এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 42.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৯:২৯452991
  • A -Z, যেটা লিখলেন।ইংরেজি হলো ক্ষমতার ভাষা।একদম খাঁটি কথা। যাঁরা ইংরেজির বিপক্ষে বলে,তাঁরা অন্যকে ক্ষমতার স্বাদ আস্বাদন না করার জন্যই বলেন।

    এদিক থেকে দেখতে গেলে হিন্দি ও ধীরে ধীরে ক্ষমতার ভাষা হয়ে উঠছে। আস্তে আস্তে গুজরাটি,পাঞ্জাবী,মারাঠি ভাষা গুলোর ওপর কতৃত্ব শুরু করে দিয়েছে।এইসব ভাষা নিজেদের স্বতন্ত্রতা দিনকে দিন হারাচ্ছে। এখন বাংলা, ও ড়িয়া,তামিল,তেলুগু এই সব ভাষা গোষ্ঠী যদি নিজেদের স্বতন্ত্রতা কে বেশি মূল্য দিতে চায়,তাহলে হিন্দি ভাষার চাপিয়ে দেওয়া এই নীতির বিরুদ্ধে সবরকম প্রস্তুতি নিতে হবে।নতুবা,ক্ষমতার ভাষা হিসাবে হিন্দিকে মেনে নেওয়া ছাড়া গতি নেই।

  • অরিন | ২৩ আগস্ট ২০২০ ০৯:২৭452990
  • "এগ প্ল্যান্ট বলে মূলত আমেরিকায়।ইওরোপে বেগুনকে অবার্জিন বলে।"

    এগ প্ল্যান্ট বলে সাদাটে গোলাকার দেখতে বেগুনকে, যেগুলোকে দেখতে বড় ডিমের মতন। আসলে তো বেগুনের উৎস মূলত দক্ষিণ ভারতে, আরবীরা তাকে বানজিন বলত নাকি, সেখান থেকে পর্তুগীজ অবারজিন কথাটা এসেছে, ইউরোপ, ইংল্যাণ্ডের রান্নার বইতে অবারজিন কথাটারই উল্লেখ দেখেছি, যদিও এগপ্ল্যান্ট কথাটা প্রায় সর্বত্র চলে।  

    কার্ড (মানে আমাদের দই) আর ইওগার্ট কিন্তু ঠিক এক বস্তু নয়, :-)

  • S | 2a0b:f4c0:16c:16::***:*** | ২৩ আগস্ট ২০২০ ০৯:২৫452989
  • ফ্রেন্চ বলা নিয়েও লোকে খোটা দেয় অনেক জায়্গাতে। যেখানে সাধারণ লোকজন ইংরেজিতেই কথা বলে, সেখানে ফ্রেন্চ বলাকে রীতিমত এলিটিজমের সমতুল্য মনে করা হয়। সেক্ষেত্রে রেগে গেলে সেই নিয়ে খোটা দিতেই পারে।

    পিন্ক ফ্লয়েড তো বৃটিশ - ওরা কালারে ইউ দেয়।

    ব্রিন্জল বোধয় এসেছে সাউথ আফ্রিকান ইংরেজী থেকে।
  • sm | 42.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৯:১৮452988
  • এগ প্ল্যান্ট বলে মূলত আমেরিকায়।ইওরোপে বেগুনকে অবার্জিন বলে।ভারতে বোধ হয়, ব্রিঞ্জল ই চালু আছে।

    ভারতে আমরা দই কে কার্ড বলি।সারা বিশ্ব ইওগার্ট বলে জানে।কি জানি কোত্থেকে কার্ড কথাটা এলো! ওখানকার ইংলিশ স্পিকিং লোকজন তো কার্ড কি বুঝতেই পারে না।

  • Atoz | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৯:১৩452987
  • ঈশ, এই এভারেস্টজয়ী ভদ্রলোকের লেখাগুলো আমি কিছুই পড়িনি, সামান্য সামান্য কিছু অন্যের দেওয়া উল্লেখ ছাড়া। পড়তে হবে।
  • অরিন | ২৩ আগস্ট ২০২০ ০৯:১১452986
  • "উঠেছিলেন না উনি? লিখেওছেন?"

    না না, প্রচুর  লিখেওছেন (ভিউ ফ্রম দা সামিট অসামান্য লেখা)

  • অরিন | ২৩ আগস্ট ২০২০ ০৯:০৫452985
  • ":D", চমৎকার! 

    মাত্র এই ক'জন? লিস্ট-টা আরেকটু বাড়াতে হবে যে ।

  • Atoz | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৯:০৩452984
  • এভারেস্টে উঠেছিলেন না উনি? লিখেওছেন?
  • :D | 45.128.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৮:৫৬452983
  • নিয়াও মার্শ, কিরি তে কানাওয়া, এডমান্ড হিলারি, রিডার্ড হ্যাডলি কিউই ফ্রুট, কিউই বার্ড সবার লেখা পড়েছি।

  • dc | 103.195.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৮:৩৯452982
  • অরিন, হ্যাঁ ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৮:৩৩452981
  • অরিন, হ্যাঁ, বেগুনকে ব্রিঞ্জল আগে বলত, মনে হয় পর্তুগীজ থেকে ছিল ঐ শব্দটা। এখন তো সর্বত্র এগপ্ল্যান্ট বলে।
  • Atoz | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৮:৩১452980
  • রঞ্জনদা, এই ত্তো এসে গেছেন।
    বাড়ি থেকে পালিয়েছিলেন কেন? খুব মারধোর করতো? পালিয়ে কোথায় গেলেন? কতদিন পালিয়ে থাকলেন? কয়েক মাস? না আরও বেশি? তখন খেলেন কী, শুলেন কোথায়?
    ঐ ঘটনা ইত্যাদি নিয়ে উপন্যাস লেখার প্ল্যান করছেন কী? ঃ-)
  • অরিন | ২৩ আগস্ট ২০২০ ০৮:২৬452979
  • ও | পিঙ্ক ফ্লয়েড  কি আমেরিকান না ভারতীয়?

  • dc | 103.195.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৮:১৯452978
  • পিংক ফ্লয়েড কিন্তু colour কে colour ই লেখে। যেমন কিনা এই গানটাঃ

  • অরিন | ২৩ আগস্ট ২০২০ ০৭:৫১452977
  • @Atoz, ইংরেজি "রাজ"ভাষা বললেন বলে মনে হল সব ইংরেজী এক নয়। বিলেত আমেরিকার ইংরেজী আর বাকী কমনওয়েলথ দেশগুলোর ইংরেজী একভাবে লোকে দেখে না। 

    সমসাময়িক কালে নাহাইও মার্শ আর আগাথা ক্রিস্টি রহস্য উপন্যাস লিখতেন, দুজনের লেখার স্টাইল এররকমের, নহাইও মার্শ নিউজিল্যাণ্ডের মানুষ (থাকতেন যদিও লণ্ডনে, লিখতেন নিউজিল্যাণ্ডের পটভূমিকায়  গোয়েন্দা রডরিক এলেনের কীর্তি কলাপ), কজন চেনেন বলতে পারবেন? ক'জন অস্ট্রেলিয়ান ইংরেজী সাহিত্যিকের লেখা লোকে পড়েছেন? 

    @রঞ্জনবাবু, "ব্রিঞ্জল বার্তাকু" লিখেছেন। আজকালকার দিনে ভারতে ছেলেপুলেরা মনে হয় "ব্রিঞ্জল এগপ্ল্যাণ্ট" বলবে। আজকাল বহু ভারতীয়কে colour এর বানান color লিখতে দেখি, আর মার্কিন কায়দায় উচ্চারণ করে। শুনতে বদখৎ লাগে, কিন্তু ওইভবে করে দেখেছি। 

  • রঞ্জন | 122.176.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৭:১২452976
  • @অরিন ও এতোজ,

                চার বছর বয়েসে (১৯৫৪) বাবার চাকরির সুবাদে গেলাম হাজারিবাগ জেলার ( ঝারখন্ডে) পাহাড়ের গায়ে বোকারো পাওয়ার হাউস। মার্কিন কুলজিয়ান কোম্পানির সহযোগে গড়ে উঠছে। কোলকাতা থেকে আনা হল ইংরেজি শেখার 'ওয়ার্ড বুক' , কার্সিভ রাইটিং মকশো করার বই এবং নামতা শেখার ধারাপাত। 

         দুলে দুলে পড়তে হত ঃ

    "ব্রিঞ্জল বার্তাকু, প্লোম্যান চাষা,

      পামকিন লাউকুমড়ো, কিউকাম্বার শসা"।

    ধারাপাতে পড়তাম কড়াকিয়া, গণ্ডাকিয়া, পণকিয়া এবং শুভংকরের আর্যা। সে এক টর্চার। একবছরের মাথায় মুক্তি পেলাম  কোলকাতায় এসে গার্লস স্কুলে ইনফ্যান্ট ক্লাসে ভর্তি হয়ে। আনন্দ পেলাম দাদুর ঢাউস কাশীরাম দাসী মহাভারত রাজসংস্করণে । তাতে ছিল পয়ার ছন্দের দোলা এবং রবিবর্মার অনুকরণে কিছু আর্টপ্লেট। একটা সাদা কালো ছবি সুর্যকন্যা তপতী ও রাজা সম্বরণ --দুজনে দুজনকে দেখছেন--আমাকে নাড়িয়ে দিয়েছিল। শিশুবয়সেও খানিকটা টের পেয়েছিলাম - 'আমার সর্বনাশ'।

             

          

  • Atoz | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৭:০৮452975
  • হুঁ, মনে হয় সেটাই। "রাজ"ভাষা। ভাষা ক্ষমতা কাঠামোর অংশ। ক্ষমতা যার সবচেয়ে বেশি, সেই "রাজ" করে। বাকীরা জাস্ট টেকেন ফর গ্র‌্যান্টেড। আবাহন ও নেই বিসর্জনও নেই। দুধুভাতু। ঃ-)
    এই দেখুন, কত ভালো ভালো জাপানী লেখক তো আছেন। মুরাকামি এত বিখ্যাত হয়ে গেলেন, তার একটা কারণ তো অবশ্যই ইংরেজীতে তাঁর অনেক লেখার অনুবাদ। চীনের থ্রীবডি প্রব্লেম ও প্রায় ওরকমই কেস। ওটা যদি চীনেভাষাতেই থেকে যেত, ক'জনে খবর পেত?
  • অরিন | ২৩ আগস্ট ২০২০ ০৬:০৬452974
  • ""দুপাতা জার্মান পড়ে "---এইরকম কোনো হ্যাটা কিন্তু কোনোদিন শোনা যায় না। মনে হয় সম্ভ্রমের চোখে দেখা হত"

    নিশ্চয়ই তাই হবে। তবে ইংরেজী "রাজ"ভাষা হবার সুবাদেও এই ধরণের কথা চালু হয়ে থাকতে পারে। মনে করুন, "মোগল পাঠান হদ্দ হল, ফারসী পড়ে তাঁতী", হঠাৎ ফারসী  নিয়ে কেন রে বাবা? অথচ সংস্কৃত নিয়ে কেউ বলবে  না | আজকাল  হয়ত হিন্দি নিয়ে অমন কথাবার্তা লোকে বলতে পারে | অন্তত কিছু বাঙালীর মুখে আজকাল অদ্ভুত রকমের হিন্দি মেশানো বাংলা শুনে তাই মনে হয় | 

  • Atoz | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৪:৪৯452973
  • রঞ্জনদা, আছেন?
  • Atoz | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৪:৪৭452972
  • @অরিন, বাগবিধি না, ওরকম নামতার মতন করে ইংরেজী শব্দ ও তার অর্থ শেখানো হত ক্লাসের পরে।
    "ফিলোজফার বিজ্ঞলোক, প্লৌম্যান চাষা
    পামকিন লাউকুমড়ো, কুকুম্বার শশা"
    এইভাবে ছড়ার মতন ইংরেজী শব্দের নামতা ঘোষানো হত। ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৪:৪৪452971
  • অনেকে জার্মানভাষাও শিখতেন, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পৃথিবীতে, তখন অনেক ভালো ভালো বিজ্ঞানের গবেষণাপত্র জার্মান ভাষায় বের হত।(শুনেছি সত্যেন্দ্রনাথ, মেঘনাদ এঁরা রীতিমতন লড়াই করে দ্রুত জার্মান শিখে নিয়েছিলেন ওসব পেপার পড়ার জন্য)
    কিন্তু "দুপাতা জার্মান পড়ে "---এইরকম কোনো হ্যাটা কিন্তু কোনোদিন শোনা যায় না। মনে হয় সম্ভ্রমের চোখে দেখা হত, ওরকম ভীষণ কঠিন ভাষা শিখে নেওয়া, ও বাবা! ঃ-)
  • অরিন | ২৩ আগস্ট ২০২০ ০৪:১৩452970
  • ইংরেজীর ওপরে শিক্ষিত শহুরে বাঙালীর ফেটিশ, মনে হয় উনবিংশ শতক থেকেই , যেমন "পমকিন লাউ কুমড়ো, প্লোম্যান চাষা ", ইত্যাদি বাগবিধি, তারপর ধরুন ট্রানসলেশনের প্রতিযোগিতা আগে হত,  এখন কতটা হয় জানিনা। তারপর যারা একটু ইংরেজ ঘেঁষা হত, তাদের নিয়ে নানারকমের কেন যেন সামাজিক "হ্যাটা" দেওয়া হত ("টেঁশো" ইত্যাদি উপাধি, তারপরে "সপ্তপদী" মনে আছে?) |  মনে হয় তুলনায় যাঁরা ফ্রেঞ্চ শিখতেন, তাঁদের কেন যেন বাঙালি dilettante রা ভারি সম্ভ্রমের চোখে দেখতেন (এখনো মনে হয় কর্তারা তাই দেখেন), ফলে "দু পাতা ফ্রেঞ্চ পড়িচিস" টাইপের মন্তব্য করার কারো সাহসই মনে হয় হত না) |

  • Atoz | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০৩:৩৬452969
  • সেটাই সম্ভব। দুই সংখ্যাটার উপরে জোর দেওয়া হয় মনে হয়।
    যেমন, দু'পেগ টেনেই আউট হয়ে গেলি? ঃ-)
    দুইদিন যোগী ধ্যানে বইসে, ভাতেরে কয় অন্ন! ঃ-)

    কিন্তু সে হোক, "ইংরেজী" ব্যাপারটা খেয়াল করবেন। পড়ার ব্যাপারে ইংরেজীর উপরে জোর দেওয়া হয়েছে। ঃ-)
  • অরিন | 161.65.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০২:২৩452968
  • দুপাতা পড়ে, না, দুপাতা পড়ার অভিযোগ করে? মনে হয় এর সঙ্গে "দু" এর সম্পর্ক।  দু পাতা, দু পেগ, দু মুখো, দু চ্ছাই ...

  • Atoz | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০২:১৩452967
  • আচ্ছা মহায়রা বলতে পারেন, ইংরেজী কেন লোকে দু'পাতা পড়ে? রেগে গেলেই দেখি লোকে বলে, "দুপাতা ইংরেজী পড়ে ধরাকে সরা জ্ঞান করছ?"
    আর কোনো ভাষা নিয়ে কিন্তু এইরকম শোনা যায় না। দুপাতা জার্মান/ফ্রেঞ্চ/ইতালিয়ান/অন্য কোনো ভাষা পড়ে ধরাকে সরা জ্ঞান করার অভিযোগ শোনা যায় না। ঃ-)
  • Du | 47.184.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০১:১০452966
  • হ্যাবা এলেবেলেকে।

    রঞ্জনদা এই ভক্তিরস আমার আছে। খুবই বিরক্তিকর কিন্তু হঠাত করে কীর্তন শুনে কি এমন মানবজনম রইলো পতিত কি বান্দো সে পর্দা করনা কেয়া শুনে চোখে জল এসে যায়।
  • Arun Chakrabarti | ২৩ আগস্ট ২০২০ ০০:৫৭452965
  • আচ্ছা বলুনতো, শ্রীযুক্ত অমর্ত সেন বাবু মহাশয় শান্তিনিকেতনে এত্তো অশান্তির পরও মুখে

    কুলুপ এঁটে বসে আছেন কেন?

    এব্যাপারে ভালোমন্দ কিছু বলা ওনার কি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না?

  • এলেবেলে | 202.142.***.*** | ২৩ আগস্ট ২০২০ ০০:১৪452964
  • রঞ্জনবাবু, আজ তো দেখছি ডবল তোফা! নজ্জা-নজ্জা মুখে বলেই ফেলি ভারতীয় সময় অনুযায়ী আমার জন্মদিন বিগত হওয়ার আর ১৮মিনিট বাকি আছে। আজই সকালে খ-এর পাঠানো বিনয় ঘোষের পাঁচ খণ্ড প্লাস আপনার এই কবিতা মিলিয়ে আজকের দিনটা জম্পেশ সেলিব্রেট করলাম। অনেক ধন্যবাদ।

  • হিজি-বিজ-বিজ | 2605:e000:9000:3200:81e2:b6ba:f581:***:*** | ২২ আগস্ট ২০২০ ২২:২৭452963
  • এক্কেরে নাজুক হইছে । রঞ্জন দা কে ক ।
  • রঞ্জন | 182.69.***.*** | ২২ আগস্ট ২০২০ ২১:৫২452962
  • (১)

    'বর্তমান মুক্তকচ্ছ, ভবিষ্যৎ হোঁচটেতে ভরা'।

    দু'পাতা ইংরেজি পড়ে যত নাস্তিকের দল আজ

    ধরা দেখে সরা।

    চৈতন্যের তিরোধান, যীশুবাবা মিরাকলে 

    করিছে কোশ্চেন!

    অনন্তশয্যায় বিষ্ণু  ত্যক্ত হয়েঅবশেষে

    উঠিয়া বসছেন।

    (২)

    বানরে কি গাহে গীত, জলে ভাসে শিলা?

    মূর্খে কি বুঝিবে বল দেবতার লীলা।

    মূঢ় জীব শাস্ত্রবাক্যে না কর সংশয়।

    ভাট- তর্কে মতি তব হউক অক্ষয়।

    অদ্যাপিহ সেই লীলা খেলে গোরা রায়,

    কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়।

    যেমন দেখেছে তারে এই দুটি ভাই,

    নবদ্বীপে ছিল যারা জগাই-মাধাই।

    এ'পাড়ায় তাহাদের আছে গুহ্যনাম,

    সত্যকথা কি বলিব, বিধি মোরে বাম।

    গুরুর আদেশে সাজে নাস্তিকের দল

    প্রমোদে মাতিয়া ওঠে বাজায়ে বগল।

    কিন্তু প্রতি রাত্রে তারা রুদ্ধদ্বার গৃহে,

    কাঁদিয়া আকুল হয় ভক্তিরসে, দোঁহে।

      একজন এলেবেলে, অন্য এক 'রায়'।

     --খামোখা গৌরাঙ্গ মোরে রাখো রাঙ্গা পায় ।।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত