দূরবীণ, মানবজমিন - দুইই পঁচাত্তরের পরে। যাও পাখী, ফজল আলী পঁচাত্তরের আগে না পরে?
দূরবীণ, মানবজমিন - দুইই পঁচাত্তরের পরে। যাও পাখী, ফজল আলী পঁচাত্তরের আগে না পরে?
তোমরা ভাটে কি লেখো কিছুই বুঝি না আকাদা। কদিন ধরে দেখলাম একজন লিখছেন বিদ্যাসাগর ভয়ানক খারাপ লোক। এবিষয়ের প্রবক্তা আরেক মহাশয়ের কাছে এককালে জানতে চেয়েছিলাম এডামের রিপোর্টে মেয়েদের লেখাপড়ার কথা কিছু লিখেছে কিনা। তো তিনি মেয়েমানুষের প্রশ্ন গ্রাহ্য করেন নি। তাই গোড়া থেকে শুরু করবো ঠিক করেছি। একে মাথামোটা, তার ওপর রোজই হাজার হাজার ডঃ হাজরার উদয় হচ্ছে। এর মধ্যে আর সিলেবাস বাড়িও না।
চিত্রলেখা চৌধুরীর 'অমল ধবল' শুনেছি কি? মনে পড়ে না। ওনার এই কম্পাইলেশনটা আমার মনে হয় সেরা। কে জানে, হয়ত আমার ছেলেবেলা ফিরিয়ে দেয় বলে -
দক্ষিণীতে একসময়ে সুনীল রায় আর সুবিনয় রায়ের নাম একসঙ্গে প্রায় বলা হত। সুনীল রায় একেবারে দক্ষিণী ঘরানা। অল্প বয়েসে না মারা গেলে আরেকজন 'টেকনিকালি অসম্ভব ভাল, শক্ত গান অবলীলায় গাইতে পারেন কিন্তু হৃদয়ে সেরকম আলোড়ন তোলেন না' গায়ক হিসেবে খ্যাতি পেতে পারতেন।
আমাদের একজন শিক্ষক কেমিস্ট্রি পড়াতে এসে প্রথম দিনই ক্লাসে গম্ভীর মুখে বললেন, 'দেখো তোমরা এই দু বছর কিন্তু প্রচুর পড়তে হবে। এর কোনো বিকল্প নেই।' বলে একটু থেমে, 'কেউ কেউ অবশ্য বিকল্প হিসেবে মাইক্রোজেরক্স ব্যবহার করে থাকে।'
মহম্মদের জীবনের ওপর ভালো কাজ কী কী আছে?
অভ্যু! এসো এসো! অনেকদিন পরে, ভালো আছো তো?দু-চারটে দেবুদাদুর গান দিও:-)
হ্যাঁ।
ফেসবুকোলা হওয়ার এরম কিছু সুবিধে আছে বটে।
বাই এনি চান্স চর্চাপদের করা অরূপরতন বসুর অন্তরীপ বইটা কাছে আছে?
অভ্যুর ফেসবুকের রাজীব চক্রবর্তীর সাথে আলাপ আছে? ভদ্রলোকের রেকর্ড কালেকশন প্যাশন এবং প্রচুর রেকরড ডিজিটাইজ করেছেন ও করছেন। দুষ্প্রাপ্য জিনিসের খোঁজ দিতে পারেন। যাদবপুর থেকে ব্রিটিশ লাইব্রেরির জন্য হিন্দুস্তানি রেকর্ড ও ক্যাসেটের আর্কাইভ করেছে। bl.uk র কোনো eap তে থাকতে পারে। গেনো লোকজন ঢুঁড়ে দেখতে পারেন।