Atoz | 151.14.***.*** | ১৯ জুন ২০২০ ০৪:০৫448057অনেক ধন্যবাদ lcm!
এর মানে হচ্ছে, চায়নার সাথে দর কষাকষিতে ইম্পোর্ট অন্য জায়গায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত আমেরিকার থেকে ভালো অবস্থানে আছে। আবার সেইখানেই আরেক দিকে চায়নার জোরটা, আমেরিকা যেহেতু আমাদানী-রপ্তানী দুদিক থেকেই চায়নার সাথে ভালোরকম গাঁটবন্ধনে আছে, সে চায়নার সাথে সত্যিকারের ঝামেলায় যাবে না। মুখে যে যাই বলুক। ফলে সেই জোরটা হিসেবে নিয়ে ভারতের সাথে ঝামেলা করায় চায়নার খুব নিরুৎসাহিত বোধ করার কারণ নেই। আর এইখানেই দাদারা তাস খেলতে বসেন। বড় বড় স্পন্সর, গণ্যমান্যরা সামনের সারিতে আসন গ্রহণ করে আনন্দ লাভ করেন। আমজনতা ঐ পিছনের সারি থেকে দেয়াল ছাড়িয়ে, নগর ছাড়িয়ে, গ্রাম ছাড়িয়ে ... ... হাত্তালির পর হাত্তালি
Atoz | 151.14.***.*** | ১৯ জুন ২০২০ ০৩:৫৮448055
lcm | 2600:1700:4540:5210:696f:dbb8:9e6:***:*** | ১৯ জুন ২০২০ ০২:৫২448054
আচ্ছা, এইগুলোও কি হিসাবে আনা লাগে?
চায়নার আমদানির ছবি কি? কোন দেশ থেকে কতটা? ভারত চায়নায় রপ্তানি করে কিরকম আয় করে? আমেরিকা চায়নায় রপ্তানি করে কিরকম আয় করে? তারপরে আসছে ভারত এবং আমেরিকা চায়না থেকে যা আমদানি করে তার কতটা আবার অন্য দেশে রপ্তানি করে (সরাসরি বা অন্য কিছুতে পরিবর্ত্তীতে করে)?
lcm | 2600:1700:4540:5210:696f:dbb8:9e6:***:*** | ১৯ জুন ২০২০ ০২:০১448052
lcm | 2600:1700:4540:5210:696f:dbb8:9e6:***:*** | ১৯ জুন ২০২০ ০১:৫৭448051
avi | 2409:4061:2086:cd8:cf9a:1bf1:b84c:***:*** | ১৯ জুন ২০২০ ০১:২৭448050"Carbon fibre, 28 calibre, Made in China. If you want to kill a public servant Mr Maroni, I recommend you buy an American." হার্ভে ডেন্ট বলেছিলেন। প্রচলিত তথ্য নিশ্চয়।
রসিক | 35.18.***.*** | ১৯ জুন ২০২০ ০১:১২448049পাকিস্তান পংগপাল ছেড়েছে, চীন জায়গা কেড়েছে, নেপাল নতুন মানচিত্র এঁকেছে, বাংলাদেশ লোক ঢোকাচ্ছে।*
শ্রীলঙ্কা তুই চুপচাপ কেন? এসে রাবণ হত্যার বদলা নিয়ে যা।
S | 2405:8100:8000:5ca1::431:***:*** | ১৯ জুন ২০২০ ০০:৫৫448048
aka | 2600:1005:b145:a92a:e0ea:c8af:c0a1:***:*** | ১৯ জুন ২০২০ ০০:৪৬448047
S | 2405:8100:8000:5ca1::333:***:*** | ১৯ জুন ২০২০ ০০:৪৩448046
lcm | 2600:1700:4540:5210:696f:dbb8:9e6:***:*** | ১৯ জুন ২০২০ ০০:৪৩448045
... | 103.22.***.*** | ১৯ জুন ২০২০ ০০:২৮448044
aka | 2600:1005:b145:a92a:e0ea:c8af:c0a1:***:*** | ১৯ জুন ২০২০ ০০:০২448043
aka | 2600:1005:b145:a92a:e0ea:c8af:c0a1:***:*** | ১৮ জুন ২০২০ ২৩:৪৭448042
avi | 2409:4061:2086:cd8:cf9a:1bf1:b84c:***:*** | ১৮ জুন ২০২০ ২৩:৪৪448041চীনের গত পাঁচ দশ বছরে শ্রমমূল্য ইত্যাদি বাড়ায় নাকি অনেকে চীনা ও বিদেশী কোম্পানিই তাদের কারখানা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সরিয়ে নিয়েছে। গত তিন বছরে সেই সরানো আরো গতি পেয়েছে। এবার আরও পাবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকায় এর কিয়দংশ আমরাও পেতে পারতাম, কিন্তু সেই সময়ে আমরা নোটবন্দীর মত ম্যাজিকে আস্থা রেখে ইকোনোমির আরো বারোটা বাজাতে ব্যস্ত ছিলাম।
বিশ্বরূপ রায় | 15.206.***.*** | ১৮ জুন ২০২০ ২৩:৩০448040Gorgasur আবার কি করলো ?
b | 14.139.***.*** | ১৮ জুন ২০২০ ২৩:২৪448039
sm | 42.***.*** | ১৮ জুন ২০২০ ২৩:০০448038সে আর কি করা যাবে!বেচবে বলে আগেই ঠিক হয়ে ছিলো।
Biswarup ray | 15.206.***.*** | ১৮ জুন ২০২০ ২২:৫৫448037একেই বলে ধান্দার দেশপ্রেম।
যুদ্ধ যুদ্ধ আবহে বেচা হয়ে গেল 50 টা কোল ব্লক। দেশের মানুষ চিনা মোবাইল, টিভি ভাঙ্গার উৎসবে মত্ত ভক্ত দের দেখে হাঁ হয়ে ভুলে আছে মূল সমস্যা।
sm | 42.***.*** | ১৮ জুন ২০২০ ২২:২৪448036এটা শেখবার মতন জিনিষ।আমাদের এখানে কয়েক লাখ কোটি টাকা,বিগ কর্পোরেট ট্যাক্স মুকুব হয় কিন্তু স্মল ও মিডিয়াম ইন্ডাস্ট্রি কে চড়া দামে বিদ্যুৎ কিনতে হয়।শিখতে হয়, নয় তো পিছিয়ে পড়তে হয়।
PT | 203.***.*** | ১৮ জুন ২০২০ ২২:২০448035
sm | 42.***.*** | ১৮ জুন ২০২০ ২২:১৯448034আমি কিন্তু ইওরোপীয় মার্কেটে চাইনিজ ছাতা,জ্যাকেট, জুতো এসব ব্যবহার করে দেখেছি।খুব একটা ভালো মানের নয়। অন্তত জাপানিজ,ঘড়ি,গাড়ি ,ক্যামেরা এগুলোর স্ট্যান্ডার্ড অনেক ভালো।কিন্তু মুশকিল হলো,এদের ভিতরের যন্ত্রাংশ অনেক অংশে ,চিনা প্রোডাক্ট।এটাই চীনাদের সাফল্য। বয়কট করা মুশকিল তবে না মূমকিন নয়।
ভারতে আমদানি চিনা প্রোডাক্ট এর সিংহ ভাগ জুড়ে আছে ইলেকট্রনিক জিনিষ পত্র,ল্যাপটপ,মোবাইল,এসি মেশিন ইত্যাদি। এগুলো চীন না হলে কোরিয়া,ইন্দোনেশিয়া,মালয়েশিয়া, ভিয়েতনাম দিয়ে কাজ চালানো যায়।
Munna Bhai | 37.2.***.*** | ১৮ জুন ২০২০ ২২:১০448033
sm | 42.***.*** | ১৮ জুন ২০২০ ২২:০৬448032চিলি চিকেন আর চাওমিন তো আমার ফ্যামিলির স্টেপল ফুড।এই বয়সে, বাড়ী ছাড়া হতে হবে দেখছি।
S | 2a02:c207:3004:8874::***:*** | ১৮ জুন ২০২০ ২২:০৬448031
sm | 42.***.*** | ১৮ জুন ২০২০ ২১:৫৯448030আচ্ছা,চায়না কুড়ি টাকায় টর্চ দেয় কি করে? এটা নিশ্চয় দশ টাকায় ছেড়েছে। আমাদের এখানে একটা সিঙ্গারার দাম দশ টাকা! নট জোকিং!
PT | 203.***.*** | ১৮ জুন ২০২০ ২১:৫৪448029
aka | 2600:1005:b145:a92a:e0ea:c8af:c0a1:***:*** | ১৮ জুন ২০২০ ২১:৫০448028