এখন সবকিছু খুব fragmented । ফিচার গুলোয় কন্টিন্যুইটি এলে ভালো হয় ।
তারপর ধরুন টই এর প্রতিটি কমেন্ট যদি আরেকটা টই হয়ে যায়, তাহলে কেমন হয়?
"কেউ সিরিয়াসলি নেবেন না, শুধু মাঝে মাঝে , 'মার্ভেলাস' বলবেন। "
আর কি চাই? আমি তো এইটুকু হলেই বুঝবো হাততালি!
ভাট আর টই পাশাপাশি ,থাকুক না?
এরকম হলে কেমন হয়? ধরুন টই/বুবুভা পড়ছেন, একটা sentence বা প্যাসেজ পড়ে ভালো লাগলো, সেটাকে টই থেকে সরাসরি ভাট এ টেনে আনলেন, এনে শেয়ার করলেন। লাইন বা প্যারাগ্রাফ লেভেল এ টই থেকে ভাট এ শেয়ার করার অপসন থাকলো, কপি পেস্ট করে নয়, সরাসরি ।
সেক্ষেত্রে ওটা অতৈব হত বোধহয়। :-)
@বোধিসত্ত্ব:"এটা কি খুব বড় ইসু, নিজের স্বকীয় ভাবনা লিখেছেন, লোকে আগ্রহ পেলে পড়বে।পড়লেই মন্তব্য করবে তাতো না। সাবজেক্ট টা হয়তো নতুন বা ভাবনাটা নতুন,"
সেটা অনস্বীকার্য| তবে এখানেও দু-একটা কথা যোগ করা যেতে পারে।
ইলেকট্রন, মন, লেখে দুই জন।
এখন কে কেন কি লিখছেন তার ওপরেও খানিকটা নির্ভর করবে | মনে করুন আপনি জীবনযাত্রার মান নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, বিষযটা নিয়ে আপনি জানেন সাধারণভাবে জনতার ইন্টারেস্ট আছে। এবার মনে করুন আপনি খেটেখুটে একটা জীবনযাত্রার মান নির্ণয়ের জন্য Bayesian d-efficient discrete choice experiment (DCE) optimisation algorithm বানিয়েছেন, পড়াবার লোক পাচ্ছেন না | এখানে বাংলায় লিখলেন। স্বকীয় ভাবনা, নতুন সাবজেক্ট, আপনার ধারণা এখানে যে রকম আলোচনা হয়, কেউ না কেউ পড়বে। নাও পড়তে পারে, কমেন্ট টমেন্ট কিছুই এলো না, আবার হয়ত একজন দুজন ভারি উতসাহিত হয়ে আলোচনা করতে শুরু করলনে। সেটা একরকম। আলোচনা হল, হল না, হাত নিশপিশ করছে, লেখা হয়ে গেল, সে একরকম।
আবার এমন অনেক বিষয় আছে, যেখানে কেউ কিছু লিখলে লেখকের পাঠকের প্রতি একটা প্রত্যাশা থাকে, যে, বেশ একটা আলোচনা না হয় হোক। এক ছাঁচে লেখা অবিশ্যি আপনি ফেলতে পারবেন না, তবে মিডিয়ামটা যদি ইন্টার্যাকটিভ হয়, তবে প্রায় সমস্ত বিষয় নিয়ে জমজমাট আলোচনা হোক, সর্বত্র, এটা চাওয়ায় মনে হয় ভুল কিছু নেই |