এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 151.14.***.*** | ২৫ মে ২০২০ ২২:৩৫446332
  • আঁতেলমেসোর রাগ দেখে মাইরি মনে হয় বিছুটি পড়েছে ইয়েতে।
  • বোদাগু | 2402:3a80:a12:84c5:a09d:1d24:5471:***:*** | ২৫ মে ২০২০ ২২:৩৪446331
  • যার যা মনে আছে সব কিছু কেই স্ট্রীম অফ কনশাসনেস হতে হবে কেন মাইরি? এটা
    ছাড়াও তো ঢের সেক্সি জিনিস আছে সাহিত্যে।
  • Atoz | 151.14.***.*** | ২৫ মে ২০২০ ২২:২৯446330
  • আরে! "রা ভো বৃ " তে আছে নাকি? কিন্তু এইটা নিয়ে নাকি মামলা হয়েছিল?
  • lcm | 99.***.*** | ২৫ মে ২০২০ ২২:২২446329
  • এই ব্যাপারটা, স্ট্রিম অফ কনসাসনেস - চেতনা প্রবাহ --- এই কনসেপ্টটি নাকি বুদ্ধদেব বসু-র 'রাতভোর বৃষ্টি' নামক বইতে ছিল --- সেটা শোনার পর থেকে এসব থেকে খুব সাবধানে থাকি।
  • Atoz | 151.14.***.*** | ২৫ মে ২০২০ ২২:১৮446328
  • আবার ইচ্ছে হল খুলে দেখি।

    হাওয়ার রাত
    ---জীবনানন্দ দাশ

    গভীর হাওয়ার রাত ছিলো কাল— অসংখ্য নক্ষত্রের রাত;
    সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে;
    মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো,
    কখনো বিছানা ছিঁড়ে
    নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে;
    এক-একবার মনে হচ্ছিলো আমার–আধো ঘুমের ভিতর হয়তো—
    মাথার উপরে মশারি নেই আমার,
    স্বাতী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে শাদা বকের মতো উড়ছে সে!
    কাল এমন চমৎকার রাত ছিলো।

    সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিলো— আকাশে এক তিল
    ফাঁক ছিলো না;
    পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি;
    অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিলপুরুষের শিশির-ভেজা চোখের মতো
    ঝলমল করছিলো সমস্ত নক্ষত্রেরা;
    জ্যোৎস্নারাতে বেবিলনের রানীর ঘাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়ার
    শালের মতো জ্বলজ্বল করছিলো বিশাল আকাশ!
    কাল এমন আশ্চর্য রাত ছিলো।

    যে-নক্ষত্রেরা আকাশের বুকে হাজার-হাজার বছর আগে ম'রে গিয়েছে
    তারাও কাল জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে ক’রে এনেছে;

    যে-রূপসীদের আমি এশিরিয়ায়, মিশরে, বিদিশায় ম’রে যেতে দেখেছি—
    কাল তারা অতিদূর আকাশের সীমানার কুয়াশায়-কুয়াশায দীর্ঘ বর্শা হাতে ক’রে
    কাতারে-কাতারে দাঁড়িয়ে গেছে যেন—
    মৃত্যুকে দলিত করবার জন্য?
    জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য?
    প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য?
    আড়ষ্ট—অভিভূত হয়ে গেছি আমি,
    কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন;
    আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর
    পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল;
    আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে
    আমার জানালার ভিতর দিয়ে সাঁই সাঁই ক’রে,
    সিংহের হুংকারে উৎক্ষিপ্ত হরিৎ প্রান্তরের অজস্র জেব্রার মতো।

    হৃদয় ভ’রে গিযেছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে,
    দিগন্ত-প্লাবিত বলীয়ান রৌদ্রের আঘ্রাণে,
    মিলনোন্মত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট
    সজীব রোমশ উচ্ছ্বাসে,
    জীবনের দুর্দান্ত নীল মত্ততায়।

    আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল,
    নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে,
    একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায়-তারায় উড়িয়ে নিযে চললো
    একটা দুরন্ত শকুনের মতো।
  • Atoz | 151.14.***.*** | ২৫ মে ২০২০ ২২:১৬446327
  • সিএস, ধন্যবাদ। জীবনানন্দের "হাওয়ার রাত" ? এটার মধ্যে কিছুটা আভাস আছে কি?
  • সিএস | 2405:201:8803:be1f:a4c2:6c45:8b7f:***:*** | ২৫ মে ২০২০ ২২:০৯446326
  • আমার জানা, এলিয়টের লেখা The Love Song of J Alfred Prufrock, ইন্টিরিয়র মনোলগ আছে, স্ট্রীম অফ কনশাসনেসের দোসর যা, ইউলিসিসের শেষ চল্লিশ পাতা জুড়ে মলি ব্লুমের সলিলোকিতে যা ছিল।
  • Atoz | 151.14.***.*** | ২৫ মে ২০২০ ২১:৫৯446325
  • সিএস, ধন্যবাদ। তাহলে সেই মারাত্মক ইউলিসিস ছাড়া বোঝার উপায় নেই। ঃ-)
    আচ্ছা, দীর্ঘ কবিতায় কি এই স্ট্রিম অব কনশাসনেস ব্যবহার করা হয়েছে কোথাও?
  • সিএস | 2405:201:8803:be1f:a4c2:6c45:8b7f:***:*** | ২৫ মে ২০২০ ২১:৪২446324
  • আতোজ, না না, কখনই নয়। সেও তো আগের ঘটনা পরে দেখা, শফীর, মূলতঃ। কিন্তু না হলেও ক্ষতি নেই, বেশ খাঁটি লেখা, ম্যাজিক আছে, লৌকিক -অলৌকিক আছে, চরিত্রের সংকট আছে, প্রতি নায়ক হয়ে ওঠা আছে। বিভিন্ন ন্যারেটিভ টেকনিক ব্যবহার করা হয়েছে, বিংশ শতকীয় উপন্যাসের কিছু দিক সচেতনভাবে ব্যবহার করা আছে।

    স্ট্রীম অফ কনশাসনেসটা ঠিক কী বস্তু সেটা জানতে দুটি বই পড়তেই হবে, জয়েসের ইউলিসিস ভার্জিনিয়া উল্ফের মিসেস ড্যালোওয়ে। আর একটা বই আছে, জার্মান ভাষায়, মোটামুটি ঐ সময়ে, টেকনিকটি ব্যবহার করা হয়েছে, আলফ্রেদ ডবলিনের 'বার্লিন আলেক্সান্ডারপ্লাট্জ'। আর আমেরিকান লেখক জন ডস পাসোর উপন্যাস। মডার্নিস্ট ন্যারেটিভের পরাকাষ্ঠা এইসব লেখাগুলো, শুধুই চেতনাপ্রবাহ নয়, আরো অনেক কিছু।

    ও হ্যাঁ, সিরাজ বলতে, ওনার জানমারি নামে একটা উপন্যাস খুঁজছি, কারোর হদিশে থাকলে জানাবেন।
  • dc | 103.195.***.*** | ২৫ মে ২০২০ ২১:৩৫446323
  • হ্যাঁ, নামটা বেশ।
  • ছাগলছানা | ২৫ মে ২০২০ ২১:২২446322


  • ইতিমধ্যে বৃহৎ ক্যালকেশিয়ান সমাজ
  • Atoz | 151.14.***.*** | ২৫ মে ২০২০ ২১:০৮446321
  • ডিসি,
    তিরুমঝিসাই!!! কী সুন্দর নামটা!
  • Atoz | 151.14.***.*** | ২৫ মে ২০২০ ২০:৫৯446320
  • সিএস, অলীক মানুষ নিয়ে একটা প্রশ্ন করেছিলাম। এটাকে কি স্ট্রিম অব কনশাসনেস ক্যাটেগোরির উপন্যাস বলা যায়?
  • Atoz | 151.14.***.*** | ২৫ মে ২০২০ ২০:৫৮446319
  • "চৌষট্টি ফৈজৎ" কথাটার কোনো তুলনা নেই। যেখানে বলবেন, হিট করে যাবে। ঃ-)
  • সিএস | 2405:201:8803:be1f:f8e6:cfa4:8993:***:*** | ২৫ মে ২০২০ ২০:১৫446318
  • বিজেপিই শুধু ভাগ্যবান নয়, দেশে ও বিদেশের ভারতীয়রাও ভাগ্যবান, শুধু মিসড কল দিয়েই দলের সদস্য হওয়া যায়, কিঞ্চিৎ কম্পিঊটার শিক্ষিত হলেই এক্স্ট্রা রোজগার করা যায়।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 42.***.*** | ২৫ মে ২০২০ ১৯:৩৯446316
  • জিওলিন পাচ্ছি না কিছুতেই, এনি টিপস এনি ওয়ান?

    যে কোনো সংগঠন কে দেওয়া তো যায় ই, তবে সেটা তার এজেন্ডা তে সাব্স্ক্রাইব করছি জেনে দেওয়াই ভালো। আমি বিজেপি আর এস এস , চার্চ গুলো কে , জামাতি টাইপস কে টাকা দেবো, আর সেটা শুধুই বিশুদ্ধ ত্রান এর কাজে লাগবে এটা ফালতু কথা। যাকে দেবেন তার কাজে লাগবে জেনেই দেবেন। আমার যেমন মেটেরিয়া মেডিকা গুরুচন্ডালি তে বিশআস আছে তাদের দিয়েছি। এবার তাতে তাদের নিন্দে হলে পাঁচ টাকা আর পোসোঙ্গ্সা হলে তথইবচ দায় থাকবে। দায় তো আছে। এই যে ধরুন আমি চারটে পুস্তিকা পড়েছি, বলে সিপিএম এর বিভিন্ন ঐতিহাসিক ভুল এর দায় আমার নাই তা তো না। বিজেপির মত ভাগ্য করা দল বেশি নেই, যে খানে পৃথিবীর সমস্থ কোরাপ্ট লোক যে কোনো দল থেকে গেলেই তারা ফস্সা হয়ে যায় ঃ-)))))) সে একেবারে কঠিন ফস্সা। দাংগা হলে লোকাল নেতার দায়, ভয় দেখানো সঅরাষ্ট্রমন্ত্রীর কাজ, আর ১০০০ কোটি দেবেন উনিজি, এই ডিভিসন অফ লেবার সহজে দেখা যায় না ঃ-)))

    বামপন্থী যে কোনো সংগঠনকে দিলে তারা আপনার না, নিজের পতাকা নিয়েই যাবে। এন জি ও জিনিসটা তে হোমিওপ্যাথির মত, যাকে বিশআস করবেন তাকে দেবেন। নাক্স ভোমিকা না মেগাফস যাকে পসন্দ তাকে দেবেন।

    সরকার কে দিলে সরকার তার দাক্ষিন্য প্রচারের কাজে লাগাবে। আজকাল আর কেউ রাখ ঢাক করে না। এবার আপনার বিশুদ্ধ পাঁচটি টাকা কার কাজে লাগাতে আপনি ইচ্ছুক, অল্প স্বল্প ত্রানের সংগে , সেই সিদ্ধান্ত টা একেবারে নিরপেক্ষ থেকে নেওয়া মুশকিল।

    আমি যেমন তৃণমূল প্রভাবিত ক্লাব , ডি ওয়াই এফ আই, এদের টাকা দিয়েছি। তৃণমূল, লিবারেশন, কংগ্রেস , বা বিজেপি বা জামাতি ছাড়া যে কোনো দলের ছাত্র কিছু চাইলে দিয়েছি। এবার আমার পাড়ায় যদি কেউ দেখা যায় বিলি করার সময় তারা কেউ মদ খেয়ে ফুত্তি করছে বা সুন্দরবনে মারপিট করছে, বা কান্তি দা র নতুন একটা গাড়ি হল, তাইলে তাতে আমার পাঁচটাকা মত দায় থাকবে, কি আর করা। তবে গভীর চিন্তা করার পরে অল্প করে দিয়েছি, যাতে পাঁচটাকার জেল না হয় ঃ-)))

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • PT | 2409:4060:294:7e8a:f10f:2b58:1e58:***:*** | ২৫ মে ২০২০ ১৮:১২446315
  • sm
    রূপকথার খানিকটা আস্বাদ পেয়েছেন আশা করি।
  • H. L. Mencken | 185.22.***.*** | ২৫ মে ২০২০ ১৬:১০446312
  • “All the extravagance and incompetence of our present government is due, in the main, to lawyers. They are responsible for nine-tenths of the useless and vicious laws that now clutter the statute-books, and for all the evils that go with the vain attempt to enforce them. Every Federal judge is a lawyer. So are most Congressmen. Every invasion of the plain rights of the citizen has a lawyer behind it. If all lawyers were hanged tomorrow, and their bones sold to a Mahjong factory, we’d all be freer and safer, and our taxes would be reduced by almost a half.”

  • :"( | 185.107.***.*** | ২৫ মে ২০২০ ১৫:০২446310
  • “I tried being conservative. The liberals called me Hitler.
    I tried being libertarian. The liberals called me Hitler.
    I tried being left. The liberals called me Hitler, and sneeringly asked me if they thought I deserved a cookie.”

  • b | 14.139.***.*** | ২৫ মে ২০২০ ১৪:৫৬446309
  • আমার যে বন্ধু সাগরে থাকে লিখেছিলাম, ওরা কয়েকজন মিলে যাবে সাউথ ২৪ পরগণায়। ওদের অবশ্য ত্রাণ নিয়ে ছুঁতমার্গ নেই, বল্ল রাকৃমি বা ভাসেস এসেরকেও দিতে পারিস। জানালো ওয়াটার পিউরিফায়ার এর বড় দরকার এখন।
  • @PT | 162.247.***.*** | ২৫ মে ২০২০ ১৪:৪৯446308
  • কার্টুন নেটওয়ার্ক?

  • PT | 2409:4060:294:7e8a:f10f:2b58:1e58:***:*** | ২৫ মে ২০২০ ১৪:৪৬446307
  • @PT
    CN TV-র ক্লিপিং।
  • ?? | 185.22.***.*** | ২৫ মে ২০২০ ১৪:৩৭446306
  • ৫০০০ পয়সা ইনকাম করতে কা.গা. র কতো সময় লাগে?

  • sm | 2402:3a80:aa8:212b:0:53:9286:***:*** | ২৫ মে ২০২০ ১৪:১৫446304
  • কেন্দ্র কোনদিন পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে!?

    এই উম্পুনে,এক হাজার কোটি টাকা দিতে কেন্দ্রের ফাটছে।সেখানে পাঁচ হাজার কোটি দিয়ে দেবে!? পরিযায়ী শ্রমিক দের হাতে কিছু কয়েক হাজার টাকা নগদ তুলে দিতে পারলো না।

    এ,একেবারে রূপকথার গপ্পো লাগছে।

  • @PT | 179.43.***.*** | ২৫ মে ২০২০ ১৪:০৬446303
  • লিঙ

  • PT | 2409:4060:294:7e8a:f10f:2b58:1e58:***:*** | ২৫ মে ২০২০ ১৩:৩০446302
  • জমি অধিগ্রহন করবেন না বলে ২০১১ তে ক্ষমতায় এসে তিনি নাকি সুন্দরবন অঞ্চলে ৭৭৭ কিমি বাঁধপ্রকল্প বাতিল করে দেন। কেন্দ্রের ৫০০০ কোটি টাকা তাতে ফেরৎ চলে যায়। বিদায়ী সরকার ২০১০-এ শুরু করে ৭৭ কিমি মতন কাজ করে উঠেছিল। জমি অধিগ্রহণ বিরোধীরা একটু উঁকি মারবেন নাকি এ ব্যাপারে?
  • !@#$%^& | 2405:201:8805:37e9:9946:ec07:c898:***:*** | ২৫ মে ২০২০ ১২:০৭446301
  • আজ সকালে দেখলাম আমাদের কোকিলটার একটি গার্লফ্রেন্ড জুটেছে, ভাবলাম অবশেষে ওর হাহাকার থেকে নিস্তার পাওয়া যাবে। কোথায় কী, প্রতিবেশী কাকের তাড়নায় মাধবী এসেই বলে যাই। তাতেও শেষ নয়, একটু পরে দেখি আমাদের চেনা কোকিলের আরেকটি প্রেমতাড়িত প্রতিদ্বন্দ্বী জুটেছে। দুজন এখন এই গাছ থেকে ঐ গাছে মারপিট করে বেড়াচ্ছে, ডাকাডাকি অবশ্য স্থগিত আছে। আজ দেখা যাচ্ছে ঘটনাবহুল দিন। খারাপই লাগছে, এ বেচারা ডেকে ডেকে গলা ভেঙে একজনকে নিয়ে এলো, চারদিকে দুশমনের উৎপাত। কোকিলের জীবনে যে এত সংগ্রাম জানতাম না।

    তবে কোকিল দেখলাম শুধু ডাকাডাকিই করে না, পোকাটা ফলটা এইসব উপঢৌকনও অফার করে।
    ঝড়ে গাছের একটা বড় ডাল ভেঙে গেছে তাই এদের অন্দর একটু উন্মুক্ত মত হয়ে পড়েছে।
  • sm | 42.***.*** | ২৫ মে ২০২০ ১১:৩৭446300
  • গায়ের রং ডিপ ব্রাউন আর লেজটা ভায়োলেট হলো হাঁড়ি চাচা!--))

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত