"আম্রিগার ইউনিরগুলোর ক্যাম্পাস কেন ভেকেট করতে বলেছে?" - খোলা রাখলে শুধু তো স্টুডেন্ট না, সাপোর্ট, কিচেন সব খোলা রাখতে হবে । টু রিস্কি, এপিডেমিক হলে লায়াবিলিটি আছে । আমার মেয়ে কাল অস্টিন থেকে ফিরছে । বাকি সেমিস্টার অনলাইন ।
তবে পড়লাম কোনো কোনো ইউনিভার্সিটি পুরো বন্ধ করছে না, এক্সেপশনাল কেসে থাকতে দিচ্ছে । শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না, আমেরিকান স্টুডেন্টদের অনেকেরই ফেরার জায়গা নেই । ডর্ম-এর টাকা সারা বছরের মতো নিয়ে নেয়, সেটা ফেরত পাওয়া যাবে কিনা অনিশ্চিত । তারপর আর রেন্টের টাকা নেই । আমেরিকার কলেজ স্টুডেন্টদের ৪৫% খাদ্য-সংকটে, ৫৬% আশ্রয়-সংকটে, ১৭% বাস্তুহারা। (লিংক নিচে) বাস্তুহারা প্রসঙ্গে আর একটা ইন্টারেষ্টিং পয়েন্ট হলো অধিকাংশ এলজিবিটি স্টুডেন্টদের আত্মপ্রকাশ কলেজে । তারা বাড়ি ফিরতে চাইলেও বাড়ি আর তাদের নেবে না ।
college student survey 2019
LGBT youth survey
দার্জিলিঙে একজন আমাকে একটা মজার কথা বলেছিল। সে টি রিসার্চর। কলকাতায় চাকরি নিয়ে বছর দুই ছিল। তারপর ফিরে গেল। ফিরে যাওয়ার একটা কারণ কলকাতার গরম ও দুশন । দ্বিতীয় কারণ পাহাড়ের পাকদণ্ডী পথে হেঁটে সে অভ্যস্থ। কলকাতার প্লেন রাস্তায় হাঁটতে তার খুব অসুবিধে হত। ঃ-))
@r2h, রাজস্থানে টুরিজম বেস করে সাধারণ মানুষের ব্যবসা ভালই চলে।
আমি একটা হ্যান্ড রাব ব্যবহার করছি। কাল একজনের বাড়িতে দেখলাম স্যানিটাইজার না পেতে, ইঞ্জেকশনের আগে স্কিনে যে লিকুয়িড দিয়ে পরিষ্কার করা হয় মানে অ্যালকোহল তাই ব্যবহার করছে তারা।
o | 108.162.219.239 | ১৫ মার্চ ২০২০ ০১:০৭
আহা মনের কথাটি বললেন একেবারে। একাধিকবার এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি।