একি বুদ্ধু লোক রে ভাই।ভারতে যে নুডলস চলে,সেটা তো লোকাল অথবা নেসলে (সুইস) বা টপ র্যামন (আমেরিকান)।
এগুলো তো আর চায়না থেকে আসে না!!
বাপু কে ধরলে হবে না?মুন্নাকে তো বাপু ই ফিরিয়ে আনলো।
হা-হা-হা! ঠিক :)
S | 2405:8100:8000:5ca1::735:aa9d | ১৮ জুন ২০২০ ১৩:২১448056
থিন রেড লাইন আরেকটা ল্যান্ডমার্ক সিনেমা। সেভিং প্রাইভেট রায়ানের থেকে অনেক বেটার লেগেছিল।
কি ভালো যে লাগল, এই কথাটা। থিন রেড লাইন মুভিটা অসাধারণ লেগেছিল। ভোলা যায় না।
গল্প বা ফিচার বা আর্টিকেল কোথায় লিখব?????
এত রকম অপশন আছে যে খুঁজেই পাচ্ছিনা কোথায় লিখব !!!
আসানসোলে বিজেপি মিছিল করে চীনের প্রধানমন্ত্রী হিসেবে কিম জং উনের কুশপুত্তলিকা দাহ করলো। শিনজো আবের পালা এবার।
https://www.sangbadpratidin.in/bengal/actor-sushant-singh-rajputs-fan-commits-suicide-at-uttarpara/
ওই যে সেই ভালো মানুষ ছেলেটি।বক্তৃতা দিতো।দামী পেন পকেটে নিয়ে ঘুরেছিল বলে কি কাণ্ড! বামপন্থী ছিলো।বুদ্ধবাবু খুব স্নেহ করতেন।
ঋতুপর্ণ এখানে দায় এড়াতে পারেন না
পরিচালক একটা চিঠিদিয়ে dubbing হয়েছে জানালে ওটা resolve হবার কথা , এতো চাপান উতোর হবার কথা নয়
যদিও অনু সাহেবের সঙ্গে পাঙ্গা নেওয়ার দম ব্যক্তি রিতু র ছিলোনা বোধ হয়
ব্যক্তি হিসাবে ঋতুপর্ণ আর ঋতব্রত কে আমার চিরকাল ই হিপোক্রিট লেগেছে , আইডিওলজি বা কর্মক্ষেত্রে সাফল্য অনস্বীকার্য যদিও
ব্যক্তি ঋতুপর্ণ যে খুব সৎ,তেমন প্রমাণ কোথায়?
অনুপম খের একজন ওপর চালাক লোক। ওঁর,রাজনৈতিক বক্তব্য গুলো অসংলগ্ন,যুক্তিবোধ হীন ও তোষামোদি।
হুঁ হুঁ, স্ট্রং মেসেজ দিতে হলে প্রবন্ধ ছাড়া গতি নেই, সে আধার নাটক হোক বা উপন্যাস। সাধে কি গনুস্যর সারাক্ষণ প্রবন্ধ লিখতে বলেন।
হ্যাঁ, দাশবাবুর ৪৬-৪৭ এক অনবদ্য জিনিস ছিল বটে! আমি তিন ক্লাস নীচে পড়ার সময় একদিন দাদা সে বস্তু আত্মীকরণ করে আমাকে ধরে বসিয়ে এক সুগভীর আলোচনা করে নিল। এত মোটিভেটেড হলাম যে, পরের কয়েক দিনে দাশবাবুর আরো কটা দাঁতভাঙ্গা কবিতা নিজেই পড়ে নিলাম। বোধ, সুচেতনা ইত্যাদি। বুঝলাম কিছুই না নির্ঘাত, কিন্তু তার পরেই সুধীন দত্তের সংবর্ত হাতড়ে ফেললাম। সে যুগে ছাপার অক্ষর দেখলে পাঁজিও পড়ে ফেলার অভ্যেস। কিন্তু সুধীন দত্ত শোধ নিলেন। দুদিন পরে ক্লাসে রচনা লিখতে গিয়ে নামিয়ে দিলাম 'মানুষ ডুবে গেছে জিঘাংসা আর রিরংসায়' জাতীয় এক বাক্যবন্ধ, শব্দটা বেশ বোম্বাস্টিক লেগেছিল। বাংলার টিচার পড়ে শুধু বললেন, 'মানে জেনে লিখিস, যা লিখবি, ঠিক আছে?'
ইয়েস, থ্যাঙ্ক ইউ এজেসি, প্রোগ্রেস। দিব্যি জিনিস ছিল সেই সময়ের সিলেবাস। বাংলাতেও খুব সুন্দর সব গল্প নাটক ছিল। আদাব, ওই দাঙ্গার সময় একটি মালিকহীন ঘোড়ার গল্প, নাটকের মধ্যে স্ট্যাচু আর নবান্নর কিছু অংশ...
রেমার্কের অল কোয়ায়েট বইটাও খুব সুন্দর।