"অরিন দাদা,অপরাধ নেবেন না, মজা করে বলা। আপনি , বিশেষ করে বিজ্ঞান এর বিষয় নিয়ে কি কোথায় বলবেন সেটা নিয়ে আমি মজা করে বলে ফেললেও আমার বলার অধিকার নেই। ক্ষমা করবেন দাদা।"
আরে, বোধিসত্ত্ব, মজা করে বলা তো অবশ্যই | আমি এতটা গামবাট নাকি :-)
ক্ষমা টমা বলে লজ্জায় ফেললেন মশাই, এ কি, :-), আরে আপনি আলবাৎ বলবেন! আমার মতে অন্তত, আপনার পুরোপুরি হক আছে এ ব্যাপারে | কাজেই ওসব নিয়ে একেবারে কিছু ভাববেন না |
তবে কি জানেন তো, আমারও পরিষ্কার করে কথাটা বলা উচিৎ, কারণ আমি বাংলায় গুরু ছাড়া অন্য কোথাও কিছু লিখি না। পাই এর সঙ্গে অনেকদিন ব্যাক চ্যানেলে কথা বলে আসছি বড় করে করোনা নিয়ে লিখব, আমার কেন যেন ধারণা ছিল যে ভারত আগস্টের শেষে ইনফেকশন রেট নামিয়ে আনবে, তখন লেখা যাবে। সে তো আর হয় উঠল না।
এলেবেলে ধন্যবাদ, :-)
"আমার নিজের মনে হয় বর্তমান দুনিয়ায় যে কোনও লোক যাঁরা সিরিয়াস চর্চা করেন, স্রোতের বিরুদ্ধে সাঁতরাতে ভালোবাসেন, নিজেদের কথা মানে যেটা অ্যাকাডেমিক দুনিয়ার লোকেরা জেনে হদ্দমুদ্দ হলেও জীবনেও প্রকাশ্যে লিখবে না - সেই কথা প্রকাশ করার কিংবা লেখালেখির সত্যিই কোনও বিশ্বাসযোগ্য, সৎ প্ল্যাটফর্ম নেই। "
একেবারে ১০০% সত্যি।
তবে আমি যতটুকু দেখছি, গুরুচণ্ডালী এইরকম একটা প্ল্যাটফর্ম হবার দাবী রাখতে পারে |
অন্তত সেই সম্ভাবনা তো আছেই | এবার পরীক্ষা নিরীক্ষা চলুক |
মডেল যে একেবারে নেই তা নয়, তবে সবকটাই অপরিণত।
যেমন, আপনারা যাঁরা The Conversation এ লেখেন বা পড়েন, তাঁরা জানেন যে The conversation এরকম একটি প্রয়াস | এদের একটি ভাল এডিটোরিয়াল বিভাগ আছে, যিনি লেখকদের সঙ্গে কাজ করেন | তবে কনভারসেশানে লিখতে গেলে আগে pitch করার একটা ব্যাপার আছে, এডিটোরিয়াল discretion এর একটা ভূমিকা আছে | আমার মনে হয় সেটা খারাপ না |
ইভ উইলিয়ামস ("ব্লগার" এর জনক) যখন Medium শুরু করে, তখন সে আলোচনা করত এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরী করার কথা | আমি মিডিয়ামের একেবারে প্রথম দিককার ব্যবহারকারী ২০১১ সাল থেকে (প্রোটোটাইপ স্টেজ থেকে) । মিডিয়ামের নানান পরিবর্তন হয়েছে কালক্রমে, ইদানীং তার একটি নতুন অবতার তৈরী হতে চলেছে, যেখানে লেখকের নিজের নিউজলেটার থাকবে।
এই যে ধরুণ জার্নালিস্টিক ফ্লেয়ার, অথচ জারগনহীন Academic লেখাপত্র, এ একটা স্বপ্ন, কেউ কেউ পারেন :-) |
গতকালই আমাকে জনৈক এথিকস কমিটির এক ভদ্রমহিলা ধমক দিয়েছেন একেবারে প্রাঞ্জল ভাষায় কেন Information sheet লেখা হয়নি। সব যে সবসময় করে ওঠা যায় না, এটা একেকজনের একেক রকমের পরিপ্রেক্ষিত থেকে দেখতে লাগে অবশ্য |
আমার নিজের মনে হয় বর্তমান দুনিয়ায় যে কোনও লোক যাঁরা সিরিয়াস চর্চা করেন, স্রোতের বিরুদ্ধে সাঁতরাতে ভালোবাসেন, নিজেদের কথা মানে যেটা অ্যাকাডেমিক দুনিয়ার লোকেরা জেনে হদ্দমুদ্দ হলেও জীবনেও প্রকাশ্যে লিখবে না - সেই কথা প্রকাশ করার কিংবা লেখালেখির সত্যিই কোনও বিশ্বাসযোগ্য, সৎ প্ল্যাটফর্ম নেই। ওয়েবজিন সে জায়গাটা নিতে পারত, কিন্তু দুঃখজনক হলেও সত্যি সে বেচারার এখনও সে দশা বা ম্যাচুরিটি আসেনি। একে তো দেখি নেহাতই ফেবু স্ট্যাটাসকেই অনেকে পোবোন্দো বলে চালিয়ে পরম আত্মশ্লাঘা বোধ করেন, হাজারি-দু হাজারিরাই ওয়েবজিনের চলতা-ফিরতা পোবোন্দোকার। বড় লেখা ধারাবাহিকভাবে লিখলেও সে লেখা ভালো হোক কি খাজাস্য খাজা - কেউ বিশেষ পড়েন-টড়েন না। আর লিটল ম্যাগের কথা যত কম বলা যায় তত ভালো। কাজেই সব মিলিয়ে খুবই হতাশাজনক পরিস্থিতি।
পিটিস্যার, মহাশ্বেতা দেবীর কোমরের জোর কি সহসা ২০১১-র পরেই কমতে থাকে? নবারুণের কথা বললেও না হয় ঠিক ছিল। আর আনন্দবাজারের 'খ্যাতি'-র অনেক শ্রেণিবিভাগ, অনেক থাকবন্দি ব্যাপার আছে। তারা চারের পাতায় পোবোন্দো যে কোনও মিঞার প্রকাশ করে না। সেখানেও নামের পেচুনে বিশেষ স্ট্যাম্প লাগে। পদমর্যাদার স্ট্যাম্প। লেখা নয়, লেখকই বিবেচ্য। তা সে লেখা যতই ওঁচা হোক না কেন।
অরিন, (আসলে আপনাকে দেখার পরে সঙ্গে একটা 'বাবু' বসানোই উচিত) অনেক অভিনন্দন। লেখা জারি রাখুন। নিজের লেখা নিজের নামে আনন্দবাজারে দেখতে চাওয়ার অনুরোধ জানিয়ে গেলাম। এবং ধারাবাহিকভাবে।
ইনকাম ট্যাক্স বাড়ালে মধ্যবিত্তের ওপর কোপ পড়ে।শিল্পপতিরা বেড়িয়ে যায়।এতবছর ধরে তো ইনকাম ট্যাক্স বাবদ বিরাট কিছু লাভ হয় নি সরকারের।মূর্খের সঙ্গে তর্ক করাই বৃথা।
আমাদের দেশে ইনকাম ট্যাক্স যতোই বাড়াও কোন লাভ হবে না।ওদিকে শিল্পপতিরা ইনিয়ে বিনিয়ে কর্পোরেট ট্যাক্স কমিয়ে নেবে বা ভর্তুকি নেবে।ব্যাংক ফাঁক করে কোটি কোটি টাকা মেরে নেবে।ওখান থেকেই কিছুটা নেতাদের কিক ব্যাক দিয়ে দেবে। সরকারের যতো ফুটানি,তেল এর ওপর সেস বসানো,গরীব মানুষের ভর্তুকি তুলে নেওয়া আর শিক্ষা স্বাস্থ্যে বাজেট কমানো। অবিশ্যি মিডিয়া কিছু লাভ করবে,প্রশস্তি গেয়ে,সার্কাস দেখিয়ে।
ইনকাম ট্যাক্স পুরোতুলে দেওয়া উচিত।থাকলেও খুব হাই ইনকাম গ্রুপে আবদ্ধ থাকুক।অতো বড় ডিপার্টমেন্ট না চালিয়ে, ট্রানজ্যাকসন ট্যাক্স চালু করুক। এতে করে ইকোনমি দ্রুত সচল হবে।