকের ডেটা যাকে তাকে বেচে দেয় না, লোককে শুধু ক্রেতা হিসেবে ট্রীট করে না"
যাকে তাকে বেচে দেয় না কিন্তু বিচার বিবেচনা করে কাউকে কাউকে দেয় নাকি? ওরে বাবা! কোন ডেটা কী কারণে বিক্রি হচ্ছে জানা থাকলে ভালো। নেট ফেট কিছুই বুঝিনা এখানে গপ্পোসপ্পো হয় দেখে আসতুম। গুরুর মতে ঠিকঠাক হলেও কারো কাছেই বেচে যাবার ইচ্ছে নাই।
শুধু ক্রেতা হিসেবে ট্রিট করে না কিন্তু অন্য ভূমিকার সঙ্গে ক্রেতা হিসেবেও মনে করে নাকি? আমি তো কোনও ভাবেই ক্রেতা শ্রেণী ভুক্ত নই আর নিজেকে একেবারেই তেমন ভাবিনা। কিন্তু গুরু দৃষ্টি তেমন নাকি?
ওহ! মিক্সড কনটেন্ট অ্যালার্ট -
https://www.guruchandali.com/comment.php?topic=18838
https://www.guruchandali.com/comment.php?topic=1&page=15246
এই দুটো পাতায় দেখাচ্ছে কনফার্ম করলাম। দুটোতেই ওই https ছাড়া ছবির লিংক আছে, যেটা ক্লিক না করলে ছবি দেখাবে না।
সার্টিফিকেট তো ভ্যালিড ওটা দেখে লাভ আছে? এটা ভাটের সেকেন্ড পাতা খুলে দিলাম।
আর এই মেসেজ যে গুরুর পেজে আসছে তার url , যদি সব পেজেই আসে তাহলে সেটাও জানিও। মনে হচ্চে কোনো পেজে http কিছু গেছে https এর বদলে। কোনো কোনো ব্রাউজার সেটিংসে সেই নিয়ে খুব সাবধানবাণী দেয়।
এই তো স্ক্রিন শট দিয়েছ, থ্যাংকু।
এবার ঐ নীচের Certificate ওটাতে একটু ক্লিক কোরো তো, পারলে একটা স্ক্রিন শট
এলেবেলে,
হ্যাঁ, দেখেছি 'পরে' কেটে 'আগে' করেছেন, আমিও একটু ইয়ার্কি কর্লুম আর কি, ভাটে তো চেঞ্জ বলে কিছু নেই, তার আবার চেন্জ নিডেড ... এসেট্রা ।
অর্জুন,
এই ওয়ার্নিং আসছে ফোন থেকে না কম্পু থেকে? কোন ব্রাউজার থেকে? পারলে একটু জানিও। এরকম ওয়ার্নিং তো আসার কথা নয়।