আর্থিক ভাবে বিরোধী দলগুলোকে দুর্বল করে দিতে পারলে জেতা সহজ হবেই।
৩১ তারিখ পর্যন্ত অনেক জায়গা বন্ধ। আজ ফেরার পথে যাদবপুরে লাইব্রেরীতে গেছিলাম। কাল থেকে ৩১ পর্যন্ত বন্ধ।
ডিমনিটাইজেশনের মূল লক্ষ্য ছিল বিরোধী আঞ্চলিক দল গুলোকে আর্থিক ভাবে দুর্বল করে দেওয়া। সেই জন্যে পরের ইলেকশন গুলোয় বিজেপি বিরোধ সত্ত্বেও ওরা জিতে গেল। ডিমনিটাইজেশনে উত্তর প্রদেশ খুব বাজে ভাবে এফেক্টেড হয়েছিল। টিভি'তে বারবার দেখিয়েছিল তাই ওখানে বিজেপির এত সহজে জেতার কথা ছিল না।
https://edition.cnn.com/2020/03/15/us/tom-hanks-coronavirus-update-trnd/index.html
সায়েন্সের ডিসিপ্লিন থেকে যারা সোশ্যাল সায়েন্স চর্চায় আসেন তাদের ক্ষেত্রে অনেক সময় হয়, সায়েন্সের লজিক অ্যাপ্লাই করে সোশ্যাল সায়েন্স স্টাডিতে ঢোকা খুব মুশকিলের। সায়েন্সে গাণিতিক নিয়মে যেটা চলে, সোশ্যাল সায়েন্সে একটা চ্যাপ্টার বিশ্লেষণ করতে গেলে তার প্রেক্ষাপট লাগে। সেটা না হলে বিষয়টা নিয়ে গভীরে যাওয়া সম্ভব নয়। আমি অনেক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোককে বোঝানো যায়না। এটা আমি এর আগেও বলেছি প্রত্যেকটা ডিসিপ্লিনের আন্ডারস্ট্যান্ডিং পৃথক। এই সমস্যা সায়েন্সের ভিতরেও রয়েছে। যেমন আর্ট হিস্ট্রির ক্ষেত্রেও এটা হয়েছে। এখন আর্ট হিস্টোরিয়ান'রা মনে করেন Art history is another separate discipline। তার একটা কারণ যারা পেশাগত ভাবেও শিল্পী ছিলেন তারা নিজেদের শ্রমিক মনে করতেন না। ওখানে শ্রমিক সংগ্রামের ইস্যুটা একেবারে অন্যরকম।
আর আরেকটা কথা, আমার এক অধ্যাপিকা মনে করতেন a complex issue needs to dealt in a complex way। উনি মনে করতেন জটিল বিষয় সরল করতে গেলে সেটা সরলীকরণ করা হয় আর জটিল বিষয়টার depth থাকেনা। ব্যাখ্যা প্রাঞ্জল হতে পারে। আসলে পুরো বিষয়টা তর্কসাপেক্ষ ।