এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৭:২০439717
  • ব্যপারটা খাড়াইল - আমার পোলা আমি কান মুলব, তুমি বলার কেডা? সে যতই ব্জ্জাত পোলা হোক আমি মাইর দেব নে।

    যাক, এরপরে ডিসকোর্সের জায়গা নেই, তবে যেকোন গণতন্ত্রের একটা বেসিক দিক হল যে সরকারকে অ্যাকাউন্টেবল করা। সেইজন্যই সিরিয়ার রিফিউজি থেকে আম্রিগার ফরেন পলিসি সবকিছু নিয়েই লোকে বক্তব্য রাখে, সেটাই স্বাভাবিক।
  • hkg | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৭:১৬439716
  • উফফ, ভারতে,
  • hkg | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৭:১৫439715
  • আকা, সিরিয়াসলি , হেলথ কেয়ার প্রফেশনাল দের মাইনে, ইন্সিওরেন্স, ও রিসার্চ গ্রান্ট ও পার্সোনাল ইকুইপমেন্ট এর বাজেট বৃদ্ধির উপরে একটা প্রবন্ধ হয়ে যাক। সঙ্গে ভাড়াটে কেস ফর মেডিকেয়ার ফর অল ইন ইন্ডিয়া। উইথ এমফাসিস ও দ্য এল্ডারলি।
  • aka | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৭:১৩439714
  • “ তবে মাসখানেক পরে সিচুয়েশন বেটার হবে বলেই সবাই আশা করছে।”

    এই তো ট্রাম্প, তারপরে মোদীজী আর এখন কমরেড পিনাকী বলে দিলেন ১৫ ই এপ্রিলের পরে ইস্টারের সুন্দর দিনে পৃথিবী আবার নির্ম্মল হবে, সুন্দর হবে। কমরেড আপনার মুখে করোনা ভাজা।
  • aka | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৭:১০439713
  • “ হানুর লেগেছে, কিন্তু আমেরিক বাসী ভারতীয়দের এই হাহুতাসা নেওয়া যাচ্ছে না। ভারত সরকার যথেষ্ট চেষ্টা করছে এবং লক্ডাউন ঠিক উপায়, যদি ও কিছু অসুবিধা হচ্ছে।
    ভারতে কি সঠিক সেটা আমাদের ঠিক করতে দিন, এখন দেশের জন্য মড়া কান্না কাদবেন না প্লিজ।”

    কি সাঙ্গ্হাতিক, আপনি কি দেশের এই সমস্যার সাথে যুক্ত? দোহাই আপনাকে কোন এক সময়ে দেখা সাক্ষাত হলে দানাদার খাওয়াব, এখন গুরুতে তক্কো করবেন না। সত্যি যদি এর সাথে যুক্ত হন, তাহলে এখন কাজ করেন প্লিজ। যা বলছি সব ভুল, আপনিই ঠিক।
  • aka | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৭:০৭439712
  • “ গুরুর সর্ব জ্ঞানী পন্ডিতরা ভারত ছেড়ে একটু নিজেদের দেশের দিকে মন দিন। আমেরিকায় এটি মহামারী হয়ে গেছে, ভারত কে বড় বড় কথা না বলে নিজেদের সরকারকে বলে দেখুন কিছু করতে পারেন কিনা।”

    ভাববেন না একটু বাদে গুয়াতেমালার গণসঙ্গীত, কিম্বা হণ্ডূরাসের হরেকীর্তন নিয়েও লেখালেখি করব। করোনাটা আগে সামলে নিই।
  • dc | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৬:২৮439711
  • r2h, এসব সত্যিই কনফিউসিং।

    S আমিও শুনেছি নিউ জিল্যান্ড খুব সুন্দর জায়গা। আমার একটা ভাই থাকতো ওখানে, বেশ কয়েকবার যেতে বলেছিল কিন্তু কোননাকোন কারনে যাওয়া হয়নি। এই সব গন্ডগোল থামলে একবার যাওয়ার ইচ্ছে আছে।
  • Pinaki | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৬:০৯439710
  • হ্যাঁ, এটা পুরোটাই নতুন ব্যাপার। কেউ জানে না কী করলে কী হবে, কোনটা কাজ করবে কোনটা করবে না। হাইন্ডসাইটে অনেককিছু মনে হবে এইটা করলে হত, ঐটা কেন করল না। কিন্তু সমস্ত সিস্টেম, সমস্ত মেশিনারি এই আচমকা অ্যাটাকে ওভারহোয়েল্মড - এটা বুঝতে হবে। এবং কারুর কাছেই কোনো পরিষ্কার ছবি নেই। যে স্বাস্থ্যব্যবস্থাগুলোকে ভগবানতুল্য ভাবা হত, যেমন ইউকের এনএইচএস, ইওরোপ আর স্ক্যান্ডিনেভিয়া - সবাই ক্রিটিকাল সিচুয়েশনে দাঁড়িয়ে। আজ নাহোক কাল সবাইকে ক্রাইসিস ফেস করতে হবে, হয় রোগীর সংখ্যা অথবা ইকোনমি অথবা দুদিকথেকেই। ফলে কেউই দারুণ সামলাচ্ছে বলার জায়্গায় আমরা নেই। চায়না আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করছে যা শুনলাম। সমস্ত দেশে পিপিই-র আকাল। ঢাল তরোয়াল ছাড়া ডাক্তার নার্সদের যুদ্ধ করতে পাঠাতে হচ্ছে। খুবই সংকটের সময়। তবে মাসখানেক পরে সিচুয়েশন বেটার হবে বলেই সবাই আশা করছে।
  • S | 108.162.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৬:০৭439709
  • দেশপ্রেম একটা আছে বটে। ক্রিকেট, অলিম্পিক্সে মেডেল এইসবে খুব কাজে দেয়। আর কেউ ইন্ডিয়া নিয়ে বাজে কথা বললে, সমালোচনা নয় শুধু ব্যাড মাউথিং করলে খারাপ লাগে। তবে সেটা সব দেশের ক্ষেত্রেই লাগে।

    ইন্ডিয়া আমাকে পাসপোর্ট দিয়েছে। দুদিন পরে ক্যানসেলও করে দিতে পারে, দেবেনা বলেই দিতে পারে। আমেরিকা তো যেকোনও সময় ঐ অনুকুল পুত্রের মতন তিন টোকা মেরে বেড় করে দেবে। তখন হয় সেই ইন্ডিয়ায়ই ফিরতে হবে নইলে অন্য কোনও দেশে। অরিনদা বলেছেন নিউজিল্যান্ড নাকি খুব সুন্দর দেশ। ইন্ডিয়ার খাওয়ার খুব মিস করি, সেটা ঠিক। ভীড়ভাট্টা, ট্রাফিক, পলিউশান আমেরিকাতেও আছে, বড় শহরে। আবার ইন্ডিয়াতেও একটু ইন্টেরিয়ারে গেলে ভীড়, পলিউশান সবই কম। এর বাইরে আর কি।
  • S | 108.162.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৬:০০439708
  • এই লকডাউন, কোয়ারান্টিন সবই তো অনেকদিন চলবে মনে হচ্ছে। এরকম পরিস্থিতি অন্তত এই প্রজন্ম আগে কখনও দেখেনি। বেশিরভাগ দেশ বিগত ৪০-৫০ বছর সেরকম কোনও যুদ্ধও দেখেনি। ফলে একেবারেই নতুন পরিস্থিতি।

    এর একটা বিশাল সামাজিক প্রতিফলন ঘটবে।
  • sm | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:৫৮439707
  • তাহলে সারাৎসার কি হলো।ভাইরাস খুব সাংঘাতিক জিনিষ। বদ মায়েশ। পাজীর পা ঝাড়া।চূড়ান্ত অসভ্য। প্রত্যেক টা ভাইরাস কে মিষ্টি খাইয়ে সুগার বৃদ্ধি করে, ডাইয়াবিটিস এ ভুগিয়ে মারুন।
  • hkg | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:৫৭439706
  • প্রশ্ন চিহ্ন, আমার লাগে নি :-))))))))))) এই প্রতিজগিতার কোন মানে হয় না। আমেরিকা চাঁদ চীন, ইউরোপ কোনো দেশের সরকার নিয়ে আমার কোনো আহা উহু নাই। বীরভূম তা আলাদা ব্যাপার, ওঝানে কেষ্ট ডা থাকে চীনে ভাইরাস আসে নি বলে শোনা গেছে :-))))))))))))))))))))))))))))))))))))))

    পাই , হেলথ কেয়ার এ তোর ব্যক্তি গত কন্ট্রিবিউশন নিয়ে কথা হয় নি। কারণ সেটা জানার কথা আমাদের পুরো না, এমন কি আপ্রিসিয়েট করার কোথাও না। কারণ করতে গেলে যে শিক্ষা লাগে বা বলা ভালো সরকারী বা বেসরকারী পজিশন লাগে আমার নেই। আর্গুমেন্ট প্রতিষ্ঠায় সেটা র রেফারেন্স না দেওয়াই ভালো। আমার ধারণা এটুকুই এবং সেটা তোদের পক্ষে, জেনেরাল ফ্যাক্ট , যে গোমূত্রের বাজারে বিজ্ঞানী রা ভরসা।

    পলিটিকাল সিস্টেম নিয়ে বিতর্কের সময়ে লোকে যদি বলে, সেদিন আমি ইন্দিরা গান্ধীর কোলে ছিলাম, দেখলাম এমারজেন্সি ঘোষণার সময় ওনার চোখের কোন জল সেই ক্লেমের সত্যতা বিচার করা কঠিন, এপার্ট ফ্রম হোয়াট uই সি an গ্রাউন্ড।

    রেফারেন্স এর পরে রেফারেন্স একটা প্রসেস তার শেষ দেখা গেলে ভালো, আমি পাই নি দেখতে, তার কারণ এখনো কোনো সরকার বা boigyaanik হলপ করে বোলাতে পারছেনা না, কত এফেক্টেড হবে। তোর এন্টায়ার আর্গুমেন্ট এ একটা কথা আশার, সেটা হলো ভাইরাল স্ট্রেন টা যদি অন্য কিছু হয়। কিন্তু সেটা তুই কোনো নিৰিক্সাৰ ভিত্তি তে বলিস নি, এম্পেরিক, ইয়েস ট্রেন্ড এম্পেরিক অবজার্ভেশান এর ভিত্তি তে বলেছিস।

    এনি এ, পদাধিকার উল্লেখ করলে অবশ্য এনগেজ করা মুশকিল, ভাইরাস এর বিরুদ্ধে অভিযান সফল হোক। আশা করা যায় যুদ্ধে অস্ত্র ও পয়সা যা লাগে তোদের আছে। বা দেওয়া হচ্ছে বা বলা ভালো সময় মতো দেবা হচ্ছে। আজকের আনন্দ বাজারে ই কেন্দ্রীয় সরকারের বিজ্ঞানী অনেক কিছু করা হচ্ছে রাজ্যের পাশে থাকার জন্য বলার পরে, টেস্ট নাম্বারস দিচ্ছেন ইন থাউসেন্ডস, ওদিকে এপি ডেমিও লজি মডেলার রা বলছেন অরিন এর দেওয়া লিংকে, হান্ড্রেডস অফ থাউসেন্ডস এ ভবিষ্যতে। সেই স্কেল আপ করতে পারলে ভালো। গুড লাক, পার্সোনাল এটাক আমি করি নি , সুতরাং সেই একিউজেশান নেওয়া সম্ভব না। বজ্ঞাণিক কমিউনিটি ও সরকারের ক্রাইসিস ম্যানেজেমেন্ট ক্রেডিবিলিটি তাদের কেই এস্টাবলিশ করতে হবে, লক ডাউনে মানুষের অসুবিধে হলে মানুষ বলবে। পছন্দ হবার জন্য বলা হচ্ছে না।
  • r2h | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:৫৪439705
  • dc ২৭ মার্চ ২০২০ ১৫:৪৭, হ্যাঁ গাছ পাখি নতুন জায়গা ফেরা না ফেরা ইত্যাদি আমারও তাই।

    কিন্তু দেশ নিয়ে চিন্তা না থাকলে আর গোবিজীর ওপর রাগ করি কেন, উচ্ছন্নে গেলেই বা আমার কী। যেকোন জায়গাতেই মানুষের জীবন ইত্যাদি বিপন্ন হলে দুঃখ হয়, সেই আয়লান কুর্দি (এবং আরো অনেক এরকম যাদের অয়াপিয়ারেন্স আমাদের এম্প্যাথি জাগানোর জন্যে যথেষ্ট আইডেন্টিফায়েবল নয়), এইসব। কিন্তু তাও দেশে এইসব হলে বেশিই খারাপ লাগে। প্রথম দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে গিয়ে অডিটোরিয়ামে জনগণ শুনে খুব আপ্লুত হয়েছিলাম, যদিও এখন এদের ধাষ্টামোতে বিরক্ত হয়ে গেছি। জানি না, বোঝা মুশকিল।
  • dc | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:৪৯439704
  • হ্যাঁ এই আমাদের টা আবার কে? কারা ঠিক করছে? যারা বর্ডারে বর্ডারে আটকে পড়ে আছে দুদিন ধরে না খেয়ে তারাই এই আমরা?
  • dc | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:৪৭439703
  • কিন্তু অমি দেশভক্তি ব্যপারটা একেবারেই বুঝিনা ঃ-( দেশের কোন লোককেও ভালোবাসিনা, দেশপ্রেম কাকে বলে তাও জানিনা। গাছ পাহাড় পাখি নদী এসব সব দেশেরই ভাল্লাগে, যেখানে যেখানে যাই সেখানকার খাবারও খেতে ভাল্লাগে। কিন্তু কখনো মনে হয়না দেশে ফিরতে কি ভালো লাগছে বা আমার শহরে ফিরতে কি ভালো লাগছে। নতুন কোথাও থাকার ব্যবস্থা হলে দিব্যি সেখানে থেকে যাবো। আমি একেবারেই জেজেটিটিদের দলে ঃ-(
  • sm | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:৪৫439702
  • এটা ঠিক আমেরিকা বনাম ভারত চুলবুলি বিষয় নয়।আম্রিকা নিবাসী প্রত্যেক ব্যক্তির প্রচুর নিকট আত্মীয় ভারতে আছে।এবং প্রচুর ভারতীয় লোকের ছেলে,মেয়ে,ভাই বোন আমেরিকায় রয়েছে।দু পক্ষই উদ্বিগ্ন।উপরন্তু যাতায়াত বন্ধ।
    কারো র বৃদ্ধ বাবা বা মা অসুস্থ হলে নিজের হাতে পথ্য বা জল দেওয়াও সম্ভব নয়।
    ভারী জলবায়ু পরিস্থিতি।খুউব খারাপ লাগে।
    আমার তো নিজেকে রাঙা আলু মনে হচ্ছে।
    ভালো দানাদার কোথাও পাচ্ছি না।
    বার বার লকডাউন কে লেকটাউন পড়ছি।
  • π | ২৭ মার্চ ২০২০ ১৫:৪৪439701
  • অরিনদা, আপনার সঙ্গে মেলে যোগাযোগ রাখব। কিছু জিনিশ পাঠব। ক্লাস্টার ইঃ নিয়ে কিছু জিনিসও ।
  • i | 108.162.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:৪৪439700
  • পাই,
    বি র বক্তব্যের প্রতিধ্বনি করলাম।
  • b | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:৪৩439699
  • "যেখানে আমি এগুলো ডায়রেক্ট ডিল করি, এই হেল্থ সিস্টেমকে আমি নিয়মিত ফেস করি, এর সুবিধে অসুবিধে গ্রাউন্ড রিয়েলিটি যেটা জানি সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে জানি"
    এই লাইনে লিখতে যাচ্ছিলাম। পাই লিখে দিয়েছে।
  • r2h | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:৪২439698
  • আমাদের ঠিক করতে দিন - এই আমরা (অথবা আপনারা) ঠিক কারা?

    আমি মশাই ভারতেই থাকি, আজকাল মন্তব্যবিষয়ে অধিকারীভেদের যা সব মানদণ্ড হয়েছে, আগে থেকে বলে রাখা ভালো।
    ভারত সরকার চেষ্টা তো করে ঠিকই, খুবই করে, কিন্তু গোলমাল হয়ে যায় যে, সেই চিন্তা। নোটবন্দী জিএসটি কাকমারা সব মিলিয়ে টেনশন আরকি। ভালো ভালো পণ্ডিত লোক বিজ্ঞানীরা সব আছেন ওঁদের ঠিক করে কাজ করতে দিলে নিশ্চয় ভালৈ হবে। কিন্তু কাজ করতে দেওয়ার হর্তাকর্তাদের মতিগতি তো মাতা শৈলসূতার ইচ্ছা।
  • π | ২৭ মার্চ ২০২০ ১৫:৪০439697
  • ডিনায়াল ? খামতি নিয়ে আমার ডিনায়াল ? সেজন্যই খামতি নিয়ে লোকজনের পর লোকজনকে লেখাচ্ছি, লিখতে বলছি, তাদের রেফারেন্সের পর রেফারেন্স পাঠাচ্ছি, এখানে লিখছি, আমার নাম দিয়ে সার্চ করলে পাওয়া যাবে, সেই কবে থেকে এয়ারপোর্টের স্ক্রিনিং সমস্যা নিয়ে লিখেছি, সেই দিল্লিতে গত মসের মাঝামাঝি যাওয়ার সময় থেকে। এয়ারপোর্টে আসা লোক্জনের কোয়ারান্টিন সমস্যা নিয়ে করবার কত লেখায় লিখলাম, দমদি হুতোদের অফিসের লোক্জনের কথা শুনেও কতবার লিখলাম, মনে এ মনে আশ্চর্য হয়ে যাচ্ছি।

    আমি যদি বলে থাকি এদেশের সরকার যা করেছে একদম ঠিক করেছে, তবে তুমি ডাহা গুল মারছ।

    তোমার পরের বক্তব্যটা শুধু বিরক্তি না। রাগ হল।

    বেটার, এগুলো নাই পড়ি। সাপ ব্যাং ইঁদুর বাদুড় প্যাঙ্গোলিন যা খুশি লেখা হোক।

    এখানে লেখার বাইরেও আমার কাজের একটা জায়গা আছে, যেখানে আমি এগুলো ডায়রেক্ট ডিল করি, এই হেল্থ সিস্টেমকে আমি নিয়মিত ফেস করি, এর সুবিধে অসুবিধে গ্রাউন্ড রিয়েলিটি যেটা জানি সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে জানি, তার ফাঁকফোকর নিয়ে নানবিধ তথ্যপ্রমাণসহ রিপোর্ট বানিয়ে যথাস্থানে চেঁচামেচি করা থেকে শুরু করে ( ভাটের পাতা বা মিডিয়ার পাতায় সেগুলো নিয়ে নিউজ স্টোরি না করলেই সেগুলো বন্ধ করার কাজ করা যায় না , আমি মনেই করিনা। কতলোকজন দেখি চুপচাপ এরকম কত কাজ করে যাচ্ছেন !) আর সেই ফাঁঅফোকরগুলো ভরাটের কাজও আমার ক্ষমতায় যা কুলোয় আমি করি এবং করবও। শুধুই এই নেই সেই নেই ( সেই বলতে গিয়ে যেটা আছে সেগুলোও নেই করে দিয়ে) প্রবন্ধ লেখার থেকে বাইরেও চেষ্টা করছি। করব। তার কোনটা কততা সরকারের কাজ নিয়ে ডিনায়াল মোডে থাকা, দেখা যাক।
    এত বড় এবং বাজে অভিযোগটা আমার সম্বন্ধে করলে যখন এটা বলতে বাধুয় হলাম। তবে কী করি না করি, তার ফিরিস্তি কোথাও দিতে বাধ্য বা ইচ্ছুক নই।

    আর হ্যাঁ, হু র ইফ সায়েন্টিস্ট কী বলছেন সেটা আমাকে কাগজ পড়ে জানতে হবেনা, এই নিয়ে, বাইরে যা বলা হয় তার থেকেও অনেক বেশি কিছু নিয়ে ডায়রেক্ট ডিসকাশন হয়। কিন্তু আবারো, তার মানে এই না, যেগুলো যা আছে, সেগুলো নিয়ে ভুল তথ্য দিয়ে যেতে হবে। সরকারের হাজারটা কাজের হাজারটা সমালোচনা আছে বলে যেখানে যে কাজটা হয়েছে সেটাও হয়নি বলে দিতে হবে , যেখানে যা আছে সেটাও নেই বলে হয়কে নয় বানিয়ে দিতে হবে। কেউ সেটা না জেনে করলে তার থত্য ঠিক করে দিতে হয়। আর জেনেশুনে করলে তাকে মিথ্যাচার বলতে হয়।
  • r2h | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:৩৬439696
  • এই ন্যাশনালিজম প্রসঙ্গে মনে হলো। ন্যাশনালিজম আধুনিকতার ভুত ইত্যাদি ঠিক আছে, কিন্তু কী শোভা, কী ছায়া গো/ কী স্নেহ, কী মায়া গো/ কী আঁচল বিছায়েছ
    বটের মূলে/ নদীর কূলে কূলে, এইসব শুনলে তো আবেগ হয়, মানে, দেশের জন্যে ভালোবাসা না থাকলে আর দেশ নিয়ে মাথা ঘামায় কে, তো তার মধ্যে ভালো জিনিস অয়াপ্রিশিয়েট করার ব্যাপারটাও থাকার কথা, আজ করোনার ব্যব্স্থা কিছু একটা ভারতে আবিষ্কার হয়ে গেলে গোবিজী ক্রেডিট খেয়ে নেবেন, চাড্ডিগন নব আনন্দে জেগে উঠবে, কিন্তু তবুও গর্ব কি আমাদেরও হবে না। ভারতমাতাকীজ্যায় যখন বলে, আমার খুবি দুঃখ হয় যে অবন ঠাকুরের ভারতমাতার বদলে জঙ্গীতোষ মাতার ছবিটাই বেশি স্পষ্ট হয়ে গেল কেন। ধার্মিক লোকমাত্রকেই চাড্ডি মনে করার চলও, এটাও আমার পীড়া।

    যথারীতি দুটো আজাইরা কথা বললাম, কী নিয়ে কথা হচ্ছিল, এত অঙ্ক টঙ্ক বুঝিনা তাই অনেক পোস্ট পড়িনি, ন্যাশনালিজম দেখেই একটু বকে গেলাম। আজ তো দেখছি গ্রাফ নিচের দিকে, দেশে। এরকমই থাকুক।
  • :-)) | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:৩৪439695
  • 'ভাড়াটাকে জ্ঞান দেবেন না' মানে ভাড়াতেকে জ্ঞান দেবেন না? বাড়ীওলাকে দেবেন?
  • ? | 172.69.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:৩৩439694
  • হানুর লেগেছে, কিন্তু আমেরিক বাসী ভারতীয়দের এই হাহুতাসা নেওয়া যাচ্ছে না। ভারত সরকার যথেষ্ট চেষ্টা করছে এবং লক্ডাউন ঠিক উপায়, যদি ও কিছু অসুবিধা হচ্ছে।
    ভারতে কি সঠিক সেটা আমাদের ঠিক করতে দিন, এখন দেশের জন্য মড়া কান্না কাদবেন না প্লিজ।
  • অরিন | ২৭ মার্চ ২০২০ ১৫:২১439693
  • "কিন্তু না লেখাই ভাল , বুঝতে পারছি।"

    সর্বনাশ পাই, ভুলেও একথা ভেবো না।

    তোমার প্রত্যেক দিনের লেখাগুলো কি অসম্ভব গুরুত্বপূর্ণ, তুমি কি নিজে জানো না?
  • hkg | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৫:১৩439692
  • বিরক্ত হলে বা খুব বিরক্ত লাগলে ঠিক আছে, পরে কমে যাবে। আমার অনেক সময় লাগে। যদিও তোর সঙ্গে ঝগড়া করেছি কিনা মনে করতে পারছি না। না করে থাগলে ডিউ আছে :-)) বিষয়ের ইন্টারেস্ট গুলো হয়তো আলাদা :-)

    পদ্ধতিগত বিতর্ক ঠিক আছে, কিন্তু আমার মেন্ আপত্তি টা বলেছি, একটা দেশের সরকার যা করেছে ক্রাইসিস ম্যানেজমেন্টে তাতে যা ভুল করেছে, তার উত্তর কি করে হবে অন্য একটা দেশের সরকার যা করেছে ঠিক করেছে। দেখাই যাচ্ছে কোনো সরকার ই বিশেষ কিছু করে নি। বা করলে নানা স্টপ স্টার্ট , কোর্স কারেকশন হয়েছে হয়েছে।

    হোয়াট ইরিটেটস মি ইজ , ডিফেন্স অফ গভর্নমেন্ট অয়াকশন, মূল কারণ হলো, সরকারের যা করার কথা কিসুই বিশেষ হয় না। থার্মাল স্ক্রিনিং যা হয়েছে, নিশ্চয়ই তার থেকে বেশি লোক ঢুকেছে বা সেটা যথেষ্ঠতা হয় নি, সেটা নিয়ে আপত্তি করা যাবে না কেন। আমি নরমালি বৈজ্ঞানিক দের সরকার কে ডিফেন্ড করতে দেখতে অভ্যস্ত নই। যেখানে হু এর চিফ সাইন্টিস্ট বলেছেন, ডেটা না হলে আদভাইজারি দেওয়া যাবে না সেখানে তোর পজিশন কে দিনাইয়াল বলব না কেন? আমেরিকা, ইউরোপ, সুইজারল্যান্ড, চাঁদ যে কোনো জায়গার হেলথ কেয়ার সিস্টেম সম্পর্কেই আই ayam শিওর ক্রিটিক লেখা সম্ভব। প্রতিযোগিতা তা আমার কাছে হাস্যকর। তোর পজিশন তা তাই অবাক হয়েছি শুধু তাই না, এস/আকা/সে দের সেদিনের তর্ক তা বিজয়ের লেগেছে ইনফরমেটিভ হলেও। এবং এবসার্ড লেগেছে দুদল ন্যাচারালাইজড সিটিজেন প্রতিযোগিতা নিয়ে।

    আজ সকালে যেমন একটা কমেন্ট পড়লো, সেই বেনামে, আমেরিকার লোকেরা আমেরিকার অবস্থা খারাপ সামলান, ভাড়াটা কে জ্ঞান দেবেন না। ইত্যাদি, এটা খুব ই বোকা ও বাজে পজিশন। আমরা না হয় ফালতু পাবলিক, বৈজ্ঞানিক দের তো ইন্ডিপেন্ডেন্ট অফ ন্যাশনাল বর্ডার কথা বলা আশা করা যায় রাইট?

    লিখবি কিনা তোর ব্যাপার। কিন্তু লা লিখকলে দিনে ১২৫ বার পিং করবো এটুকু বোলাতে পারি। একটা পজিশন যত সিনসিয়ার ই হোক না কেন, সেটা ওপেন টু ক্রিটিক, এবং সেটা মানেই সেটা পার্সোনাল এটাক না, এটা বুঝতে হবে গুরু। নইলে এই সাইট ইত্যাদি তুলে debaa ভালো। আমাকে তো লোকে গাল দিয়ে ভূত ভাগিয়ে দিলো , তাতে কি হয়েছে, পোসালে বা যুক্তি ডেটা থাকলে পালটা দেব, যদি এনগেজ করতে না ইচ্ছে করে করবো না।

    তোকে আক্রমণ করা আমার উদ্দেশ্য না, বিজ্ঞানে , সরকার কে আকাউন্টেবল করা Taa আমাদের পেঁচো টাইপের লোকেদের ও কাজ বলে মনে করি, তাই দু কথা বলেছি। বৈজ্ঞানিক হিসেবে তোর পজিশন তোর নিজের তৈরী, অতএব ক্লিয়ারলি তার আলাদা জোর আছে, এটা মানতে অসুবিধে নেই।

    স্ক্রিনিং / টেস্টিং এটা সম্পূর্ণ আলাদা জিনিস হলেও, মোদ্দা যদি হয় ট্রানজিতা পয়েন্টে আটকানো সেটা তোর কথাতেই আছে মাইগ্রান্ট লেবার দের বেলায় তোর পছন্দ হয় নি, তাইলে আর তর্ক কোথায়।
  • অর্জুন | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৪:৫৪439691
  • মুম্বইয়ে The Renal Project door to door medical awareness এ অসাধারণ কাজ করছে। 

  • π | ২৭ মার্চ ২০২০ ১৪:৪৩439690
  • হানুদা, খুব বিরক্ত লাগল মন্তব্যটায়।
    রামানন বর্ণিত লেভেলে তখনো হয়নি বললে বা আজ আন্ডারটেস্টিংএর পরেও ( বারবার অন্ডারলাইন করে আন্ডারটেস্টিং ও অন্যান্য নানা সমস্যা বলা সত্বেও) ভারত আর আমেরিকার আজকের অবস্থা এক জায়গায় দাঁড়িয়ে নেই বললে , কালেক্শন সেন্টারকে টেস্টিং সেন্টারের সঙ্গে গুলিয়ে, পবতে কোলকাতা বাদে দুটোর বেশি সেন্টার নেই , এধরণের ভুল খবর দিলে সেটা ঠিক করে দিলে ( যা আছেও তাও যথেষ্ট কেউ বলেনি, তবু যা যেখানে আছে সেগুলো কেন দশ বিশগুণ কমিয়ে বলতে হবে তাও জানিনা ), স্ক্রিনিং মনে জিজ্ঞাসাবাদ নয়, থার্মাল স্ক্রিনিং ২০-২৫ লাখের হয়েছে, এই তথ্যটা শুধরে দিলে, মুম্বইয়ের বস্তির উদাঃ দুটো কম্যুনিটি ট্রান্স্মিশনের সংজ্ঞায় ফিট করছেনা জানালে যদি সেটা ন্যাশানালিজম, গদগদ দেশভক্তির নমুনা হয় ( যেখানে বারবার দেশের নানা সমস্যার কথা লিখেছি, লিখে থাকি, গ্রাউন্ড লেভেলের সমস্যাও, খোলা পাতায় যা সম্ভব, তার থেকেও বেশিই লিখি) যাতে যুক্তি তথ্য নেই,তাহলে বেসিকালি বলা হচ্ছে, আমি মিথ্যে বলছি, ভুল তথ্য দিচ্ছি। এবার আমার জানামতে যেহেতু সেগুলো আমি করছি না, কিন্তু আমি লিখলে তার ইন্টারপ্রিটেশন সেভাবে করা হবে, তাহলে বেটার আমি এখানে না লিখি। একটা অব্জেক্টিভ তর্কাতর্কির মধ্যে এধরণের দুমদাম মন্তব্য জানিনা কী পারপস সার্ভ করে।

    ভুল তথ্য, যুক্তির গলতা চোখে পড়লে অস্বস্তি হয়, না লিখে পারিনা, কিন্তু না লেখাই ভাল , বুঝতে পারছি। সত্যি তো, নিজের আর তাদেরও সময় নষ্ট, লোকজনের সঙ্গে তর্কে বিবাদে সম্পর্ক মেজাজও নষ্ট। যে যা বলবে চুপচাপ সোনা মুখে শোনাই ভাল। এমনিতেও এখানে ঠিক বা ভুল লেখা হলে, সত্যিই তো, কী বা এসে যায়, সেটাই হঠাত মনে হল।
  • অর্জুন | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৪:৩৮439689
  • চত্তিশগড়, গুরগাঁওয়ের রঞ্জন-দা কেমন আছেন? তারপর মাণিক, কাজু! 

    এদের কারো অনেককাল খবর নেই। 

  • i | 108.162.***.*** | ২৭ মার্চ ২০২০ ১৪:২৪439688
  • অনেক অনেক ধন্যবাদ অরিন।
    অনধিকারচর্চা কেন হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত