এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ০৩:০০450575
  • অপু,
    দইওয়ালা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। ডাকঘরের অন্য সব কিছু যদি নাও মনে থাকে, লোকের মনে থাকে "অমল ও দইওয়ালা" ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ০২:৫৯450574
  • এখন যেমন রেজিস্ট্রি করে বিয়ে হয়ে যায়, অন্নপ্রাশন পার্টি দিয়ে দিলেই হয়, শ্রাদ্ধর বদলে অনেক্ক্ষেত্রেই স্মরণসভা করে দেন অনেকেই ---সেইরকম অবস্থা তো আর সেই আমলে ছিল না। এসব তখন ছিল অতি সিরিয়াস সামাজিক ব্যাপার। রীতিমতন সমস্ত নিয়মনিষ্ঠা মেনে করতে হত।
  • অপু | 2409:4060:2113:e914::2b04:***:*** | ১৮ জুলাই ২০২০ ০২:৫৬450573
  • দই ওয়ালা তো বলে নি। এও একরকম নৈতিক জ য়। :))))

  • Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ০২:৫৫450572
  • কালকে আতোজকে কে যেন ডাকঘরের অমল বলেছেন। মনে হল অরিনকে তুলনা করেছেন সেই ফকীরের সঙ্গে , যিনি ক্রৌঞ্চদ্বীপে পাখিদের সঙ্গে ঘুরতেন। ঃ-)
  • অপু | 2409:4060:2113:e914::2b04:***:*** | ১৮ জুলাই ২০২০ ০২:৪৯450571
  • /চাপ

  • অপু | 2409:4060:2113:e914::2b04:***:*** | ১৮ জুলাই ২০২০ ০২:৪৮450570
  • হমমম। পুরো চিপ। বুঝলে হে আটোজ

  • Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ০২:৪৭450569
  • এই এত টোল, চতুষ্পাঠীতে যেসব ছাত্র লেখাপড়া শিখত, তারা সংস্কৃত শিখত তো? সামাজিক আর ধর্মীয় সব ক্ষেত্রেই তো সংস্কৃত লাগত হিন্দুদের। বিবাহ, অন্নপ্রাশণ, শ্রাদ্ধশান্তি, ব্রাহ্মণদের ছেলেদের উপনয়ন ইত্যাদি ইত্যাদি আরও বহুকিছু ---এইসব সামাজিক ব্যাপারে তো লাগতই। তাছাড়া সমস্তরকম পুজোআচ্চা --- মন্ত্র তন্ত্র গুলো প্রায় সবই তো সংস্কৃতে। এসব চালাতে গেলে কিছু লোকের জানতেই হত ভাষাটা।
  • Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ০২:৩৩450568
  • সৈয়দ মুজতবা আলীর একটা অসাধারণ গল্প আছে, "পাদটীকা।" শুরুর দিকটা পড়লে বোঝা যায় সংস্কৃত টোল, চতুষ্পাঠী ইত্যাদির একটা বিশাল চেইন ব্যবস্থা ছিল দেশে, সমান্তরালে মক্তব মাদ্রাসা ইত্যাদিরও একটা চেইন ব্যবস্থা ছিল, এই পুরো ব্যবস্থাটা বজায় ছিল মোগল আমলের শেষ অবধি, তার কিছু পরেও। তারপরে অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে ব্যবস্থাটা ভেঙে পড়তে থাকে।
  • S | 2405:8100:8000:5ca1::29e:***:*** | ১৮ জুলাই ২০২০ ০২:২৫450567
  • মানে কবে ছাপা হয়েছিল?
  • S | 69.146.***.*** | ১৮ জুলাই ২০২০ ০২:২২450566
  • এলেবেলে, এই উইলকিন্সের বইটা কবে বেড়চ্ছে?
  • অপু | 2409:4060:2113:e914::2b04:***:*** | ১৮ জুলাই ২০২০ ০২:০১450565
  • "কহেদু তুমে ইয়া চুপ রহু, দিল মে মেরে কেয়া হ্যায়....." :)))))

  • এলেবেলে | 202.142.***.*** | ১৮ জুলাই ২০২০ ০১:২১450564
  • টীকাভাষ্য আর আলাদা গ্রন্থের তফাত না বুঝলে এসব জিনিস চলতেই থাকবে! সঙ্গে কিছু লেজুড়ও ফাউ জুটে যাবে।

    ছবিটা দেখে নেবেন। বইটার নাম কে গীতা দিয়েছিল তা যদি বুঝতে পারেন, সে কারণে দেওয়া আর কি।

  • Haha | 2a0b:f4c2:2::***:*** | ১৮ জুলাই ২০২০ ০০:৫৬450562
  • এতবার ডিগবাজি খেয়ে লেজেগোবরে হয়েও কিকরে ফের তিড়িংবিড়িং নাপাতে হয় এ দেখলে মাইরি রবার্ট ব্রুসও ধন্য হতেন। এলেবেলের নাই বাটপাড়ের ভয়।
  • এলেবেলে | 202.142.***.*** | ১৮ জুলাই ২০২০ ০০:০৬450561
  • রঞ্জনবাবু, দুঃখিত আরও একবার আসতে হল। এ তো মাইরি রত্ন প্রসব করেছেন দেখছি! লিখেছেন --- //বলতে চাইছিলাম দু'শতাব্দী আগে শিক্ষিত লোক ছিলেন হাতে গোণা। কিন্তু তার মধ্যে  ইংরেজি জানা লোক হাতে গোণা। কিন্তু সংস্কৃত জানা তার কয়েকগুণ।// উরিব্বাস! কৃষ্ণকমল ভট্টাচার্য বিদ্যাসাগরের খোদ ছাত্র, প্রেসিডেন্সির অধ্যাপক। তো তাঁর সংস্কৃত জ্ঞান নিয়ে বিদ্যাসাগরের সার্টিফিকেটটা জানেন তো? তাঁরই যদি এ হাল হয় তবে বাকিদের অবস্থাটা একবার ভাবুন। যাই হোক!

  • aka | 162.44.***.*** | ১৮ জুলাই ২০২০ ০০:০০450560
  • করোনা আপডেট ভারতঃ

    বড় শহরে কি হচ্ছে জানি না, কিন্তু আমার দেখা মফস্বঃল যদি প্রতিচ্ছবি হয় তাহলে বেশির ভাগ ডাক্তার রোগী দেখছেন না, তাঁদেরও ভয় আছে। যে দু একজন দেখছেন তাঁদেরও করোনা গ্রাস করছে। কি হবে কেজানে?
  • এলেবেলে | 202.142.***.*** | ১৭ জুলাই ২০২০ ২৩:৫৯450559
  • রঞ্জনবাবু, নবদ্বীপ আর ভাটপাড়ার সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা হুলিয়ে গীতাচর্চা করতেন বলছেন? মানে সিরিয়াসলি বলছেন? তো একবার অ্যাডাম সায়েবের দ্বিতীয় রিপোর্টটা পড়ে দেখবেন তো বাংলায় বেদান্তের স্কলার সব মিলিয়ে ক'জন ছিলেন। বেশি পুরনো নয়, ১৮৩৭ সাল। নব্যন্যায় বেদান্তকে পাত্তা দিত বলে মনে করেন? যাই হোক।

    আর যেটা লিখেছেন --- //বিদ্যাসাগরের মেট্রোপলিটন কলেজে বেদান্ত ও সাংখ্যকে কোর্স থেকে বের করতে না পারার আফসোস জনিত যুক্তিটি দেখুন। উনি বলছেন--সাংখ্য ও বেদান্ত ভুল দর্শন, কিন্তু হিন্দুর মননে এমন গেঁথে আছে যে বাদ দেওয়া কঠিন।// ওটা খণ্ডিত ভার্সন, আসল ভার্সনটি কিঞ্চিৎ আলাদা আর কি! যাই হোক।

  • সম্বিৎ | ১৭ জুলাই ২০২০ ২৩:৫৮450558
  • বেণীমাধব আর হীরকের প্যারোডি পড়ে পিত্তি আচাভুয়া হয়ে গেল।

  • lcm | 2600:1700:4540:5210:854a:a344:1688:***:*** | ১৭ জুলাই ২০২০ ২৩:৫৬450557
  • ওহ! এক্সোটিক খাবার দাবার - একটু ছবি -


    Hangi Food - NewZealand


    Lovo - Fiji
  • tania | 104.129.***.*** | ১৭ জুলাই ২০২০ ২৩:৩৪450556
  • হাইঁ এর মত ফিজিতে আছে লোভো। সক্কাল সক্কাল নৌকো শুদ্ধ লোকজন একটা দ্বীপে নেমে মাটি খুঁড়ে আগুন জ্বেলে পাথর সাজিয়ে রাজ্যের খাদ্য সামগ্রী কলাপাতা, কচুপাতায় মুড়ে রাঁধতে বসাল। তারপর আবার পাথর চাপা, মাটি চাপা দিয়ে তার ওপর ঘাস চাপা দিয়ে নৌকোয় উঠে পড়ল। বিকেলে সাজুগুজু করে আরেক প্রস্থ আসা হল। নাচ গান হল। ঝিনুকের গয়না, সুগন্ধি ফুলের মালা কেনা বেচার পালা শেষ করে সেই সকালে রেখে যাওয়া উনুন খুঁড়ে খাবার বের করা হল। তারপর কাভা সহযোগে সে কি মোচ্ছব!
  • বাঁশবেড়িয়া | 98.114.***.*** | ১৭ জুলাই ২০২০ ২৩:০৪450555
  • বাঁশবেড়িয়া তো থাকতেই হবে, তার পাশেই শরত্চন্দ্রের দেবানন্দপুর! বিশ্বাস করবেন না বল্লে- সেথায় সত্যি সত্যি বেজায় বাঁশঝাড়
  • r2h | 2405:201:8805:37c0:741e:6f3c:49ed:***:*** | ১৭ জুলাই ২০২০ ২২:৪৪450554
  • ছেলেমেয়েগুলি বেশি নাম্বার পাচ্ছে তাতে এত সমস্যা কেন বুঝি না বাপু।
  • Arka Chakraborty | ১৭ জুলাই ২০২০ ২২:৩৭450553
  • মাধ্যমিকে ও উচ্চমাধ্যমিকে নম্বরের বহর দেখে হিরক রাজ বেদম চটেছেন উদয়ন পণ্ডিতের ওপর। তাই জরুরি তলব। তবে সংক্ষিপ্ত আলোচনা সভা বসেছে। তার কিছুটা:

    হিরক রাজ: ওহে সেনাপতি উদয়ন পণ্ডিতেরে ধরে আন দেখি। জানা চাই কোন প্রকাশনী দেয় ওরে স্পেশিমেন। কি সে শেখায় তাতে এত নম্বর! আমার যে হাতে হ‍্যারিকেন!

    সেনাপতি: আজ্ঞে মহারাজ।

    হিরক রাজ: শুধাও গিয়ে তাকে মহারাজ ডেকেছেন। জরুরি তলব। আসা চাই। নইলে সৈন্য দিয়ে বেঁধে আন । আমাদের মাধ্যমিকে আর উচ্চমাধ্যমিকে নম্বরে ফাঁকি। এই বছর কয়েক নতুন ট্রেন্ড দেখি! বিজ্ঞান, গনিত বা হিসাবশাস্ত্র নম্বর উঠবে পুরোপুরি মানা যায় সত্য। কিন্তু ইংরেজি, ইতিহাস, বাংলা, কিমবা বাকি সব আর্টস সাবজেক্টে পায় কি করে ভুড়িভুড়ি নম্বর ! কি লেখে ওরা শোনা চাই বইকি।

    (এর মধ্যেই সভায় বিজ্ঞানীর প্রবেশ।)

    হিরক রাজ (বিজ্ঞানীর উদ্দেশ্য): আরে আরে গবচন্দ্র করলে কি এতকাল তোমাকে যে সিলেবাস বানাতে দিয়েছিলাম তা কদ্দুর?

    বিজ্ঞানী: মহারাজ সিলেবাস প্রায় সম্পুর্ন। কাজ আর বাকি সামান্য। এবছর সিলেবাস হয়েছে ছাঁটা। ছেলেরা নম্বর পাবে অনেক। তবে শিখবে না কিচ্ছু। সব হবে এক এক বিচ্চু। করোনার সুযোগে সব গেছে বাদ।

    হিরক রাজ: ঠিকই করেছ। ওরা যত বেশি পড়ে তত বেশি জানে। তত কম মানে। বানাতে হবে এক একটা অকন্মার ঢেঁকি।

    বিদূষক: মহারাজের কি বুদ্ধি! আমার চাকরি যাবে দেখি!

    হিরক রাজ: চাকরি তো যাবে; তবে তোমার নয় বিদূষক। ওই শালার ছেলেদের, যারা দিনরাত খাটে। কারো আবার আশা সরকারি চাকরি হবে খাসা! রাজকোশে অর্থ কোথায়! মাগনাই চাকরি যোগাই! ভুরিভুরি নম্বর নিয়ে ওরা ধুয়ে খাক জল। চাকরি তো আমার হাতেই। কি বলো তোমরা? ঠিক কিনা?

    সভার সকলে: ঠিক। ঠিক। ঠিক।

    হিরক রাজ: আসছে নিয়মিত নির্বাচন। হারায় আমায় কোনজন?

    হিরক রাজ: মহামারী করোনার টিকে, সীমান্তে যুদ্ধ, লকডাউন, লোকক্ষয়, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ---- ওহ্ কত কি যে হল! সামনের আগষ্ট মাস চাই বড়ো চমক। জানা চাই দেশপ্রেম কত বেশি খাঁটি! তাহলে সভা আজ এখানেই সাঁটি। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সব পরীক্ষার্থীদের সম্মর্ধনার ব‍্যবস্থা হোক জমজমাটি।

    (মহারাজ বিশ্রাম কক্ষের দিকে রওনা দিলেন তার পূর্বে)
    সভার সকলে একত্রে: মহারাজের জয় হোক! জয়! হিরক রাজের জয়!

    (অদূরেই একটা ঝোপের আড়ালে উদয়ন পণ্ডিত ছদ্দবেশে লুকিয়ে দাঁড়িয়ে ছিলেন। তিনি এই প্রথম হিরক রাজের উদ্দেশ্য অশ্রাব্য গালাগালি দিয়ে উঠলেন আপন মনে।)

    সন্ধ্যায় তাঁর আবার একটা টিউশনি আছে। তাড়াতাড়ি পা চালিয়ে তিনি নিজের গোপন ডেরার দিকে রওনা দিলেন।

    অর্ক
  • syandi | 2a01:c23:844a:4200:893e:93a6:6654:***:*** | ১৭ জুলাই ২০২০ ২২:০২450552
  • 'খালিশ' মানে কি পিওর?

  • রঞ্জন | 122.162.***.*** | ১৭ জুলাই ২০২০ ১৯:৪৬450551
  • রঞ্জনদা মন্টো উর্দুতে না পড়ে হিন্দি তে পড়েন কেন?

    -- দুটো কারণে।

    এক, মন্টোর বা ইসমৎ চুঘতাইয়েরলেখার ভাষাটা খালিশ উর্দূ নয় -- হিন্দুস্থানী; অর্থাৎ হিন্দি+ ঊর্দু। বাক্য, সিন্ট্যাক্স সব হিন্দি, কিছু শব্দ উর্দূ।

    দুই, লেখাগুলো দেবনাগরী লিপিতে রয়েছে। তাই পড়তে পারি। নইলে অসম্ভব ছিল। তবে ইকবাল, গালিব বা ফৈজ আহমদ ফৈজের কবিতা বা শেরশায়েরী ( খাঁটি উর্দু) পড়তে গেলে ওই দেবনাগরী লিপিতে পড়ি। কিন্তু অনেক শব্দের ফুটনোটে মানে দেখতে হয়। যেভাবে আমরা সংস্কৃত গীতা বা চন্ডী পড়ি। কিন্তু কিছু শের বা নগমা ওঁরা হিন্দুস্থানিতেও লিখেছেন, তাই রক্ষা!

  • রঞ্জন | 122.162.***.*** | ১৭ জুলাই ২০২০ ১৯:৩৮450550
  •  এস,

     সেকী? না জেনে মানে? সঠিক বলেছেন। আমিও এভাবেই দাদুর কাছে ছোটবেলায় গীতা চন্ডী শুনে শুনে ।  একটু বড় হয়ে নীচে বাঙলায় মানে পড়েছি। এখনও তাই করি।

    বলতে চাইছিলাম দু'শতাব্দী আগে শিক্ষিত লোক ছিলেন হাতে গোণা। কিন্তু তার মধ্যে  ইংরেজি জানা লোক হাতে গোণা। কিন্তু সংস্কৃত জানা তার কয়েকগুণ। সমস্ত ভদ্রজনের বাড়িতে বাচ্চাদের উপক্রমণিকা এবং সুভাষিতাবলী পড়তে হত । স্কুলে সংস্কৃতের  ফার্স্ট পন্ডিত সেকন্ড পন্ডিতের পোস্ট থাকত, এই আর কি!

  • ? | 115.114.***.*** | ১৭ জুলাই ২০২০ ১৯:৩৪450549
  • রঞ্জনদা মন্টো উর্দুতে না পড়ে হিন্দি তে পড়েন কেন?
  • রঞ্জন | 122.162.***.*** | ১৭ জুলাই ২০২০ ১৯:৩০450548
  • হুতো,

     ঠিক বলেছ। বৃহত্তর বাঙালী সমাজ কথাটা এখানে বাগাড়ম্বর। শিক্ষাই কতটুকু ছিল। পথের পাঁচালির প্রসন্ন গুরুওমহাশয়ের পাঠশালাতেই অক্ষর পরিচয়। কিন্তু নিরক্ষর কৃষক সমাজও পালপার্বণে সংস্কৃত পন্ডিতদের উপরই নির্ভর করত, এমনকি জন্ম-বিবাহ-মৃত্যুতে ক্রিয়াকর্মের জন্যেও। দেখ, বিদ্যাসাগরের সময়ও ইংরেজি জানতেন ক'জন? কিন্তু সংস্কৃত জানা শিক্ষিত সে তুলনায় অনেক। মাইকেল ব্যতিক্রম, বেশিরভাগ ইংরেজিজানারাও আগেই সংস্কৃত শিকেহ নেন। রবীন্দ্রনাথ হোক কি রামমোহন। বঙ্কিম ও বিবেকানন্দের সংস্কৃত জ্ঞান নিয়ে কোন কথা হবে না। অথচ অনেক সংস্কৃত জানা পন্ডিত যাবনিক ভাষা জানতেন না , চাইতেনও না। তারাশংকরের সেই পিতাপুত্র দুই পন্ডিতের  ট্র্যাজিক গল্পটা? বা হিউমারে ভরা " আই ডোন্ট নো?" এভাবেই রামায়ণ মহাভারতের গল্প এবং গীতার কিছু শ্লোক মানুষের স্মৃতিতে ঢূকে পড়ে ।

    এহ বাহ্য। এই যে বাঙলা অক্ষরে গীতা ও চন্ডী বাঙালীর ঘরে ঘরে? এগুলো সায়েবের ইংরেজি অনুবাদের থেকে বাঙলা? নাকি বাঙলা হরফে সংস্কৃত?

  • sm | 2402:3a80:a89:cfe4:0:10:1a5e:***:*** | ১৭ জুলাই ২০২০ ১৯:২২450547
  • এটাতো লোকশিক্ষা প্রবন্ধের মধ্যেই আছে। সংস্কৃত জানা লোকজন এর সংখ্যা খুব অল্প ছিলো।পণ্ডিত দের মধ্যেই সীমাবদ্ধ ছিলো।

    আম জনতা গীতার ব্যাখ্যান জানতো কথক ঠাকুর এর মাধ্যমে।এখন ও গ্রামের দিকে বিস্তর কীর্তন,পালার আয়োজন হয়।কথক বা সঞ্চালক সুর করে মানে বুঝিয়ে দেয়।হিন্দিতে যারে কয় প্রবচন।

    এলেবেলে,সক্কল কে ইংরেজিতে গীতা পড়িয়ে ছাড়বেন দেখছি।--))

  • S | 2405:8100:8000:5ca1::51c:***:*** | ১৭ জুলাই ২০২০ ১৯:২০450546
  • @রঞ্জনদা, কিছু না জেনেই কয়েকটা কথা বলছি। এই সেদিন পর্যন্তও বাংলার লিটারেসি রেট ছিল নগণ্য। তার মধ্যে সংস্কৃত জানা লোকজন তো খুবই কম। মানে আপামর জনগণ যেটি করতো, আমি নিজেও দেখেছি, বাইটা পড়ত বটে কিন্তু একবর্ণও না বুঝে। বাংলায় হলে বোধয় তাও দুয়েকলাইন বুঝতো, কিন্তু বাংলা তর্জমায় সংস্কৃত তাদের কাছে জাস্ট আওয়াজ। কিন্তু সেই আওয়াজেই নাকি স্বর্গলাভ হবে ইত্যাদি। তা হোক। আর অন্যরা পড়লে মাথায় হাত ঠেকে রেখে দিত আর অপেক্ষা করত কখন পুরোহিতমশাই এক্সপ্লেইন করবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত