এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৬:৪২433441
  • আরে dc ওয়েলকাম ব্যাক। আমি ব্রতীন। "ব" আধিক্যে নতুন অবতার :))
  • dc | 14.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৬:৩৭433440
  • :d
  • r2h | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৬:২৯433439
  • ওহো ডিসি এসেছেন, এটা ভালো।

    কিন্তু হখগদা প্রতি বছর ডিসিকে মেল করেন? বছরে একটাই? একমুখি?
    ইন্টারেস্টিং।
  • b | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৬:১৬433438
  • ইয়ে, খ কিন্তু এখন গ হয়ে গেছেন। কয়েক দিন পরে ঙ হতেও পারেন।
  • dc | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৬:১৪433437
  • দুটো ইডলিতে আর কি হবে! সাথে এক বাটি রসমও দেবেন।
  • dc | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৬:১৩433436
  • ও হ্যাঁ মনে পড়েছে। খ দা এ বছর মেল করলেন না, খারাপ লাগলো। আমি ভয়ে আপনাকে মেল করিনি, ভাবলাম আপনি বোধায় আর আমার সাথে কথা বলতে চান না।
  • b | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৬:১২433435
  • আরে আসুন আসুন। শরীল গতিক ভালো তো? সব মঙ্গল তো? দুটো ইডলি এনে দিই?
  • avi | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৬:১১433434
  • হ্যাঁ, শীর্ষেন্দু নিয়ে একটু আলোচনা হোক। বালক ব্রহ্মচারী নিয়ে আর দেখেছি মিনিময় হয় না, অনুকূল ঠাকুরই সবটুকু জুড়ে থাকেন ইদানিং। কিন্তু আসলে সুভাষ বসু, চীন, রাশিয়ার পরেই বালকের চলে আসার কথা।
  • dc | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৬:০৯433433
  • ইয়ে বেশ কদিন পর গুরুতে এসে দেখছি গুরু বদলে গেছে, যা দেখি নতুন লাগে।

    এমনিতে ভালোই দেখতে হয়েছে, তবে কালার থিমটা একটু ক্যান্ডি থিম লাগছে। মানে ক্যান্ডি পিংক আর ক্যান্ডি ব্লু আর কি।

    দুইটা কথা বলার ছিল।

    এক। পিটিদাকে ভয়ানক বাজে সব কথা বলেছিলাম, একেবারেই বলা উচিত হয়নি। পিটিদার কাছে ক্ষমাপ্রার্থী। অন্যদের কাছেও, খারাপ ভাষা ব্যবহারের জন্য।

    দুই। কি একটা লিখতে গিয়ে ভুলে গেলাম। ধুর!
  • b | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৬:০৫433432
  • গ ভিকি কে বাদ দিলেন।
  • g | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৫:৩৯433431
  • আর ছিল ডাবলিনের একমাত্র তরুন বাঙালি কবি আর বাঁকড়োর পামিতা। তবে বেস্ট ছিল কাবলি দা, রিপাবলিকান , কঙ্গ্রেসী , বাঙ্গলা ইন্ডি অলটারনেটিভ প্রকাশনার সাপোর্টার। এ মানে ভাবা যায় না, গতো কুড়ি বছরে বাঙ্গ্লা ইনটারনেট সার্চের শ্রেষ্ঠ আবিষ্কার। জেপিএম্সির চেয়ার ম্যান যদি সোয়েট শার্ট পড়ে ফিল দ্য বার্ন বোলে লোকের বাড়ি বাড়ি কড়া নাড়তো যেমন কেস টা হত সেরকম কেস। কেম্ন আছেন ভদ্রলোক কে জানে। শরীর ভালো থাকতো না প্রায় ই।
  • | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৫:২৮433430
  • ০ বেশ মজার কিন্তু, আমোদগেঁড়ে টাইপের লোক না থাকলে মজা নেই। ডিডি দ্য লেজেন্ড, বৈজয়ন্ত, ব্ল্যাঙ্কি,
    অর্পন(বিশ্বের শ্রেষ্ঠ শয়তান), তিতাস(বিষ মাল), ইমরাল, স্যান এইগুলো কে খুব মিস করি, সবকটা শয়তানের বাসা। দমু আগে স্পোরটি ছিল , বামফ্রন্ট সরকার চলে যাবার পর থেকেই খিল্লি করার লোক না পেয়ে সেই যে আহত হল , আর রাগ কমেনি:-)))))))))))))) এস এম দা আর পিটি কিন্তু জেনেরালি স্পোরট ছিল। আমি আগে খুবই বাজে ছিলাম , এখন ব্যবহার এ উন্নতি করলেও পয়সা খুব কমে গেছে:---))))
  • o | 173.245.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৫:০২433429
  • হ্যাঁ, হ্যাঁ। পাই ঠিক বলেছেন। আমায় কেউ চেনে না। আমিও কাউকে চিনি না। খোলাপাতা, তাই লিখছি। মূলত সাহিত্য এবং রাজনীতি, মাঝেমাঝে স্রেফ ভাট। কেউ এনগেজ করলে করবেন, না করলে না করবেন। সবই মহাকালের উদ্দেশ্যে লিখি। ইগো-টিগো নেই, ধুস, গ-এর মত এট্টু বীরভূম-সুলভ বৈরাগ্য আছে। ঃ-))) তবে আলোচনায় এট্টু ঠোকাঠুকি লাগবে হয়ত, এই যে গ যদি শীর্ষেন্দুকে গাল দেন তাইলে ফস করে শীর্ষেন্দুর দু-একটা ভাল লেখার উল্লেখ করতে হবে বৈকি! ফলে ঐ আরকি, আহত বোধ করাটাই আমাদের ঐতিহ্য। :-)

    উফফ, এর চেয়ে শীর্ষেন্দুটাই বেটার টপিক হত। ঃ-)))
  • | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৪:৫৯433428
  • *নকুমতো
  • | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৪:৫৯433427
  • *নকুমতো
  • | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৪:৫৮433426
  • আমি একটি বিনীত ইশান কে কল্পনা করতে অনেক ক্ষন ধরে ব্যর্থ হয়ে খেতে গেলাম।

    অরিন , ইশান কে পাত্তা দেবার কোন দরকার নেই, ওর সঙ্গে ভালো ব্যবহার করলে ও নার্ভাস হয়ে এটা ওটা বলে দেয়, সেই জ্যোতিবাবু একবার কোলে নিয়ে ছিলেন, সেই থেকে ছেলে প্রথমে বিক্ষুব্ধ , তার পরে বিক্ষুবধ পোস্ট স্ট্রাকচারালিস্ট, তারপরে তারপর নকুল, তির পরে পোকো নকুমূলক সম্পাদক, অবশেষে বাঙালি ন্যাশনালিসট হয়ে গেছে। জেনে রাখবেন আজাদ হিন্দ তৈরি হয়েছিল কারন সুভাষ কে গান্ধী একবার কোলে নিয়ে ছিলেন। --))): আরে ছাড়েন না দাদা যে বিষয়ে যা ভাল্লাগে বলেন।
  • pi | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৪:৩৭433425
  • না না অরিনদা, আমার কিন্তু মনে হয়না এখানে কেউ প্রিভিলেজ এক্সারসাইজ করে।
    এই ধরুন o কে, আমার তো মনে হয় প্রায় কেউই জানেন না। তো, সেখানে আবার প্রিভিলেজ কীসের। আর যদি মামুর কথা বলেন, তাহলেও বলব এই প্রিভিলেজের ধারণাটা ভুল। তাহলে তো আর এর তর্ক বিতর্ক , অতি উচ্চগ্রামেই, হতই না।
  • g | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৪:১৭433424
  • কিন্তু আলোচনা আক্রমণাত্মক না হলে কি করে হবে :-)
  • অরিন | ০৫ মার্চ ২০২০ ১৪:০৮433423
  • " তর্ক-বিতর্ক একটু উচ্চগ্রামেই করে থাকি। এনিওয়ে, আপনার খারাপ লেগে থাকলে আমি দুঃখিত। "

    @o, ঠিক আছে, কোন ব্যাপার না, চালিয়ে যান।

    @pi:"এখানে প্রিভিলেজ কম বলতে ?"

    :-), বাদ দে । সব প্রশ্নের উত্তর হয় না । 

  • একলহমা | ০৫ মার্চ ২০২০ ১৩:৫৭433422
  • স্বপ্ন ছেল – যে দিন আমি বড় হব -
    সেশমেশ সেই – গাণুশ ঘানুশ - কি আর কব!!
  • o | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৩:৫৬433421
  • অরিন, ওটা ঔদ্ধত্য বা অন্য কিছুই ছিল না। তর্ক-বিতর্ক একটু উচ্চগ্রামেই করে থাকি। এনিওয়ে, আপনার খারাপ লেগে থাকলে আমি দুঃখিত। আপনি লিখলে ভাল লাগবে। :-)
  • pi | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৩:৫১433420
  • এখানে প্রিভিলেজ কম বলতে ?
  • অরিন | ০৫ মার্চ ২০২০ ১৩:৪৭433419
  • @pi: "আরে অরিনদা, কীহল ! এখানে ত অনে হয় এমন কোন ইস্যুই নেই, যেখানে সবাই সংগে একমত"

    কিছু হয়নি । পাগল নাকি, সব ইস্যুতে সবাই একমত হলে তো মহা মুশকিল।

    তবে মতানৈক্য হলে কিছু লোককে চেপে যেতে হয়, বিশেষ করে যাদের প্রিভিলেজ কম । এই আপ্তবাক্যটা  আমি একদম ভুলে গিয়েছিলাম। 

  • অরিন | ০৫ মার্চ ২০২০ ১৩:৩৫433418
  • @গ,

    "আরে অরিন রাগ করেন কেন।"

    রাগ করিনি তো,  এখানে আলাপ আলোচনা করার  ইচ্ছে ত্যাগ করেছি। 

    "আমি আমেরিকায় থাকি না, জীবনে আশা করি থাকতেও হবে না। কলকাতায় থাকি। বীরভূমে অল্প কিছুদিনের মধ্যেই মারা যেতে চাই। "

    বালাই ষাট, মারা যাবেন কেন? দীর্ঘজীবী হোন! 

    তবে সময় সুযোগ পেলে আমেরিকায় যাবেন, থাকবেন, বিশেষ করে ছোট জায়গায়, ছোট শহরে। আমি আমেরিকার নিউ ইয়র্ক ট্রাই স্টেট এলাকায় পোকোনো পাহাড়ের কোলে, প্রায় বড় হয়েছি বলতে পারেন, মিসৌরিতে ডাক্তারি আর পাবলিক হেল্থে PhD করেছি,  UC বার্কলিতে পড়িয়েছি -- আমি যে আমেরিকাকে দেখেছি, সে এক অসামান্য দেশ, প্লিজ, আমাকে অন্তত "জীবনে আশা করি থাকতেও হবে না" বলবেন না। শুনলে খারাপ লাগে। 

    (যাকগে আপনাকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে লিখলাম না, কিছু মনে করবেন না) 

    "... আর জেন্ডার ইস্যু তে তীব্র মতবিরোধ হবেই, এতে চাপ নেবেন না। "

    আমার চাপ নেয়ার কিছুই নেই, কেউ যদি প্রশ্ন করলে উত্তর দেন যে  "আমি ব্যাখ্যা করতে যাব কেন?" -- (@o), বা "যুক্তির কিছু নেই।" , - (@Ishan), তাহলে এই ধরণের উত্তর হয় ঔদ্ধত্য, না হলে বুঝিয়ে দেওয়া হয় যে আমি এঁদের সঙ্গে আলাপ আলোচনার করার যোগ্য নই, কাজেই  ... 

  • সংশোধন | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৩:২৩433417
  • *সামাজিক অ্যাকটিভিটিহীন মানুষ হিসেবে
  • r2h | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৩:২২433416
  • আমি এইটার মধ্যে মোটেই ঢুকতে চাইছিলাম না, কিন্তু সামাজিক অ্যাকটিভিটি মানুষ হিসেবে আর কোথায়ই বা বলবো। এদিকে না বলতে পারলে মাথা ঝিমঝিম করছে।

    আক্রমণ ব্যাপারটা একটু জটিল। মানে তর্কবিতর্ক বাদানুবাদ ঝগড়া মতান্তর ইত্যাদিতে আক্রমণ তো হবেই। এইবার কোনটা জায়েজ আর কোনটা নয় সেইটা হলো প্রশ্ন।
    যেমন, হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল - এতে আমি খুব দোষের কিছু দেখি না। বক্তার ক্রেডিবিলিটি যাঁচাই, অবস্থানের স্থিরতা এইসব দেখা হয়। কিন্তু তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হুলো - এটা মোটেই গ্রহণযোগ্য নয়। বেড়ালগুলোর কোন ভূমিকা এখানে নেই, পোষা বেড়াল ব্যক্তিগত পরিসর, বেড়ালগুলো পাবলিক ফিগার নয় কিন্তু আত্মপক্ষ সমর্থন করতে পারবে না। তারওপর জেণ্ডার বায়াসের ব্যাপারটা তো ছেড়েই দিলাম। আর আজকে যদি থাক্‌ত মামা পিটিয়ে তোমায় কর্‌ত ঝামা - এইটা হলো অফলাইন লবি বানানো, এটাও সুবিধের জিনিস না। আরে! আরে! মার্‌বি নাকি? দাঁড়া একটা পু্‌লিশ ডাকি - এটা হলো শেষ অস্ত্র, সাইবার সেল।
    তো, অত কিছুর দরকার নেই।

    এইবার রইল সমাজ। সমাজও খুব গোলমেলে জায়গা। আমার তো মোটেই পোষায় না। যেকোন নতুন জায়গায় গিয়ে ভাবি এইবার একটু সামাজিক হবো, তারপর বোর হয়ে যাই। এমন না যে লোকজন খারাপ, সব চমৎকার ভালো ভালো বন্ধুত্বপূর্ণ লোক। এই বিষয়েও প্রফেটের বানী আছে, একটু পকার অভাব আছে যদিও-
    বুড়ো তুমি লোকটা ভালো,
    চেহারাও নয়তো কালো-
    তবু কেন তোমায় ভালো বাস্‌ছিনে?
    কেন তা তো কেউ না জানে,
    ভেবে কিছু পাইনে মানে,
    যত ভাবি ততই ভালো বাস্‌ছিনে।

    তো, নতুন অফিসে সপ্তাহখানেক পর থেকেই একা চা কফি লাঞ্চ খেতে শুরু করি। মুশকিল হলো ফিজিক্যাল সমাজটা বেছে নেওয়া একটু কঠিন। ভার্চুয়াল সমাজে একটু বেশি চয়েস আছে।

    এই যে এত ভালো ভালো জ্ঞানের কথা বললাম, সামাজিক অ্যাকটিভিটি থাকলে কি আর এসব হতো? লাঞ্চের পর কিটকিটে রোদ আর উৎকট ধুলোর মধ্যে হাঁটতে হাঁটতে ইঁরেজীতে কথা বলতে হতো।
  • pi | 172.69.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৩:১৮433415
  • আরে অরিনদা, কীহল ! এখানে ত অনে হয় এমন কোন ইস্যুই নেই, যেখানে সবাই সংগে একমত ! কোন ইস্যুতে যে সেট একমত হয়, , অন্য ইস্যুতেই ঐক্যমত্যের সেট বদলে যায়।সবাই মিলে রেরেকরে তেড়ে আসা ভাববেন না, কারণ ওরকম কোন সমসত্ত্ব সবাইই নেই।
    লিখুন, লিখুন ! আপনি নিউজিল্যান্ডের গল্প আরো লিখুন না , আপনাদের প্রধানমন্ত্রীর কাজকর্ম। আমার তো মনে হয়, জাসিন্ডার মত কেউ রাজনীতিতে এসে প্রার্থী হলে আম্রিগা ভারিতেও রাষ্ট্রপ্রধান হয়ে যেতেন ! এমন কেউ উঠে আসেননা, এতো দুর্ভাগ্যই। এবারে এলেও চেপে দেওয়া হয় কিনা, আসার সুযোগটাই কম কিনা, সেনিয়ে তর্ক হতেই পারে। ভারতের ক্ষেত্রে কম আর চেপে দেওয়াও বেশি হয় মনে হয় , আম্রিগার ক্ষেত্রে উঠে আসার সুযোগ কম, এটা তেমন মনে হয়নি। চেপে দেওইয়া হয় কিনা, অন্যেরা ভাল বলতে পারবেন। সসেরকম জেন্ডার সাপ্রেশন তো বুঝিনি, এবার হতেই পারি, মিস করেছি।
    তবে হ্যাঁ, বার্নি বনাম হিলারি হলে , বা এখনকার মত বার্নি বনাম ওয়ারেন, আমি নিজে যেকোন দিন বার্নির পক্ষে থাকতাম, বার্নির তুলনায় হিলারিকে অপছন্দ করি শুধু তাই না, এম্নিও ওঁর নীতি টিতি পছন্দ হয়না।
  • PM | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১৩:১৪433414
  • আমি খুজে কিছু পেলাম না তো ?
  • একলহমা | ০৫ মার্চ ২০২০ ১২:৪৬433413
  • @অপু
    তাই? :-)
  • অপু | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১২:৪১433412
  • একলহমা, আগের টা স্লাইটলি বেটার। একদম বুকে এসে ধাক্কা দেয় :)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত