এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::b53:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৪459334
  • আসলে প্রিন্ট মিডিয়া এমনিতেই একটা ইনহেরেন্ট রেকগনিশান দেয়। অমুকের লেখা আবাপ পাবলিশ করে মানে নিশ্চই ভালই হবে। ফেবুতে সেটা নেই, তাই কমেন্ট, ভিউজ, লাইক ইত্যাদি প্রয়োজন হয়।
  • অরিন | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৩459333
  • এখন সবকিছু খুব fragmented । ফিচার গুলোয়  কন্টিন্যুইটি এলে ভালো হয় । 

  • S | 2405:8100:8000:5ca1::b53:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩২459332
  • এলেবেলেকে বলুন বিদ্যাসাগর নিয়ে জমিয়ে নির্মোহ বিএর টই লিখতে। বিভিন্ন পার্টে। দেখবেন হাজারটা কমেন্ট পড়বে। এটা কিন্তু সিরিয়াসলি বলছি।
  • lcm | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩০459331
  • ফেসবুক যেটা করেছে - সেটা হল - ইন্টারনেটে লেখালেখির স্পেসে - ডিসরাপশন এনেছে। ঠিক ডিসরাপশন নয়, এই মিডিয়ামে লেখকের এক্সপেক্টেশন তৈরি হয়েছে।

    এখন লেখকরা চাইছেন সংখ্যা - লাইক, কমেন্ট, ফেভারিট বাটন - চাইছেন এনগেজমেন্ট নাম্বার্স। কারণ, লোকে ফেসবুকে এগুলো পায়। বা, যারা পায় তারা দাবী করছেন তাদের লেখার কনটেন্ট সলিড। একটা কনফিউশন।

    বোধি যে কথাটা বলেছে - যে প্রিন্ট মিডিয়ার কাছে লেখকের এই এক্সপেক্টেশন নেই - সেই দাবী নেই যে কজনের লেখাপড়ে ভাল লাগল বলুন - প্রিন্ট মিডিয়ায় কজন পাঠক লেখার পাতাটা ছিঁড়ে তাতে মুড়ি আলুর চপ খেলেন - সেই সংখ্যা নিয়ে লেখকের মাথাব্যথা নেই।

    লেখালেখির মাধ্যম হিসেবে ইন্টারনেট - বেশিদিন তো হয় নি - আরও অনেক দূর যাবে।
  • Atoz | 151.14.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:২৬459330
  • অরিন, এভারেটের বহুবিশ্ব হয়ে যাবে তবে। একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা----এইভাবে আরকি। সেই দাবার বোর্ডের আবিষ্কারক উজীরের কাহিনি। দ্বিগুণ দ্বিগুণ করে গম নেবো। ঃ-)
  • অরিন | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:২৩459329
  • তারপর ধরুন টই  এর প্রতিটি কমেন্ট যদি আরেকটা টই হয়ে যায়, তাহলে কেমন হয়? 

  • Atoz | 151.14.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:২২459328
  • আদরবাসা জিনিসটা যে কীভাবে ফেবুতে চালু হয়ে গেল কেজানে! হয়তো ভালোবাসা জানাই বলতে বলতে বোর হয়ে গিয়ে কেউ বলে দিয়েছিল আদরবাসা। ব্যস, আর যায় কোথা? সবাই আদরবাসা এখন।
    ঃ-)
  • একক | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:২১459327
  • খনুবাবু নিজে এত বৃহত প্রবন্ধ প্রেমী, এত শীঘ্র সিদ্ধান্তে পোউছন কী করে ঃঃ))

    ভাট, এই ডিজাইনের পারট। বন্ধ করার প্রশ্ন নেই।

    একটা কথা বলে কাটি, একিসংগে বেটার এনগেজমেন্ট এর ব্যবস্থা দিন কন্টেন্ট এর তলায়, এবং যারা এংগেজ করবে তাদের ডিজিটালি রেকগ্নাইজ করুন। মেক হিরোজ আউট অফ দেম। ব্যাজ দেম। ইন্সেন্টিভাইস।

    খেলা বদলাবে, ভাট রেখেই, রাদার কাজে লাগিয়েই।
  • অরিন | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:২০459326
  • "কেউ সিরিয়াসলি নেবেন না, শুধু মাঝে মাঝে , 'মার্ভেলাস' বলবেন। "

    আর কি চাই? আমি তো এইটুকু হলেই বুঝবো হাততালি! 

  • lcm | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:১৮459325
  • না না, রেডিও ও টিভি তো সম্পূর্ণ অন্য ব্যাপার - সেখানে কনজিউমার/ইউজার কোনো কন্ট্রিবিউট করে না। ওয়ান ওয়ে।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:e507:7ca0:376d:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:১৭459324
  • আচ্ছা বাই দ্য ওয়ে, সকালের দিকে আমি এই আত্মবিশআস নিয়েই আইডিয়া শেয়ারিং করে থাকি, সেটি একেবারেই গ্রহণযোগ্য হবে না, কেউ সিরিয়াসলি নেবেন না, শুধু মাঝে মাঝে , 'মার্ভেলাস' বলবেন। এই ফিডব্যাকের সংখ্যায়, তাৎঅক্ষণিকতায় ও গভীরতায় আমি ও এলে খুশি হব।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • একক | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:১৫459323
  • আপ্নি, রেডিও র সংগে টিভি তুলনীয় নয়, সেই লাইনে কথা বলছেন ঃঃ)))

    যে, কন্সসিউম করে তার পাব্লিশিং সাইড বুঝতে বয়ে গেছে। তার কাছে তুলনীয়।
  • অরিন | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:১৪459322
  • ভাট  আর টই  পাশাপাশি ,থাকুক না?

    এরকম হলে কেমন হয়? ধরুন টই/বুবুভা পড়ছেন,  একটা sentence বা প্যাসেজ পড়ে ভালো লাগলো, সেটাকে টই থেকে সরাসরি ভাট এ টেনে আনলেন, এনে শেয়ার করলেন। লাইন বা প্যারাগ্রাফ লেভেল এ টই  থেকে ভাট এ শেয়ার করার অপসন থাকলো, কপি পেস্ট করে নয়, সরাসরি । 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:e507:7ca0:376d:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:১৪459321
  • কি ছেলে মাইরি। সক্কাল বেলায় এতো ঝক্কি পোষায় না। পরিষ্কার বল্লো ভাট টা যাতে পোবোন্দের তলায় হয় সেটা দেখতে, তো সেটা আর কি ভাবে হবে, ভাটে পোবোন্দো ছেপে দিলে তো আজ্জো আর দমু গুণবে কটা লেটার হলো, যথেষ্টা আদি ভাট হল কিনা? অতএব আমি বৈপ্লবিক সিদ্ধান্ত নিলাম, ভাট বন্ধ করে টই এ সবাই গপ্প করি। অসুবিধে কোথায়। এলে প্রবন্ধ লিখলো, আমরা তলায় মেয়ের ইশকুল নিয়ে আলোচনা করতে করতে বল্লাম, তৃতীয় প্যারায় গোঁজা দিয়েছেন ধরিনি বুঝি? যদি ভুল বুঝেও থাকি, আইডিয়া টা খারাপ লাগে নিঃ-) হনেস্টলি, পড়ে তো দেখলো, ক্যালেন্ডার এ, পিরিয়ডিক টেবল টাঙানোর মত, সামনে থাগলে তাই তে যার হবার হয়ে গেলো, যাদের হল না, তারা পুনরায় চ্যাট রুম। ছ মাস বাদ।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • lcm | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:০৯459320
  • ফেসবুক ডিজিটাল পাবলিশারই না। কোনো কালেই ছিল না। ছবি টবি দিয়ে ফরম্যাটিং করে সম্পূর্ণ লেখা জমা দেবার জায়গা তো ফেসবুক নয়। ফেসবুকের সঙ্গে কম্পারিশন অমূলক।

    গুরুচন্ডালির সঙ্গে তুলনা হতে পারে - ৪নংপ্লাটফর্ম, বা, সচলায়াতন-এর।
  • একক | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:০৭459319
  • আপ্নি দেখুন না একবার কোন সিরিয়াস ফেবু লেখকের লেখার তলায় ক্রমাগত সমপরকহীন কথা বলে। ইউ উইল গেট ক্লীন ওয়ারনিং, লোকে চ্যাংরা বা অশিক্ষিত ভাববে। এসে বলবে " লেখাটা নিয়ে কিছু বলুন "।
  • একক | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:০৪459318
  • না, আমি ভাট বন্ধ করতে একবার ও বলিনি।

    শশাল মিডিয়ার নানারকম মডেল হতে পারে। ফেবু এক্রকম ছিল। গুরু আরেক্রকম।

    তফাত অনেকটা শপিং মলের সংগে গ্রিক হামামের। দুটতেই এনগেজমেন্ট দু ভাবে হয়্যা সম্ভব। আমি বল্লুম, তার কারন, অনেকে ভাবছেন শপিং মলের টাইলস খুলে হামামের দেওয়ালে লাগালে বেটার কিছু হবে। হবে না,।
  • lcm | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:০৩459317
  • কে বলেছে! ফেসবুকে ভর্তি তো তাই - লেখার বিষয় পটল - আর তার নীচে পাতার পর পাতা আলোচনা হচ্ছে অটল নিয়ে। কত দেখলাম।
  • একক | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:০০459316
  • পয়েন্ট মিসিয়েছেন, বুঝবেন কী করে।

    ১) লোকে আসে শোশালাইজ করতে
    ২) লোকে চায় কন্টেন্ট যত পারা যায় এরিয়ে, শোশালাইয করতে।
    ৩) ফেবুর এনগেজমেন্ট এ কন্টেন্ট সম্পুর্ন এড়িয়ে ওপেন শোশালাইয সম্ভব ই না। কিছু না লিখলেও লাইক দিয়ে শোশালাইয করতে হবে। ওদের ডিজাইনটা ই ওরকম।

    ৪) গুরু তে ভাটি আছে, যেখানে যিরো কন্টেন্ট এনগেজমেন্ট এও শোশালাইয করা যায়। কোন দুক্ষে লোকে কন্টেন্ট এ এংগেজ করবে। ওটা " শুধু ভাটিয়ালি " নয়, ভাটয়ালি এক্টা বিশাল ডিজাইন ডিফারেন্স যাকে কাজে লাগাতে পারলে ভালো কিছু হতে পারত, কিন্তু বরতমানে ডিজাইন ফ্ল্য হিসেবে রোল প্লে করছে। চোউবাচ্চার সব জল এখান দিয়ে বেড়িয়ে যাচ্চে।

    এতে না বোঝার কী আছে ঃঃ)
  • lcm | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৯459315
  • এগজ্যাক্টলি! দু একটা টই তো আছেই - যা খুশি লেখো, মনে যা আসে লেখো - এইরকম টাইটেল নিয়ে, তখন ওগুলোই নতুন ভাটিয়ালি হয়ে যাবে।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:e507:7ca0:376d:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৩459314
  • এককের এক্ষপেরিমেন টা হোক। মাস ছয়েক ভাট বন্ধ করে শুধু খোলা টই থাকুক। লোকে সেখানেই শিশুটক করে আসবে। আবার বাধ্যতামূলক ভাবে লেখাপড়াও করে ফেলবে। এটা খারাপ না। নানা বিধ চিন্তাশীল হরলিক্স এর ক্ষেত্রে , কড়া বাবা হবার প্রয়োজনীয়তা অনুভব করেছি তাই বলছি, হোমফ্রন্টে পুঁটি জ্বালিয়ে খেলোঃ-)

    অরিনদা, আমি শুধু এলে কে ফিড ব্যাকের অভাবে দমে না যেতে বলছিলাম। মিনিংফুল কাজে লাগার মত ফিডব্যাক তো জীবনে এক দুবার আসবে। নাও আসতে পারে। কি করব। তা বলে কি পেম দোবো নাঃ-)

    স্বগতোক্তি, উল্লেখিত ব্যক্তিবর্গের উত্তরের প্রত্যাশায় নয়- এই যে যারা এলো, মিঠু, কেশি, অভ্যু, দু, ইন্দ্রাণী দি এরা কি আবার চলে গেল।

    ঃ-)

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • lcm | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:৪৭459313
  • তাও আগের কিছু লেখা, আর, ২০০৬-২০১২ ভাটিয়ালি এখন নেই, সে সব ধরলে, ১০ লাখের বেশি কমেন্ট হবে
  • lcm | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:৪১459312
  • এককের কথা বুঝলাম না। কন্টেন্টের নীচে আলোচনা - পুরো গুরুচন্ডা৯-ই তো তাই। লেখার নীচে পাতার পর পাতা অলোচনা। প্রায় ১০ হাজারের এর মতন লেখা আছে, তাদের নীচে প্রায় ৯ লাখের মতন কমেন্ট আছে। ভাটিয়ালিও তো তাই, শুধু এখানে ওপরে কোনো কনটেন্ট নেই।
  • অরিন | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৯459311
  • সেক্ষেত্রে ওটা অতৈব হত বোধহয়। :-)

  • S | 2405:8100:8000:5ca1::290:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৯459310
  • হ্যাঁ। শর্টে অতেব।
  • Atoz | 151.14.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৭459309
  • S, যদি কিছু মনে না করেন, আপনি যে "অতেব" বলেন, এটা কী? অতএব?
  • S | 2405:8100:8000:5ca1::f8:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৫459308
  • আমি ফেবুতে নেই। কোনওকালে ছিলামও না। জানিনা আদৌ কোনওদিনও যাবো কিনা। অতেব আমার সেই টান নেই।
  • Atoz | 151.14.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৪459307
  • ভাটিয়ালিতে পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটে, এখানে সবাই একটা সমান সমতলে দাঁড়িয়ে ইচ্ছেমতন কথাবার্তা বলেন। কোনো বাধ্যতা নেই। কেউ হয়তো একটা ফুট কেটে যান, কেউ তিন চার লাইনের কিছু, কেউ হয়তো অস্থির হয়ে বিশ পঁচিশ লাইনের কিছু। কিন্তু সবাই সমান সমতলে। দেওয়া নেওয়া হচ্ছে।
    টইতে বড় বড় যে লেখাগুলো আসে, সেগুলো কোনো লেখক এর। তিনি হয়তো অনেক গবেষণা করে, তথ্য উপাত্ত সংগ্রহ করে লিখেছেন। সেখানে কমেন্ট যারা করবেন হয় তাঁরা নিজেরাও ওই গবেষণার সঙ্গে পরিচিত, হয়তো সক্রিয়ভাবেই করছেন। তো, সেরকম আর কজন? অন্য আর যারা কমেন্ট করবেন, বা করেন,"বাঃ খুব ভালো লাগলো", "সুচিন্তিত লেখা" "মনোগ্রাহী লেখা", এই বলেন। সেরকমই তো হবার কথা, নয় কি?
  • :|: | 174.254.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৩459306
  • ৩টে৫৩ - আজ যদি ব্যাং থাকতেন তবে ঠিক এইটেই জানতে চাইতুম সরি চাওয়া আর আদরবাসা জানানোর মধ্যে কোনটি নিকৃষ্টতর? ওঁর মতের উপর আমার শ্রদ্ধা সেই যখন প্রথম পাতায় সরোজিনী শুয়ে থাকত আর উনি তীব্র প্রতিবাদে সেই অনন্ত শয়ন ঘুচিয়েছিলেন, সেই তকন থেকেই ;)
    আরও একটি সাধ ছ্লি - শিশুটকে অক্ষদার আপডেট পড়ার। কিন্তু হায়, সময় চলিয়া যায়, আর আমাদের নতুন প্রজন্মের মেকাপ শিল্পীর মন কি বাত শোনা হলো না!
  • অরিন | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:০৫459305
  • @বোধিসত্ত্ব:"এটা কি খুব বড় ইসু, নিজের স্বকীয় ভাবনা লিখেছেন, লোকে আগ্রহ পেলে পড়বে।পড়লেই মন্তব্য করবে তাতো না। সাবজেক্ট টা হয়তো নতুন বা‌ ভাবনাটা নতুন,"

    সেটা অনস্বীকার্য| তবে এখানেও দু-একটা কথা যোগ করা যেতে পারে।

    ইলেকট্রন, মন, লেখে দুই জন। 

    এখন কে কেন কি লিখছেন তার ওপরেও খানিকটা নির্ভর করবে | মনে করুন আপনি জীবনযাত্রার মান নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, বিষযটা নিয়ে আপনি জানেন সাধারণভাবে জনতার ইন্টারেস্ট আছে। এবার মনে করুন আপনি  খেটেখুটে একটা জীবনযাত্রার মান নির্ণয়ের জন্য Bayesian d-efficient discrete choice experiment (DCE) optimisation algorithm বানিয়েছেন, পড়াবার লোক পাচ্ছেন না | এখানে বাংলায় লিখলেন। স্বকীয় ভাবনা, নতুন সাবজেক্ট, আপনার ধারণা এখানে যে রকম আলোচনা হয়, কেউ না কেউ পড়বে। নাও পড়তে পারে, কমেন্ট টমেন্ট কিছুই  এলো না, আবার হয়ত একজন দুজন ভারি উতসাহিত হয়ে আলোচনা করতে শুরু করলনে। সেটা  একরকম। আলোচনা হল, হল না, হাত নিশপিশ করছে, লেখা হয়ে গেল, সে একরকম। 

    আবার এমন অনেক বিষয় আছে, যেখানে কেউ কিছু লিখলে লেখকের পাঠকের প্রতি  একটা প্রত্যাশা থাকে, যে, বেশ একটা আলোচনা না হয় হোক। এক ছাঁচে লেখা অবিশ্যি আপনি ফেলতে পারবেন না, তবে মিডিয়ামটা যদি ইন্টার্যাকটিভ হয়, তবে প্রায় সমস্ত বিষয় নিয়ে জমজমাট আলোচনা হোক, সর্বত্র, এটা চাওয়ায় মনে হয় ভুল কিছু নেই |

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত