এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ২০ মার্চ ২০২০ ০৬:২৭437161
  • "শরীরে করোনা ভাইরাস আছে - আর - করোনা ভাইরাসে সাংঘাতিক আক্রান্ত --- এই দুটো অবস্থা আলাদা।
    প্রথমটার সংখ্যা কন্ট্রোল করতে পারলে দ্বিতীয়টাও কমে আসবে, সেটারই চেষ্টা করছে সব দেশ ।"

    এই কথাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ! ধন্যবাদ @lcm !
    আরো একটা ব্যাপার আছে, RT - PCR মানে যে পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে তাদের সেনসিটিভিটি/স্পেসিফিসিটি র ব্যাপারটা কত আমি কোথাও পিয়ার reviewed কোনো জার্নালে পড়িনি, সেটা জানাও প্রয়োজন। কারণ এখানে চার রকম সম্ভাবনা আছে:
    ১) আপনি কোরোনাভাইরাস আক্রান্ত, পরীক্ষা আপনাকে বললো পসিটিভ (সেটা একরকম), অতএব আপনি সেলফ আইসোলেশন, ইত্যাদির মধ্যে দিয়ে গেলেন, ঠিক ই আছে
    ২) আপনার করোনোভাইরাস আক্রমণ হয়নি, সত্যি সত্যি হয়নি, অন্য কোনো কারণে শরীর খারাপ হয়েছে, পরীক্ষা হলো, পরীক্ষা বললো নেগেটিভ, (সেটাও ঠিক ), আপনার আর কোনো আলাদা করে কিছু করতে হলো না, সেও একরকম

    এর বাইরে দেখুন, দুটো অবস্থা:

    ৩) আপনি কোরোনাভাইরাস আক্রান্ত নন (করোনাভাইরাস এর মতো অন্য কোনো ভাইরাস এ আক্রান্ত হলেও হতে পারেন), পরীক্ষা আপনাকে বললো আপনি আক্রান্ত (false positive ), আপনি চিহ্নিত হয়ে গেলেন আক্রান্ত বলে , এতে করে পরিসংখ্যান ভুল শুধু নয়, আপনাকে কোরোনাভাইরাস আক্রমণ সংক্রান্ত মানসিক ওর শারীরিক যাতনা ভোগ করতে হচ্ছে ।

    ৪) আপনি ভাইরাস আক্রান্ত, পজিটিভ হওয়া উচিত, কিন্তু পরীক্ষা জানালো আপনি নেগেটিভ (False নেগেটিভ) এটা আরো মারাত্বক কারণ আপনি "অচিহ্নিত" থেকে গেলেন ও অন্যদের ইনফেকশন এর কারণ হয়ে উঠলেন, অথচ আপনাকে পরীক্ষার ভিত্তিতে ধরা গেলো না। (অন্য কোনো সময় পরে ধরা পড়বেন, ততদিনে আপনি আরো অনেককে ইনফেক্ট করে ফেলেছেন ।

    এই চার নম্বর সমস্যাটা sensitivity র সমস্যা এবং এটি পরীক্ষার ওপর নির্ভর করে ।
    তাছাড়াও আপনার করোনাভাইরাস আক্রমণ হয়েছে তাই আপনার কাশি হচ্ছে,মানে করোনা হলে কাশির সম্ভাবনা আর কাশি + জ্বর হচ্ছে বলে আপনার করোনার সম্ভাবনা দুটো এক ব্যাপার নয়, এবং সেটাও ওই sensitivity র ওপর নির্ভর করবে ।
    এবার এই ১১, ০০০ পজিটিভের মধ্যে কতজন আসল পজিটিভ আর কতজনের False Positive ?
  • lcm | 172.69.***.*** | ২০ মার্চ ২০২০ ০৬:২৭437160
  • এটা জানি না, জানতে চাই - যে যারা একবার আক্রান্ত হয়ে সেরে উঠছেন তাদের কি পরে আবার হবার সম্ভাবনা থাকছে,কিছুদিন পরে, বা কয়েক বছর পরে। ফ্লু-র মতন হলে তো আবার হতেই পারে, ফি বছর।
  • Amit | 162.158.***.*** | ২০ মার্চ ২০২০ ০৬:২৬437159
  • থ্যান্কস টু অরিন আর লসাগু দা। অরিনের লিংক গুলো সত্যি ভালো, দেখছি এখন বসে।

    নর্থ কোরিয়া নিয়ে হোওয়া তে গুজব রটছে যে ওখানে করোনা সিম্পটম দেখা গেলেই সোজা গুলি করে পরপারে পাঠানো হচ্ছে। সত্যি মিথ্যে ভগবান ই জানে। মানে ভগবানের দোকান গুলো খুললে জানা যাবে হয়তো। এখন তো সব ধম্মের ভগবান র গুষ্টি নিজেই সব চোঁচা করে পালিয়ে ইসোলেশন এ বসে আছে।

    :) :)
  • Atoz | 162.158.***.*** | ২০ মার্চ ২০২০ ০৬:২৫437158
  • কিন্তু যাঁরা সেরে উঠছেন, তাঁরা তো ইমিউনিটি পেয়েছেন। তাই নয়?
  • anandaB | 172.68.***.*** | ২০ মার্চ ২০২০ ০৬:১৮437157
  • আচ্ছা এই যে বলছে যে চীন এ আবার নতুন করে সংক্রমণ শুরু হয়েছে মূলত যারা দেশে ফিরে আসছেন তাদের মাধ্যমে, তার মানে কি যারা অলরেডি একবার রিকভার করে গেছেন তারাও ভালনারেবল?

    সবচে ইন্টারেষ্টিং নর্থ কোরিয়া এর অবসোলুটলি কোনো ফিগার নেই, এত লিস্ট আমার চোখে পরে নি এখনো পর্যন্ত
  • aka | 162.158.***.*** | ২০ মার্চ ২০২০ ০৬:১১437156
  • আর আমাকে সাইনাস ইনফেকশন নিয়েও ঘরে বন্দী থাকতে হচ্ছে। এই আর এক সমস্যা ফ্লু লাইক কোন সিম্পটম হলেই গেলেন আর কি।

    সবাইকে টেস্ট করানোই একমাত্র উপায়, দরকার পড়লে অনেক বার।
  • lcm | 172.69.***.*** | ২০ মার্চ ২০২০ ০৬:১০437155
  • "শুধু হার্ড ইমিউনিটি দিয়ে কার্ভ এর ইনফ্লেকশন পয়েন্ট এ মনে হয় পৌঁছতে গেলে যে স্কেল এ শুরু হয়েছে, অনেক দিন লাগার কথা, যার জন্য lockdown আইসোলেশন এসবের কথা বলা হচ্ছে ।"

    এগজ্যাক্টলি, অরিন লিখে দিয়েছেন
  • lcm | 172.69.***.*** | ২০ মার্চ ২০২০ ০৬:০৮437154
  • আনন্দবি,
    আর বলবেন না, একজন বললেন সাউথ স্যান হোসে-তে কোথায় নাকি পার হেড এক ডজন ডিম, কারণ কয়েকজন নাকি এসে ৩০ ডজন করে ডিম নয় গেছে।
    আমাদের এখানে আলু পাওয়া যাচ্ছে না। ফ্রোজেন ভেজিটেবিল একদম উধাও। আর টয়লেট পেপার তো জাস্ট নেই।
  • অরিন | ২০ মার্চ ২০২০ ০৬:০৮437153
  • "এই ম্যাথেমেটিক মডেলিং গুলো কি ভাবে করে ? ২।২ মিলিয়ন তো একটা বিশাল ফিগার মনে হচ্ছে। চীন র কুমুলেটিভ কার্ভ যদি দেখা যায়, তাহলে এখন ফ্লাট হয়ে গেছে গত ১-২ হপ্তায়। ইতালি হয়তো এখন peak এ পৌঁছেছে, এর পর ফ্লাট হতে শুরু করবে। মানে আশা করছি আর কি, একটা লেভেল এ র পর হার্ড ইমমিনিটি এসেই যাবে। চীন আর ইতালি র কুমুলেটিভ কার্ভ দুটো পাশা পাশি রাখলে হয়তো একটু তুলনা করা যাবে। আমার যদিও মেডিকেল র বিন্দুমাত্রও নলেজ নেই, জাস্ট মাথেমেটিক্যাল এঙ্গেল থেকে বোঝার চেষ্টা করছি।" (Amit )

    Mathematical Modelling এর ডিটেলস এই পেপারএর Methods সেকশান এ পেয়ে যাবেন,

    https://www.imperial.ac.uk/media/imperial-college/medicine/sph/ide/gida-fellowships/Imperial-College-COVID19-NPI-modelling-16-03-2020.pdf

    আরো ডিটেলস চাই? এই পেপারটা দেখুন,

    https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2290797/pdf/zpq4639.pdf

    এটাতে স্টেপ বই স্টেপ দেওয়া আছে ।

    শুধু হার্ড ইমিউনিটি দিয়ে কার্ভ এর ইনফ্লেকশন পয়েন্ট এ মনে হয় পৌঁছতে গেলে যে স্কেল এ শুরু হয়েছে, অনেক দিন লাগার কথা, যার জন্য lockdown আইসোলেশন এসবের কথা বলা হচ্ছে । আপনি যদি এদের মেথড ফলো করেন, তাহলে ইউরোপ এর এপিডেমিক তার সিমুলেশন নিজেই করে দেখতে পারেন। ডাটা চাইলে দেখুন:

    https://github.com/CSSEGISandData/COVID-19

    এদের github রেপো, এখন থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন ।
  • lcm | 172.69.***.*** | ২০ মার্চ ২০২০ ০৬:০৫437152
  • এটা ডিপেন্ড করছে- যেমন এই মুহূর্তে ঠিক কতজনের শরীরে করোনা ভাইরাস আছে সেটা টেস্টিং ছাড়া বলা সম্ভব নয়। হঠাৎ যদি টেস্টিং খুব সহজ হয়ে যায়, এবং যারই একটু মনে হচ্ছে সর্দি-কাশি-জ্বর সিম্পটম আছে তারা যদি সবাই টেস্টিং করতে যায় - তাহলে হয়ত দেখা যাবে ইউএসএ-তে ২ মিলিয়ন লোকের শরীরে ওই ভাইরাস রয়েছে এখন। তার মানে এই নয় যে তারা সবাই ভালনারেবল।

    এই যে ফ্ল্যাট হয়ে যাচ্ছে বলছে - এটাও তো কম্প্রিহেন্সিভ টেস্টিং না করে। প্রতিটি নাগরিকের স্যাম্পেল টেস্ট করে সেই তথ্য নিয়ে দেখা যাচ্ছে যে ফ্ল্যাট - এমন নয়।

    শরীরে করোনা ভাইরাস আছে - আর - করোনা ভাইরাসে সাংঘাতিক আক্রান্ত --- এই দুটো অবস্থা আলাদা।
    প্রথমটার সংখ্যা কন্ট্রোল করতে পারলে দ্বিতীয়টাও কমে আসবে, সেটারই চেষ্টা করছে সব দেশ ।
  • anandaB | 172.68.***.*** | ২০ মার্চ ২০২০ ০৫:৫৯437151
  • ভর দুপুরে Costco গিয়েছিলাম যদি কিছু স্টক করা যায়
    লোকজনের হোর্ডিং ফোকাস এখন টয়লেট পেপার থেকে চাল, চিনি ইত্যাদি তে শিফট করে গেছে। আশেপাশের সব কটা লোকেশনে আউট অফ স্টক। বলেছে সকাল বেলা ফোন করে ৯টা থেকে লাইন দিলে একটা পাওয়ার চান্স আছে
    আমার সামনে এক মহিলা প্রায় ১০ বা ১৫ বাক্স Starbucks এর K POD লোড করলেন। আর এক ভদ্রলোক তিন চার খানা চিকেন নাগেট এর প্যাকেট তুলছিলেন, তখন তার সঙ্গিনী মনে করলেন যে বাড়িতে অলরেডি ঐরকম গোটা চারেক আছে।
    পুরো প্যারানয়া মোড এ চলে গেছে

    তবে এই বাজারে আজ লটারী মানে টয়লেট পেপার পেলাম - Costco ফাইনালি rationing শুরু করেছে, পার ফ্যামিলি একটা করে
  • Amit | 162.158.***.*** | ২০ মার্চ ২০২০ ০৫:৫০437150
  • এই ম্যাথেমেটিক মডেলিং গুলো কি ভাবে করে ? ২।২ মিলিয়ন তো একটা বিশাল ফিগার মনে হচ্ছে। চীন র কুমুলেটিভ কার্ভ যদি দেখা যায়, তাহলে এখন ফ্লাট হয়ে গেছে গত ১-২ হপ্তায়। ইতালি হয়তো এখন peak এ পৌঁছেছে, এর পর ফ্লাট হতে শুরু করবে। মানে আশা করছি আর কি, একটা লেভেল এ র পর হার্ড ইমমিনিটি এসেই যাবে। চীন আর ইতালি র কুমুলেটিভ কার্ভ দুটো পাশা পাশি রাখলে হয়তো একটু তুলনা করা যাবে। আমার যদিও মেডিকেল র বিন্দুমাত্রও নলেজ নেই, জাস্ট মাথেমেটিক্যাল এঙ্গেল থেকে বোঝার চেষ্টা করছি।

    https://experience.arcgis.com/experience/685d0ace521648f8a5beeeee1b9125cd

    https://experience.arcgis.com/experience/685d0ace521648f8a5beeeee1b9125cd

    কিন্তু USA যে প্রেডিক্ট করছে, সেই মডেল গুলোতে কি ফ্ল্যাটেনিং ফ্যাক্টর টা ধরাই হয়না ? শুধু ইনিশিয়াল এক্সপোনেনশিয়াল গ্রোথ প্রজেকশন টা ধরলে তো যেকোনো রোগেই একটা বিশাল ডেথ কাউন্ট প্রজেকশন হয়ে যাবে।
  • S | 108.162.***.*** | ২০ মার্চ ২০২০ ০৫:১৮437148
  • আজকে তাহলে অনেকটা উঠেছে।
  • lcm | 172.68.***.*** | ২০ মার্চ ২০২০ ০৫:১০437147
  • জে সি পেনি-র (J C Penny ) স্টক এখন ৫০ সেন্ট
  • S | 162.158.***.*** | ২০ মার্চ ২০২০ ০৪:৫৭437146
  • সেটা হওয়ার আগে বলবেন। শেয়ারটা কিনে নেব। আনন্দবাজারপুষ্ট এবং টেসলাপুষ্ট হয়ে বাকী জেবনটা কাটিয়ে দেব।
  • aka | 108.162.***.*** | ২০ মার্চ ২০২০ ০৪:৫৪437145
  • সেই সরকার থেকে একটা করে টেসলা দিলেই পারে সবাইকে। স্টিমুলাসও হবে, হাইজিন মেইন্টেইন্সো হবে।
  • অরিন | ২০ মার্চ ২০২০ ০৪:৩৯437144
  • পেট্রল পাম্প থেকে ছড়াতে পারে, যাঁদের নিজেদের তেল ভারতে হয়। এই সময় ইলেকট্রিক গাড়ির চারজিং বাড়ি থেকে করাই ভাল মনে হয় ।
  • S | 108.162.***.*** | ২০ মার্চ ২০২০ ০৪:৩৮437143
  • একটা টেক জাতীয় প্রশ্ন ছিল। আজকে স্কাইপে ক্লাস নিলাম। রেকর্ডিং করলা। কিন্তু ভিডিওতে আরো কয়েকজনের সঙ্গে চ্যাট উইন্ডো ভাগ হয়ে এসেছে। কি করা যায়?
  • S | 108.162.***.*** | ২০ মার্চ ২০২০ ০৪:৩৭437142
  • @ন্যাড়াদা, ঐসব লাভজনক ব্যবসায় ইনভেস্ট করার মতন সুযোগ আমাদের নেই। ওগুলো বড়সড় প্রাইভেট ফান্ডদের দখলে।
  • অরিন | ২০ মার্চ ২০২০ ০৪:১৬437139
  • ব্যাঙ্কের টেলার কাউন্টারে যে ভদ্রলোক টাকা গুনতে গুনতে আঙুল জিভে ছোঁয়াচ্ছেন, তাঁকে পারলে একটু সাবধান করে দিন। পেপার মানি handle করার সময় সাবধান! সুপারমারকেটে ট্রলি টানার সময়েও তাই। এটিএম থেকে টাকা তোলার সময়েও সাবধান। মলের ফুডকোর্টে খাবার আনার ট্রে থেকেও খুব সাবধান থাকবেন।
    জনস্বার্থে প্রচারিত , :-)
  • aka | 162.158.***.*** | ২০ মার্চ ২০২০ ০৪:০৯437138
  • কিন্তু ওদিকে ট্রাম্প বলল যে ম্যালেরিয়ার ওষুধে কাজ হচ্ছে। এফডিএ নাকি অ্যাপ্রুভও করেছে।

    এদিকে বাড়ির মধ্যেও কোয়ারাইন্টাইন্ড হতে হতে তো হাত পায়ে খিল ধরে গেল।

    যদ্দুর মনে হয় হয়েছে সিভিয়ার সাইনাস ইনফেকশন।
  • ন্যাড়া | ২০ মার্চ ২০২০ ০৪:০১437137
  • পয়সা থাকলে মেয়েদের ভবিষ্যতের জন্যে ফিউনারেল হোমের স্টক কিনে রাখতাম।
  • lcm | 172.69.***.*** | ২০ মার্চ ২০২০ ০৩:৫৮437136
  • ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের রিপোর্ট বলছে -

    2.2 million people in the U.S. could die if coronavirus goes unchecked

    https://theintercept.com/2020/03/17/coronavirus-air-pollution/
  • anandaB | 172.68.***.*** | ২০ মার্চ ২০২০ ০৩:৩৪437134
  • আন্ডার রিপোর্টিং করেও ১১০০০ ছাড়িয়ে গেলো আক্রান্তের সংখ্যা। কিছু আগে এখানে কেউ একজন বলেছিলেন ১ মিলিয়ন হতে পারে শেষ পর্যন্ত, দীপাঞ্জন বোধহয়।
    এখন আর সংখ্যাটা অবিশ্বাস্য মনে হচ্ছে না।
  • aka | 162.158.***.*** | ২০ মার্চ ২০২০ ০৩:২৮437133
  • এগুলো এখন জানা যাচ্ছে টেস্ট হচ্ছে বলে। তাও দিনে ২০ টার বেশি টেস্ট আমাদের এখানে করবে না বলে দিয়েছে। খুবই আন্ডাররিপোর্টিঙ্গ।
  • অরিন | 198.4.***.*** | ২০ মার্চ ২০২০ ০২:২৭437132
  • :-), আরে,, পাই, মাস্কের উপযোগিতার কথা হচ্ছে না, এই মরেচে। রুগীর চিকিৎসা কি রুগীকে মাস্ক পরতেই হবে। কিন্তু মাস্ক পরা মানে এই নয় যে নিশ্চিতভাবে অসুখ আটকানো যাবে, যদিও অনেকটা উপকার করবে। তবে সাধারণভাবে, মুখে মাস্ক পরা থাকলে মুখ দিয়ে বা নাক দিয়ে হাঁচি কাশির সূত্রে জীবাণু নির্গত হয়ে অন্য কারো শরীরে প্রবেশ করার সম্ভাব্যতা অনেকটা কমে যায়। তাছাড়া মুখে মাস্ক পরা থাকলে মুখে হাত দেওয়া সম্ভব হয়না। এগুলো খুব তুচ্ছ নয় আজকালকার দিনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত