অর্জুন | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০০:৫১435361আমার সেভাবে সিরিয়াসলি মাতাল হওয়ার হিস্ট্রি দুটো। দিল্লীতে তখন চাকরি করি। Hyatt Regency তে অফিস পার্টি। ডান্স ফ্লোরে হাল্কা নাচতে নাচতে দু পেগ খেলাম। নতুন চাকরি। কলিগরা সমবয়সী। অফিস পার্টি। দারুণ লাগছিল। কটা ফক্কড় পঞ্জাবী কলিগ ছিল। তার পাল্লায় পড়ে আধ বোতল র বাকার্ডি খেয়ে বেহুশ হয়ে গেলাম। যখন জ্ঞান এল দেখি শরীর পুরো ভেজা। আমি কার্পেটে শুয়ে। সিকিওরিটির লোক গুলো মুঠো, মুঠো জল দিচ্ছে আমার মুখে, মাথায়। ওদের ভর করে কোনো রকমে দাঁড়ালাম। তারপর ওরা আমায় বাড়ি পৌঁছে দেবে বলল। আমি খুব কষ্টে চোখ মেললাম।
গাড়িতে উঠলাম। আশ্চ র্য ঠিক পথ চিনিয়ে নিয়ে যেতে পারলাম। পাশে বসা একজন সিকিওরিটি বলেছিল 'বহত পিয়া হ্যায়'
তখন দক্ষিণ দিল্লীতে একটা বরসাতিতে থাকতাম। চার তলার ওপরে। সিকিওরিটির লোকগুলো একদম চার তলায় তুলে নিয়ে গিয়ে দরজার তালা খুলে দিয়ে গেল।
পরের দিন ছিল রবিবার। প্রায় সারাদিন ঘুমলাম। দেখি হাতের ঘড়ি, গলায় চেন আর আংটি মিসিং।
সোমবার অফিসে গিয়ে ঘড়িটা পেয়েছিলাম কিন্তু গলার হার আর আংটি পাইনি।
তখন নতুন ফোন কিনেছিলাম বলে ফোনটা যাতে পার্টিতে হারিয়ে না ফেলি সেটা ঘরে রেখে গেছিলাম।
আমার বেহুশ হওয়া নিয়ে অফিসে হাসাহাসি হয়েছিল।
সে | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০০:২৮435360
অর্জুন | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০০:২১435359আমার বোন ফিনিস্কে থাকে। ওখানে Corona Virus test kits available নয় তাই কেউ infected হলেও ধরা পড়বে না।
একটু আগে ফোন করেছিল। ট্রাম্প সরকার এ ব্যাপারে পুরো ব্যর্থ ।
অর্জুন | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০০:১৬435358@? | ১২ মার্চ ২০২০ ২৩:৪৯
এই ধরুন মিথ গুলোই কন্সপিরেসি। মিথের একটা অর্থ তো ফলস বিলিফ। সত্যকে আড়াল করে অসত্য প্রচার।
সে | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০০:১১435357
সে | 162.158.***.*** | ১৩ মার্চ ২০২০ ০০:১০435356
অর্জুন | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:৫৯435355ইউরোপে ওয়াইন ইজ আ কালচার। ওয়াইন খেয়ে লোকে উৎকৃষ্ট ভাবনা , চিন্তা শেয়ার করে, আলোচনা করে, গান, বাজনা করে। ওখানে ওয়াইন একটা পানীয়।
এ দেশে মদ খাওয়া একটা আতঙ্কের মত। মদ খেয়ে ড্রাইভ করে অ্যাকসিডেন্ট করবে। বমি করবে। এমন কাণ্ড ঘটাবে যে থানা, পুলিশ হবে। আর এসব লোকগুলোর সঙ্গে সেই সময়ে যারা থাকবে তারাও উল্টো পাল্টা ঝামেলায় জড়িয়ে পড়বে।
আমি খুব সিলেক্টিভ লোকজন ছাড়া মদ খাইনা। মদ খাওয়ার জায়গা গুলোয় হাল্কা পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত বা সরোদ, সেতার, সন্তর চালিয়ে দেওয়া উচিত।
? | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:৪৯435353
সে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:৪৫435352
অর্জুন | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:৩৭435350কথিত পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন বিশ্বকর্মা ।
ভারতের সব মন্দির নির্মাণের ইতিহাস নিয়েই নানা সব মিথ।
সেসব মিথ নিয়েও অনেক কন্সপিরেসি আছে নিশ্চয় !
সে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:২১435349
দ্রি | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:২১435348
অর্জুন | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:২১435347মাতলামো 'মদ' র বিশেষ ক্ষতি করেছে।
একক | 188.114.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:১২435346
একক | 188.114.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:০৭435345
সে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:০৭435344
lcm | 172.68.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:০৫435342
সে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:০৫435343
দ্রি | 172.68.***.*** | ১২ মার্চ ২০২০ ২৩:০০435341
এলেবেলে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৫৮435340@সে, সেটা আমারও মনে হয়েছে কিন্তু ওটা ষড়যন্ত্রণা টইতে রাখলাম এই কারণে যদি দেবব্রত ওখানে লেখেন এবং বিরোধিতার সম্মুখীন হন।
Atoz | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৫৪435339
অর্জুন | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৫৪435338
avi | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৫২435337
Atoz | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৫১435336
aka | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৪৮435335
একক | 188.114.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৪৩435334
সে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৩২435333
সে | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ২২:৩২435332