এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২৯ জুলাই ২০২০ ১৯:০২451242
  • পাই দেখলুম শঙ্কা প্রকাশ করেচে " এতো সময় দেবে কে ? " .

    প্রচুর অতিরিক্ত সময় দিতে হবে এই এস্টিমেশন কি করা হয়েচে আদৌ ?? এখন যাঁরা ডেভেলপমেন্ট ও ডিজাইনে সময় দিচ্ছেন তাঁরা কিছু কম পরিশ্রম করেন বলে তো মনে হয়না | কদিন বাদবাদ উঁকি দিলেই দেকি এটা ঝুলছে ওটা দুলচে , মানে আরকি নানাবিধ রংচঙে ব্যাপারস্যাপার | এগুলো বানাতে - টেস্ট করতে - ইমপ্লিমেন্ট করতে যথেষ্ট সময় যায় বলেই মনে হয় |

    সমস্যা আদৌ সময়ের কী | এন্ড টু এন্ড রিসোর্স ( মানে রাইটার -কন্টেন্ট -ইউসার- ফিডব্যাক এই সব ) ম্যানেজমেন্ট আর ডেটা ফ্লো তে আরো ইন্টিগ্রিটি দরকার | একেকটা ফ্লো একদম পা থেকে মাথা পরিষ্কার ছবি থাকবে | ডায়নামিক রিডার প্রোফাইল দরকার | যা বলেছি তার খুববেশি টুয়েন্টি পার্সেন্ট মাত্র টেকনিক্যাল কাজ , বাকিটা আসলে প্রসেস ম্যানেজমেন্ট এর দিশা ঠিক করা | হোয়াইট বোর্ড আর পেন্সিলের জব |

    গুরুর পুরোনো লুক ফেরত চাই | যার ভেতরে রান করবে একটা বুদ্ধিমান সিস্টেম যে পাঠকের -লেখকের বিহেভিয়ার রীড করবে উইথ মিনিমাম ইন্টারভেনশন | এরকম সারা গায়ে স্টিকার আটকানো শপিং কার্ট লুক যে "খারাপ " লাগচে taa নয় , এরকম তো চারপাশে রোজ দেখি , এতে গুরুর নিজস্বতা মার্ খাচ্চে |
  • zahai_guru_tahai_chondal | 37.***.*** | ২৯ জুলাই ২০২০ ১৮:৪১451241
  • 70 poysa?

  • sm | 2402:3a80:a8e:126e:0:10:1cf0:***:*** | ২৯ জুলাই ২০২০ ১৭:৫৭451240
  • ধন্যবাদ রঞ্জন বাবু।আমি শঙ্কিত ভারতীয় পাব্লিক সেক্টর ব্যাংকিং এর ভবিষ্যত নিয়ে ও কর্মী সংকোচন নিয়ে।আমজনতার পি পি এফ,ডিপোজিট,সঞ্চয় এগুলো নিয়ে।আদৌ ফেরত পাবে তো নাকি ফেরত পাবে উইথ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে? আমার দেশ কিন্তু অর্থনৈতিক ভাবে রুগ্ন নয়।কিন্তু সামাজিক সুরক্ষা বলে বিশেষ কিছুই নেই।তাই ভয় হয়।

    যাই হোক সুখবর দিয়ে যাই।রাশিয়া অগাষ্ট ১০ এ প্রথম কোভিড ভ্যাকসিন বাজার জাত করতে চলেছে।
    জয় লেনিন,জয় পুটিন!
    https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=https://amp.cnn.com/cnn/2020/07/28/europe/russia-coronavirus-vaccine-approval-intl/index.html&ved=2ahUKEwiCyNSBsvLqAhWCguYKHXpcBTEQiJQBMAB6BAgKEAQ&usg=AOvVaw3fZ8TI13fJu8d-RYSb8IFc&cf=1
  • kumu | 110.227.***.*** | ২৯ জুলাই ২০২০ ১৭:৫৬451239
  • হুতো, সোহাগের কেমন লাগল পাকা চাকুরীর গল্প ?
    আর, পুরোনোদের মাসোহারা দিয়ে ফিরিয়ে আনার প্রস্তাব যারপরনাই পচন্দ হয়েছে,কবে থেকে চালু হচ্চে ইটি?
  • রঞ্জন | 182.69.***.*** | ২৯ জুলাই ২০২০ ১৬:১৪451238
  • পাই,

        ধন্যবাদ। কিন্তু ব্যাংকিং নিয়ে বড় লেখা নামানোর এলেম আমার সত্যিই নেই । এত টেকনিক্যালিটি! ভয় পাই মুখ খুলতে। এর জন্যে শিবাংশু ও বড়েস যোগ্য ব্যক্তি। আমি সাইডলাইনের বাইরে বসে ফুট কাটতে পারি, ঐটুকুই। তবে এই সুযোগে আমাদের এসএমকে  একবার সরি বলে নিই।

    @এস এম, 

      বছর চারেক আগে আপনি এখানে ভারতের ব্যাংকিং ব্যবস্থায় ভেতরে ঘুণ ধরেছে , এনপিএ হুহু করে বাড়ছে, আরও বাড়বে বলায় এখানে  আমরা ( আমি সমেত) হেসে উড়িয়ে দিয়েছিলাম। বড় মুখ করে বলেছিলাম-- এসব নতুন নয়, থোড়া বহুত উঁচানীচা হোতা হ্যায়। ঘাবড়াও মৎ । ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম অত্যন্ত রোবাস্ট। শক অ্যাবসর্প করার ক্ষমতা অনেক বেশি।

     আজ নিঃসংকোচে স্বীকার করছি সেদিন আপনি ভুল ছিলেন না , আমি ও আমরা ছিলাম।

  • he_he | 37.***.*** | ২৯ জুলাই ২০২০ ১২:৪২451237
  • tahole sokal theke interaction niye chintito  onara kara

  • r2h | 2405:201:8805:37c0:5cc2:69ae:3656:***:*** | ২৯ জুলাই ২০২০ ১২:৩৮451236
  • ভাটে বিশাল কিছু ট্রাফিক আছে বলে তো মনে হয় না, সোশাল মিডিয়াই লেখা ছড়িয়ে দেওয়ার জায়গা হিসেবে উৎকৃষ্ট, বা ব্যক্তিগত নেটোয়ার্ক।

    অনেক কাল আগে যখন অত কিছু ছিল না, সেই পরবাস বা আদ্যিকালের গুরু বা বাংলা লাইভের ম্যাগাজিন, যখন ইন্টারনেটে বাংলা পর্জতে পাওয়াই একটা অতিরিক্ত আনন্দের ব্যাপার ছিল, কোন লেখা পড়ে, আর পাঁচটা লোকের ভালো লাগবে মনে হলে মেল ও করার চল ছিল।

    দুখেদার রবীন্দ্রজয়ন্তী যে জিফ ফাইল সেভ করে কত লোককে পাঠালাম, সোডা জলের লিঙ্ক, সৈকতদার হাম্বা, গুরুর অনিয়মিত সাময়িকী, তখন কোথায় ফেসবুক হোয়াটসঅ্যাপ।

    তাতেও এসব জিনিস ভাইরাল হয়েছে, আজকাল একশো আটটা চ্যানেল, সেসবকে ব্যবহার করতে তো হবেই।
  • r2h | 2405:201:8805:37c0:5cc2:69ae:3656:***:*** | ২৯ জুলাই ২০২০ ১২:৩০451235
  • নিজের লেখা নিজে শেয়ার করার দরকার নেই, সেটা আমার মনে হয় না। নিজের বৃত্তে নিজের লেখার গ্রহণযোগ্যতা বেশী, সে জায়গাটা লেভারেজ করা তো খুবই ভালো, পাঁচটা লোক পড়বে বলেই তো লিখে প্রকাশ করা।
  • অন্য নীপা | 2a0b:f4c1::***:*** | ২৯ জুলাই ২০২০ ১২:২৮451234
  • ওরে বাবা শেষে লোকে নিজের ব্লগে ট্র‍্যাফিক বাড়াতে বারেবারে নিযের লিংক দেবে। আবার ক যদি খয়ের লেখার লিংক না দিয়ে গয়ের লিংক দেয় তখন খ চেচাবে পপিচু বলে।
    অবশ্য ভাটে কাওতাল লেগেই থাকবে যদি সেটাই উদ্দেশ্য হয়।
  • he_he | 37.***.*** | ২৯ জুলাই ২০২০ ১২:১৯451233
  • : ese link diye zao

    : link diye vir koro na

    : onner link dao nijer ta debe na

  • অরিন | ২৯ জুলাই ২০২০ ১২:১৬451232
  • "লেখার লিংক ভাটে নিয়ে এসে আড্ডা হলে সেই লেখা তো ফাঁকাই যাবে। ভাটটা বিবিধ ব্যাপারে ভর্তি হয়ে যাবে, সেরকম হলে বোঝা-টোঝা যাবে ?"

    ঠিকই বলেছেন, লেখার লিংক ভাটে নিয়ে আসার আইডিয়াটা দেখছি বাজে, যেরকম ভেবেছিলাম সেরকম নয়।

    অনেক ঝামেলা,

    - যার লেখা, সে আনলে "বিজ্ঞাপণ",
    - অন্য কেউ আনলে আনতে পারে, তাহলে লিংকের ভিড়ে যাচ্ছেতাই,
    - অন্যান্য আলোচনাগুলো বারোটা বাজবে।
    - মাঝখান থেকে মূল লেখাটায় ফাঁকা থাকবে, আবার
    - আলোচনাগুলো ভাটে নিয়ে এলে মূল লেখার সঙ্গে যোগসূত্রটাও মাটি

  • Amit | 203.***.*** | ২৯ জুলাই ২০২০ ১২:১৫451229
  • হ্যা , অস্ট্রেলিয়ান আবরিজিনাল পপুলেশন 18-19th সেঞ্চুরি তে প্রায় 80-90-% উজাড় হয়ে যায়. রেপিটেড স্মলপক্স এপিডেমিক ওয়াস দা মেন্ কিলার, তার সঙ্গে যুদ্ধ, ডেলিবারেট মাস কিলিং ইত্যাদি তো আছেই.
  • সম্বিৎ | ২৯ জুলাই ২০২০ ১২:০৬451228
  • বাই দ্য ওয়ে, শমীক কোথায়। সেও কী অনেক মুখোসধারীর একজন?

  • সিএস | 2405:201:8803:bfcd:748c:4be7:3a08:***:*** | ২৯ জুলাই ২০২০ ১২:০৪451227
  • লেখার লিংক ভাটে নিয়ে এসে আড্ডা হলে সেই লেখা তো ফাঁকাই যাবে। ভাটটা বিবিধ ব্যাপারে ভর্তি হয়ে যাবে, সেরকম হলে বোঝা-টোঝা যাবে ? আর আছেই বা ক'জনা এই ভাটে, সেই তো চল্লিশোর্ধ কয়জনা। ঃ-) যদিও এ তো অনেক দিনই চলছে। হীরাভ টইগুলো বন্ধ হয়ে গিয়ে, ভাটই হীরাভ হয়ে গেল।

    হোয়াট ইজ দ্য কজটা অন্য। সেটা কী , কী, কী ?
  • lcm | 99.***.*** | ২৯ জুলাই ২০২০ ১২:০১451226
  • সার্চের অবনতি না - বেশ কিছু লেখা মিসিং - ২০০৭-২০০৯ টাইমফ্রেমে - সৈকত সেগুলো উদ্ধার করেছে - কিন্তু তাতে তারিখ টারিখ তেমন নেই বা গুলিয়ে গেছে, সেগুলো আপলোড হবে, আস্তে আস্তে - কাজ চলছে - তারও আগের ২০০৬-এর পূর্ববর্তী ভাটিয়ালির আর্কাইভ শমীকের কাছে আছে বলে খবর আছে - সেগুলো দেখা হবে - একটু সময় দিন, হবে - খনন এবং উদ্ধারকার্য সময়সাপেক্ষ ব্যাপার
  • নীপা | 2a00:b700:2::2:***:*** | ২৯ জুলাই ২০২০ ১১:৫৬451225
  • নিজের লেখা নিজে শেয়ার করার দরকার নেই। অন্যের লেখা ভাল লাগলে শেয়ার করুন। নইলে এখানে লিঙ্কের ভিড় জমে উদ্দেশ্য পন্ড হবে।

  • চিড়ে | 37.***.*** | ২৯ জুলাই ২০২০ ১১:৫৪451224
  •  একক | | ২৯ জুলাই ২০২০ ০৭:৪১

    l

    লোকে ভাটয়ালিতে এসে ওইভাবে লেখার লিনক রেফার করে একে অপর কে পড়তে বলবে।  একে অন্যের মতামত চাইবে। তাতে একটা ক্যাপ্সুল বিহিন জায়গা হল আবার আড্ডাটাও লেখালেখি জুড়ে হল।

    এই সুত্রে  আগমন

     :)

  • এলেবেলে | 202.142.***.*** | ২৯ জুলাই ২০২০ ১১:৫৩451223
  • হে হে দেখবেন কেউ আবার 'বিজ্ঞাপন' করার অভিযোগ না করে!

  • সম্বিৎ | ২৯ জুলাই ২০২০ ১১:৫৩451222
  • রাবণদার ছড়াগুলো কোন টইতে ছিল? গুরুর সার্চের কি অবনতি ঘটল?

  • সম্বিৎ | ২৯ জুলাই ২০২০ ১১:৪৭451220
  • ডায়মন্ড সাহেবেরটা ঠিকই লিখেছেন। অস্ট্রেলিয়ার নেটিভ পপুলেশনেও বোধহয় এরকম কিছু হয়েছিল যার ফলে গেল শতাব্দীতে একটা-দুটো ট্রাইব সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে।    

  • এলেবেলে | 202.142.***.*** | ২৯ জুলাই ২০২০ ১১:৪৬451219
  • আমার কাছে চিরকালই গুরু সেরা ওয়েবজিন। মুক্তমনা এবং ৪ নম্বর প্ল্যাটফর্মের নিয়মিত পাঠক হয়েও এ কথা আমি বলতে বাধ্য। কেন সেরা? না, পাঠকের ফিডব্যাক। সে লেখককে প্রশ্নবাণে অস্থির করবে, নানা প্রশ্ন করবে, প্রশংসা করবে, নিন্দা করবে হুলিয়ে - সব মিলিয়ে লেখক হাই পেডেস্টালে আর পাঠক পায়ের তলায় হাত কচলে বসে - এই কনসেপ্টকে তুমুল চ্যালেঞ্জ করেছে বলেই গুরু সেরা। কিন্তু ইদানীং সেটা মারাত্মকভাবে কমছে। মানে একটা ভালো লেখায় তেমন মন্তব্যই নেই, কিন্তু একটি খাজা লেখায় পপিচু-র হদ্দমুদ্দ একেবারে। লেখক-পাঠকের ক্রমাগত স্থানবদল ও সতত আদানপ্রদান ফিরিয়ে আনার বিষয়টা সিরিয়াসলি ভাবা হোক। গুচ্ছের লেখা প্রকাশিত হল অথচ তার অধিকাংশই রয়ে গেল নজরের বাইরে, এটা যত কম হয় তত ভালো।

    হ্যাঁ, কোনও লেখা আমার ভালো লেগেছে তার লিঙ্ক ভাটিতে শেয়ার করার ভাবনাটা ভালো। আর একটা কথা, ধারাবাহিকভাবে যে লেখাগুলো প্রকাশিত হচ্ছে - সে ধারাবাহিক সেকশনেই হোক বা ব্লগে কিংবা টইতে - সেগুলোকে একত্রে কোথাও রাখা হোক। এবং সেটা আলোচনার পাতায় 'ধারাবাহিক লেখা' শীর্ষকে রাখার প্রস্তাব করছি।

  • dc | 103.195.***.*** | ২৯ জুলাই ২০২০ ১১:৪২451218
  • আপনারা কবিতা নিয়ে কিসব ভাবছেন আর করবেন বলে লিখেছেন, সেটা পড়েই এমন ভয় পেয়েছি যে কি বলবো।
  • b | 14.139.***.*** | ২৯ জুলাই ২০২০ ১১:৪১451217
  • আর কোনো উদাহরণ। যদ্দূর মনে পড়ছে ডায়মন্ড সাহেব লিখেছিলেন ইউরোপীয় অভিযাত্রীদের আনা রোগের ফলে (সিফিলিস, পক্স) নেটিভ আমেরিকান জনসংখ্যা ৯০% কমে গেছিলো। আবার ম্যালেরিয়ার প্রকোপে বাংলার অনেক জনপদই একেবারে শূন্য হয়ে গেছিলো, যারা ছিলো তারা প্রাণ বাঁচাতে কলকাতার দিকে চলে এসেছিলো। কিন্তু দিদির প্রশ্ন হল, কোনো কন্টিন্যুয়েশনের চিহ্ণও নেই, এরকম কোনো কেস আছে কি না।
  • S | 2405:8100:8000:5ca1::3a7:***:*** | ২৯ জুলাই ২০২০ ১১:৩৭451216
  • লিখলাম তো। হ্যাঁ। সাত বারের মধ্যে একবার হয়েছে। তবে মহেন্জোদাড়োর পপুলেশান ছিল সামান্য।
  • avi | 2409:4061:2c98:66b4:dfc0:3fa3:40dc:***:*** | ২৯ জুলাই ২০২০ ১১:৩৫451215
  • বাগানে বসে লকডাউনের দিন একখানা মাঝারি মাপের কাঁঠাল সাবড়ে দিয়ে নিজেকে বেশ রাজা রামমোহন মনে হচ্ছে। কিন্তু গুরুতে সমনামী টই কিছুতেই হাতে আসছে না। অনুসন্ধানের অবস্থা গোলমেলে, নাকি আমার যন্ত্রে আসছে না কোনো কারণে, কে জানে!

  • b | 14.139.***.*** | ২৯ জুলাই ২০২০ ১১:৩৪451214
  • হ্যা, সেই সূত্র ধরেই জিজ্ঞাসা করছিলো। এরকম কোনো উদাহারণ আছে কি না।
  • S | 2405:8100:8000:5ca1::678:***:*** | ২৯ জুলাই ২০২০ ১১:৩২451213
  • মহামারির জন্য নয়, অনেকবার ধ্বংস হওয়ার কারণে নাম। Mound of the dead men। মৃতের শহর।
  • r2h | 2401:4900:3140:4a87:a023:e5e1:65e7:***:*** | ২৯ জুলাই ২০২০ ১১:৩২451212
  • এসব খবরে প্রতিষ্ঠানের নাম দেয় না কেন? কোন আইনি বাধা আছে, না কর্পোরেট কর্পোরেটের মাংস খায় না?

    https://bengalinfo.com/newsdetail.php?newsid=60723

  • :( | 51.195.***.*** | ২৯ জুলাই ২০২০ ১১:২৯451211
  • তাহলে তো মহেঞ্জোমারি হবার কথা নাম!

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত