এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০০:৫১435361
  • আমার সেভাবে সিরিয়াসলি মাতাল হওয়ার হিস্ট্রি  দুটো। দিল্লীতে তখন চাকরি করি। Hyatt Regency তে অফিস পার্টি।  ডান্স ফ্লোরে হাল্কা নাচতে নাচতে দু পেগ খেলাম। নতুন চাকরি। কলিগরা সমবয়সী। অফিস পার্টি। দারুণ লাগছিল।    কটা ফক্কড় পঞ্জাবী কলিগ ছিল। তার পাল্লায় পড়ে আধ বোতল র বাকার্ডি খেয়ে বেহুশ হয়ে গেলাম। যখন জ্ঞান এল দেখি শরীর পুরো ভেজা। আমি কার্পেটে শুয়ে। সিকিওরিটির লোক গুলো মুঠো, মুঠো জল দিচ্ছে আমার মুখে, মাথায়। ওদের ভর করে কোনো রকমে দাঁড়ালাম। তারপর ওরা আমায় বাড়ি পৌঁছে দেবে বলল। আমি খুব কষ্টে চোখ মেললাম। 

    গাড়িতে উঠলাম। আশ্চ র্য ঠিক পথ চিনিয়ে নিয়ে যেতে পারলাম। পাশে বসা একজন সিকিওরিটি বলেছিল 'বহত পিয়া হ্যায়'

    তখন দক্ষিণ দিল্লীতে একটা বরসাতিতে থাকতাম। চার তলার ওপরে। সিকিওরিটির লোকগুলো একদম চার তলায় তুলে নিয়ে গিয়ে দরজার তালা খুলে দিয়ে গেল। 

    পরের দিন ছিল রবিবার। প্রায় সারাদিন ঘুমলাম। দেখি  হাতের ঘড়ি, গলায় চেন আর আংটি মিসিং। 

    সোমবার অফিসে গিয়ে ঘড়িটা পেয়েছিলাম কিন্তু গলার হার আর আংটি পাইনি। 

    তখন নতুন ফোন কিনেছিলাম বলে ফোনটা যাতে পার্টিতে হারিয়ে না ফেলি সেটা ঘরে রেখে গেছিলাম। 

    আমার বেহুশ হওয়া নিয়ে অফিসে হাসাহাসি হয়েছিল। 

  • সে | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০০:২৮435360
  • আমি ফিনিক্সে থেকেছি। ওখানে ইউনিভার্ফিসিটি অফ অ্যারিজোনা আছে। ফিনিক্সের একটু বাইরে ঈস্ট অরেঞ্জেও থেকেছি। মনে পড়ে গেল।
  • অর্জুন | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০০:২১435359
  • আমার বোন ফিনিস্কে থাকে। ওখানে Corona Virus test kits available নয় তাই কেউ infected হলেও ধরা পড়বে না। 

    একটু আগে ফোন করেছিল। ট্রাম্প সরকার এ ব্যাপারে পুরো ব্যর্থ । 

  • অর্জুন | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০০:১৬435358
  • @? | ১২ মার্চ ২০২০ ২৩:৪৯

    এই ধরুন মিথ গুলোই কন্সপিরেসি। মিথের একটা অর্থ তো ফলস বিলিফ। সত্যকে আড়াল করে অসত্য প্রচার। 

  • সে | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০০:১১435357
  • “ ইউরোপে ওয়াইন ইজ আ কালচার। ওয়াইন খেয়ে লোকে উৎকৃষ্ট ভাবনা , চিন্তা শেয়ার করে, আলোচনা করে, গান, বাজনা করে। ওখানে ওয়াইন একটা পানীয়। ”
    ঠিক। এই যেমন অ্যাখন করছি।
  • সে | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০০:১০435356
  • মদ ইজ নট ইকুয়াল টু ওয়াইন।
    মদ হচ্ছে ৩০% এর বেশি যেগুলো। ৪০% কি ৪৩% বা আরও বেশি। ঐগুলো খেলে নেশা টাকে উঠে পড়ে।

    এদিকে ট্রাম্প ইয়োরোপ থেকে কারোওকে আম্রিগা যেতে দেবে না ৩০ দিনের জন্য। ভালোই করেছে। এদিকে ইউকে বাদ। ক্যানো, ইউকেতে করোনা হয় না বুঝি? যাদের একাধিক পাসপোর্ট আছে তারা পারবে।
    আমার এক বন্ধুর দুটো পাসপোর্ট। একটা ফ্রান্সের অন্যটা ব্রিটিশ। সে থাকে ফ্রান্সে কিন্তু গত পরশু লন্ডনে গেছে। সে টেকনিক্যালি অ্যামেরিকা যেতে পারবে বলল, যদিও যাবার কোনও প্ল্যান নেই।
  • অর্জুন | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:৫৯435355
  • ইউরোপে ওয়াইন ইজ আ কালচার। ওয়াইন খেয়ে লোকে উৎকৃষ্ট ভাবনা , চিন্তা শেয়ার করে, আলোচনা করে, গান, বাজনা করে। ওখানে ওয়াইন একটা পানীয়। 

    এ দেশে মদ খাওয়া একটা আতঙ্কের মত। মদ খেয়ে ড্রাইভ করে অ্যাকসিডেন্ট করবে। বমি করবে। এমন কাণ্ড ঘটাবে যে থানা, পুলিশ হবে। আর এসব লোকগুলোর সঙ্গে সেই সময়ে যারা থাকবে তারাও উল্টো পাল্টা ঝামেলায় জড়িয়ে পড়বে। 

    আমি খুব সিলেক্টিভ লোকজন ছাড়া মদ খাইনা।  মদ খাওয়ার জায়গা গুলোয় হাল্কা পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত বা সরোদ, সেতার, সন্তর চালিয়ে দেওয়া উচিত।   

  • একলহমা | ১২ মার্চ ২০২০ ২৩:৫০435354
  • অর্জুন | 162.158.227.55 | ১২ মার্চ ২০২০ ২৩:২১
    মাতলামো 'মদ' র বিশেষ ক্ষতি করেছে।

    - এইটা চ্রম :))))))
  • ? | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:৪৯435353
  • মিথ নিয়ে কন্সপিরেসি!! সিটা আবার কেমন অর্জুনবাবু? কোয়েকটা উদাহোরোণ দিয়ে বুঝাবেন?
  • সে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:৪৫435352
  • মাতলামি কি কখনও করি নি? দেদার করেছি যৈবনকালে স্টুডেন্ট লাইফে। মদ খেয়ে বার বন্ধ হবার পর ট্যাক্সি না পেয়ে গভীর রাতে দল বেঁধে হেঁটে হস্টেলে ফেরা, সেই সঙ্গে বেসুরো গান (রোদ্দুর রায় সেই লেভেলে কোনওদিনও গাইতে পারবে না বাজি ফেলে বলতে পারি ভোদকার দিব্যি)। চারপাঁচজন ছেলে প্লাস আমি। দুরূহ সব গান আমাদের নিজেদের রচনা এবং অশ্লীলরসে সিক্ত। হয়ত কিছুদূর যাবার পরে মধ্যরাতের ট্যাক্সি পাওয়া গেল একটা দুটো। ট্যাক্সি থেকে নেমে আরও হাঁটা অন্ধকারে ছায়ার মতো বুক উঁচিয়ে ইতিউতি দাঁড়িয়ে নতলা হোস্টেলগুলো। সমস্ত নিস্তব্ধতার ভেতর দিয়ে একটু একটু বেসুরো মাতাল গান আর হোঃ হোঃ হাসি। উঁচু উঁচু জানলা ফাঁক করে হিংসুটেরা দেখছে আমাদের।
  • টপোটুপাই | ১২ মার্চ ২০২০ ২৩:৪১435351
  • মিথ নিয়ে তো মিথোলজি আছেই। কনস্পিরেসি করে মন্দির মসজিদ গড়বে কেন। ভাঙার ব্যাপারটা আলাদা।
  • অর্জুন | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:৩৭435350
  • কথিত পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন বিশ্বকর্মা । 

    ভারতের সব মন্দির নির্মাণের ইতিহাস নিয়েই নানা সব মিথ। 

    সেসব মিথ নিয়েও অনেক কন্সপিরেসি আছে নিশ্চয় !

  • সে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:২১435349
  • গেল ডিসেম্বরে তাশখন্দ শহরের পেরিফেরিতে একটা ভাটিখানা কাম রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার খাচ্ছি। ভাটিখানা বললাম এই কারণে যে ওটাকে বার বলা যায় না। বাইরে শাশলিক সেঁকা হচ্ছে, ভেতরটায় শুধু মদের গন্ধ। শাশলিকের ধোঁয়া ভেতরে ঢুকছে, তাই ভেতরটা মেঘলা। বাইরে রাস্তায় ভেজা বরফ, ভেজা বরফ পড়ছেও অল্প অল্প। প্র্ত্যেকটি পরিবেশনকারী যুবতী বা মধ্যবয়সী এবং সবাই মুসলমান। ম্যায় ক্যাশিয়ার অবধি মহিলা।
    সব টেবিলেই বোতল। একশ দুশো গ্রামের হিসেবে ভোদকা কেউ কেনেনা এখানে। মিনিমাম হাফ লিটারের বোতল।
    পোলাও শাশলিক মদ বা চা। আমরা চা নিলাম। পোলাও নিলাম না। শাশলিক এবং নান।
    একটা টেবিলে দুজন বসে মদ শাশলিক খাচ্ছিল, তাদের মধ্যে একজন মাঝে মাঝে হুংকার দিচ্ছিল। ওদের খাওয়া শেষ হলে একজন লোক ভেতরে এলো টাকাপয়সা মিটিয়ে দেবার পর লোকটাকে শান্তভাবে ধরে বাইরে নিয়ে গেল। বাইরে বের করার পরে হুঝলাম যে লেকটা ভেতরে এসে নিয়ে গেল সে পুলুশ। কাচের বাইরে দেখলাম লোকটাকে পাকড়াও করে নিয়ে যাচ্ছে।
  • দ্রি | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:২১435348
  • "মিটিং মিনিটস দেখে কন্সপিরেসি থিওরি !"

    তা নয়। মিটিং মিনিটস নেই বলেই তো কনস্পিরেসি থিওরি।

    বায়োটেররিজম একটা কনস্পিরেসি থিওরি। মিটিং মিনিটস নেই। সে'র হোয়াইট সুপ্রিমেসিস্ট থিওরিও তাই।

    সেটাই বললাম।
  • অর্জুন | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:২১435347
  • মাতলামো 'মদ' র বিশেষ ক্ষতি করেছে। 

  • একক | 188.114.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:১২435346
  • ভুটানে লাখাং আর জং অফিস ছারা সবজায়গাতেই মদ খাওয়া জায়। ক্যান্টিনে ত রাখেই। মাতলামি বলতে অই গান গাওয়া, গ্রুপে হইচই, ভাংচুর দেখিনি লেট নাইট পাব বাদ্দিলে।

    ইন্ডিয়াতে মদ আর ভ্যান্ডালিজম কিরকম কানেক্টেড। ব্রিটিশ লিগ্যাসি কিনা কেজানে!
  • একক | 188.114.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:০৭435345
  • ভ্যান্ডালিজমে না জরালে পুলুসরা কিন্তু মাতাল্দের সঙ্গে সচরাচর ভিরতে চায় না। অভিগ্যতা থেকেই বলচি, ওল্ড দীঘার সী বিচের সাম্নে অফিসারকে প্রায় বার আস্টেক, দাদা সমুদ্রটা কোনদিকে? জিগানো তে, ফাইনালি ভ্যান ডেকে তুলে লজে পাঠিয়ে দেন। নো পাওয়ার এক্সার্সাইজ।
  • সে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:০৭435344
  • লসাগু,

    :-)
  • lcm | 172.68.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:০৫435342
  • মিটিং মিনিটস দেখে কন্সপিরেসি থিওরি ! তাহলে আর কন্সপিরেসি হল কি করে
  • সে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:০৫435343
  • আয়ারল্যান্ডে রাস্তায় মদ খাওয়া নিষেধ কিন্তু বোতলটা কাগজে মুড়ে রাখলে সমস্যা নেই।
    ফ্রান্স জারমানি বা এখানে সর্বত্র ওপেনলি মদ খাওয়া যায়।
    আমরা লাঞ্চে ওয়াইন দিয়ে খাবার খাই। প্রত্যেক সপ্তাহেই একটা ব্রেকে গোটা টিম বিয়ার খাই বিকেল চারটেয়। অফিসের মধ্যেই।
    তেষ্টা পেলে বিয়ার কিনে রাস্তায় বা বাসে ট্রামে ট্রেনে খেতে খেতে যাই। ট্রেনে তো ওয়াইনটা খুব চলে। তবে মাতলামিটা করতে দেখি না বিশেষ। তবে যারা মাতলামি করে তারা নিজের মধ্যেই থাকে, ঝামেলা করে না অন্যদের।
    মদ এখানে জলের মত। বিয়ার জলের চেয়েও সস্তা।
    তবে হুইস্কি প্রবনতা নেই, রামপ্রীতিও নেই। ইয়ং জেনারেশন ভোদকা খায়। মদ কেনার ন্যূনতম বয়স ১৮।
  • দ্রি | 172.68.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:০০435341
  • "যেমন ধরুন এলিয়েনরা এসে ঈজিপ্টে পিরামিড বানিয়ে দিয়ে গেছে। এটা একটা উদাহরণ। এর পেছনে কাজ করছে হোয়াইট সুপ্রিমেসি। পিরামিডের মত জিনিস আফ্রিকার মানুষ বানাতেই পারে না।"

    এটা কনস্পিরেসি থিওরির একটা গুড এগ্জাম্পল। এই থিওরির সাপোর্টে কি কোন এভিডেন্স আছে? যেমন হোয়াইট সুপ্রিমেসিস্টদের কোন মিটিংএর মিনিটস? কিন্তু তবুও আমি এটা স্প্রেড করার মোটিভ জানতে পেরে গেলাম।

    ঠিক যেমন বায়োটেররিস্টদের মিটিং মিনিটস আমাদের কাছে নেই।
  • এলেবেলে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৫৮435340
  • @সে, সেটা আমারও মনে হয়েছে কিন্তু ওটা ষড়যন্ত্রণা টইতে রাখলাম এই কারণে যদি দেবব্রত ওখানে লেখেন এবং বিরোধিতার সম্মুখীন হন।

  • Atoz | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৫৪435339
  • আসল নাম আর পেশাও জানা যাচ্ছে? কে যেন বলছিলেন উনি কনশাসনেস এর গবেষক!
  • avi | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৫২435337
  • দিল্লী, ওঁর সাক্ষাৎকারে নিজেই বলেছেন। এখন তো আসল নাম বা পেশা সবই অন্তর্জালে ঘুরছে।
  • Atoz | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৫১435336
  • এটা কি কেউ জানেন যে রোদ্দুর রায় থাকেন কোথায়?
  • aka | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৪৮435335
  • তবে রোদ্দুর রায় গাইলে চাপ আছে, অবসিনিটি অ্যাক্টে ধরা পড়বেন - একক বা আমি কেউই বাঁআচাতে পারব না।
  • একক | 188.114.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৪৩435334
  • মৈদ্যপান সম্পর্কে ঃ

    আইনি জায়্গায় মদ খান ও বেয়াইনি জায়্গায় মাত্লামো করুন। যেমন কিনা ধর্মতলায় ভালোমনুষের মত মদ গিলে জিপিও র সিঁড়িতে শুয়ে চাট্টি বেসুরো গান গাইলেন। কেও কেশাগ্র ছোঁবে না।

    এর উল্টোটা কল্লে পাবে বাউন্সার ও সিঁড়িতে পুলিশের ক্যাল খাবেন, আমি বাঁচাতে যাব না।
  • সে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৩২435333
  • গুজব*
  • সে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৩২435332
  • এলেবেলে,
    করোনা নিয়ে ঐ গুডবটা বহুদিন ধরেই মার্কেটে চলছে।
    কন্সপিরেসি থিয়োরিগুলোর সবসময় কিছু উদ্দেশ্য থাকে। যেমন ধরুন এলিয়েনরা এসে ঈজিপ্টে পিরামিড বানিয়ে দিয়ে গেছে। এটা একটা উদাহরণ। এর পেছনে কাজ করছে হোয়াইট সুপ্রিমেসি। পিরামিডের মত জিনিস আফ্রিকার মানুষ বানাতেই পারে না।
    এটাও কন্সপিরেসি থিয়োরি। যারা ফেক নিউজ বানায় এটা তাদের কম্মও হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত