এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pcm | 185.123.***.*** | ২৮ মে ২০২০ ১৭:২৫446577
  •  আমার মনে হয় পিনাকী আর সোমরাজ দুজনেই নিজের জায়গায় ঠিক 
    এ নিয়ে অহেতুক কথায় শুধু কথাই বাড়বে 
    পর্দা র পিছনে র কথা বলে যারা জল অপ্রয়োজনীয় ভাবে ঘোলা করতে চাইছিলেন তারা নিজেদের যুক্তির জগতে অবশ্যই বিচরণ করতে থাকবেন , সেটাও গুরু তে নতুন কিছু নয় 

  • পিনাকী মিত্র | ২৮ মে ২০২০ ১৭:১৫446576
  • যেটা বলেছি সেটা অপ্রিয় কথা। তাই শুনতে রুড লেগেছে। সোমরাজকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে কথাটা বলা নয়। বোঝাপড়া পরিষ্কার করার জন্য বলা। সোমরাজের ক্রাউড ফান্ডিংএর অ্যাপ বানানো নিয়ে কোনোই বক্তব্য নেই। কিন্তু তার সাথে নিউজ পোর্টাল, কনটেন্ট রাইটিং, চ্যাট প্ল্যাটফর্ম জুড়েটুড়ে যে আইডিয়াটা ও রেখেছে তার মধ্যে অনেকটাই গুরুর সাথে ওভারল্যাপিং এবং বিগত দশ বছরের বেশি সময় ধরে গুরু এইধরণের কাজগুলো করছে এবং সেগুলোকে আরও ডেভেলপ করার জন্য ভলান্টিয়ারের খোঁজ করে চলেছে। কাজেই সোমরাজের যদি গুরুর সাথে সিম্বায়োটিক রিলেশনশিপে থাকার কথা মাথায় থাকে তাহলে ওর উচিৎ গুরুর কাজের সাথে ওভারল্যাপিং এরীয়াগুলোতে প্যারালাল ইনিশিয়েটিভ না চালু করে সেই বিষয়ক স্বেচ্ছাশ্রম গুরুতেই দেওয়ার কথা ভাবা। বা সেটা না ভাবলেও সেই সংক্রান্ত কাজের জন্য ভলান্টিয়ারের খোঁজ গুরুতে এসে না করা। সোমরাজ গুরুর সাথে মানসিকভাবে অনেকদিনই আছে। কিন্তু দিল্লির বইমেলা বাদে অন্য কোনো দৈনন্দিন কাজে ওর কোনো ভূমিকা নেই। বহুদিনই। কোনোদিন আমাদের কোনো 'নিউজ পোর্টাল'ধর্মী কাজে বা 'কনটেন্ট রাইটিং'ধর্মী কাজে কোনো হেল্প লাগবে কিনা সেসব খোঁজখবরও নিতে দেখিনি বিশেষ। গুরুর ব্যাকএন্ডে সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা বিশল কর্মযজ্ঞ চলছে গত একবছর ধরে। সেখানেও কোনো ভূমিকা নেওয়ার আগ্রহ চোখে পড়েনি। কাজেই হঠাৎ করে গুরুর সমধর্মী কিছু কাজের জন্য গুরুতেই ভলান্টিয়ারের সন্ধান আমার মত আর একজন ভলান্টিয়ারের চোখে অত্যন্ত দৃষ্টিকটূ লেগেছে শুধু নয়, গুরুকে একতরফা ব্যবহার করতে চাওয়া বলে আমার মনে হয়েছে। ফলে গুরুর যেমন ব্যবহারকারীর খারাপলাগা নিয়ে ভাবার দায় আছে, গুরুর 'সহযোগী'দেরও গুরুর কাজের নিয়মিত ভলান্টিয়ারদের খারাপলাগা নিয়ে ভাবার দায় আছে বলেই মনে হয়। বিশেষত সেটা যখন কমিউনিটি বেসড ননপ্রফিট পোর্টাল। কোনো পোর্টালই তো শূন্যে টিকে থাকে না। তার পিছনে প্রতিদিনের মেহনৎ থাকে। এটাও 'ব্যবহারকারী'দের বোঝার চেষ্টা করা উচিৎ। এই মেসেজটা কমিউনিকেট করতে চেয়েই নিজের নামে পোস্টটা দিয়েছি। এটা গুরুচণ্ডালির পক্ষ থেকে ফর্মাল মেসেজ নয়। কারুর খারাপ লেগে থাকলে তার দায় ব্যক্তিগতভাবে আমার। 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a64:c636:ad27:da0a:ea0:***:*** | ২৮ মে ২০২০ ১৭:০৯446575
  • সি এস, আমার সাহিত্য সংক্রান্ত পোস্টে বা তাতে অন্যদের সংগে কথোপকথন এর বদলে বেশিটাই বাদানুবাদের সুরে তিতিবিরক্ত হয়ে লেখা বন্ধ কোরো না। ইচ্চাকৃত তো নয় ই, আমার দিক থেকে অনিচ্ছাকৃত ভুল কিছু হয়ে থাকলে ক্ষমা কোরো।

    ভাটে অবশ্য এনগেজ করা তোমার ধোজ্জের ব্যাপার। এখন বড় ছোটো বলে না, ইনফাইনাইট আকচা আকচি র মুখে, প্লাস এই বিজেপি ট্রোল এর মুখে, শান্তিপ্রিয় ইয়াং চিন্তাবিদ বা গল্পকার বা পুরোনো টু -উ সিনিয়র দের এই সাইটে রীতি হল, তপো-স্তব্ধ হয়ে একটি করে পোবোন্ধ মাঝে মাঝে লেখা আর বুল বুল ভাজা বা ব্লগে সেটা দিয়ে বা দিতে রাজি হয়ে বাকিটা নীরবতা মেন্টেইন করা, বা ঘোষণা করে মৌন হওয়া, এতে সম্ভবত মান থাকে, প্লাস বিশ্রম্ভালাপের সাক্ষী হতে হয় না। আমার সেটা করতে ইচ্ছে করে মাঝে মাঝে, এনার্জি লস পোশায় না, বাট আই হ্যাভ রিমেইন্ড বিট অফ আ স্ক্র্যাপার। এটা যদি তোমার রীতি না হয়, শুধু পূর্নাংগ প্রবন্ধ বা অবসারভেসন ই লিখো। কিন্তু চেপে যেয়ো না। আমরা শুধু না, অনেকে অপেক্ষা করে জেনো। অনেকে হয়তো, হ্যাঁ আমার ব্যক্তিগত পরিচিত দের মধ্যেই বলছি, শুধু তোমার পোস্ট পড়বে বলেই সাইটে আসে। আমার দিক থেকে মুর্খামি কিছু হয়ে থাকলে সরি।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • dc | 103.195.***.*** | ২৮ মে ২০২০ ১৭:০৮446574
  • এই খনার বচন ব্যাপারটা মনে হচ্ছে খুব নরম জায়গায় গিয়ে আঘাত করেছে।
  • বরাহমিহির 8000:5ca1::32e | 52.79.***.*** | ২৮ মে ২০২০ ১৭:০৬446573
  • কাবাডি খেলার একটি বহুলপ্রচলিত নিয়ম হলো প্রতিপক্ষকে টোপ দিয়ে নিজের কোর্টে টেনে আনা।  সে কিছু বুঝবার আগেই তাকে পুরোপুরি ঘিরে ফেলে ফেরার রাস্তা বন্ধ করে দেওয়া।  কিছুদিন আগে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের "কালো মোরগ" নামে একটা ছোটগল্প পড়ছিলাম।  তাতে লজিকের প্রফেসর গোকুলবাবু একটি লোভনীয় কালো মোরগের পেছনে ধাওয়া করতে করতে টেরই পাননি কখন দুপুর গড়িয়ে সন্ধ্যে হয়েছে, আর তিনি জঙ্গলের ওপারে কবরখানায় এসে পড়েছেন।  পুরোটাই ছিল আবদুল্লা বলে এক খুনির প্রেতাত্মার প্রতিশোধ নেবার ছল। গোকুলবাবু যখন অনুধাবন করলেন যে তিনি ফাঁদে পড়েছেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।    

    অধুনা সদ্য গোঁফ গজানো নব্যবামপন্থীদের কান্ডকারখানা দেখলেও মনে হয় তারা নিজের অজান্তে দক্ষিনপন্থী হিন্দুত্ববাদীদের জালে একটু একটু করে জড়িয়ে যাচ্ছে। ব্যাপারটা শুরু হয়েছিল বাম আমলে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, রামমোহন, বিদ্যাসাগর, নেতাজী প্রমুখের ব্যক্তিপূজা দিয়ে।   তখনও তারা বুঝতে পারে নি বিপদ কোথায় ওঁৎ পেতে রয়েছে। এই অবধি ঠিক ছিল। কিন্তু বর্তমানে অন্ধ বিজেপি বিরোধিতা করতে গিয়ে তারা কখনো শহীদ মিনারের পাদদেশ গঙ্গার জলে ধোয়াচ্ছে, তো কখনো খনার বচন ভুলভাবে উদ্ধৃত করছে।

    অর্থনীতির উৎপাদন ও বিনিময় ব্যবস্থার মূল্য শৃঙ্খলে পুঁজিবাদী শিল্পপতির ভূমিকাকে মান্যতা দেওয়া কতটা দক্ষিণপন্থী বিচ্যুতি এ নিয়ে বিতর্ক থাকলেও, গঙ্গোদক ও খনার বচন যে বামপন্থার মৌলিক আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এনিয়ে আশাকরি কোনো বিতর্কের অবকাশ নেই। এরপর মোদীর বিরুদ্ধে বিষোদ্গার করতে বামপন্থীরা কবে যে মনুবাদী টেক্সটের সাহায্য নেবে তা দেখার অপেক্ষায় রইলাম। 

  • abcd | 2405:8100:8000:5ca1::32e:***:*** | ২৮ মে ২০২০ ১৬:৪৯446572
  • আর ভলান্টিয়ার এর মোহনবাগান ইস্টবেঙ্গল হয়না কে বললো. মোহামেডান অবধি হয়

    প্রথম যখন বলেছিলাম ভলান্টিয়ার করি , টম কাকুর লোকেরা টুটি চিপে ধরতে এসেছিলো. তারপর অনেক ভুজুং ভাজুং দিয়ে Voluntary Code Contributor বলা শুরু করি

    ভলান্টিয়ার রা প্রেসিয়াস অ্যাসেট. (HMV er ক্যাসেট না)
    তাদেরকে নিয়ে ডাঙ্গুলি না খেলায় ভালো. নাহলে কালো হাত কাস্তে দিয়ে কেটে অন্য হাতে হাতুড়ির সাথে ধরিয়ে দেয়া হবে
  • এবড়োখেবড়ো | ২৮ মে ২০২০ ১৬:৪০446571
  • 'খোনা' গলা না বলিলে কিছুই হাস্যরস সৃষ্টি হইবেক না। 

  • bochon | 2a03:4000:2b:66e:dead:beef:ca1f:***:*** | ২৮ মে ২০২০ ১৬:৩৮446570
  • খনা কি খনা গলায় কথা বলে?
  • এবড়োখেবড়ো | ২৮ মে ২০২০ ১৬:৩৫446569
  • খনা যেমন জালি, খনার বচনও তেমনই জালি। বিশেষত ফেবু আর হোঅ্যাতে যেই বচনটা ছড়িয়েছে ওটা জালিস্য জালি। বিশদে জানিতে চাহিলে বলিবেন, জানকারি দেওয়া যাইবেক।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a5b:acfe:c994:e762:36:***:*** | ২৮ মে ২০২০ ১৬:৩৪446567
  • ও, বিডিজি মানে, বোধিসত্ত্ব দাশগুপ্ত।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a5b:acfe:c994:e762:36:***:*** | ২৮ মে ২০২০ ১৬:৩৪446568
  • ও, বিডিজি মানে, বোধিসত্ত্ব দাশগুপ্ত।
  • ছাগলছানা | ২৮ মে ২০২০ ১৬:৩৩446566
  • গান্ধী জি গান্ধী জী
  • bdg | 42.***.*** | ২৮ মে ২০২০ ১৬:১১446565
  • পিনাকি তোমার কমেন্ট একটু রুড এবং ফ্র্যাংকলি বিজার লাগলো। তোমার কাছে তো একেবারে আনএক্সপেক্টেড। শকিং। একটা ছেলে, এটাকে ফেসবুকের নিজের 'ফ্রেন্ড্স' কমিউনিটির মতই ট্রিট করেচ্চে, গুরু র ভাট কে, দ্যাট শুড বি গ্রেট ফর ইউ, ইয়া?

    ভলানটিয়ার এর তো ইস্ট বেঙ্গল মোহন বাগান হয় নাঃ-)))

    যাই হোক মনে হচ্ছে সোমরাজ হ্যাজ আনডারস্টুড সামথিং ইউ ওয়ান্টেড টু কনভে। ও যেটা আহত হয়ে বল্লো, সেটা আশা করি তুমি বুঝে নেবে। হোয়াটএভার, তোমাদের দুজন কেই খুব ভালো লাগে, তাই চাইবো, কিছু একটা কাজ এরকম থাকবে, যেখানে কোলাবোরেট করতে পারবে।

    আর আমার দিক থেকে ক্লিয়ার করে দি, জাস্ট ইন কেস ;--) আমি কারোর উপকার করবো না ঠিক করেছি, শুধুই বড় বড় কথা বলবো ঃ-)))
  • ভলান্টিয়ার | 49.37.***.*** | ২৮ মে ২০২০ ১৫:৩৭446564
  • সোমরাজবাবু নিজে সমস্যাটা বুঝেছেন। ওটাই মনে হয় যথেষ্ট।
  • KKK | 52.79.***.*** | ২৮ মে ২০২০ ১৫:০৫446563
  • এখানে ব্যবসায়িক ব্যাপারটার অ্যাঙ্গেল বোধগম্য হলোনা , অবশ্য পর্দার পেছনে অনেক গল্পই থাকে জ্ঞানী লোকেরা বলেন 

  • a | 203.192.***.*** | ২৮ মে ২০২০ ১৪:৫৪446562
  • সো বাবু তো গুরুর প্ল্যাটফর্ম ওনার পোর্টালের সাথে যুক্ত করছেন না শুধু কেউ চাইলে যোগাযোগ করতে পারেন এই মর্মে জানিয়েছেন। তা এই পোস্টে সমস্যা কি বোঝা গেল না। বিশেষত গুরুতে বা ভাটিয়ালিতে কিছু লেখা যাবে না এরকম ফতোয়া আগে দেখিনি, বলার টোনটাও খারাপই লাগল। অবশ্য পর্দার আড়ালে কোন মনমালিন্য থাকলে জানি না
  • সো | ২৮ মে ২০২০ ১৪:৫০446561
  • ওহ ওকে বুঝলাম। সরি প্রথমে ভুল বুঝেছিলাম

  • Pinaki | 188.148.***.*** | ২৮ মে ২০২০ ১৪:৪৫446560
  • ব্যবসার কথা আসছে কেন? ভলান্টিয়ারিং এর কথা প্রসঙ্গেই বললাম। বাজারে ভলান্টিয়ারের ক্রাইসিস আছে। আমাদের প্রচুর কাজ। তুমি গুরুর কাজকর্মে কিছু হেল্প করতে পারলে সেইটা নিয়ে এখানে আলোচনা করো। তোমার ব্যক্তিগত উদ্যোগটা নিয়ে অন্যত্র আলোচনা কর।
  • সো | ২৮ মে ২০২০ ১৪:৪৪446559
  • কিন্তু এই প্ল্যাটফর্ম টা তো আমি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে করছি না। 

    ইভেন গুরু ও তাদের সোশ্যাল কজের মার্কেটিং চ্যানেল হিসেবে এটা ফ্রি তেই ব্যবহার করতে পারে। 

    আমি সারা ভারতের এনজিও আর সোশ্যাল ওয়ার্কার দের কেও একই এপ্রোচ করছি। 

  • Pcl | 13.23.***.*** | ২৮ মে ২০২০ ১৪:৪০446558
  • এক্ষেত্রে আমি  পিনাকী র সাথে একমত , উদ্দেশ্য সাধু কিন্তু গুরু র নাম এক্ষেত্রে প্লাটফর্ম এ নিয়ে আসার আগে আমরা যারা দীর্ঘদিন এখানে লিখছি ও বিভিন্ন কর্মসূচির সঙ্গে জড়িত তাদের মতামত এর জন্য ওপিনিয়ন পোল করলে কেমন হয় ?
    শেষ অবধি গুরুও না ব্যবসায়িক প্রতিষ্ঠান এ  পরিণত হয় 

  • সো | ২৮ মে ২০২০ ১৪:৩৫446557
  • দাদা এটা আমি এআই বেসড ওয়েব এপ্লিকেশন হিসেবে ফান্ড রেইজিং ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোর সাথে লড়তে সাধারণ মানুষের জন্য ফ্রি তে খুলে দিচ্ছি, এক টাকাও চার্জ করবো না সাথে সমস্ত মার্কেটিং টুল ফ্রি যাতে ফান্ড রেইজার রা ব্যবহার করতে পারে সাথে আনলিমিটেড লাইব্রেরী স্পেস।

    এটা আমি কোন ব্যবসার জন্য না মানুষের জন্য করছি।
    যেদিন প্রথম ঈপ্সিতা দি গুরুর সাথে কাজ করার কথা বলেছিল সেদিন ই আমি হ্যাঁ বলেছিলাম।

    আর এই সাইটের মার্কেটিং না দাদা আমি চাই এটা প্রতিটা মানুষ ফ্রি তে ব্যবহার করুক নিজেদের সুবিধার জন্য।

    ব্যবসা করার উদ্দেশ্যে গুরু কে ব্যবহার করবো এটা এই কমেন্ট করার আগে কখনো ভাবিনি।

    গুরুর সাথে দিল্লি তে কম দিন তো হলোনা, কিন্তু আজ তোমার এই কমেন্ট টা দেখে অবাক হলাম।

    ওকে ডিলিট করে দিও আমি আর কখনো পোষ্ট করবো না ।।
  • Pinaki | 188.148.***.*** | ২৮ মে ২০২০ ১৪:০৭446556
  • ভাই 'সো', কমিউনিটি কিচেনের জন্য ফান্ডরেইজিং এর পোস্ট অব্দি ঠিক আছে। কিন্তু নিজের পোর্টালের বিজ্ঞাপনের জন্য গুরুর প্ল্যাটফর্মকে ব্যবহার না করাই বেটার। ওগুলো ফেসবুক দিয়ে করো যা করার। আর ভলান্টিয়ার তো আমাদেরও প্রচুর লাগে, কাজেই ফর আ চেঞ্জ, গুরুতে এসে ভলান্টিয়ার না খুঁজে উল্টে গুরুর কোনো কাজে তুমি ভলান্টিয়ারিং করতে পারো কিনা সেই নিয়ে গুরুর পাতায় আলোচনা করলে বেশি খুশি হব। আনফর্চুনেটলি সেই আলোচনাটা কেউ করতে চায় না।
  • sm | 2402:3a80:a7b:e66b:0:62:8ae9:***:*** | ২৮ মে ২০২০ ১৩:৩৮446555
  • #কমালো

  • sm | 2402:3a80:a7b:e66b:0:62:8ae9:***:*** | ২৮ মে ২০২০ ১৩:৩৮446554
  • একমাসে দুবার ফিক্সড ডিপোজিট এর সুদ কোমল এস বি আই।গণ হারে লোকজন কে শেয়ার মার্কেট এর দিকে পুশ করা হচ্ছে। পরিস্থিতি এখন পুরো তেলেভাজা!

  • সো | ২৮ মে ২০২০ ১৩:৩৫446553
  • একে কোভিড, তায় আমফাম তার উপর পঙ্গপালের হামলা অদ্ভুত পরিস্থিতি তে বেঁচে আছি আমরা।

    সরকার বা রাজনৈতিক দলগুলো প্রচুর কাজ করছে পাশাপাশি অগুনতি মানুষ নিজেদের সবকিছু দিয়ে কেউ রান্নাঘর চালাচ্ছেন কেউ রেশন দিচ্ছেন। সরকারের হিসেবে প্রায় 10 কোটির বেশি মানুষ গৃহহীন কর্মহীন এই অবস্থায় মানুষের পাশে থাকার জন্য অনেকেই টাকা পাঠাচ্ছেন অনেককেই কিন্তু হিসেবে অভাবে সময়ের অভাবে ব্যাপারগুলো অবিন্যস্ত হয়ে পড়ছে ফলে বড় ছোট সংস্থা বা সমাজকর্মী দের অনেক অসুবিধা হচ্ছে।

    একটা ছাতার কথা ভেবেছি আমি, যেখানে সবাইকে আলাদাভাবে এক জায়গায় দাঁড়িয়ে সাহায্য করা সম্ভব।
    না এটা কোন ওয়েবসাইট এর দ্বারা হবে না, আর নানান ফান্ড রেইজিং প্ল্যাটফর্ম গুলো কালেকশন এর উপর প্রচুর টাকা কেটে নেয় তাই আমি একটা ক্লাউড বেসড ওয়েব এপ্লিকেশন রেডি করেছি, 70% কাজ রেডি।

    ফান্ড রেইজিং সাইট গুলোর যা যা সুবিধা সব আর তার থেকে 1000 গুন বেটার ফিচার্স থাকছে।

    কোন প্ল্যাটফর্ম চার্জ নেই যা কলেক্ট হবে আপনার ক্যাম্পেইন এর জন্য পুরোটাই আপনার একাউন্ট এ যাবে আর ক্যাম্পেইন চলবে ও মাস ফান্ডিং এর মাধ্যমে।

    সাথে মাস মেইল আর মাস হোয়্যাস্টেপ ম্যাসেজ ক্যাম্পেইন এর অপশন থাকছে ফ্রি তে ইউজার দের জন্য।

    এছাড়াও আনলিমিটেড স্পেস গরিব দুস্থ ছাত্রছাত্রীদের জন্য বই আপলোড ডাউনলোড এর লাইব্রেরী তাও ফ্রি এক্সেস।

    সঙ্গে একটা নিউজ পোর্টাল এর ও কথা ভাবছি ..

    লগিন ও ফ্রি সাথে নিজের ড্যাশবোর্ড শুরুতেই পাবেন আর পরে টাইমলাইন আর চ্যাট অপশন ও আনবো ।

    আগ্রহী ভলান্টিয়ার রা বা এনজিও বা সোশ্যাল ওয়ার্কার রা রাজনীতি বা ধর্মের বাইরে বেরিয়ে একসাথে কাজ করার জন্য যোগাযোগ করুন।

    কন্টেন্ট রাইটার ভলান্টিয়ার চাই।

    ডিটেল জানতে কল বা হোয়্যাটসেপ করুন 9811839381 এই নম্বরে...
  • আরে | 2409:4065:e8f:7076:a527:956f:3aae:***:*** | ২৮ মে ২০২০ ১৩:৩৪446552
  • এটা তো অভ্যুদয়!
  • উফ | 49.37.***.*** | ২৮ মে ২০২০ ১৩:৩৩446551
  • এই বিপ্রলম্ভ।
  • বিশ্বরূপ রায় 000:6a0c:e00:b022 | 185.22.***.*** | ২৮ মে ২০২০ ১২:৫৯446550
  • @আকাদা 
     

    কি যে বলেন , আপনার কাছে আবার ঠাকুরঘর কলা এইসব খেলা খেলবো আমার aukaad কি ?
    ধরা যে খাবই সে তো জানা কথা ,

    পার্থ নামটা একটা clue ছিল . সোজাসুজি নাম যে করবোনা সেটা ভেবেছিলাম আপনি ধরতে পারবেন 
    আপনার খোঁচা র পরিবর্তে ওটাও একটা লোচা ছিল 

    যাকগে পান্তুয়ার জন্য না হয় ধরাই পড়লাম 

    একদিন পায়ের ধুলো দিন  না গরিবের কুটিরে , পান্তুয়া না হয় দোকান থেকে কিনেই খাওয়াবো 

    ভালো থাকবেন স্যার 

    বিনীত 

  • b | 14.139.***.*** | ২৮ মে ২০২০ ১২:৪৩446549
  • স্ক্রিপ্ট বড্ড একরকম হয়ে যাচ্ছে, লোকেশন একটু চেঞ্জ করলে পারেন তো।
  • anandaB | 50.35.***.*** | ২৮ মে ২০২০ ১০:৩৫446548
  • Atoz বোধহয় এইটার কথা বলছিলেন

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত