চাঁদমামাকে আমার জাস্ট পাদমামা বলে মনে হতো। মানে জাস্ট নেয়া যেত না। এখন ডিজিটাল কপিগুলো আবার ঘেঁটে একই কনক্লুশনে এলাম।
Dipanjan | 2601:647:5600:1820:54e0:def9:1f40:b946 | ২১ জুন ২০২০ ০৫:৪২
সহমত
Laxman's innings was epic in it's effectiveness and outcome, not in its batsmanship, IMHO.
Amarnath's innings, Vishwanath's Madras test innings against Clive Lloyd's WI, Brijesh Patel's innings in WI '76, Vinu Mankad's innings in England after being dropped are all great Indian innings but not of the same class as Gavaskar's or Laxman's.
সংকটমোচী মহাবলি হনুমান , সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্তগণ। এমনকি আমেরিকায়ও যে বিরাট ভক্তকূল বসবাস করেন ভগবান হনুমানের, তাঁর প্রমাণও পাওয়া গেল। সম্প্রতি ২৫ ফুট উঁচু এক বিশাল হনুমানের মূর্তি বসানো হল ডেলাভিয়ারে। যার প্রশংসা চলছে সমগ্র বিশ্ব জুড়েই। নব স্থাপিত এই মূর্তি নিয়ে চর্চাও করছে মার্কিন সংবাদ সংস্থাগুলো। নিউ ক্যাসেলের স্পিরিট চার্চে আওয়ার লেডি কুইন অফ পিসের মূর্তির পর ডেলাভিয়ারে ভগবান হনুমানের মূর্তি দ্বিতীয় বৃহত্তম ধার্মিক মূর্তি। আমেরিকায় স্থাপন করা হিন্দু ভগবানের মূর্তির মধ্যে সবথেকে উঁচু মূর্তি হওয়ায় এটিকে বহুল চর্চা চলছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই অনুষ্ঠানে খুব বেশি পরিমাণে মানুষজন অংশ নিতে পারেনি।
কালিয়া নিয়ে ভয়ানক কাণ্ড করেছিলেন পরেশ রাওয়াল, অতিথি তুমি কব জাওগে ছবিতে। বাপ্স।
প্রসঙ্গত, মার্কিন মুলুকের বিএলএম আন্দোলনের খবর গালওয়ান নদীতে ভেসে গেল। ওদিকের সংবাদ কী, সব শান্ত?
কলোনিয়াল শিক্ষাব্যবস্থা ক্লাসের জন্য ছিল, মাসের জন্য ছিল না। এখনও তাই আছে। আগে বড়লোকেরা পড়ত হিন্দু কলেজে; তার নীচে ছিল মিশনারি কলেজগুলো এবং তুলনামূলক গরিবদের জন্য ছিল মেট্রোপলিটন ইন্সস্টিটিউশন। কিন্তু সিলেবাসে কোনও হেরফের ছিল না। এখন ইংলিশ মিডিয়াম, সরকারি বাংলা মিডিয়াম এবং সরকারি-সাহায্যপ্রাপ্ত বাংলা মিডিয়াম। সবই বিত্তের ওপরে নির্ভরশীল। আগের মতোই।
কারিগরি শিক্ষা স্কুল লেভেলে আজও প্রচণ্ড অবহেলিত এবং গরিব ছেলেমেয়েদের কাছে এখনও সিলেবাসের ৭৫% জিনিস অপ্রয়োজনীয় বোঝা। শিক্ষা এখনও বেসিক্যালি এলিমিনেশন প্রসেস এবং স্কুলছুটের ক্ষেত্রে গরিবদের চিরকালই পাল্লাভারী।
কিছু পরিবর্তন তো হয়েছেই, কিন্তু মূল কাঠামোটা একই আছে।
আমাকে যদি একটা ব্যাটিং ইনিংস বাছতে হয়, যেটা বল-বাই-বল ফলো করেছি, তাহলে 96 রানের গাভাসকারের লাস্ট টেস্ট ইনিংস বাছব। ক্লাসিকাল টেস্ট ক্রিকেট আর ক্লাসিকাল ব্যাটসম্যানশিপ।
কালি কালি কালি বলে অজপা যদি ফুরায়,
গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চী কে বা চায়?