এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 151.14.***.*** | ১৭ মে ২০২০ ০২:৪৫445749
  • "তপোভূমি নর্মদা" বলে একটা বই আছে। কিন্তু সেটা ঠিক উপন্যাস না, অনেকটা ভ্রমণকাহিনি আর তীর্থযাত্রার কম্বিনেশন।
  • Atoz | 151.14.***.*** | ১৭ মে ২০২০ ০২:৪১445748
  • কিন্তু মেঘনা, ব্রহ্মপুত্র, ধলেশ্বরী, শীতললক্ষ্যা, মাতলা, পিয়ালি দামোদর অজয় ---আরো কত নদী আছে! কই, উপন্যাস লেখে না তো এদের নিয়ে?
  • অপু | 2409:4060:41d:c3c9::14b4:***:*** | ১৭ মে ২০২০ ০২:৪১445747
  • সরস্বতী নদীর ওপর সিগনেটের একটা ব ই আছে। দেখে কালকে নাম বলবো

  • Atoz | 151.14.***.*** | ১৭ মে ২০২০ ০২:৪০445746
  • আরে! আরেকটা পেয়েছি। হলদি নদীর সারেং, যতদূর মনে হয় শ্যামল গঙ্গোপাধ্যায়ের।
  • aranya | 2601:84:4600:9ea0:d0df:13f5:32be:***:*** | ১৭ মে ২০২০ ০২:৩৪445745
  • গঙ্গা
  • Atoz | 151.14.***.*** | ১৭ মে ২০২০ ০২:৩৩445744
  • নদী নিয়ে আর কী কী আছে উপন্যাস? তিতাস একটি নদী নাম, তিস্তাপাড়ের বৃত্তান্ত, পদ্মানদীর মাঝি এই পরিচিতগুলো ছাড়া?
  • aranya | 2601:84:4600:9ea0:d0df:13f5:32be:***:*** | ১৭ মে ২০২০ ০২:২৫445743
  • সরকার সরাসরি মানুষকে টাকা দিলে সবচেয়ে ভাল, জনধন যোজনায় তো অনেক গরিব লোকের ব্যাংক অয়াকাউন্ট হয়েছে। ৫০০ টাকা করে মহিলাদের দেওয়া হয়, শুনলাম। আরও অনেক বাড়ান উচিত।
    আর সো যেটা করছেন, খুবই প্রশংসনীয় কাজ, কিন্তু ব্যক্তিগত উদ্যোগ খুব বেশিদিন চালানো মুশকিল, সরকার যদি রান্না করা খাবার অনেক জায়গায় দেবার ব্যবস্থা করে, ভাল হয়
  • aranya | 2601:84:4600:9ea0:d0df:13f5:32be:***:*** | ১৭ মে ২০২০ ০২:১৬445742
  • ঠিক আছি। তোমার গবেষণা কেমন চলছে?@অপু
  • সো | ১৭ মে ২০২০ ০২:০৭445741
  • এতদিন দিল্লির আধার ছাড়া রেসন কুপন দিচ্ছিল না, কাল নাকি শুনছি এক দেশ এক আধার নীতি নিয়েছে, জানিনা কি দেবে কবে দেবে, আর রেশন কুপন এও এই 47দিনের লক ডাউনে মাত্র একবার ৮জনের জন্য 4কিলো চাল, আধা কিলো চানা ডাল আর আধা কিলো মুসুর ডাল পেয়েছে এরকম কয়েকশো পরিবারকে চিনি আমি
  • jsl | 2405:201:8805:37e9:c037:3468:4e11:***:*** | ১৭ মে ২০২০ ০১:৪৫445740
  • একটা প্রশ্ন মাথায় ঘুরছে - সরকার ঠিক কী করছে এইসবের জন্যে, মানে সহায়তা, খাবার দাবার, জনধন অ্যাকাউন্টে টাকা এইসব। কিছু কিছু তো দিচ্ছে, সেগুলো ঠিক কী? কেন্দ্র আর রাজ্যগুলি, একটা সহজ ভাষায়, তথ্য দিয়ে পাওয়া যায়? আর, এগুলো কারা পাচ্ছে, কারা পাচ্ছে না?
  • সো | ১৭ মে ২০২০ ০১:৩৪445739
  • শুরুতে এটা ছিলোনা, আজকাল শেষ 5 বা 6 দিন ধরে দেখছি ভাত শেষ হবার পরেও লাইনটা থেকে যাচ্ছে আর সংখ্যায় বাড়ছে খালি বাটি হাতে নিয়ে ফিরে যাওয়ার সময় দুচারটে রাগের মন্তব্য।
    কেন আমরা জানাচ্ছি না গিয়ে বাড়ি বাড়ি, কেন রেখে দিচ্ছি না ওদের জন্য বেশি করে, কেন কেন ???
    প্রথম থেকেই কখনো বাড়ি বাড়ি গিয়ে জানাতে হয়নি, ওখানে পৌঁছালে এমনি তেই মুখে মুখে " খানা আয়া রে " র প্রতিবেশী র ডাকে ওরা টের পেয়ে বাটি, কড়াই, থালা, ডেচকি নিয়ে ছুটে আসতো।
    শুরুতে কাকুতি করতো আজকাল অধিকার জানায়, রাগ দেখায় পরিচিত পরিবারের মতন।

    লক ডাউন কতদিন চলবে জানিনা তবে খাবারের পরিমাণ বাড়াতে হবে বুঝতে পারছি কিন্তু আমার কাছে এই মুহূর্তে 5 বস্তা চাল, 20 কিলো পেঁয়াজ আছে সাথে কালকের জন্য দরকারি বাকি সব্জী নিয়ে নিয়েছি আর আছে মসলা, তেল, গ্যাস সিলিন্ডার কাল কিনতে হবে সাথে বাকি দরকারি জিনিস।

    কালকে একত্রিশ তম দিনে ভাবছি যেহেতু এরা খিচুড়ি পছন্দ করে না মিক্স ভেজিটেবল পোলাউ করে নিয়ে যাবো সেক্ষেত্রে দেড় বস্তা চাল দুটো বড় ডেচকি তে সাথে 15কিলো আলু, 10কিলো লৌকি, 4কিলো বিনস, 5কিলো ক্যাপসিকাম, 5কিলো পেঁয়াজ আর 5 কিলো টমেটো দিয়ে দু ডেচকি বানিয়ে নিয়ে যাবো।

    তবে আমার কাছে টাকার যা অবস্থা তাতে ওই দিন পাঁচেক চালানো হয়তো সম্ভব হয়তো না।

    আর নিজেকেও এবার একটা জব যা হোক হোম বেসড খুঁজতে হবে, দু মাসের হোম লনের মনিটোরিয়াম নিয়েছিলাম মোট ইএমাই তে ৮ টা দিতে হবে বলে দিয়েছে, জুন মাসে অন্তত ফ্ল্যাটের লোন জোগাড় করতেই হবে, এদিকে অমৃতার মাইনা 30% কম দেবে আগামী 3মাস এই শর্তে ওর চাকরি আছে নয়তো 2মাসের মাইনা দিয়ে ওর কোম্পানি র 70% স্টাফের মতন ওকে ও গুডবাই করে দিত।

    রান্নাঘর চালাতে বেশি সময় লাগে না জানেন? বিকেল পাঁচ টায় শুরু করলে রাত সাড়ে আট টার মধ্যে সব মিটে যায় কিন্তু আমি জানি সবাই আজকের দিনে এত দিন এত জায়গায় হেল্প করে করে তাদের ও একটা লিমিট এ এসে গেছেন।

    সত্যি ই এভাবে হয়না, সত্যি ই হয়না।

    এখানে রান্নাঘর শেষ হবে কিনা বুঝতে পারছি না কিন্তু 2 টো ছেলে কে পেয়েছি ওই কুঁড়ে ডাম্প এ। ওদের বয়স 15 বা 16 র মতন, বেশ কয়েকদিন ধরে রোজ বলছে যে ওরা ৮ ভাই বোন বাবা মারা গেছে তাই পাড়ার জেঠা ওদের বছর দুয়েক আগে এখানে নিয়ে আসে, ওরা দুজনেই ক্লাস এইট নাইন অব্দি পড়েছে, আরো পড়ার শখ, ওদের কথা দিয়েছি লক ডাউনের পর ওদের ওপেন স্কুলে ভর্তি করিয়ে দেব মাধ্যমিক এর জন্য তারপরেও যদি পড়তে চায় আমি দেখবো।
    পরে একদিন সময় করে ওদের ছবি দেব ডিটেল এ লিখবো।
    করোনা আমায় অনেককিছু শিখালো উপলব্ধি করলাম অনেককিছু, চেনা মানুষকে কে দেখলাম ধর্ম আর রাজনীতি মুখোশের আড়ালে স্বার্থের মুখোশ ঢাকা আবার এমন মানুষ ও দেখলাম যিনি আমায় না চিনে নিজের পরিচয় গোপন করার প্রতিশ্রুতি নিয়ে আমার পাশে থাকলেন।

    দুঃখিত হবেন না, রান্নাঘর এখুনি বন্ধ হচ্ছে না এটা লিখলাম একটা অনাগত কিন্তু শীঘ্র আসতে চলা একটা দিনের উদ্দেশ্য করে, সেদিন আবার লিখবো।

    প্রথম দিন থেকে অভিজ্ঞতা লেখার ও ইচ্ছে আছে অল্প একটু রোজনামচা নয় ডিটেল এ, পরে যখন এই ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, কিন্তু সেই দিন কবে আসবে যেদিন পূর্নিমার চাঁদকে আর ঝলসানো রুটির জায়গা নিতে হবেনা, কবে আসবে সেদিন ?
  • সো | ১৭ মে ২০২০ ০১:২৯445738
  • শুরুতে এটা ছিলোনা, আজকাল শেষ 5 বা 6 দিন ধরে দেখছি ভাত শেষ হবার পরেও লাইনটা থেকে যাচ্ছে আর সংখ্যায় বাড়ছে খালি বাটি হাতে নিয়ে ফিরে যাওয়ার সময় দুচারটে রাগের মন্তব্য।
    কেন আমরা জানাচ্ছি না গিয়ে বাড়ি বাড়ি, কেন রেখে দিচ্ছি না ওদের জন্য বেশি করে, কেন কেন ???
    প্রথম থেকেই কখনো বাড়ি বাড়ি গিয়ে জানাতে হয়নি, ওখানে পৌঁছালে এমনি তেই মুখে মুখে " খানা আয়া রে " র প্রতিবেশী র ডাকে ওরা টের পেয়ে বাটি, কড়াই, থালা, ডেচকি নিয়ে ছুটে আসতো।
    শুরুতে কাকুতি করতো আজকাল অধিকার জানায়, রাগ দেখায় পরিচিত পরিবারের মতন।

    লক ডাউন কতদিন চলবে জানিনা তবে খাবারের পরিমাণ বাড়াতে হবে বুঝতে পারছি কিন্তু আমার কাছে এই মুহূর্তে 5 বস্তা চাল, 20 কিলো পেঁয়াজ আছে সাথে কালকের জন্য দরকারি বাকি সব্জী নিয়ে নিয়েছি আর আছে মসলা, তেল, গ্যাস সিলিন্ডার কাল কিনতে হবে সাথে বাকি দরকারি জিনিস।

    কালকে একত্রিশ তম দিনে ভাবছি যেহেতু এরা খিচুড়ি পছন্দ করে না মিক্স ভেজিটেবল পোলাউ করে নিয়ে যাবো সেক্ষেত্রে দেড় বস্তা চাল দুটো বড় ডেচকি তে সাথে 15কিলো আলু, 10কিলো লৌকি, 4কিলো বিনস, 5কিলো ক্যাপসিকাম, 5কিলো পেঁয়াজ আর 5 কিলো টমেটো দিয়ে দু ডেচকি বানিয়ে নিয়ে যাবো।

    তবে আমার কাছে টাকার যা অবস্থা তাতে ওই দিন পাঁচেক চালানো হয়তো সম্ভব হয়তো না।

    আর নিজেকেও এবার একটা জব যা হোক হোম বেসড খুঁজতে হবে, দু মাসের হোম লনের মনিটোরিয়াম নিয়েছিলাম মোট ইএমাই তে ৮ টা দিতে হবে বলে দিয়েছে, জুন মাসে অন্তত ফ্ল্যাটের লোন জোগাড় করতেই হবে, এদিকে অমৃতার মাইনা 30% কম দেবে আগামী 3মাস এই শর্তে ওর চাকরি আছে নয়তো 2মাসের মাইনা দিয়ে ওর কোম্পানি র 70% স্টাফের মতন ওকে ও গুডবাই করে দিত।

    রান্নাঘর চালাতে বেশি সময় লাগে না জানেন? বিকেল পাঁচ টায় শুরু করলে রাত সাড়ে আট টার মধ্যে সব মিটে যায় কিন্তু আমি জানি সবাই আজকের দিনে এত দিন এত জায়গায় হেল্প করে করে তাদের ও একটা লিমিট এ এসে গেছেন।

    সত্যি ই এভাবে হয়না, সত্যি ই হয়না।

    এখানে রান্নাঘর শেষ হবে কিনা বুঝতে পারছি না কিন্তু 2 টো ছেলে কে পেয়েছি ওই কুঁড়ে ডাম্প এ। ওদের বয়স 15 বা 16 র মতন, বেশ কয়েকদিন ধরে রোজ বলছে যে ওরা ৮ ভাই বোন বাবা মারা গেছে তাই পাড়ার জেঠা ওদের বছর দুয়েক আগে এখানে নিয়ে আসে, ওরা দুজনেই ক্লাস এইট নাইন অব্দি পড়েছে, আরো পড়ার শখ, ওদের কথা দিয়েছি লক ডাউনের পর ওদের ওপেন স্কুলে ভর্তি করিয়ে দেব মাধ্যমিক এর জন্য তারপরেও যদি পড়তে চায় আমি দেখবো।
    পরে একদিন সময় করে ওদের ছবি দেব ডিটেল এ লিখবো।
    করোনা আমায় অনেককিছু শিখালো উপলব্ধি করলাম অনেককিছু, চেনা মানুষকে কে দেখলাম ধর্ম আর রাজনীতি মুখোশের আড়ালে স্বার্থের মুখোশ ঢাকা আবার এমন মানুষ ও দেখলাম যিনি আমায় না চিনে নিজের পরিচয় গোপন করার প্রতিশ্রুতি নিয়ে আমার পাশে থাকলেন।

    দুঃখিত হবেন না, রান্নাঘর এখুনি বন্ধ হচ্ছে না এটা লিখলাম একটা অনাগত কিন্তু শীঘ্র আসতে চলা একটা দিনের উদ্দেশ্য করে, সেদিন আবার লিখবো।

    প্রথম দিন থেকে অভিজ্ঞতা লেখার ও ইচ্ছে আছে অল্প একটু রোজনামচা নয় ডিটেল এ, পরে যখন এই ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।
  • অপু | 2409:4060:41d:c3c9::14b4:***:*** | ১৭ মে ২০২০ ০০:২৫445736
  •  অরণ্য দা, কেমন আছো?

  • aranya | 2601:84:4600:9ea0:d55e:55d:b66e:***:*** | ১৭ মে ২০২০ ০০:০৩445735
  • এলসিএম লিখেছে দেখলাম - পরিচিত ভাষার বাইরের লেখা অসুবিধা সৃষ্টি করে।
    ইলিয়াস-এর চিলেকোঠার সেপাই দ্রুত পড়েছিলাম, খুবই ভাল লেগেছিল। অথচ খোয়াবনামা বেশি দূর এগোতে পারি নি, সিরাজ-এর অলীক মানুষ-ও।
    অবিশ্যি চিলেকোঠা কলেজ কালে পাঠ, খোয়াবনামা অনেক পরে, তদ্দিনে হয়ত সিরিয়াস সাহিত্য পড়ার অভ্যাস টাই চলে গেছে
  • বিশ্বরূপ রায় | 103.94.***.*** | ১৬ মে ২০২০ ২৩:২৬445734
  • দেশে মুক্তবুদ্ধি চর্চার অন্যতম পথিকৃৎ, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মাদ শাহ আলম। 

    নেতৃবৃন্দ আজ এক শোক বিবৃতিতে বলেন, অধ্যাপক আনিসুজ্জামান মাতৃভাষা প্রতিষ্ঠার সংগ্রাম, স্বাধিকার আন্দোলন, মুক্তিসংগ্রামসহ বাঙালীর প্রতিটি সংগ্রাম ও লড়াইয়ের অগ্রসেনানী ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে তিনি বাঙালী সংস্কৃতির প্রতি ছিলেন নিবেদিত প্রাণ। পাকিস্তানী আমলে শাসকগোষ্ঠীর বাংলা, বাঙালী সংস্কৃতি ও সাহিত্য বিরোধী যে কোন অপতৎপরতার বিরুদ্ধে তিনি সোচ্চার কন্ঠ ছিলেন। নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। 

    নেতৃবৃন্দ অধ্যাপক আনিসুজ্জামানকে বাংলাদেশের শান্তি আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি আখ্যাদিয়ে তাঁর অবদান স্মরণ করে বলেন, তিনি আফ্রো-এশিয়ার নিপীড়িত মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন। আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকায় সাম্রাজ্যবাদী, ঔপনিবেশিক ও নয়া ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তিনি সোচ্চার কন্ঠ ছিলেন। তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। নেতৃবৃন্দ কমিউনিস্ট পার্টির প্রতি তাঁর বন্ধুত্বপূর্ণ সহযোগিতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।

    নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
     

  • কিম্ভূত নাম | 49.37.***.*** | ১৬ মে ২০২০ ২২:০৮445733
  • পাগলা দাশু, আমি কর্তৃপক্ষ নই। আর বাকি বক্তব্য ঠিক বুঝতে পারলাম না। চাড্ডি ফেবু হোয়া ফরোয়ার্ডের  বন্যা, সক পাপেটিং - এসবকে আপনার কন্ট্রোভার্সিয়াল প্রবন্ধ মনে হলে আপনার সঙ্গে আমার বোঝার পদ্ধতির একটা বড় তফাত আছে।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১৬ মে ২০২০ ২১:৫৯445732
  • সৈকত (২য়) অনেক ধন্যবাদ। লেখা খানার জন্য।
  • Pagla Dashu | 89.34.***.*** | ১৬ মে ২০২০ ২০:৫০445731
  • অপ্রাসঙ্গিক; আগের দিন কৌতূহল জাগলো এই আইপি মাস্ক ব্যাপারটায় | খোঁজ খবর ইত্যাদি হল | অতি-তরুণ প্রজন্ম খানিক হাসি ঠাট্টা সন্দেহ টাকা পয়সাr হিসেব - ইত্যাদির পর ব্যাখ্যা এবং নিদান দেয় |

    দুটো পোস্ট পরপর করার কারণ টুকু হল এই, কিম্ভুত-নামী-কর্তৃপক্ষ যদি জানান অতি-তরুণ প্রজন্মের নিদান অনুযায়ী আমার লেখার aaipi মাস্ক কি একটু হলেও মুশকিল হচ্ছে এখন? কনসালটেন্ট দেড় প্রাপ্য বাকি রেখে যেতে চাই না |

    নমস্কার
  • S | 2405:8100:8000:5ca1::2a2:***:*** | ১৬ মে ২০২০ ২০:৪৮445730
  • বেশিরভাগই তো উচ্চবর্ণ হিন্দু।
  • গুরুচণ্ডা৯ | 136.228.***.*** | ১৬ মে ২০২০ ২০:৪৫445729
  • বিগত কয়েকদিনে প্রকাশিত হয়েছে একগুচ্ছ নতুন লেখাঃ
    ১) গোধূলি গগনে নব পত্রালিকা - শিবাংশু দে (৯ই মে)
    ২) চরমপন্থী রবীন্দ্রনাথ- স্বদেশী সমাজ - সোমনাথ রায় (৯ই মে)
    ৩) এটা সামাজিক দূরত্বের সময় নয় - উজ্জয়িনী আইচ (১০ই মে)
    ৪) পরিযায়ী - পূবালী রাণা (১০ই মে)
    ৫) অতিমারির করোনা - আমাদের অস্তিত্ব, মেডিসিন এবং পুঁজির এক দিকবদল? - ডঃ জয়ন্ত ভট্টাচার্য (১১ই মে)
    ৬) মুসলিম অর্থাৎ সংক্রামকঃ কোভিড ১৯ বাহী সন্ত্রাসবাদী ও ভারত - ব্রহ্ম প্রকাশ (অনুবাদঃ রৌহিন ব্যানার্জী) (১২ই মে)
    ৭) করোনা-সংকট: সমাপ্তির সূচনা, না বিকল্পের ডাক? - দেবল মজুমদার (১২ই মে)
    ৮) পাশে থাকার বার্তা - ব্যাঙ্কসির ছবি - বিষাণ বসু (১৪ই মে)
    ৯) কোভিড-১৯ ও লকডাউনঃ প্রতিবন্ধকতার একটি ভাষ্য - ঈশান চক্রবর্তী ( ১৫ই মে)
    ১০) করোনা ও বাঙ্গুরঃ যা শুনলাম, যা দেখলাম - অভিজিত মজুমদার (১৫ই মে)
    ১১) লকডাউনের দিনলিপি - অশ্রুত স্বর - জিনাত রেহানা ইসলাম (১৫ই মে)
    ১২) অর্থনৈতিক প্যাকেজ বিশ্লেষণ (প্রথম ও দ্বিতীয় পর্ব) - অমিতাভ গুপ্ত (১৬ই মে)
    ১৩) জীবন এবং জীবিকার অনিশ্চয়তা: দিল্লী এবং তার আশেপাশের এলাকায় কোভিড-১৯ এর প্রভাব - ডা: শান্তনু প্রামাণিক (১৬ই মে)
    ১৪) পুঁথি পত্রে যা লিখে রাখছি - অমর মিত্র (১৬ই মে)
    ১৫) ইতিহাসবিদ হরিশংকর বাসুদেবন স্মরণে - সৌভিক ঘোষাল (১৬ই মে)
    ১৬) ইরফানঃ এক বাগীর প্রস্থান - মিঠুন ভৌমিক (১৬ই মে)
    ১৭) দেবেশ রায়ের লেখা যেভাবে পড়ি - সৈকত চট্টোপাধ্যায় (১৬ই মে)

    পড়ুন, পড়ান, মতামত দিন
  • Pagla Dashu | 2a0b:f4c0:16c:3::***:*** | ১৬ মে ২০২০ ২০:৩৩445728
  • অন্য মত থাকবে, আপনার পছন্দ না হতেও পারে| মত প্রকাশ এর স্বাধীনতা কে এইসব "আমি চিনে নেব" ধমকি দেওয়া মানায় না | পরিষ্কার জানান বিরক্তিকর মন্তব্য পছন্দ করছেন না | তার পর এড়িয়ে যান| এই সমস্ত হুমকি ধমকি প্রলেতারিয়েত ব্যাপার স্যাপার চাড্ডি দের আউটসোর্স করুন| controversial প্রবন্ধ দু একটা পড়লাম, সময় কাটল, খারাপ কি?

    নিজের পছন্দ মতো নাম ছেড়ে কিম্ভূত নামএ লেখেন কেন ?

    নমস্কার
  • S | 2a0b:f4c2::***:*** | ১৬ মে ২০২০ ২০:২৭445727
  • নদীমাতৃক বাংলায় নদী নিয়ে প্রায় সব উপন্যাসই বিখ্যাত হয়েছে।
  • dc | 103.195.***.*** | ১৬ মে ২০২০ ২০:২৭445726
  • r2h, অবশ্যই। তবে যা দিনকাল পড়েছে, কে কখন কেলিয়ে দেয় সেই ভয়ে আগে থেকেই জানিয়ে রাখলাম আর কি।
  • S | 192.95.***.*** | ১৬ মে ২০২০ ২০:২৩445725
  • টেস্ট।
  • b | 14.139.***.*** | ১৬ মে ২০২০ ২০:২১445724
  • উরিশ্লা, ডিসির দুটো বাড়ি। শহরের অট্টালিকা আর নিরাভরণ ছিমছাম বাগান বাড়ি।
    রায়সাহেব উপাধির দিকে কত দূর এগোলেন?
  • #$%^&* | 2405:201:8805:37e9:7d0f:6589:6d4b:***:*** | ১৬ মে ২০২০ ২০:০৯445723
  • আইপি ট্র‌্যাক করতে উৎসাহ কেন থাকবে। কিন্তু যা চাড্ডিপনা, সক পাপেটিং, পরিচয় ভাঁড়ানোর ধুম পড়েছে, অন্তত একটু ধারনা করে রাখতে পারলে ভালো। একের পর এক চাড্ডি প্রোপাগান্ডা পোস্ট, - এই জায়গাটা এসবের থেকে অল্পসল্প মুক্ত থাকবে, এমন আশা তো করাই যায়।
  • dc | 216.186.***.*** | ১৬ মে ২০২০ ২০:০৬445722
  • আমি dc হতে চাই
  • dc | 103.195.***.*** | ১৬ মে ২০২০ ১৯:৫২445721
  • আচ্ছা যারা আইপি ট্র‌্যাক করতে উত্সাহী তাদের জানিয়ে রাখি এটা আমিই, মানে ডিসি। তবে করোনার ভয়ে আমার কিলপকের বাড়ি থেকে শ্রীপেরুমবুদুরের বাড়িতে পালিয়ে এসেছি, তাই আইপি অন্য দেখাচ্ছে।
  • dc | 103.195.***.*** | ১৬ মে ২০২০ ১৯:৪৯445720
  • কালভিন আর হবসের তো আমিও ফ্যন, যদিও দেবেশ রায়ের কোন লেখা পড়িনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত