o | 108.162.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২৩:০১442887অনন্ত টোয়ের পড়িনি। বাবু বাংলাদেশও পড়িনি। একটা সিলেবাস দ্যান দিকি কী কী পড়া উচিত। এই ধরুন আশপাশের দেশগুলোতে। ইন্দোনেশিয়া, বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান ইত্যাদি।
hkg | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২২:৫৩442886
অপু | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২২:১২442884:))))) @ বোধি দা
হখঘ | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২২:১১442883
অপু | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২২:০৫442882দ, স্বভাব আর যাবে কোথায় ? :)))
o | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২১:৫২442881হুঁ, কুরনিয়াওয়ান দিব্যি লেখেন। ইন্দোনেশিয়ার পুরো ব্লাডি হিস্ট্রি। নবারুণেরও একটা গল্প আছে না সুহার্তো পিরিয়ডটা নিয়ে? কী যেন নাম আটানব্বই হাজার সামথিং।
সিএস | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২১:৪৭442880ব্রতীনবাবু চান্স পেয়েই স্যাট করে একটা লিস্টি নামিয়ে দেছেন! :-)) -
এই নাও রিভ্যু
অপু | 172.69.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২১:১০442877যে যার নিজের নিকে লিখুন না হে। আমি, PM, PT দা, SM দা, LCM.দা, দ, de, সে দি, Sarbani দি , S, Atoz( হে হে ইনি মাত্র 59বার নিক বদলে আপাতত বর্তমান নামে থিতু হয়েছেন :))) ), আকা, r2h ( এনার ব্যাপারে কবি নীরব :)))) T, পাই , অর্জুন, এলেবেলে দা, Ishanআর বোধি দা ( ইনি মাত্র 113 বার নিক বদলেছেন)তো সেই ছোটবেলা ( নিজের এবং
গুরুর) থেকে এক নামে লিখছেন।
নতুন রা লিখুন। অন্য নিক নিন। খামোকা কনফিউশান সৃষ্টি করেন ক্যানো? ক্যানো? ক্যানো?
hkg | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২১:০৮442876
dc | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২০:৫৫442875
দ্রি | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ১৯:৫৪442874
sm | 172.68.***.*** | ২১ এপ্রিল ২০২০ ১৯:২২442873এই লাস্ট দুটি SM এবং Sm লেখা পোস্ট দুটি আমার নয়।
ভাই,আমার নিক টা একটু না ব্যবহার করলে ভালো হয়।প্লিজ।
Sm | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ১৯:০৮442872 এটাও আগের টা র মত প্যানিক ক্রিয়েটিং হয়ে গেল
যাদের বাড়ি তে পোষ্য আছে তারা ওই সমস্ত প্রাণী দের কেনেল এ পাঠানোর জন্য প্যানিক করতে পারে যাতে পোষ্য রা সেফ থাকে
আমার মত এ যথেষ্ট যুক্তি না থাকলে কোনো থিওরী একসেপ্ট করা চাপ
*সইকত
এইবারে সইকিত আর বোধি,
একা কুরনিআওয়ান পড়েছ? ম্যান টাইগার আগে পড়েছিলাম। তারপর রোবুর স্ট্রং রেকোতে বিউটি ইজ আ উন্ড শুরু করেছি। কি অদ্ভুত intriguing. ছাড়তেও পারছি না পড়তেও বেশ অস্বস্তি হচ্ছে।
"*এবার এগুলো সবই গৃহপালিত বেড়াল কুকুরের কথা। বেশির ভাগ দেশে ত স্ট্রে কুকুর বা বেড়াল দেখাও যায় না। কাজেই সেখান থেকে মানুষে আসার সম্ভাবনা কোন দিক দিয়েই পাচ্ছি না। অন্তত এখন পর্যন্ত যা ডেটা আছে হাতে।
এবার কুকুর ও করোনা
হু ইত্যাদির লেখা পড়ে আমি যা বুঝেছি বেড়াল মানুষের থেকে করোনা আক্রান্ত হতে পারে, কুকুরের সেরকম আক্রান্ত হবার সম্ভাবনা প্রায় নেইই। নেচারের লিঙ্কটাতেও সেরকমই বলছে মনে হল। বেড়ালের খেত্রেও নিজে নিজে আক্রান্ত হবে না আক্রান্ত মানুষের থেকে পেতে পারে। কুকুরের ক্ষেত্রে সে সম্ভাবনাও বলছে আরো কম।
এবার এগুলো সবই গৃহপালিত বেড়াল কুকুরের কথা। বেশির ভাগ দেসে ত স্ট্রে কুক্য্র বা বেড়াল দেখাও যায় না। কজেই সেখান থেকে মানুষে আসার সম্ভাবনা কোন দিক ফিয়েই পাচ্ছি না। অন্তত এখন পর্যন্ত যা ডেটা আছে হাতে।
নিউয়র্কের বাঘ বেচারিও মানুষের থেকেই আক্রান্ত হয়েছিল।
@&$ | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ১৮:৪৮442867তারপর সেই দুষ্টু লোক এর কি হলো ?
@&$ | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ১৮:৪৬442866ও বাবা
জটায়ু থাকলে তো
অন্তর্জাল এ জ্বালাময়ী জ্বলন
লিখে ফেলতেন
সত্যি কি জ্বালা
ইন ফ্যাক্ট ২০১০ এ যখন অভিযোগ করেছিলাম তখন আমার বেশ সময় লেগেছিল এস্ট্যাব্লিশ করতে। কারণ তখন গুরুতে লগিন ছিল না। আর সচলে পুরো নাম করে ফেলার পর নিক বানাতে পারছিলাম না কথা সব টেক সমস্যায়। মডুরাও পারে নি। তো দিনের পর দিন ধৈর্য্য ধরে দুনিয়ার কমুনিকেশান কপি করে করে বুঝিয়েছিলাম।
নিকের সাথে পাসপোর্ট বা আধারের নামের লিঙ্কটা এস্টাব্লিশ করতে হয়। আমরা যারা বছরের অর বছর একই নিকে লিখি এবং অন্যত্রো লোকে সেই নিকে রেফার করে তাদের পক্ষে এটা খুব কঠিন নয়।
আমি ত আবার লগিন করেই লিখছি সেই নতুন গুরুর কিদিন পর থেকে। নীলরঙা নামে ক্লিকালে ছবি ও সইসহ উপস্থিত।
@&$ | 14.***.*** | ২১ এপ্রিল ২০২০ ১৮:০৭442863দেখলাম
কিন্তু কিছু পয়েন্ট ক্লিয়ার হলোনা
এখানে নিশা বলে অরিজিনাল পাসপোর্ট হোল্ডার নাম এর কাউকে টার্গেট করা হয়েছে
ভার্চুয়াল ফোরাম এ সেটার ইমপ্লিকেশন কত তা ?
এখানে কেউ ক নাম এ লিখলে তার পাসপর্টে কি সেই নাম থাকে ?
নিশা জিন্দালের নামে সক পাপেটিং করেছিল দীর্ঘকাল
@&$ | 14.***.*** | ২১ এপ্রিল ২০২০ ১৮:০২442861কি করেছিল ?
এই সক পাপেটারটি আপাতত হাজতে আছে।,
অরিজিনাল দ | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ১৭:৫৪442859ব্যাপারটা কি হচ্ছে কিছু বুঝতে পারছিনা
কে আমার নাম এ পোস্ট দিলো আবার কে একজন তার ss নিয়ে ডকুমেন্ট করলো (তা ও ভুল বানান এ )
SKM | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ১৭:৫৪442858ota type :)