" তর্ক-বিতর্ক একটু উচ্চগ্রামেই করে থাকি। এনিওয়ে, আপনার খারাপ লেগে থাকলে আমি দুঃখিত। "
@o, ঠিক আছে, কোন ব্যাপার না, চালিয়ে যান।
@pi:"এখানে প্রিভিলেজ কম বলতে ?"
:-), বাদ দে । সব প্রশ্নের উত্তর হয় না ।
@pi: "আরে অরিনদা, কীহল ! এখানে ত অনে হয় এমন কোন ইস্যুই নেই, যেখানে সবাই সংগে একমত"
কিছু হয়নি । পাগল নাকি, সব ইস্যুতে সবাই একমত হলে তো মহা মুশকিল।
তবে মতানৈক্য হলে কিছু লোককে চেপে যেতে হয়, বিশেষ করে যাদের প্রিভিলেজ কম । এই আপ্তবাক্যটা আমি একদম ভুলে গিয়েছিলাম।
@গ,
"আরে অরিন রাগ করেন কেন।"
রাগ করিনি তো, এখানে আলাপ আলোচনা করার ইচ্ছে ত্যাগ করেছি।
"আমি আমেরিকায় থাকি না, জীবনে আশা করি থাকতেও হবে না। কলকাতায় থাকি। বীরভূমে অল্প কিছুদিনের মধ্যেই মারা যেতে চাই। "
বালাই ষাট, মারা যাবেন কেন? দীর্ঘজীবী হোন!
তবে সময় সুযোগ পেলে আমেরিকায় যাবেন, থাকবেন, বিশেষ করে ছোট জায়গায়, ছোট শহরে। আমি আমেরিকার নিউ ইয়র্ক ট্রাই স্টেট এলাকায় পোকোনো পাহাড়ের কোলে, প্রায় বড় হয়েছি বলতে পারেন, মিসৌরিতে ডাক্তারি আর পাবলিক হেল্থে PhD করেছি, UC বার্কলিতে পড়িয়েছি -- আমি যে আমেরিকাকে দেখেছি, সে এক অসামান্য দেশ, প্লিজ, আমাকে অন্তত "জীবনে আশা করি থাকতেও হবে না" বলবেন না। শুনলে খারাপ লাগে।
(যাকগে আপনাকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে লিখলাম না, কিছু মনে করবেন না)
"... আর জেন্ডার ইস্যু তে তীব্র মতবিরোধ হবেই, এতে চাপ নেবেন না। "
আমার চাপ নেয়ার কিছুই নেই, কেউ যদি প্রশ্ন করলে উত্তর দেন যে "আমি ব্যাখ্যা করতে যাব কেন?" -- (@o), বা "যুক্তির কিছু নেই।" , - (@Ishan), তাহলে এই ধরণের উত্তর হয় ঔদ্ধত্য, না হলে বুঝিয়ে দেওয়া হয় যে আমি এঁদের সঙ্গে আলাপ আলোচনার করার যোগ্য নই, কাজেই ...