এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:৫০436201
  • ভারতের ফোনে খুশখুশে কাসির শব্দ শোনা যাচ্ছে, করোনার জন্য বিধিবদ্ধ সতর্কীকরণ।

    ভাবছি কলেরা হলে কি হবে।
  • aka | 108.162.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:৪৮436200
  • ওহি একটা কলার তোলা ইমো বাদ গ্যাছে।
  • aka | 108.162.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:৪৭436199
  • আর একটা জিনিষ কেউ খ্যাল করল না, এককের বাঙ্গলায় কি উন্নতি, ডানদিকে দেখে লিখছে।

    একক তো খুবই ইন্টারেস্টিঙ্গ, একটা বিষয়কে একেবারে অন্যরকম অ্যাঙ্গেল থেকে ভাবতে পারে। পড়ে মনে হয় আরে তাইতো আমি এমন করে ভাবি নি তো। খানু যেমতি সব কিছুকে একটা থিওরাইজ করে অনেক্দুর জাল ফেলে কখনো গোটাতে পারে, কখনও আমার সাথে তক্কে জড়িয়ে পড়ে।
  • T | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:৪৭436198
  • o ঠিকই ধরেচেন, এককের একটা কথামৃত যোগ তো আছেই ঃ))
  • S | 108.162.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:৪৪436197
  • এইবারে একটু অবজেক্টিভলি যদি আলোচনা করা যায় তাহলে দেখবেন যে বর্তমান ডেমোক্র‌্যাটিক পার্টির প্রোগ্রেসিভ আর এস্টাব্লিশমেন্ট উইঙ্গ দুটই চাইছে হোয়াইট হাউসে ঢুকতে। কিন্তু রুটটা আলাদা। প্রোগ্রেসিভ উইঙ্গ চাইছে রাস্ট বেল্ট ধরে। মানে মিনেসোটা, উইসকনসিন, মিশিগান, ইন্ডিয়ানা, ইলিনয়, ওহায়ো, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া। এই স্টেটগুলোর যে হোয়াইট ওয়ার্কিং ক্লাস জনগণ রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনতে চাইছে ভোটার বেসে। তাই ফ্রী কলেজ, হেল্থকেয়ার জরুরী। আর এস্টাব্লিশমেন্টের প্রধান লক্ষ্য হল সাউথ। প্রধানত ফ্লোরিডা আর টেক্সাস। এখানে ডেমোগ্র‌্যাফিক চেন্জের ডিভিডেন্ড তুলতে চাইছে। সেইজন্যই এদের কাছে ডাইভার্সিটি ইত্যাদি খুব ইম্পর্ট্যান্ট।
  • অপু | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:৪২436196
  • আর কেউ কিছু না বলুক তুমি হালকা চাটবে তা জানতুম। তোমাকে তো আর আজ থেকে দেখছি না । :)))
  • o | 173.245.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:৪২436195
  • নানাবিধ হুলাবিলার মধ্যে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এককের লেখার পদ্ধতি। উপমা দিয়ে দিয়ে বোঝানোর অসামান্য স্টাইল, সবই খুব ইন্টারেস্টিং উপমা, কালকে ভাতে টেন্সর মেখে খাওয়া ছিল। এ হচ্ছে আদি ও অকৃত্রিম কথামৃত টেকনিক। এটা গুরুজনেরা ব্যবহার করে দেখতে পারেন। ফেল করলে আমরা নাহয় শীর্ষেন্দু ও উন্নততর শীর্ষেন্দুর (শরদিন্দু) মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখব। পরমহংসদেব সহায় হোন। ঃ-)))
  • অপু | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:৪০436194
  • অরণ্য দা আপিস বাংলা কাটিয়ে দাও। প্লিজ কোন চান্স নিও না
  • T | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:৩৯436193
  • এইসব গোলমালের মধ্যে ব্রতীন্দার মধ্যে যে এক আদর্শ শিক্ষাব্রতীকে আমরা পেলাম তা কেউ খ্যালই কল্ল না। :))
  • অপু | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:৩৪436192
  • অরণ্য দা :)))
  • S | 108.162.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:৩৪436191
  • ক্লিন্টনকে এবং ওবামাকেও যেটা নিয়ে ক্রিটিসাইজ করা হয় সেটা হল গ্লোবালাইজেশানে এদের ভূমিকা। নাফ্টা, চীনের সাথে ট্রেড, আউটসোর্সিং। এগুলোর অনেকগুলই আসলে রেসিজমের সঙ্গে লিন্কড। আমেরিকাতে চিরকালই আমাদের কাজ মেক্সিকো, জাপান, চীন, ভারতে চলে গেল বলে চেঁচামেচি হয়েছে। কিন্তু কখনও কাউকে বলতে শুনেছেন যে কানাডা বা আয়ারল্যান্ড বা ইজরায়েল আমাদের কাজ নিয়ে নিচ্ছে? আয়ারল্যান্ড আর হলান্ডের মধ্যে একটা ট্যাক্স চুক্তির সূযোগ নিয়ে বহু আমেরিকান কোম্পানি ট্যাক্স ফাঁকি দেয়। কোনোদিনও কাউকে বলতে শুনেছেন যে ওরা আমাদের ট্যাক্স নিয়ে নিল বলে এই দুই দেশকে কেউ দোষী করেছে? যেসব আম্রিগানরা ফ্রী ট্রেডের বিরুদ্ধে সকাল সন্ধে চেঁচায়, তারাই খুব খুশি হয় যখন শোনে যে ভারত একগাদা এফ-১৬ কিনবে।
  • দেব | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:৩২436190
  • বিভূতিভূষণ বন্ধোপাধ্যায়ের গল্পের কপিরাইট কি আছে ? মনে হয় না ।
  • S | 108.162.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:২৮436189
  • বললাম তো টপ ১% এর ইনকাম ট্যাক্স বাড়ানো হয়েছিল। লো ইনকাম ফ্যামিলিদের ট্যাক্স রিলিফ দেওয়া হয়েছিল। ছোটো ব্যবসায়ীদের ট্যাক্স বার্ডেন কমানো হয়। ক্যাপিটাল গেইন ট্যাক্স কাটটা কম্প্রোমাইজের অংশ ছিল, কারণ ১৯৯৪তে রিপাব্লিকানরা কঙ্গ্রেসে ফিরে আসে।

    ব্যালেন্সড বাজেটের দুটো উপায় আছে। রিপাব্লিকানদের উপায় হল ট্যাক্স কমিয়ে, খরচ আরো কমিয়ে। ক্লিন্টনের সময় ট্যাক্স রেভিনিউ বাড়ে, ডিফেন্সে বাজেট কমে।
  • একক | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:২৪436188
  • কিউরিওসিটি টাই তো ইরোটিক এজেন্ট কে দেখে আসে ঃ)) ঐটাই বক্তব্য ছিলো । এবঙ্গ সেইজন্যেই নলেজের উপস্থপনা ইরোটিক হওয়া জরুরি । স্লটার্ডাইক ঠিক এই জায়্গা থেকেই ওল্ড এফোর্মিজ্ম এর বিরোধিতা কর্ছেন জে , নলেজ ঠিক অধিকারের জিনিস নয় , "ক্রিটিক অফ সিনিক্যল রিজন " -এ । এবঙ্গ শিল্পবিল্প্লবত্তোর নোলেজ এর পসেপ্শন কে সমালোচনা কর্ছেন ।তাই কীভাবে নলেজ কে রাখবো
    সেই প্রশ্ন মুলত ইরোটিক ।

    পাঠক ও লেখকের মধ্যে আদানপ্রদানের সমস্যা মুলত প্রেম নিবেদন ও তার বিফলতার সমস্যা । হ্যাঁ , বোল্তেই পারেন , ওরোকোম দেমাকি এদিকে নাকে পোঁটা বেনেবাড়ির ঝি আমার প্রেম বুঝ্ল না তাতে বোয়েই গ্যালো ঃ)) সে রাস্তা খোলা আচে ।
  • একলহমা | ১৬ মার্চ ২০২০ ২২:২১436187
  • কোন দেশ, কোন রাজ‍্য?
    @aranya | 172.68.143.137 | ১৬ মার্চ ২০২০ ২২:১০436238
    পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, আমার কর্মস্থলেও একজন পজিটিভ
  • শালিখ | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:১৮436186
  • ক্যাপিটাল গেইন্স ট্যাক্স কমানো মানে ইনভেস্টমেন্ট ইনকামের ওপর ট্যাক্স কমানো। সোজা কথায় বড়লোকদের রোজগারের একটা খুব বড় অংশ যেভাবে আসে। অন্য রোজগার মানে ওয়েজ ইনকাম, যেটা বড়লোক বাদে বাকীদের রোজগার।

    ইনভেস্টমেন্ট ইনকামের ওপর ট্যাক্স কমিয়ে মজুরির ওপর ট্যাক্স বাড়ানো হলে সেটা কি প্রোগ্রেসিভ এজেন্ডা হয়? ব্যালান্সড বাজেটই বা প্রোগ্রেসিভ এজেন্ডা কেন সেটাও বুঝিনি।

    ক্লিনটন কিভাবে ডাইনে সরেছিল সেটা তো পরিষ্কার। কিন্তু বাঁয়েও সরেছিল কিভাবে সেটা বুঝিনি।
  • r2h | 172.68.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:১৬436185
  • ওহ আচ্ছা, থ্যাঙ্কিউ ব্রতীনদাঃ)

    আমাদের অফিস কিছু পরিষ্কার নির্দেশ দেয়নি, বলেছে ইচ্ছে হলে বাড়ি থেকে কাজ কর। তাই আমি অভিমান করে অফিস যাচ্ছি। ওদিকে সুকন্যা বলছে অফিস কি তোমার শ্বশুরবাড়ি যে নেমন্তন্নটা ভালো ভাবে করেনি বলে অনিচ্ছুক হয়ে থাকবে?

    কিন্তু ফাঁকা অফিস, ধুধু পার্কিং, ব্রেকরুমে কেউ নেই - এ খুব আকর্ষণীয় ব্যাপার।
  • aranya | 172.68.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:১৩436184
  • বোতিন, তোমার সন্দেহে খুবি আহত। হনু-র যে কোন পোস্ট জলের মত সহজ করে বুজিয়ে দিতে পারি, বস্তুত হনু-র চেয়ে অনেক বেটার বোজাব
    শুদু আজ নয়, আজ মুড নেই :-)
  • হখগ | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:১১436183
  • নোলেজ কে পাওয়ার মনে করার প্রশ্ন বিশেষ নেই, ওসব কোবে উঠে গেছে, হোয়াট হ্যাপেন্ড টু কিউরিওসিটি?
  • aranya | 172.68.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:১১436182
  • আজ থেকে অবিশ্যি বাড়ী থেকে কাজ বা ভাট
  • অপু | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:১০436181
  • হুতো, কপাতা আগে টি , রোবুর বক্তব্য রেখেছে।
  • aranya | 172.68.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:১০436180
  • পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, আমার কর্মস্থলেও একজন পজিটিভ
  • r2h | 172.68.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:০৭436179
  • সেকি, রোবু কেন, রোবুরও এমন কিছু প্রশ্ন আছে নাকি?

    গুরুত্ত্বপূর্ণ হলেই বা আর শুনছে কে। ফাঁকা অফিস ছিল, বেশ আবেগ খুঁচিয়ে একটা পদ্য লিখছিলাম, প্রায় হয়ে এসেছিল। এমন সময় দেখি কে একটা দূরে বসে কাশছে, তাই লাফ দিয়ে উঠে একটা ডার্টি লুক দিয়ে বেরিয়ে চলে এলাম, কিন্তু তার আগে ভুল করে ব্রাইজারের ট্যাবটাও বন্ধ করে দিয়েছি। তাই একটু উদাস বোধ করছি।

    কিন্তু তাতে এই বিশ্বব্রহ্মাণ্ডের কিছুই আসে যায় না, এমন অবিচার।
  • S | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:০৪436178
  • আমি যেটুকু বুঝেছি তা হল আজকে যে ডেমরা বাঁদিকে সড়ে গেছে, সেটা শুরু হয় ক্লিন্টনের সময় থেকেই। সেইজন্যই রিপাব্লিকানরা প্রচন্ড ক্ষেপে আছে ক্লিন্টনের উপর। কারণ ওরা তখন বোঝেনি, কিন্তু এখন বোঝে যে তখনই সল্তেতে আগুন ধরিয়ে দিয়ে গেছে। যেমন ব্যালেন্সড বাজেট। দেখে মনে হয় রিপাব্লিকান অ্যাজেন্ডা। নিউট গ্রীনগ্রীচ এই সূযোগে বিশাল বড় ক্যাপিটাল গেইন ট্যাক্স কাট করিয়ে নিয়েছিল। কিন্তু আসলে বড়লোকদের ট্যাক্স রেট বাড়ানো হয়েছিল। সেটা বুঝতে অনেক সময় লেগেছে।

    ক্লিন্টনের আগেও ডেমরা সেন্ট্রিস্ট পার্টিই ছিল। এক সেই ভাই কেনেডি ছাড়া। আমেরিকার তখনকার ওভার অল পলিটিকাল স্পেক্ট্রামটাও ভাবতে হবে।
  • অপু | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২২:০৩436177
  • না রোবু পুরোনো ভাটুরে আর বলাবাহুল্য টকটকে লাল :))
  • :-) | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ২১:৫৬436176
  • হুতেন্দ্রবাবুর নোতুন নাম বুঝি মহামতি রোবু?
    সত্যি, ১৭টা নয়ের প্রশ্নটা ক্ষুব, মানে ক্ষুউপই, গুরুত্বপূর্ণ
  • শালিখ | 172.68.***.*** | ১৬ মার্চ ২০২০ ২১:৫১436175
  • বার্নি নিজেকে ডেম বলেছেন 2016র নির্বাচনের থেকে। সেটাও ম্যারেজ অফ কনভিনিয়েন্স। :-)

    ক্লিন্টন স্রোতের সাথে ভেসে নিওলিবারেল হয়েছিল ঠিক। কিন্তু নিওলিবারেলিজম দক্ষিণপন্থা এই কথাটা তো তাতে মিথ্যে হয়ে যায় না। ক্লিন্টনের হাতে ডেমরা আরো ডাইনে সরেছিল, সেটাও মিথ্যে হয়ে যায় না।
  • একক | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ২১:৩৭436172
  • হ্যা , অনীহা আছে এই নিয়ে কোনো দ্বিমত নেই । আমার এইটুকুই বক্তব্য ছিলো এই অনীহা টা আমাদের সোশাল ইভলিউশনের পার্ট এবঙ্গ এটা অমদের সকলের মধ্যেই অল্পোবিস্তর আছে ।

    এখানে পর্টিকুলর কোন ব্যক্তি নিয়ে আমার বক্তব্যো নাই , বন্ধুদের মধ্যে মনোমালিন্য , কালকে হুইস্কির টেবিলে মিটে জাবে , আমি একা একক তার মধ্যে হ্যাজ মারিয়ে কী কর্বো !

    আমি সমস্যাকে জেনেরলি এড্রেস কর্তে চাইছি । আমার গোটা গুষ্টির মধ্যে আমি সবচে অল্প শিক্ষিত । পারিবারিক আলোচনায় চুপচাপ থাকি এবঙ্গ লোক্গুলোর ইন্সিকিওরিটি বোঝার চেষ্টা করি । আমি নিজে এতোটাই নীচে জে ইন্সিকিওরিটির লেভেল ও খুব ও লো ।

    তো আমি যখন দেখি এক্জন পর্টিকল ফিজিক্স এর গবেষক বা এক্জন মনস্তত্ববিদ নিজের স্টেটাস কুও কে "লজিক " হিসেবে উপস্থপনা কর্ছেন , তখন আমি বুঝি জে একটা ব্ল্যক বক্স তার অপ্টিমম সিগ্ন্যলিঙ্গ এফিশিএন্সি তে পৌছতে গিয়ে অল্রেডি এতোটা চাপ নিয়ে ফেলেচে, যে বাকি প্রিথিবি টা তার কছে জলবত তরলম হলে খুব সুবিধে হয় । অতেব সে ওগুলোকে জলবত তরলম হিসেবে দেখানোর চেষ্টা কর্বে । দিস ইজ পার্ট অফ এক্সিস্টেন্শিঅল ফাইট।

    এটা নিয়ে সঙ্গঘর্ষে জাওআ আন্প্রোডাক্টিভ লাগে । তার মানে অবশ্যই এই নয় যে অন্য কেও সংঘর্ষে যেটা পারবে না ।

    আমি আদতে পিটার স্লটারডাইক এর দিকে ঘেঁষা । নলেজ কে "পাওয়ার " মনে করি না । ইরোটিক এজেন্ট মানে করি । এবং "পাওয়ার " মনে করার মধ্যেই সমস্যা নিহিত আছে মনে হয় ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত