এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::4c1:***:*** | ২১ জুন ২০২০ ১১:২০448268
  • আমি কিশোরবেলায় খুব কম আনন্দমেলা পড়েছি। বড্ড নাক উঁচু আর আমার রীচের বাইরে মনে হত। শুধু বিদেশি নাম, আর স্মার্ট ঝকঝকে ছেলেমেয়েদের কথাবার্তা। আমার বেশ ইনফেরিওরিটি কমপ্লেক্স হত। তাই দূরে থাকতাম। শুকতারা, তাও পুজাবার্ষিকী, পড়ে অনেক বেশি সুখ হত।
  • S | 2405:8100:8000:5ca1::4a5:***:*** | ২১ জুন ২০২০ ১১:১৬448267
  • চাঁদমামা তো মনে হয় আসলে অন্য ভাষা থেকে অনুবাদ করা হত। ওটার কন্টেন্ট কখনও বাঙালীদের জন্য তৈরী বলে মনে হয়নি।
  • r2h | 2405:201:8805:37c0:4173:2f22:a0c0:***:*** | ২১ জুন ২০২০ ১০:৫৩448266
  • @ :( ০৬:৫০ - কঃ)
  • :( | 163.172.***.*** | ২১ জুন ২০২০ ০৬:৫০448265
  • চাঁদমামাকে আমার জাস্ট পাদমামা বলে মনে হতো। মানে জাস্ট নেয়া যেত না। এখন ডিজিটাল কপিগুলো আবার ঘেঁটে একই কনক্লুশনে এলাম।

  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০৬:০৭448264
  • "শুকতারা"তে কথাবলা কাকাতুয়া ওয়ালা একটা গল্প সিরিজ বের হত, সেখানেও অ্যাডভেঞ্চার যারা করত তাদের মধ্যে কিশোর ও কিশোরী উভয়ই ছিল যতদূর মনে পড়ে।
  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০৬:০৪448263
  • "কিশোর জ্ঞান বিজ্ঞান" এ সেই তুলনায় অনেক নারী চরিত্রওয়ালা গল্প উপন্যাস এসেছে। অভিযাত্রী বিজ্ঞানীদলের মধ্যে মহিলা, অ্যাডভেঞ্চারওয়ালাদের মধ্যে কিশোর কিশোরী উভয়েই, এমনকি কমিক্সে পর্যন্ত পুঁটি আর পিসিমা উপস্থিত!
    চাঁদমামার চরিত্রটা একটু সর্বভারতীয় মতন ছিল, কিন্তু সেখানেও প্রচুর মহিলা চরিত্র থাকত লেখাগুলোতে।
  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০৫:৫৬448262
  • দীপাঞ্জন, ভেবে দেখুন, সেই তুলনায় কোন মান্ধাতার আমলের বঙ্কিমচন্দ্রে কত উজ্জ্বল নারীচরিত্র উপস্থিত। রীতিমতন অ্যাকটিভ নারীচরিত্র।
    এমনকি বিভূতিভূষণের সর্বজয়াকেও আমার অনেক দৃঢ় লাগে, হরিহরের তুলনায় বরং সর্বজয়াকেই বেশি দায়িত্বশীল মনে হয়। গ্রামে তার করার কিছু ছিল না, নিরুপায়, সেই অবস্থাতেও যেমন করে পারে সামাল দিয়েছে। পরে কাশিতে হরিহর যখন মারা গেল, ছেলে নিয়ে একলা বিধবা সে, সেই অবস্থাতেও মাথা ঠান্ডা রেখে সামাল দিয়েছে।
  • একলহমা | ২১ জুন ২০২০ ০৫:৪৭448261
  • Dipanjan | 2601:647:5600:1820:54e0:def9:1f40:b946 | ২১ জুন ২০২০ ০৫:৪২

    সহমত

  • Dipanjan | ২১ জুন ২০২০ ০৫:৪২448260
  • কিশোর ভারতীর সব লেখা মিসোজিনিস্ট ছিল না | আর চরিত্রের মিসোজিনিকে লেখকের মিসোজিনি থেকে কিশোর পাঠকরা আলাদা করতে পারে হয়তো কিছুটা | ওই 1377 এর পুজোবার্ষিকীতেই (লিংকটা থেকে ওপরে স্ক্রল করতে হবে) ব্ল্যাক ডায়মন্ড এর কমিক স্ট্রিপ এ বিলেত ফেরত ব্যারিস্টার সুবীরা গোয়েন্দা ইন্দ্রজিৎকে বাঁচাবে সুপ্রিম কোর্ট এ কেস লড়ে | দীনেশ বাবুর ভাবা সিরিজ এ অনিতা, আবছা মনে পড়ছে, বেশ স্বাধীনচেতা ছিলেন | শ্যামাদাস দের রুনু সিরিজেও অনেক কেন্দ্রীয় নারী চরিত্র ছিলেন -- রাঙাবৌদি, চুয়া, হাসি | আশাপূর্ণা ও মহাশ্বেতাও নিয়মিত লিখতেন | আমার বরং আনন্দমেলার লেখকদের লেখায় নারীচরিত্রের অনুপস্থিতি আর কলকাতা-কেন্দ্রিকতা বেশি চোখে পড়তো | কিশোরে ভারতীর লেখায় বাংলার গ্রাম, ভারতের অতীত আর পূর্ব বাংলার (পরে বাংলাদেশ) গ্রাম তুলনামূলক ভাবে বেশি পাওয়া যেত |
  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০৫:৩২448259
  • রসাল রঞ্জন বন্দ্যো র ওই ইয়ে ইয়ে বইগুলো কি এরাই ছাপিয়ে বার করেছে?
  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০৫:২১448258
  • এইসব মিসোজিনি ভরা বস্তু পড়ে বড় হলে আর কোনো গতি থাকত? আখাম্বা একটা "পক্ষীরাজে রাজপুত্তুর এলো ওই" টাইপের অবস্থা হত। কান ঘেঁষে বেরিয়ে গ্যাছে। ঃ-)
    আমাদের সময়ে "কিশোরভারতী" চোখেও দেখি নি, তখন দেখেছি কিশোর জ্ঞান বিজ্ঞান, শুকতারা, আনন্দমেলা, চাঁদমামা এইসব। কমপারেটিভলি সেফ।
    আর বঙ্কিম, শরদিন্দু, বিভূতি, মাণিক বন্দ্যো ইত্যাদিরা।
    বেঁচে থাক বাবা আমার বিমলা, কপালকুন্ডলা, নির্মলকুমারী, গিরিজায়া, শান্তি, জয়ন্তী, শ্রী, শৈবলিনী, প্রফুল্ল, উল্কা, এলা(প্রাগজ্যোতিষের, চার অধ্যায়ের না), মনোরমা("মৃণালিনী" র) ---এদের মতন স্বাধীন, ন্যাকামিবিহীন, শক্তিরূপিনীদের না পেলে কী অবস্থাই না হত! ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০৫:১০448257
  • কোথাও কোথাও নাকি এও পাওয়া যায় যে রাজা বিম্বিসারই নাকি জীবকের আসল বাবা, কিন্তু প্রকাশ হলে অজাতশত্রু ঘ্যাচাং ফুঃ করে দেবে বলে সেসব আর প্রকাশ করা হয় নি। ঃ-)
  • Dipanjan | ২১ জুন ২০২০ ০৫:০১448256
  • আমারও ভালোই লাগলো | বাকিটা পড়তে ইচ্ছে করছে, কিন্তু পেলাম না |
  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০৪:৫৭448255
  • সেই তুলনায় জীবকের কাহিনিটা কিন্তু বেশ ভালো মনে হল যতটুকু পড়লাম। "কালের জয়ডঙ্কা বাজে"। অবশ্য যতটুকু পাওয়া গেল লিংকে, তা থেকে সামান্যই বোঝা যাচ্ছে। ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০৪:২৩448254
  • আরে এ যে জীবক!!!! অনেক ধন্যবাদ দীপাঞ্জন।
    "দুরন্ত ঈগল" প্রথম পড়ছি। দেড়শো পাতা মতন সাবটে দিলাম। দূর দূর, মিসোজিনি তে ভর্তি, কথায় কথায় খালি "মেয়েদের মতন মিথ্যেকথা বোলো না তো!" যেন মেয়েরাই মিথ্যে বলে, ছেলেরা সব আখাম্বা যুধিষ্ঠির এক একজন। মেয়ে চরিত্র পর্যন্ত দেখা যায় না বেশি, যারাও আছে তারাও হয় বাহার দিয়ে ঘুরে বেড়ায় নয়তো খুঁ খুঁ করে কাঁদে। অসহ্য!!!!
    তবু বাকীটাও পড়ে দেখি, পার্টিজানরা এসেছে, দেখা যাক এরা কিছু বদলাতে পারে টারে কিনা!
  • :|: | 174.255.***.*** | ২১ জুন ২০২০ ০৩:৫৫448252
  • আজগের আবাপর ভূতের গপ্পোটা বেশ মন্দ না। শনিবার তায় অমাবস্যা!
    ওদিকে তথাগতের ধর্মেও তন্ত্র এলো
  • সম্বিৎ | ২১ জুন ২০২০ ০৩:৪৩448251
  • Laxman's innings was epic in it's effectiveness and outcome, not in its batsmanship, IMHO.

    Amarnath's innings, Vishwanath's Madras test innings against Clive Lloyd's WI, Brijesh Patel's innings in WI '76, Vinu Mankad's innings in England after being dropped are all great Indian innings but not of the same class as Gavaskar's or Laxman's.

  • বিভু তলাপাত্র | 45.9.***.*** | ২১ জুন ২০২০ ০৩:৩২448250
  • সংকটমোচী মহাবলি হনুমান , সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্তগণ। এমনকি আমেরিকায়ও যে বিরাট ভক্তকূল বসবাস করেন ভগবান হনুমানের, তাঁর প্রমাণও পাওয়া গেল। সম্প্রতি ২৫ ফুট উঁচু এক বিশাল হনুমানের মূর্তি বসানো হল ডেলাভিয়ারে। যার প্রশংসা চলছে সমগ্র বিশ্ব জুড়েই। নব স্থাপিত এই মূর্তি নিয়ে চর্চাও করছে মার্কিন সংবাদ সংস্থাগুলো। নিউ ক্যাসেলের স্পিরিট চার্চে আওয়ার লেডি কুইন অফ পিসের মূর্তির পর ডেলাভিয়ারে ভগবান হনুমানের মূর্তি দ্বিতীয় বৃহত্তম ধার্মিক মূর্তি। আমেরিকায় স্থাপন করা হিন্দু ভগবানের মূর্তির মধ্যে সবথেকে উঁচু মূর্তি হওয়ায় এটিকে বহুল চর্চা চলছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই অনুষ্ঠানে খুব বেশি পরিমাণে মানুষজন অংশ নিতে পারেনি।

  • aka | 2600:1005:b145:a92a:5dc8:48a5:b96:***:*** | ২১ জুন ২০২০ ০৩:১৯448249
  • লক্ষণের ২০০১ সালের ইডেনে ২৭৬ অন্যতম সেরা ইনিঙ্গস আমার দেখা, শোনা। পুরোপুরি দেখি নি কিন্তু ফলো করেছিলাম।

    অমরনাথের ভাঙ্গা চোয়াল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিঙ্গ্সটাও নাকি ভালো ছিল, তখন শর্ট ওয়েভে রিলে শোনা যেত, আমি খুব একটা কিছু বুঝি নি কিন্তু বাবা বলছিল বারবার।
  • S | 2405:8100:8000:5ca1::49d:***:*** | ২১ জুন ২০২০ ০৩:০৭448247
  • হ্যাঁ গভস্করের ৯৬ রানের ইনিংসটা অনেকেই অন্যতম সেরা বলে।

    রিসেন্ট টাইমে ২০১৮-২০১৯ অস্ট্রেলিয়ার সিরিজে পুজারা একটা ১২৩ রানের ইনিংস খেলেছিল ৬ ঘন্টা ধরে, তারপরে রানাউট হয়ে যায়। ট্কেনিকালি অত পারফেক্ট আর অত লম্বা ইনিংস আজকাল যে কেউ খেলতে পারে, সেটাই জানতাম না।

    বোলার-ব্যাটসম্যানের দ্বন্দ্ব বলতে একটা খেলা দেখেছিলাম। ১৯৯৬ ওয়ার্ল্ড কাপে শেন ওয়ার্নে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা স্পেল করেছিল। ১০ ওভারে ২৮ রান দিয়ে এক ইউকেট। ইণ্ডিয়ানরা সেদিন হেরেছিল, কিন্তু ওয়ার্ণেকে মাথায় চড়তে দেয়নি। আবার ঐরকম লাইন লেঙ্গথে কোনও স্পিনারকে টানা বোলিং করতে দেখিনি। ইণ্ডিয়ানরা একটুও জায়্গা পায়নি। খেলার আগে সবাই বলেছিল যে আজকে ওয়ার্ণের আসল পরীক্ষা - কারণ ইন্ডিয়ান কন্ডিশানে ইন্ডিয়ার বিরুদ্ধে কেমন খেলে সেটা চেক করতে হবে।
  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০২:২২448246
  • বুঝভুম্বুল, কই গেলেন? সেই জীবক বা চরক বা সুশ্রুতের গল্পের লিংকটা পেলেন?
  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০২:০৬448245
  • হ্যাঁ এলেবেলে, এই কথাটাই বারে বারে মনে হয়। বিপুল সংখ্যক দরিদ্র ছাত্রছাত্রীদের কাছে তথাকথিত "স্কুলশিক্ষা" অনাবশ্যক বোঝাই শুধু নয়, কোনো কাজেও লাগে না তাদের পরবর্তীজীবনে। তার চেয়েও ভয়ানক কথা হল, এই দশ/বারো বছর এরা অপমান সওয়া ও মাথা নিচু করার পাঠ পেতে থাকে। বিনা দোষে।
  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০২:০১448244
  • অভি, ছোটো ছোটো টাউনে সেরকম কিছু উত্তাল ব্যাপার তো এমনিতেও বোঝা যায় না। আপাতদৃষ্টিতে শান্তই লাগে। তবে সবই তো হরির ইচ্ছা অর্থাৎ মিডিয়ার কারসাজি। কখন কোনটাকে তোল্লা দিয়ে ধোঁয়া দিয়ে তুলবে, ব্যস আর দেখতে হবে না! সেই কুরুক্ষেত্রের নাটকের মতন,
    "ইবা খন?"
    "ইবা দুরুয়োধন।"
    "কী করবার লাই আইসো?"
    "যুদ্ধু কইরবার লাই।"
    "আস্ত্রশস্ত্র কিসু আইনে?"
    "আইনে আইনে।"
    "লাগি যাগি লাগি যাগি, বডাস বডাস।"
    ঃ-)
  • avi | 2409:4061:2086:cd8:cf9a:1bf1:b84c:***:*** | ২১ জুন ২০২০ ০১:২০448243
  • কালিয়া নিয়ে ভয়ানক কাণ্ড করেছিলেন পরেশ রাওয়াল, অতিথি তুমি কব জাওগে ছবিতে। বাপ্স।

    প্রসঙ্গত, মার্কিন মুলুকের বিএলএম আন্দোলনের খবর গালওয়ান নদীতে ভেসে গেল। ওদিকের সংবাদ কী, সব শান্ত?

  • এলেবেলে | 202.142.***.*** | ২১ জুন ২০২০ ০১:১৭448242
  • কলোনিয়াল শিক্ষাব্যবস্থা ক্লাসের জন্য ছিল, মাসের জন্য ছিল না। এখনও তাই আছে। আগে বড়লোকেরা পড়ত হিন্দু কলেজে; তার নীচে ছিল মিশনারি কলেজগুলো এবং তুলনামূলক গরিবদের জন্য ছিল মেট্রোপলিটন ইন্সস্টিটিউশন। কিন্তু সিলেবাসে কোনও হেরফের ছিল না। এখন ইংলিশ মিডিয়াম, সরকারি বাংলা মিডিয়াম এবং সরকারি-সাহায্যপ্রাপ্ত বাংলা মিডিয়াম। সবই বিত্তের ওপরে নির্ভরশীল। আগের মতোই। 

    কারিগরি শিক্ষা স্কুল লেভেলে আজও প্রচণ্ড অবহেলিত এবং গরিব ছেলেমেয়েদের কাছে এখনও সিলেবাসের ৭৫% জিনিস অপ্রয়োজনীয় বোঝা। শিক্ষা এখনও বেসিক্যালি এলিমিনেশন প্রসেস এবং স্কুলছুটের ক্ষেত্রে গরিবদের চিরকালই পাল্লাভারী।

    কিছু পরিবর্তন তো হয়েছেই, কিন্তু মূল কাঠামোটা একই আছে।

  • সম্বিৎ | ২১ জুন ২০২০ ০১:১৪448241
  • আমাকে যদি একটা ব্যাটিং ইনিংস বাছতে হয়, যেটা বল-বাই-বল ফলো করেছি, তাহলে 96 রানের গাভাসকারের লাস্ট টেস্ট ইনিংস বাছব। ক্লাসিকাল টেস্ট ক্রিকেট আর ক্লাসিকাল ব্যাটসম্যানশিপ।

  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০১:১১448240
  • অভি,
    লক্ষ করে দেখবেন, কালি আর কালিয়া দুইয়ে সূক্ষ্ম মিল! ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ২১ জুন ২০২০ ০১:১০448239
  • হ্যাঁ, এলেবেলে, বলছিলাম যে স্বাধীনতার পর যখন নতুন নতুন ইনস্টিটিউট তৈরী হতে লাগল, তখন কি কলোনিয়াল শিক্ষার জগদ্দলটিকে বদলানো হয়নি কিছুটা? সে আঞ্চলিক স্তরেই হোক, কি জাতীয় স্তরেই হোক? এ তো ব্যবহারিক প্রয়োজনেই দরকার ছিল!
  • avi | 2409:4061:2086:cd8:cf9a:1bf1:b84c:***:*** | ২১ জুন ২০২০ ০১:০২448238
  • কালি কালি কালি বলে অজপা যদি ফুরায়,

    গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চী কে বা চায়?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত