এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 103.195.***.*** | ২০ জুন ২০২০ ১২:১৫448207
  • অ্যামাজন নাকি মদ ডেলিভারিও করবে! কিন্তু এখনো অবধি শুধু পবতে। তামিল নাড়ুতে কবে শুরু হবে কেজানে! কবে থেকে বসে আছি অনলাইন অর্ডার করতে পারবো বলে।
  • এলেবেলে | 202.142.***.*** | ২০ জুন ২০২০ ১১:৪৩448206
  • খ, অনেকদিন হল আপনাকে এখানে দেখছি না। অভিমান করে ডুব দেওয়া আপনার স্পিরিটের সঙ্গে যায় না। যেদিন আপনাকে শেষ এখানে দেখেছি, সেদিন কিছু মন্তব্য আমার চোখে পড়েছিল। সেটা ঠিক হতে পারে, ভুলও হতে পারে এবং তা নিয়ে আমার কোনও বক্তব্যই নেই। কিন্তু তার পরেই আপনার অন্তর্ধান অন্তত আমার ভালো লাগছে না।

    ফিরে আসুন খ। একান্ত অনুরোধ।

  • S | 2405:8100:8000:5ca1::da:***:*** | ২০ জুন ২০২০ ১১:২৬448205
  • ব্র্যাডম্যান মারা যাওয়ার কয়েক বছর আগের কথা। ইংল্যন্ড গেছে অস্ট্রেলিয়াতে অ্যাশেজ খেলতে। অস্ট্রেলিয়া খুবই ভালো খেলছে। সবাই ইংল্যন্ডের দূর্বল বোলিং লাইনাপ নিয়ে চিন্তিত। এক প্রাক্তন খেলোয়ার বা সাংবাদিক ব্র্যাডম্যানকে প্রশ্ন করেন যে স্যার ব্র্যাডম্যান, আপনি ইংল্যন্ডের এই বোলিং লাইনাপের বিরুদ্ধে খেললে কত রান করতেন। স্যার ব্র্যাডম্যান উত্তর দেন ৪০। তাতে প্রশ্নকর্তা অবাক। স্যার আপনার কেরিয়ার অ্যাভারেজ ১০০, আর আপনি এত দূর্বল বোলিংএর বিরুদ্ধে মাত্র ৪০ করতেন। স্যার ব্র্যাডম্যান উত্তর দেন যে আমার তো এখন ৮০ বছর বয়স হয়েছে।
  • কলোনি | 185.8.***.*** | ২০ জুন ২০২০ ১১:১৪448204
  • বোলারের দাপট ক্রিকেট একবারই দেখেছিল। বডিলাইন সিরিজে। ব্র্যাডম্যানের বিরুদ্ধে লারউড। হেলমেট ছাড়া। ব্র্যাডম্যানই কি বলেছিলেন যে লারউডের কাছে আজকালকার বোলাররা শিশু?

  • Dipanjan | ২০ জুন ২০২০ ১১:০১448203
  • তবে বয়কটের সপক্ষেও দু চার কথা থাকে |

    এক) 1964-1982 ওপেন করা মানে নতুন বল হাতে লিলি টমসন প্যাসকো ওয়াকার হোল্ডার হোল্ডিং রবার্টস মার্শাল গার্নার হ্যাডলি কলিন্জ ইমরান সরফরাজ কপিল | পেস এট্যাকের স্বর্ণযুগে 48 কেরিয়ার অ্যাভারেজ একটা বিশাল এচিভমেন্ট | শুধু যদি সত্তরের দশক দেখি, বয়কটের অ্যাভারেজ 56 | সত্তরের তিন শ্রেষ্ঠ ব্যাটসম্যান যাদের ধরা হয়, গাভাস্কার 56, চ্যাপেল 53, রিচার্ডস 57 | এবার মনে রাখতে হবে গাভাস্কার অর্ধেক টেস্ট খেলেছেন ভারতের মরা জমিতে আর অস্ট্রেলিয়া ফুল টিমের এগেনস্টে 70 এ খেলেননি, রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজ এট্যাক ফেস করেননি, চ্যাপেলকে লিলি টমসন সামলাতে হয়নি |

    দুই) ইংল্যান্ড এর টেস্ট রেসাল্ট এর একটা A/B টেস্ট করা হয়, 1964-1982 ইংল্যান্ড টোটাল উইন-লস-ড্র 55-35-85, উইথ বয়কট 35-20-53, বয়কট ব্যতীত 20-15-32 | অর্থাৎ
    ক) বয়কটের স্লো ব্যাটিং ড্র এর অনুপাত বাড়ায় নি, অর্ধেক টেস্ট ড্র উইথ ওর উইদাউট হিম |
    খ) উইথ হিম উইন লস রেশিও 1.75, উইদাউট হিম 1.33

    তিন) ডেনিস আমিস, কিথ ফ্লেচার, এডরিচ, টনি গ্রেগ ইত্যাদির মিডল অর্ডার ঠিক ওয়ার্ল্ড ক্লাস ছিল না | বয়কট লাল নতুন বল না সামলালে ধ্বস নামতো প্রায়ই | তাই ডিস্ক্রিশন ওয়াস বেটার পার্ট অফ ভ্যালোর | যে কারণে আলান নটের লোয়ার মিডল অর্ডার কান্ট্রিবিউশন এতো গুরুত্বপূর্ণ ছিল | হয়তো অনেকে অবাক hoben, সত্তরের দশকে ইংল্যান্ড এর দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান স্কোরার আলান নট | বয়কটের কেরিয়ারের শেষ দিকে গাওয়ার আর বথাম আসায় তাও একটু সুবিধে হয় | কিন্তু আশির দশকে আমরা যেমন রেডিও শুনতে শুনতে "স্কোর কত?" এর উত্তর দেবার সাথে সাথে পরের প্রশ্নের অপেক্ষায় থাকতাম "গাভাস্কার আছে?", আমি নিশ্চিত একইভাবে সত্তরের ইংল্যান্ড এ বিটলস বা ক্ল্যাশ শুনতে শুনতে অনেক কিশোর যুবক জিগাইছে - "ইস বয়কট স্টিল দেয়ার? "
  • সম্বিৎ | ২০ জুন ২০২০ ১০:২২448202
  • ৭৯-এ আসিফ ইকবালের টিমের সঙ্গে একটা নতুন ওপেনার এসেছিল। তসলিম আরিফ। কলকাতা টেস্টে সেকেন্ড ডে স্টাম্পসে সে ব্যাটা ২৮ রানে। পরেরদিন খেলা শেষের দুতিন ওভার আগে আউট হল ৯০ রানে। সারাদিন ব্যাট করে ৬২ রান করেছিল। আর সে খেলা এতই দুর্ধর্ষ খারাপ দেখতে যে উল্টোদিকে অয়াসিম রাজা আরিফ আউট হওয়াতে আনন্দে হাতাতালি দিয়ে উঠেছিল। সেই নিয়ে অল্প জলঘোলাও হয়েছিল।

    বালক আমি সেদিন মাঠে গেছিলাম। বালকবেলা এমন কত অকিঞ্চিৎকর খেলা দেখে যে কেটেছে!

  • lcm | 99.***.*** | ২০ জুন ২০২০ ১০:১৭448201
  • বয়কট-এর একটা রেকর্ড আছে, একটা টেস্ট সিরিজে প্রথম টেস্টে ২৪৬ রানের ইনিংস খেলার পর পরের টেস্টে ওকে বাদ দেওয়া হয়। এরকম কখনও এর পরে বা আগেও হয় নি, এত রান করার পরেও পরের ম্যাচে বাদ।

    When Geoff Boycott made 246 against India in Leeds in 1967, his achievement was not greeted with any pleasure - certainly not by those who had paid to watch it - and instead he faced the opprobrium of the media, and ultimately was dropped by the England selectors in next game.

    Boycott's crime - not for the first or last time - was the tortuous way he batted on the first day, when in six hours he scored 106 not out.

    In front of a small crowd of around 5000 on his home ground, Boycott reached lunch on 25; he went 45 minutes without scoring midway through the session, and in the hour before the interval he managed eight runs.

    পরের দিন ডেইলি মিরর-এ খবর -
  • avi | 2409:4061:2086:cd8:cf9a:1bf1:b84c:***:*** | ২০ জুন ২০২০ ১০:০৯448200
  • গুরুতে খুঁজতে পারছি না কিছুতেই। মোবাইল থেকে খোঁজায় কিছু সমস্যা হচ্ছে বোধ হয়। সেদিন আনন্দবাজার ও ভারতের প্রতিরক্ষা বাহিনী টইটা খোঁজার কত চেষ্টা করলাম। গুরুতে প্লাস লিখে, কোটেশন মার্ক দিয়ে, এমনিই, গুগল সার্চ করে, শেষটায় এলসিএম জিসিএম অব্দি - ভারী শক্ত।

  • সিএস | 2405:201:8803:be5f:196d:1fb1:d4ad:***:*** | ২০ জুন ২০২০ ০৯:৫৩448199
  • বয়কট আর ক্রিস ট্যাভারে, বাপরে বাপ কী ওপেনিং জুটি। ঠুকুর ঠুকুর বললে কম বলা হয়, যেন বলের গায়ে আঘাত লাগবে বলে শুধুই ছুঁয়ে দিত। তারপরে বুন আর মার্শ আসাতে মনে হত এ কী দেখছি, ওপেনাররা রানও করে !!
  • সম্বিৎ | ২০ জুন ২০২০ ০৯:৪৬448198
  • প্রাচীন বলে প্রাচীন! এখনকার তালেবর গুরুর দল তখন ঘুন্সি পরে মেঝে থেকে বিশকুট কুড়িয়ে খান।

  • aka | 2600:1005:b145:a92a:856a:780b:8931:***:*** | ২০ জুন ২০২০ ০৯:১৮448197
  • বাপরে এতো সেই আফি প্রস্তর যুগের টই।
    শ্যামল বাবুর কি হল কে জানে? হঠাত একদিন আসা বন্ধ করে দিলেন। সেইসময়ে গুরু বেশ ছোটোখাটো ছিল, মোটামুটি চেনাজানা ছিল, অন্তত যারা লিখত তাদের মধ্যে। শ্যামল বাবুকে চিনতাম না কিন্তু ওনার না আসাটা চোখে পড়েছিল।
  • b | 14.139.***.*** | ২০ জুন ২০২০ ০৮:১৮448195
  • চিয়ারলিডার নিয়ে সেই টইটা কেউ তুলে দেবে নাকি?
  • একলহমা | ২০ জুন ২০২০ ০৩:৪২448194
  • S-এর T20 বর্ণনাটা জব্বর হয়েছে। :D 

  • সুগত সেনশর্মা | 197.189.***.*** | ২০ জুন ২০২০ ০৩:৩৬448193
  • আল জাজিরা টেলিভিশনের একটা চলতি প্রোগ্রামের নাম "দ্য সিক্রেট অব মার্শাল আইল্যান্ড"। মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের বুকে অনেকগুলো দ্বীপের সমাহার। আমেরিকান উপকূল থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জে 58000 মানুষের বসবাস। 1946-58 সালের মধ্যে আমেরিকা এখানে মোট 120 টি পরমাণু বোমা ফাটিয়েছে। হাইড্রোজেন বোমা ফাটানোর গর্ত এখনো দূর আকাশ থেকেও দেখা যায়। আমেরিকান মারণাস্ত্র পরীক্ষার এই আঁতুড়ঘরে সাংবাদিকের একটি দল পাঁচবার গিয়ে একটি রিপোর্ট বানিয়েছে, যে রিপোর্ট তারা আগে ছোট ছোট ভাগে প্রকাশ করেছিল। বর্তমানে আল জাজিরা তা সম্প্রচার করছে।

    মার্শাল দ্বীপপুঞ্জে তেজস্ক্রিয় বিকিরণের পরিমান অত্যন্ত বেশি। নানা রকম তেজস্ক্রিয় বর্জ্যের মধ্যে আছে প্লুটোনিয়াম। খোদ আমেরিকা থেকে 5300 টন তেজস্ক্রিয় বর্জ এনে এখানে ফেলা হয়। মার্শাল দ্বীপপুঞ্জের সহজ সরল মানুষগুলো বুঝতেই পারে নি এখানে এসব কি হচ্ছে! মাঝে মাঝে সাহেবরা এসে তাদের নিয়ে নানারকম পরীক্ষা চালাতো। জোসেফ একজন 72 বছর বয়সের বাসিন্দা। তিনি 7 বছর বয়সে একদিন সকালে দেখেন আকাশে যেন দুটো সূর্য্য। সেই সময় আমেরিকানরা প্রথম বোমা ফাটায়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় অসুখ বিসুখ হলে চিকিৎসা পাওয়া যেত কিনা তিনি বলেন ওরা রক্ত নিতো ও এক্স রে করতো। চিকিৎসার কোন ব্যবস্থা ছিল না।

     প্লুটোনিয়াম ও হাইড্রোজেন বোমা পরীক্ষার পর জীবানু অস্ত্রের প্রয়োগ নিয়ে পরীক্ষানিরীক্ষা করে। যথারীতি এই জীবানুর প্রভাব পরীক্ষা করা হতো এখানকার পশুপাখি ও মানুষদের উপর। এই দ্বীপপুঞ্জের বাসিন্দাদের তারা গিনিপিগ ও ইঁদুর হিসেবে ব্যবহার করেছে। 

    মার্শাল সরকার ও আন্তর্জাতিক চাপে আমেরিকা কিছু কিছু তেজস্ক্রিয় বর্জ্য তুলে কবর দিয়েছে রুনিট দ্বীপে। যদিও আমেরিকান বিশেষজ্ঞদের মত এটি এই এলাকার তেজস্ক্রিয় দূষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মার্শাল দ্বীপপুঞ্জে সব ধরনের খাবারে তেজস্ক্রিয়তার পরিমান অত্যন্ত বেশি বলে এখানে সবজি ও ফলমূল খাওয়া যায় না। মার্শাল দ্বীপপুঞ্জের মানুষের পুনর্বাসনের জন্য 2.5 বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে বলে আমেরিকা স্বীকার করলেও মাত্র 600 মিলিয়ন ডলার দিয়ে হাত ধুয়ে ফেলেছে। এমনকি রুনিট দ্বীপপুঞ্জের কবরখানার দায় ও তারা নিতে চায় না। ডায়াবেটিস রোগীর হার এখানে অত্যন্ত বেশি, তার সাথে আছে তেজস্ক্রিয়তার কারনে অসুস্থ হয়ে পড়ার ঘটনা, যথা ক্যানসার।

    আমেরিকার এই সব কাণ্ডকারখানার পেছনে আসল উদ্দেশ্য হল ভারত মহাসাগরের উপর দখলদারি। আমেরিকার ন্যাভাল ফোর্সের দুই তৃতীয়াংশ আছে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যা আদতে আমেরিকার উপকূল থেকে বহুদূরে। তাদের লক্ষ্য পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি। একটা বলয়ের আকারে তারা এশিয়া মহাদেশকে ঘিরে রেখেছে। শুধু দক্ষিন এশিয়া জুড়ে 47000 নৌসৈন্য তারা মোতায়েন করেছে। বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি একটি বক্তৃতায় বলেন যে তিনি ন্যাশনাল গার্ডকে নির্দেশ দিয়েছেন এশিয়া-প্যাসিফিকে শক্তি বাড়াতে হবে। 

    মার্শাল দ্বীপপুঞ্জ হল এই শক্তি বৃদ্ধির লঞ্চ প্যাড। তাই মারণাস্ত্রের ঢালাও কারবার, তাই জৈব অস্ত্র দিয়ে মার্শালের গরীব জনজাতির উপর চলেছে পাশবিক পরীক্ষানিরীক্ষা যা হিটলারের জার্মানির কথা মনে করিয়ে দেয়। আমেরিকান যে সাংবাদিক সারা বিশ্বের কাছে এই ঘটনা তুলে ধরেন তিনি বলেছেনঃ এই ধরনের মানবাধিকার লঙ্ঘন ওরা করে কারণ অস্ত্র তৈরী করতে ওরা লক্ষ কোটি ডলার খরচ করে ফেলেছে। এই টাকা তুলতে হলে যুদ্ধ চাই, তাই যুদ্ধের উন্মাদনা ও জিগির জিইয়ে রাখে। তাই নতুন নতুন শত্রু খুঁজে ওরা ফের করে। নিজেরা মারণাস্ত্রের ভাণ্ডারে দাঁড়িয়ে অন্য দেশে weapon of mass destruction খুঁজে বেড়ায়।

    https://www.latimes.com/projects/marshall-islands-nuclear-testing-sea-level-rise/
    এই লিঙ্ক এই সংক্রান্ত অসংখ্য লেখার একটি।

  • S | 2a0b:f4c2:1::***:*** | ২০ জুন ২০২০ ০৩:২৯448192
  • এখনও কেতা দেখানোর প্লেয়ার আছে। চেতশ্বর পুজারা। টেস্ট ক্রিকেট দেখতে খুব ভালো লাগে। টি২০ ব্যাপারটা এখনও কিছুতেই বুঝে উঠতে পারলাম না। খেলা শুরু হতে না হতেই কাতারে কাতারে বাউন্ডারি, কথায় কথায় চিয়ারলীডারদের নাচানাচি, আইপিএলের থিম সঙ্গ, দুচারজন সেলেবদের মুখ, একগাদা অ্যাড, খেলা শেষ। পোস্ট গেম অ্যানালিসিস শুনে বুঝতে হয় যে কোন দল জিতলো।
  • :|: | 174.255.***.*** | ২০ জুন ২০২০ ০৩:২৬448191
  • ডিয়ার এলেবেলেভাই, আপনার ঈশ্বর-প্রসঙ্গ ২৭শে সেপ্টেম্বর থেকে শুরু করলে ভালো হয়। নিন্দেই তো করবেন, তো শুধু জন্মদিনের দিনটুকু ছেড়ে দিন নয়। আরও তো ৩৬৪টা দিন আছে, নাকি!
  • lcm | 2600:1700:4540:5210:696f:dbb8:9e6:***:*** | ২০ জুন ২০২০ ০২:৪৭448190
  • সে সব ছিল কেতা, ফলো থ্রুতে ব্যাট তুলে ধরে রেখে
  • সম্বিৎ | ২০ জুন ২০২০ ০২:৪২448189
  • হাজারে নয় মার্চেন্ট। বিজয় মার্চেন্ট হল এমসিসি ম্যানুয়াল স্কুল। যার উজ্জ্বলতম নক্ষত্র গাভাসকার। ওই কারণেই মার্চেন্টের কাস্টিং ভোটে গাভাসকারের প্রথম সিরিজে যাওয়া হয়েছিল। আর ওদিকে ছিল বয়কট। বলা হত বয়কটের ফরোয়ার্ড ডিফেন্স এমন যে তিনি নাকি বলে গন্ধ শুঁকতে পারতেন এতই ক্লাসিকাল ঝুঁকে পড়া ফরোয়ার্ড ডিফেন্স।

  • কলোনি | 185.8.***.*** | ২০ জুন ২০২০ ০২:১৩448188
  • আগেকার প্লেয়াররা বিজয় হাজরে এট অল হেবি আঁতেল ছিল। টেক্সটবুক মেনে খেলত। এই সেদিনও রাহুল দ্রাবিড়ের মত দু-চার পিস আঁতেল ছিল। এখন পুরো সাবল্টার্ন সংস্কৃতি। বলের লাইনে ব্যাট এল কি এল না দেখার দরকার নেই, এমন পাওয়ার শট যে থিক এজ পেলেও ছয়।

  • সম্বিৎ | ২০ জুন ২০২০ ০১:৫৯448187
  • ক্রিকেটে যত গোলা পাবলিকের ভিড়। শুধু চার-ছয় দেখতে যায়। তাই জন্যে ক্রিকেটের রুল চার-ছয়ের জন্যে তৈরি হয়েছে। ওয়ান-ডে থেকে পতন শুরু। টি-টোয়েন্টিতে এসে সার্কাসে পরিবর্তন কমপ্লিট। পোষা বোলাররা আসে, রিং মাস্টার ব্যাটসম্যান তুলে তুলে ছয় মারে, গোলা পাবলিক হাত্তালি দেয়। তবে এইসব টি-টয়েন্টি হয়ে একটা ভাল হয়েছে, টেস্ট ক্রিকেট যখন হয়, ডিসিশান হয়। আমরা যারা আশির দশকে বড় হয়েছি, টেস্ট ক্রিকেট অসম্ভব বোরিং হয়ে গেছিল। পাটা উইকেট, ঠুকুর-ঠুকুর খেলা!

  • এলেবেলে | 202.142.***.*** | ২০ জুন ২০২০ ০০:৫০448186
  • রঞ্জনবাবু কেমন আছেন বলুন?

    করোনা সময়কালটাকে চুটিয়ে কাজে  লাগালাম বলতে পারেন। কিছু লাইব্রেরির কাজ বাকি ছিল। সে আর হবে না বলেই ধারণা। দুটো-একটা বই জরুরি ছিল। জানি না সেসব কিনতে পারব কি না। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে আমার বিদ্যাসাগর চর্চা। গুরুর পুরনোরা তাকে বহুচর্চিত 'নির্মোহ ব' না বললেই বাঁচি। হেজিওগ্রাফিতে আমার উৎসাহ নেই, সমকালীন সময়টাকে নিয়ে খুবই আছে। চেষ্টা করব সেই সময়টাকে ধরার। এবারে আরও একটু গুছিয়ে কাজ করার ইচ্ছে আছে। দেখা যাক।

    আপনার সঙ্গে খুব তক্কো হবে এমনটাই আশা করলাম। গান্ধীর সময়ে কিন্তু ফাঁকি দিয়েছিলেন!

    মানুষের বাড়িতে ড্রয়িংরুম থাকে ঠিকই কিন্তু কালেভদ্রে ব্যবহৃত হয়! হয়তো বিদ্যাসাগরের ড্রয়িংরুমও কালেভদ্রে ব্যবহৃত হবে। বাঙালির ড্রয়িংরুম কনসেপ্টটাও বেশ অভিজাত। তাই নয় কি?

  • avi | 2409:4061:2086:cd8:cf9a:1bf1:b84c:***:*** | ২০ জুন ২০২০ ০০:৪১448185
  • নাহ, বোলারদের দিন ফুরিয়ে গেছে, সেটা কথা না। বোলাররা ডমিনেট যথেষ্টই করে সময় সময়। টেস্ট তো আছেই। বস্তুত পনেরোর বিশ্বকাপের পরের নিয়মে হালকা ভারসাম্য আনার চেষ্টা হয়েছে একদিনের খেলাতেও। দুটো নতুন বল, ফিল্ড রেস্ট্রিকশনে। আর কুড়ি কুড়ি খেলা শুধুই ব্যাটের লড়াই লাগলেও অন্তিমে এটাই দাঁড়িয়েছে যে বোলার যার, খেলা তার। যে কারণে কোনোবার লুরুর দলটা আইপিএল জেতে না, বেস্ট ব্যাটিং লাইন আপ নিয়েও।

    প্রসঙ্গত, এবারের বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান খেলাটা কিন্তু ফাস্ট বোলারদের দাপট দেখানোর দারুণ বিজ্ঞাপন ছিল।

  • aka | 162.44.***.*** | ২০ জুন ২০২০ ০০:৩৫448184
  • দর্শকের দের বলতে পারে বল ছুঁড়তে, বেশ একটা ইন্টার‌্যাকটিভ ব্যপার হবে। এমনিতেই এখন যা দাঁড়িয়েছে কেউ একটা বল ছুঁড়লেই হল।
  • lcm | 2600:1700:4540:5210:696f:dbb8:9e6:***:*** | ১৯ জুন ২০২০ ২৩:৩৭448183
  • হ্যাঁ, তবে ক্রিকেট খেলাটা বোলারদের বা ব্যাটসম্যানদের নেই, এটা এখন - টিভি স্পনসর, বিজ্ঞাপণ, বিপণন - সব নিয়ে বিনোদন মার্কেটিং মহাযজ্ঞের একটি উপাদান।
  • lcm | 2600:1700:4540:5210:696f:dbb8:9e6:***:*** | ১৯ জুন ২০২০ ২৩:০৮448182
  • বল ছুঁড়বে কে? আম্পায়ারকে বলা ভাল দেখায় না, তাছাড়া তাহলে নো বল ধরবে কে, সুতরাং, বোলার চাই।

    আর, কাকেই বা ছুঁড়বে, লাঠি বা ব্যাট হাতে কাউকে দরকার, থার্ড আম্পায়ারকে বলাও ঠিক হবে না।

    বোলার-ব্যাটসম্যান ছাড়া ক্রিকেট খেলা, মুশকিল।
  • রঞ্জন | 182.69.***.*** | ১৯ জুন ২০২০ ২৩:০৪448181
  • এই যে এলেবলে, দেখুন নাম না করতেই এসে গেছি । আমার বিশেষ প্রিয় বিদ্যেসাগর নিয়ে কবে শুরু হবে? এখন এই করোনা যুগে এর চেয়ে ভাল সুযোগ ? তবে যাই বলুন, আর যাই লিখুনঃ

    "যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়,

    তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়"।

    আমি জানি প্রত্যেক বাড়িতে সুন্দর ড্রইংরুম থাকলেও পেছনে বাথরুম পায়খানা আছে। তাতে কি ড্রইংরুমে বসব না?

  • S | 2a0b:f4c2::***:*** | ১৯ জুন ২০২০ ২২:৫৯448180
  • টেস্ট ম্যাচ বোলারদের খেলা। অন্য দলের ২০ উইকেট না ফেলতে পারলে জেতা যাবে না। ওয়ানডে সেই হিসাবে অনেকটাই ব্যাট্সম্যানদের খেলা - অন্য দলের থেকে বেশি রান করতে হয়।
  • a | 14.202.***.*** | ১৯ জুন ২০২০ ২২:৫৬448179
  • ক্রিকেটে জিততে গেলে উইকেট নিতে হবে, সে হিসাবে বোলারদের খেলা বলেই মনে হয়
  • S | 2a0b:f4c2::***:*** | ১৯ জুন ২০২০ ২২:৪৬448178
  • এই বলটা দেখুন। স্পিন যদিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত