এটা লিবারটেরিয়ানের ব্যাপার না ঃঃ)) আপ্নিই বলেন, ভালোর দিকে ভালো হতে পারলেন না, খারাপের দিকেও শুধু পেট খারাপ ; এটা কি যথেষ্ট লজ্জাজনক না। তাও যদি জোতি বোসের মত মাছি উড়িয়ে বলা যেত " পস্টারিটি কেয়ারস ফর নান" ত একটা সালাম বরাদ্দ রাখতুম ; কিন্তু আমাদের দাগ রাখার ইচ্ছে ত ১৬ আনা, অথচ এচিভমেন্ট শুদু বেডশিটে দাগ ঃঃ/
এখন হচ্ছে আত্মনির্ভরতার যুগ। নিজে নাটক করো, করে দেখ। অত বসে থাকে না :-)
মানে সোজা কথায় আমি খুবি স্বার্থপর আদমি আছি। চেয়ারের তলা দিয়ে বন্যা বয়ে গেলেও পা তুলে ঠায় বসে থাকি, যে এক্টা ভাল নাটক হয়ত দেখা যাবে। কিন্তু কোথায় কী!!!
খুব আশা ছিল জেএনিউ আমাদের সময়ের হগওয়ার্টস হবে। পড়াশোনা করে চাট্টি আঁদি শয়তান ম্যালফয় বেড়বে, যারা এই ফ্যাসিস্ট ওয়েভের শরতাজ হবে আন্তর্জাতিক এরেনা য়। কোথায় কী!! পুরো পচা ক্যাবলা বেরল ঃঃ((
আমাদের হগওয়ার্টস গুলোতেই কি সমস্যা আচে? যেদিকেই হোক, ততটা আইডিওলজিকাল কনভিকশন ইন্সটিল করতে পারে না, যা থাকলে ভেতরের আগুন জাগে??
কঙ্গনা ফিল্ম বানান, স্বাগত। টিকিট পাওয়ার জন্যে যা করচেন করুন, কিন্তু অভিনেত্রী ত খারাপ নন, কাজেই ফিল্ম বানাতে চাইলে, কেমন বানান দেকা যেতেই পারে।
এই রাইট উইং ফেমিনিজম প্লাস ন্যাশনালিজম ককটেল টার আমাদের দেশের মাটিতে ফলন কেমন হয়, দেকতে মন চায়।
সমস্যা ত এই নয় যে এরা খারাপ। সমস্যা এই যে, আমাদের দেশে একটা লেনি রাইফেনস্তাল হয়না, গোদি মিডিয়া পয়সা উপুড় করে দিলেও হয়না। অত উচ্চাশা যদি ছেড়েও দি, অন্তত একজন সোফিয়া কপোলা উঠে আসেন না, কঞ্জারভেটিভ মহিলা ফিল্ম মেকার হিসেবে। যে হয়ত, হিজাব পরতে চাওয়ার অধিকার নিয়ে, তার নিজস্ব ব্র্যান্ডের ফেমিনিন ভ্যালুজ নিয়ে একটা জোরালো স্টেটমেন্ট রাখবে। লেখাই যেত এমন স্ক্রিপ্ট। অথচ।
কিস্যুই হয়না এই বালের দেশে। এখানে লিবারাল রা ওক এক্টিভিজম এর বদহজম ফিল্ম বানান আর কনজারভেটিভরা হাম্বা হাম্বা পাকিস্তান এটাক মারকা ফিলিম।
একটা দামড়া দেশের, খারাপ গুলোও ততটা খারাপ নয় যা নিয়ে সময়ের ক্যানভাসে সামান্য আঁচড় কাটা যেতে পারে, এর চে হতাশার আর কী আচে। কঙ্গনা আর সেই নানা রংগের গোবররাশিতে নতুন কী যোগ করবেন ঃঃ/
@Amit: "শীতকালে অরিন বাবুর দেশে যেতেই হবে একবার"
অবশ্যই চলে আসুন, শীতকালে এর অন্য রূপ!
@Tim: "ভার্জিনিয়া এলাকা আরেকটু সবুজ হয়ত।"
সবুজ, সুন্দর, সুন্দর বলে সুন্দর?
ওয়েস্ট ভার্জিনিয়া, blue ridge মাউন্টেন, shenandoah নদী , নাম শুনলেই মন উড়ুউড়ু , জন ডেনভারের কান্ট্রি রোড্স্ মনে পড়িয়ে দেয় ।
কদিন আগেই দেখলাম কঙ্গনা বলেছে সে শিগ্গিরি ফিল্ম প্রোডিউসিং এর দিকে মন দিতে চায়। নাকি ড্রিম প্রোজেক্ট হ্যান ত্যান। পরিষ্কার সলতে পাকানো চলছে, যাতে এরপর একটা ব্যানার খুলে গোদি মিডিয়ার হয়ে প্রোপাগান্ডা ফিলিম বানানোর বরাত পায়। এমনিতেও পিএম কেয়ারে অনেক টাকা ঢুকেছে, ব্যবসার অভাব হবেনা।
এখন শিবসেনা কি করে সেটাই দেখার।
বোল্ডার তো আরো সুন্দর । হ্যাঁ পেনসিলভেনিয়া তেও অনেকটা এরকমই মনে হয় । আমি অল্প দেখেছি ওদিকটা, তবে ভার্জিনিয়া এলাকা আরেকটু সবুজ হয়ত।
শিবসেনা হাবা। বাড়িটা না ভাঙলে (২০১৮ থেকে কেস চলছে) কঙ্গনা এত সিমপ্যাথি এত ফুটেজ পেত না। এদ্দিন ওদের দাদাগিরিতে লোকে চুপ থাকত। এবার সেইসব চাপা রাগও ফুটে বেরোচ্ছে। ফলে ভাট বকা কঙ্গনা এখন ভিক্টিম মোডে । টিম যা বলছে তা হতেও পারে আগামী দিনে।
এবার শীতকালে অরিন বাবুর দেশে যেতেই হবে একবার. আগেরবার গরমে গেছি , সেটা অন্যরকমের সুন্দর.
ফেকুর জন্মদিনে এদিকে "ন্যাশনাল উনএম্প্লয়মেন্ট ডে" হ্যাসট্যাগ টুইটারে টপ ট্রেন্ডিং হয়ে গেছে , তাতে ভক্তেরা খচে লাল. গুচ্ছের মেসেজ আসছে ফেবু বা হোয়াটস্যাপ এ . ইন্ডিয়ার বেকার গুলো কি রকমের অকৃতজ্ঞ, মোদী বাউ দিনরাত এক করে দেশের জন্যে খাটছেন, তেনার জন্মদিনে কিনা এসব অসভ্যতা.
সুশান্ত বা কঙ্গনা র মতো কয়েকটা নেশাখোরকে য়ে মিডিয়ার নাচনকোঁদন পুরোটাই এক্কেরে সি -গ্রেড তামাশা, বাকি সবকিছু থেকে ডিভর্সন, মোদী-শাহ তো তাই চায়. মেজরিটি পাবলিক ও তেমনি, এসবই পছন্দ. যা চেয়েছে ভোটে , তাই পাচ্ছে হাতে গরম.
@lcm : "ওখানেও এরকম চার সাড়ে চার হাজার ফুট উঁচু পাহাড় ঘেরা ছিলো। তবে সবুজ বেশিরভাগ সময়। ঢেউ খেলানো পাহাড়। স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্ক যার অংশ । নাম শুনে থাকবেন। "
বুঝেছি । আমি বেশ কয়েক বছর পেনসিলভানিয়ায় পোকোনো পাহাড়ের উপত্যকায় স্ট্রাউডসবার্গে থেকেছি, সেও খুব সুন্দর জায়গা । এখন কয়েক বছর বাদে বাদে কলোরাডোর' বোল্ডার এ যাই , ফ্ল্যাট আয়রন আমার খুব প্রিয় পাহাড় , অনেকটা এখানকার (নিউ জিল্যান্ডের ) ক্যান্টারবেরির পাহাড় চত্বরের সঙ্গে মিল খুঁজে পাই ।
মাথা যাবে কেন ? বরং খুবই ভালো চলছে । বিজেপি করছে, শিগ্গির টিকিট পাবে । যেভাবে পারে পাবলিসিটি খাচ্ছে । লোকে এরপর মনে রাখবেনা কেন খবরে এসেছিলো, শুধু মন রাখবে। পরের ধাপে, অর্থাৎ রাজনীতি ও ব্যবসা -- এই দুই জগতে এগুলো কাজে লাগবে।
আচ্ছা, ত্রিভুজআকৃতি পাল্লামেন হয়ে গেলে ওরা গোললাকৃতি বাড়িটা কী করবে? কেউ জানেন?
উর্মিলাকে
উর্মিলা যা খারাপ কথা বলেছে।
দু দির ১৮ সেপ্টেম্বর ২০২০ ০২:১৬ ভিডিওটা ভালো লাগল।
অভিনেত্রী কঙ্গনা রানাউত এর কেসটা একটু পড়লাম - যা বুঝলাম - কর্পোরেশনের নোটিশ পাওয়া সত্ত্বেও বাড়িতে ইল্লিগ্যাল কন্সট্রাকশন ওয়ার্ক চালিয়ে যাওয়ায়, বম্বে মিউনিসিপ্যালিটি বাড়ি রেইড করে বেআইনি অংশ ভেঙ্গে দিয়েছে। এ নিয়ে মিডিয়ায় বিস্তর চেঁচামেঁচি করেছেন কঙ্গনা।
কঙ্গনার মাথাটা পুরো গেছে। সঙ্গে আরেকটা পাগলকে পেয়েছে। সবার আগে অর্ণবের ড্রাগ টেস্ট হওয়া উচিত। শাস্তি দিতে নয়, জানতে হবে যে কি কি একসঙ্গে নিলে ঐরকম পাগলামো করে একজন। সুশান্তের মেন্টাল হেলথ বা এমনকি নেপোটিজম থেকেও পুরো হাইজ্যাক করে দিয়েছে ইস্যুটাকে। বিহারের ইলেকশানে কি এনডিয়ের জেতার সম্ভাবনা কম?
হ্যঁ এল সি এম তাই হয়েছে! অন্য কম্প্যুতে দেখা যাচ্ছে।
আমি আবার পাহাড়েরও উত্তর দিকে থাকি। আমার এখানে বেশিরভাগ নদী উত্তর দিকে যায়। উত্তর গোলার্ধে এটা রেয়ার।
আমি আইওয়া-তে থাকতাম - নো পাহাড়, নো এলিভেশন -- বাট, টন্স অফ স্নো - মাইলস আফটার মাইলস
@ কেকে হ্যাঁ ভালো ।
@ অরিন, একদা অ্যাপালেশিয়ানের ওপর থাকতাম, ওখানেও এরকম চার সাড়ে চার হাজার ফুট উঁচু পাহাড় ঘেরা ছিলো। তবে সবুজ বেশিরভাগ সময়। ঢেউ খেলানো পাহাড়। স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্ক যার অংশ । নাম শুনে থাকবেন।
অরিনের ছবি দুটো imgur এ আছে, মনে হচ্ছে এই-পাহাড়ের কম্পুতে imgur ব্লকড
অ্যাকচুয়্যালি, ফোনে ক্রোমেও দেখ্তে পাচ্ছি।
ফিরে দেখ্ছি, অরিনের বরফ ও টিউলিপও কম্প্যু থেকে দেখ্তে পাই নি!
এ কি কেবলই ব্যক্তিগত সমস্যা? না কি সেকুলার সমস্যা?
অরিনের ১:৪৬ পোষ্টের ছবি দেখতে পেলাম না কম্প্যুর ক্রোম আর এজ থেকে! ফোনে সাফারিতে পেলুম কিন্তু। আগেও হয়েছে।
প্রবলেম স্টেটমেন্ট ঠিকঠাক দাঁড় করাতে পারলাম না যদিও।
শেয়ার করবো যেখানে পারব
@Tim, এই পাহাড় ধরুন খুব বেশী হলে হাজার চারেক ফুট উঁচু। ক্যানটারবেরীর ফুটহিলস। গত রাতে বরফ পড়ে এই হয়েছে।