এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | 172.69.***.*** | ১৩ মার্চ ২০২০ ১০:১৭435421
  • আধ ঘন্টা হলো না। অনুষ্টুপ লেগ বিফোর।
  • Amit | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ১০:০৭435420
  • আমার ছটা দেশে ইন্ডিয়ান এম্বাসি র সাথে ডিল করার অভিজ্ঞতা আছে ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত দরকারে এবং সব কটা তেই একোয়ালি খারাপ আর ইনডিফারেন্ট ব্যবহার পেয়েছি। ভাগ্যক্রমে সেরকম ইমার্জেন্সি দরকারে কখনো যেতে হয়নি, হলে কি করতো কে জানে। টিপিকাল সরকারি attitude , জোউটোপিয়া মুভির শ্লথ গুলোর মতো।

    এখন দেখি বেশ কিছু সার্ভিস VFS কে আউটসোর্স করে দিয়েছে, অন্তত ডকুমেন্টেশন কাজ গুলো একটু ঠিক ঠাক করে।
  • Du | 172.69.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৯:২১435419
  • বৈশাখীগিরি করে শোভনের এবিপি স্কোর কত যে বেড়েছে ভাবা যায় না। লোকটা সব্যসাছে দত্ত আর দিলীপ ঘোষের চেয়েও স্ক্রিন টাইম বেশি পায় তার পর থেকে।
  • dc | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৯:১৭435418
  • তার চেয়ে মাই করোনা গান শুনুনঃ

  • S | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৯:১৬435417
  • রিসেশান ক্রমে আসিতেছে।

    ১। রিসেশান আসতই। সময়ের অপেক্ষা ছিল। একটা ক্যাটালিস্টের দরকার হয়। সেটা পাওয়া গেছে।
    ২। এখন মার্কেটে যেটা দেখছেন, সেটা রিসেশানের প্রি-শো।
    ৩। চীনে কারখানা থেকে শহর বন্ধ। মানে একই সঙ্গে দুনিয়ার সবথেকে বড় সাপ্লায়ার এবং অন্যতম বড় কাস্টোমার ফাঁকা।
    ৪। বাকি বড়লোক দেশগুলোতেও কোয়ারান্টিন চালু হয়েছে। অতেব এডুকেশান, সার্ভিস থেকে শুরু করে এয়ারলাইন্স, ট্রান্সপোর্টেশান, এন্টারটেইনমেন্ট, ট্যুরিজমে ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ছে। এবং তার ফলে ম্যানুফ্যাকচারিং থেকে রিয়েল এস্টেটও থমকে যাবে।
    ৫। এই কোয়ার্টারে সব কোম্পানিরা বিশাল সেলস ডিক্লাইন, লস রিপোর্ট করতে চলেছে।
    ৬। সঙ্গে তেলের দাম পড়ছে।
    ৭। এক আধটা নামজাদা কোম্পানি ব্যান্করাপ্টসি ফাইল করলেই কেল্লা ফতে।
  • অরিন | 198.4.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৯:০৫435416
  • ক্রিকেট ইন দ্য টাইম অফ করোনা অপুবাবু? মার্কেজ তোমার কথা জানলে ভারি খুশী হতেন, ;-)
  • অপু | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৮:৫৯435415
  • বহুদিন পর ওয়ান ডে দেখতে যাবো বলে বন্ধুর কাছ থেকে কাল টিকিট আনলাম। আজ শুনছি খালি স্টেডিয়ামে
    ম্যাচ হবে :((((
  • অরিন | ১৩ মার্চ ২০২০ ০৮:৫০435413
  • কি বলেছিলেন ভদ্রলোক?
    (এনার নাম ধামু গাদ্দাম )
    "Talk to your employers. Ask them to look after you. Adopt all safety precautions. You have access to Twitter, which is prohibited in Iran, so clearly you can look after yourselves. Stay safe.
    Quote Tweet

    বিনোদ (এই ভদ্রলোক জিগেশ করেছিলেন)
    @Vinod45173823
    · Mar 12
    Replying to @India_in_Iran @MEAIndia and 4 others
    We 22 Seaman in bhusher hotel still waiting for ur response from last 20 days but still we didn't have any response from any side kindly arrange to rescue us.

    টুইটের লিংক:
    https://twitter.com/dhamugaddam/status/1237798588241121281
  • pi | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৮:৪২435412
  • The case of Sophie Trudeau, wife of Canada's PM, has been confirmed as covid-19 positive.

    বোলসেনারোরও টেস্ট হয়েছে শুনলাম, মন্ত্রকের লোক আক্রান্ত, ক'দিন আগে বলেছিলেন করোনা ফ্যান্টাসি।
  • lcm | 172.68.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৮:৩২435411
  • pi | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৮:২৭435410
  • ওই মিডিয়ামের লেখায় সাউথ কোরিয়া আর ইতালির যে তুলনাটা দিয়েছে, সা কো সত্যি তুলনাহীন।

    এখানেও কিন্তু কন্টাক্ট ট্রেসিং এর কাজ এখন ভাল চলছে। কিন্তু গোড়াতে, মানে জানু শেষ থেকে ফেবুর শুরুতে কত ড্যামেজ হয়ে গেছে জানিনা। আমার ওসময় বেশ কিছু এয়ারপোর্ট ভ্রমণের অভিজ্ঞতা ভ্যল না।

    কিন্তু ইরানে কী বলেছেন দূতাবাস থেকে?
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৮:২৬435409
  • কেটি ক্যালিফর্নিয়ার আরভাইন কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের ফার্স্ট টার্ম রিপ্রেসেন্টেটিভ । অরেঞ্জ কাউন্টি আর আরভাইন রিপাবলিকান ডেরা । ওখান থেকে ডেমোক্র্যাট হিসেবে জেতাই কঠিন । প্রেসিডেনশিয়াল সাইকেলের আর এক্সেকিউটিভ ব্রাঞ্চের অবস্থা খুব করুন হলেও, হাউসের নেক্সট gen লিডারশিপ স্ট্রং । সেটাই যা একটু আশা । সত্যি, uninsured দের ফ্রি টেস্টিং একটা বড় ফার্স্ট স্টেপ ।
  • অরিন | ১৩ মার্চ ২০২০ ০৮:২৪435408
  • " আম্রিগায় চিকিতসায় যা খরচ, মেজরিটি তো আনডিটেক্টেড থেকে যাবে, এখানে অন্তত সরকারি ফেসিলিটি গুলো এসব বিনা পয়সায়। প্রায় রাজ্যে রাজ্যে ভাইরাল ডায়াগনস্টিক রিসার্চ ল্যাব রয়েছে, কিছু ইন্সটিটিউট ছাড়াও মেডিকাল কলেজগুলোর মধ্যে আইসিএমারের ল্যাব। যদিও শহরে শহরে ছড়ানো উচিত।"

    ভারতের অনেক গুলো ভালো জিনিসের মধ্যে এটাকেও রাখতে হবে , যে এতবড়ো একটা দেশের মানুষের পক্ষে অন্তত নিখরচায় টেস্ট করানো যাচ্ছে । মেজরিটি undetected থাকার হ্যাপা এখন ততটা বোঝা যাবে না, কালক্রমে প্রোপাগেটেড এপিডেমিক হলে তখন টের পাওয়া যাবে ।

    সাবাশ কেটি পোর্টার! ভিডিও র ৫:১৬ পার্ট টা বার বার দেখার মতন!
  • dc | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৮:২২435407
  • আরেকটা গ্লোবাল রিসেশান প্রায় চলে এসেছে বা অলরেডি শুরু হয়ে গেছে। ট্রাভেল আর টুরিজম ইন্ডাস্ট্রি বসে গেছে, অয়েল রিফাইনিং আর প্রসেসিং ইন্ডাস্ট্রিও তাই। আইটি সেক্টরে সরাসরি তেমন কোন প্রভাব পড়েনি, তবে ক্লায়েন্টরা স্পেন্ডিং কাট করলে প্রভাব পড়বে। আর ফার্মা সেক্টরের রমরমা অবস্থা। এই হলো ব্যপার।
  • Amit | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৮:১৭435406
  • একটু আগেই একটা সাউথ কোরিয়ান কলিগ এর সাথে কথা বলে এলাম। সত্যি, দারুন কাজ করেছে ওখানে, এতো হাই ডেন্সিটি পপুলেশন এর দেশে এতো তাড়াতাড়ি covid -19 কে কন্টেন করে ফেলা একটা মেজর এচিভমেন্ট।

    ট্রাম্প আর মোদী বাউ এর মধ্যে তফাৎ তো কিছু নেই, সবই মুখেন মারিতং জগৎ। ভালো কিছু হয়ে গেলে তার ক্রেডিট নিতে সবথেকে আগে ঝাঁপিয়ে পড়বে, আর খারাপ গুলোর দায় বাকি জনগণের।
  • pi | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৮:১১435405
  • বাহহ। এই কেটি পার্কার কে? কী দারুণ বললেন আর যে কাজটি করলেন, কত মানুষ যে বেঁচে যাবেন এজন্য!! কালই বলছিলাম, আম্রিগায় চিকিতসায় যা খরচ, মেজরিটি তো আনডিটেক্টেড থেকে যাবে, এখানে অন্তত সরকারি ফেসিলিটি গুলো এসব বিনা পয়সায়। প্রায় রাজ্যে রাজ্যে ভাইরাল ডায়াগনস্টিক রিসার্চ ল্যাব রয়েছে, কিছু ইন্সটিটিউট ছাড়াও মেডিকাল কলেজগুলোর মধ্যে আইসিএমারের ল্যাব। যদিও শহরে শহরে ছড়ানো উচিত।
  • anandaB | 172.68.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৮:০৯435404
  • একটু আগে NPR এ শুনলাম যে USA তে এখনো পর্যন্ত যত COVID -১৯ টেস্ট কিট সরবরাহ হয়েছে, সাউথ কোরিয়া তে একদিনে অতগুলো টেস্ট হচ্ছে

    জাস্ট স্কেল টাই আলাদা।
  • অরিন | ১৩ মার্চ ২০২০ ০৮:০১435403
  • একটা কথা এখানে বলা ভালো যে এই ট্রাভেল ব্যান বা বাড়ি থেকে কাজ করা, সামাজিক দূরত্ব রক্ষা করার বা করানোর কারণ যতটা না ইনফেকশন বন্ধ করা, যতটা সময় পাওয়া যায়, এপিডেমিক কার্ভ টাকে টেনে ছোট করে ফেলা । নিচের ছবিটা দেখলে কিছুটা বোঝা যাবে,

  • দীপাঞ্জন | 172.69.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৭:৫৮435402
  • "আর একখান ২০০৮ র মত ক্রাইসিস আসা জাস্ট সময়ের অপেক্ষা মনে হচ্ছে, বা এসেই গেছে।"

    এসে গেছে । এটা ২০০৮ র চেয়ে কঠিনতর ক্রাইসিস । ওটা ফিনান্সিয়াল লিকুইডিটি আর সল্ভেন্সির সমস্যা ছিল - "লাগে টাকা, দেবে ফেড" - করে সামলেছিলো । কিন্তু এবার ডিমান্ড ক্রাইসিস । মনেটারি পলিসি দিয়ে সামলানো মুশকিল । আগের সপ্তাহে রেট কাট, আজ প্রচুর লিকুইডিটি বাড়ালো - কিছুতেই কিছু হচ্ছে না । হবেও না যতক্ষণ না করোনা কার্ভ EU আর আমেরিকাতে নামছে । কিন্তু প্রিপারেশন আর লিডারশীপের যা অবস্থা, লক্ষন সুবিধের না । চীন, জাপান, কোরিয়া, তাইওয়ান থেকে কিছুই শেখেনি।

    আমেরিকাতে কেটির মতো লিডার চাই, ট্রাম্প আর ট্রাম্প টিমকে দিয়ে হবে না ।

  • pi | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৭:৫৪435401
  • কী জ্ঞান, সেটা পড়্যতে চাইলাম। পড়তে পারিনি।

    তবে।ইরান নিয়ে কিন্রু সরকার একটা মেজর স্টেপ নিয়েছেন। আমাদেরই ইন্সিটিউট তেকে বিজ্ঞানীদের টিম গিয়ে রাতারাতি ইরানে ল্যাব সেট করে দিন রাত এক করে গুচ্ছ টেস্ট করে করে লোকজনকে ফেরত পাঠাচ্ছেন জানি।
  • pi | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৭:৫১435400
  • যদিও এটা করে কী লাভ বুঝিনি।।আর, Trump's remarks came as his administration faces ongoing, widespread criticism over a lack of testing for the virus linked to faulty kits sent out by the Centers for Disease Control and Prevention last month. The US is still facing a shortage of testing kits, which limits the government's ability to gauge the scale of the outbreak.Other countries have outpaced the US in terms of testing, which has served as a source of national embarrassment.
  • অরিন | ১৩ মার্চ ২০২০ ০৭:৫১435399
  • ইরানে জনৈক ভারতীয় নাবিক হোটেলে আটকে পরে সেদেশের ভারতীয় দূতাবাসের ভারতের রাষ্ট্রদূতের কাছে আরর্জি জানিয়েছিলেন উদ্ধার করার জন্য । তার উত্তরে ভদ্রলোক ওই সব জ্ঞান বিতরণ করলেন, তাই বললাম ধন্যি ভারত সরকার । বিপদের দিনে কিঞ্চিৎ মিষ্টি করেও বলতে পারতেন যে অন্তত আচ্ছা দেখছি , এই আর কি । একজন সরকারি প্রতিনিধি হিসেবে ওনার কথাগুলো একটু ইনসেন্সিটিভ শোনালো । অনেকটা এইরকম অভিজ্ঞতা হয়েছিল ক্রাইস্টচার্চের ভূমিকম্পে আটকে পড়া ভারতীয়দের সম্বন্ধে স্থানীয় ভারতীয় দূতাবাসে খোঁজ করতে গিয়ে । সে ভদ্রলোক জানতেন না, ভারত সরকারের তরফ থেকে উদ্ধার বা কোনো রকম সহায়তা পৌঁছানো অনেক দূরস্থান । অন্য দেশের রাষ্ট্রদূতরা আরেকটু তৎপর থাকেন নিজেদের দেশের লোকের আপদ বিপদের দিনে । এনাদের আরেকটু ভাবা উচিত এই নিয়ে । বিপদে যাঁরা পড়েছেন ভারতের ই তো নাগরিক এঁরা ।
  • pi | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৭:৪৮435398
  • বোঝো!!

    Hours after the World Health Organization declared the novel coronavirus a pandemic, President Donald Trump on Wednesday night announced a 30-day travel ban on most of Europe. But among the countries he excluded were two where he has hotels and golf courses that have been struggling financially: the UK and Ireland.
  • Amit | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৭:৪২435397
  • একা করোনা য় রক্ষে নেই, এদিকে সৌদি আর রাশিয়া মিলে তেলের দাম পুরো ধসিয়ে দিয়েছে এক হপ্তায়। আর একখান ২০০৮ র মত ক্রাইসিস আসা জাস্ট সময়ের অপেক্ষা মনে হচ্ছে, বা এসেই গেছে।
  • pi | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৭:৪১435396
  • 'ধন্যি ভারত সরকার''

    এটাতে কী বল্য? পড়তে পারলাম না।

    আর ফক্স নউজে বলা ওই কথা।তো দু'দিন আগে ট্রাম্প নিজেই বললেন! ফ্লুর দংগে তুলনা করে।
  • অরিন | 198.4.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৭:০৪435395
  • গতকাল @sm একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন herd immunity সংক্রান্ত, উত্তর লিখব লিখব করে লেখা হয়নি। Vaccination এবং বিশেষ করে মে কোন সংক্রমণ জনিত অসুখে এই ব্যাপারটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ।
    খুব ছোট করে বলতে গেলে , এ কথাটির অর্থ জনগোষ্ঠিতে কত মানুষের সংক্রমণ, (অসুখ), টীকা হবার পর ইমিউনিটি হলে যাদের অসুখ হবার সম্ভাবনা কিন্তু হয়নি, এমন লোকেরো আর সংক্রমিত হবার সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসে।
    এখন অজানা অচেনা ভাইরাস সংক্রমণের শুরুতে, সংক্রমিত হবার রিস্কি লোকের সংখ্যা (susceptible) ১০০%, একবার সংক্রমণ আরম্ভ হলে এই %টি কমতে থাকে। সংক্রমণ না হয়ে ভ্যাক্সিনেশনেও এই একি কাজ হয়, সংক্রান্ত হয়ে সেরে উঠেছেন, অত এব ইমিউনিটি হয়েছে বা ভ্যাক্সিন নিয়েছেন তাই ইমিউন, এই সংখ্যাটি মত বেশী হবে, ততই রোগের সংক্রমণ কমে আসবে। যেটা চীনের ক্ষেত্রে হতে আরম্ভ করেছে, এবং যে কারণে সবাইকে হামের টিকা নিতে বলা হয়, যার জন্য ফ্লু সিজন শুরুর আগে সবাইকে টিকা নিতে বলা হয়।
    করোনা ভাইরাসের ক্ষেত্রে এই herd এর percentage কতটা সেটি বোঝা যাচ্ছেনা ঠিকই, তবে sars এর আগের বারের সংক্রমণ মাথায় রাখলে ৭০% মত হবে। মানে ভ্যাক্সিন যদি ৭০%ও effective হয়, তো সংক্রমণ কন্ট্রোল করা যাবে। কিন্তু সে হতে কতদিন লাগবে কে জানে।
  • lcm | 172.68.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৬:৩৫435394
  • অরিন-এর দেওয়া ছবিগুলো, কিরকম জীবন্ত
  • lcm | 172.68.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৬:৩৩435393
  • অরিন | 198.4.***.*** | ১৩ মার্চ ২০২০ ০৬:১৯435392
  • গানের গুঁতোয় করোনা ভাইরাস ভাগানোর চেষ্টা করছেন বেহেনরা,
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত