সরি তাহলে ভুলে গেছি।
প্রায় তিন দশক আগে পড়া। লাইন গুলো দেখলাম মোটামোটা ঠিকঠাক ই লিখেছি। কিন্তু আমি যে অর্থ শিখেছিলাম, এখানে দেখছি অন্য অর্থ।
চিয়ার্স এনিওয়ে
খ, বেশ অপেক্ষায় রইলাম।
কিন্তু ,কিন্তু ওবামা তো আট বছর প্রেসিডেন্ট ছিলো।কালোদের কি এমন উন্নতি হয়েছিলো বা রেসিজম কতোটা কমে গেছিলো?
ট্রাম্প তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জিতে আসা লোক।
ডিসি, অনেক অনেক ধন্যবাদ। অস্তিত্ব সংকটের হাত থেকে রেহাই পেলাম।
আজ যাঁরা হাতির মৃত্যুতে উদ্বেলিত (সঙ্গত কারণেই), কাল তাঁদের অনেকেই কাঞ্চনকন্যায় ডুয়ার্সের সবুজ দেখে মুগ্ধ হবেন। হাতিরা কাটা পড়বে রেললাইনে।
খ, ব্রায়ান হ্যাচারের বইটার সফট কপি হবে? পেলে বড্ড উবগার হত।
পরিবর্তন তো সম্ভব নয়।কারণ সভ্য মানুষদের পরতে পরতে লুকিয়ে আছে ভালোমানুষির মুখোশ।ঘৃণা,হিংসা আর স্বার্থপরতা।
একদেশের মানুষের অবর্ণনীয় কষ্ট অন্য দেশ রেলিশ করে।আজ যদি করোনা খালি চায়নার মধ্যেই সীমিত থাকতো,তো পশ্চিমী দেশ গুলো ভাবতো ভালো হয়েছে,ঠিক হয়েছে। চায়নাও,পশ্চিমী দেশ গুলোর দুর্গতি তে একই কথা ভাবছে। এমন কি একটা সামান্য ভ্যাকসিন তৈরী হলো কি না হলো,কেউ দ্ব্যার্থ হীন ভাষায় বলতে পারছে না,যে এটা ফ্রি অফ কস্ট গোটা দুনিয়ায় সবার জন্য এভেইলেবল হবে।
এর থেকে জঙ্গলে,অসভ্য মানুষ ভালো।কিছুটা মানবিকতা অবশিষ্ট আছে।