এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১২:৩৮433411
  • whatsapp এ কালকে অর্জুনের সাথে কথা হচ্ছিল। একটু ব্যস্ত
  • S | 108.162.***.*** | ০৫ মার্চ ২০২০ ১২:৩২433410
  • "এবং অত্যন্ত উগ্রভাবে আক্রমণ করেছেন।"
    - কালকে? দেখিয়ে দিন।

    "কাজেই এখানেই দাঁত মুখ খিঁচাবেন প্রাণপণে লেগে থাকবেন, মিনিটে মিনিটে পোস্ট করবেন"
    এখানে প্রাণপনে লেগে থাকাটা সমস্যার? মিনিটে মিনিটে পোস্ট করাটা সমস্যার? আমি জানতাম না যে এখানে পোস্ট করার একটা লিমিটেড রেট রয়েছে। সেটা জানতে পারলে আর পোস্ট করবো না।

    বাকীটা পার্সোনাল অ্যাটাক। অতএব ইগনোর করলাম।
  • | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১২:০৮433409
  • S
    সাইবার বুলিয়িং আপনি করেছেন। এবং অত্যন্ত উগ্রভাবে আক্রমণ করেছেন। এটা প্রথম নয়, এর আগেও এরকম করেছেন। এইবার নিজের ইগোকে মালিশ করতে নিজেকে মহান প্রতিবাদী বলতে চাইছেন।
    তো, যা মনে হয় আপনার এইসব নেটের বাইরে তেমন সামাজিক অ্যাকটিভিটি নেই, কাজেই এখানেই দাঁত মুখ খিঁচাবেন প্রাণপণে লেগে থাকবেন, মিনিটে মিনিটে পোস্ট করবেন সে ঠিকই আছে। মানুষের তো একটা আশ্রয় দরকার হয়। বুঝি সেটা।

    আবার ব্যস্ততা কম থাকলে, সময় সুযোগ হলে আপনাকে গালি গালাজ করবার মওকা দিয়ে যাব। ততদিন ...
  • একলহমা | ০৫ মার্চ ২০২০ ১২:০৮433408
  • aranya | 162.158.63.11 | ০৫ মার্চ ২০২০ ০৯:৪৯

    উড়ি বাপরে!
  • o | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১১:৩৬433407
  • ঃ-)))
  • kh | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১১:৩০433406
  • বলা যায় না, কিছুক্সনের মধ্যে এক সংস্কারী এসে বাণী দিয়ে গেলো। অথবা এ বিষয়ে শীর্ষেন্দুর মতামত বলেগেলো। বাই দয়া এ শীর্ষেন্দু ও আমার আরেকটি শখের অবসেশন। মানে উনি বিরাট ও বিরাট বাজে লেখক এ ব্যাপারে আমার নাতিদীর্ঘ স্টক আছে। বেশি ট্যা ফো করবেন না, তাহলেই ডুব শীর্ষহেন্দু নিয়ে জ্ঞান দোবো মামুর কল কিন্তু ফ্রী , চুপ চাপ একটা আহত ভাব করে পোস্ট করুন , আড্ডা দিন ;-) আহত বোধ করা টা কিন্তু একটা ঐতিহ্য।

    বাই দ্য oএ অর্জুন abhishhek কোথায় গেলো?
  • kh | 172.69.***.*** | ০৫ মার্চ ২০২০ ১১:২৭433405
  • বলা যায় না, কিছুক্সনের মধ্যে এক সংস্কারী এসে বাণী দিয়ে গেলো। অথবা এ বিষয়ে শীর্ষেন্দুর মতামত বলেগেলো। বাই দয়া এ শীর্ষেন্দু ও আমার আরেকটি শখের অবসেশন। মানে উনি বিরাট ও বিরাট বাজে লেখক এ ব্যাপারে আমার নাতিদীর্ঘ স্টক আছে। বেশি ট্যা ফো করবেন না, তাহলেই ডুব শীর্ষহেন্দু নিয়ে জ্ঞান, চুপ চাপ একটা আহত ভাব করে পোস্ট কruন আড্ডা din ;-) আহত বোধ করা টা কিন্তু একটা ঐতিহ্য।

    বাই দ্য oএ অর্জুন abhishhek কোথায় গেলো?
  • o | 108.162.***.*** | ০৫ মার্চ ২০২০ ১১:২৩433404
  • মদের ব্যাপারে আপনি কি দেশভক্ত না অ্যান্টিন্যাশনাল? ঃ-)))
  • | 172.69.***.*** | ০৫ মার্চ ২০২০ ১১:১৯433403
  • আরে অরিন রাগ করেন কেন।

    আমি আমেরিকায় থাকি না, জীবনে আশা করি থাকতেও হবে না। কলকাতায় থাকি। বীরভূমে অল্প কিছুদিনের মধ্যেই মারা যেতে চাই। কারণ বৈরাগ্য, কিসুই ভালো লাগে না, তাছাড়াএ পৃথিবী কে দেবার মতো কিসু নেই, পৃথিবী ও আমাকে দিয়ে দিয়ে (খারাপ ও ভালো অর্থে) ক্লান্ত, চাপ নেবেন না সুইসাইডাল নই , রাতে মদ যথেষ্ট না পেলে একটা উদাস ভাব আসে :-)))

    এkhন আমার নানা বিষয় ভালো লাগে, তার মধ্যে আমেরিকান ডেমোক্রাসি একটা, বীরভূমের পোস্ট তারাশঙ্কর সাহিত্য আরেকটা, মেডিয়েভ্যাল ইতিহাস আর সেগুলো কারো ভালো না লাগলে কিসুই এসে যায় না, কারণ যেগুলো শখ তার ব্যাপারে কাউকেই আমি আদৌ গুরুত্ত্ব দি ই না, এটা সকলেই করে, আমি একটু হয়তো ব্লান্ট , এখানে সকলেই তাই।

    এখন আপনার কোনো পোস্টে আমার ইন্টারেস্টিং কিসু লাগলে বলবো। আর জেন্ডার ইস্যু তে তীব্র মতবিরোধ হবেই, এতে চাপ নেবেন না। এখানে একেবারে আর এস এস বিজেপি র পলিটিকাল সমর্থক লোকেরাও, মেয়ে দের সম্পর্কে মহান ভাগবত এর সঙ্গে দ্বিমত পোষণ করেন বলে ধরে নেওয়া যায় সম্ভবত। না গেলে আর কি করবো, আপাতত নিন :-))))

  • একলহমা | ০৫ মার্চ ২০২০ ১০:৪৭433402
  • যাদের আগেরটা পছন্দ হলনা তাদের জন্য।

    স্বপ্ন ছেল – এক মুঠা ভাত, চিমটাক নুন
    সেশমেশ সেই – ক্যাঁত করে লাথ, চুবিয়ে খুন।

    স্বপ্ন ছেল – উড়বে নিশান, আসবে দিন
    সেশমেশ সেই – আগুন-ঘরে রাত রঙিন।

    স্বপ্ন ছেল – কাব্যি হবে অমর প্রেম
    সেশমেশ সেই – ভাতের থালায় সব খেলেম।
  • aka | 108.162.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:৪৪433401
  • ইলেকশন কভার করতে গিয়ে ঘুমের ইসে হয়ে গিয়েছে। ধুর
  • aka | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:৪৩433400
  • একই লজিক লোকে নিজ নিজ কমফর্ট জোনে থাকার জন্য বিভিন্ন ভাবে পরিবেশন করে থাকে একটু উল্টে পাল্টে বিভিন্ন কনটেক্সটে।
  • Amit | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:৪২433399
  • দু একদিন উঁকি মারা র টাইম পাইনি, এসে ভাট দেখে হুব্বা হয়ে গেলুম বাবা। আমেরিকান ইলেকশন নিয়ে এতো চাপ তো খোদ আমেরিকান গুলো ও নেয় না। তবে ভালো , কত কি জানা গেলো। :) :)
  • aka | 108.162.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:৪১433398
  • ঠিক অর্থনৈতিক ভাবে যে পিছিয়ে আছে তার পিছিয়েই থাকা উচিত। বিলিয়নররা টাকা কামিয়েছে যোগ্যতায়, তারা কেন বেশি ট্যাক্সো দেবে?

    গরীব নিজ যোগ্যতা দেখিয়ে বড়লোক হোক না কেন?
  • একক | 14.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:২৩433397
  • জোগ্যোতা ওর্জোন নয়। যোগ্যতার ন্যরেটিভ। যে কি দিয়ে যোগ্য ভাব বো।

    এই " যোগ্যোতা অর্জনের সুজোগ কোরে দেওয়া" টা এস্ট্যাব্লিসমেন্ট এর ধোঁকা। হাতির যোগ্যোতা অর্জন করে জিরাফ কী কর্বে???

    আগে এক্টা জিরাফ কে ভেটো দিয়ে এগিয়ে দিতে হবে যাতে যোগ্যোতার মাপকাঠি পাল্টায়।
  • অপু | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:১৬433396
  • অরণ্য দার লুঙ্গি আর হুতোর সে ছবি। আহা আহা :)))
  • aranya | 108.162.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:১৪433395
  • :-)
  • r2h | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:১৩433394
  • আমি টেকনোলোজি এবং যন্ত্রদের প্রতি গ্রসলি ডিসরেস্পেক্টফুল - গুগল-হোমকে স্টুপিড, সিরিকে ডাম্ব, আলেক্সাকে কি যেন সব বলেছি, তাই শেষের সেদিন ভয়ঙ্করঃ)
  • অপু | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:১২433393
  • আরে ধুর অরিন , পৃথিবী তে একটা দেশ নাকি ? সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। সে আমেরিকা-বাসী না হলেও
  • aranya | 108.162.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:১১433392
  • কেন তুমি কি দোষ করলে? বেশি ক্রিয়েটিভ বলে রোবট-্দের বিষনজরে?
  • aranya | 108.162.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:১০433391
  • স্ব্ল্পস্থায়ী লাল সেলাম, নিদ্রার সময় আগত @হুতো
  • r2h | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:১০433390
  • এক আলোচনা এক থ্রেড ঐ নিয়ে একটা কিযেন মাথায় এসেছিল। কিন্তু ওসব আপদ আর কেন, এত টেকনোলজি ভাল্লাগে না বাপু।

    সোহাগ বলেছে রোবোটরা যেদিন পৃথিবী দখল করবে, সবার আগে আমাকে ধরে নিয়ে যাবে।
  • aranya | 108.162.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:০৮433389
  • যোগ্যতা অর্জন করাটা ছেলেদের পক্ষে সহজতর, সেটা হতে পারে, বা প্রিভিলেজড ক্লাসে জন্মালে সহজতর ইঃ।
    কিন্তু একটা পদে যখন নির্বাচন হচ্ছে, তখন লিঙ্গ, ধর্ম, জাতি ইঃ আইডেন্টিটি কোন ফ্যাক্টর হওয়া উচিত নয়। পলিসি, যোগ্যতা, অভিজ্ঞ্তা এসবই বিবেচ্য হওয়া উচিত।

    যোগ্যতা অর্জনের প্রসেস-্টা যেন সবার জন্য সমান হয় -সেটা একটা আলাদা লড়াই। সেই লড়াইতে অবশ্যই সাথে আছি
  • S | 108.162.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:০৮433388
  • তবে আমেরিকার ইলেকশনে একটা বিশাল বড় সময় ধরে মহিলা এবং কালোদের ভোটাধিকার ছিলনা। সে ছিলনা, ছিলনা। কিন্তু যে যুক্তিটা ব্যবহার করা হত, সেআ ভয়ঙ্কর। মহিলা রাষ্ট্রপতি না হওয়াটা সত্যিই অন্তত কিছু একটার ইন্ডিকেটার তো বটেই। যেমন গতবার অন্তত খুব সামান্য হলেও কিছু লোকে হিলারিকে ভোট দেয়নি এবং, বা ট্রাম্পকে ভোট দিয়েছে হিলারি মহিলা বলে।
  • r2h | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:০৭433387
  • অরিনদা, লিখুন। এমনিতেই কিছু বুঝছি না, তার ওপর শুধু আমেরিকার লোকেরা কথা বললে আরো বুঝবো না। একটু ডাইভার্সিটির খাতিরেই নয় লিখুন।
  • r2h | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:০৫433386
  • আরে অরণ্যদার সঙ্গে অনেকদিন পর টাইম ম্যাচ করলো। লাল সেলাম।
  • সে | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ১০:০০433385
  • @অরিন
    “ আমি এখানে যে ভুল তা করছি সেটা নিউ জিল্যান্ডের মানুষের চোখ দিয়ে আমেরিকার ইলেকশনের ব্যাপারটা দেখবার চেষ্টা করছি। আমি একটা ছোট দেশে থাকি, সেখানে ভোট দেবার সময় মানুষ নানারকম অন্যান্য বিষয় ও বিবেচনা করে , যেমন একটা ভোট থাকে candidate এর জন্যে, একটা থাকে পার্টি'র জন্যে , ফার্স্ট পাস the পোস্ট উঠে গেছে এখন থেকে বহুকাল । ”
    একদম। ইয়োরোপের দেশগুলোতেও মোটামুটি সেরকমই।
    অ্যামেরিকায় এখনও প্রেসিডেন্ট হিসেবে কোনও মহিলাকে দেখবার মানসিকতা নেই।
    অনেক কিছু বলা যায়। লাভ নেই।
    হোম স্কুলিং বলে একটা ব্যাপার আছে, যেটায় অধিকাংশই মেয়ে।
  • একক | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:৫৯433384
  • প্রেসিডেন্ট কি চলমান অশরীরী? জেন্ডার থাকবে অথচ তাকে জেন্ডারের বেসিসে চয়েস করা যাবে না?

    তাহলে তো সোসাল চয়েসের প্রতিটা স্টেপেই এ কথা খাটে, জে জেন্ডার নয় জগ্যতা! শুধু মুখে বল্লেই হবে ঃঃ আমরা মেয়েদের ইকুইটির পক্ষে।

    আমি মনে করি সবখেত্রেই আইডেন্টিটি ম্যাটারস। কালো - সাদা, ছেলে - মেয়ে ম্যাটারস। ইলেকশন হোক বা সিনেমার পুরস্কার বা খেলাধুলায় এগিয়ে যাওয়ার সুজগ।

    কারণ আমরা জাকে "জগ্যতা " বলে একটা নইরবক্তিক জিনিস ভাবতে ভালবাসি, ওটা নিজেই চব্বিশ রকম আইডেন্টিটি ন্যারেটিভের মিক্সচার। এবং সেগুল খমতাবানের ন্যারেটিভ। ওই ন্যারেটিভ পাল্টাতে হলে আইডেন্টিটির কারড জরুরি।

    বাই ফরস একটা চাল উল্টে দিলে তবেই ত জবরদস্ত মারপিট হবে।
  • aranya | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:৫৮433383
  • অরিন, তেড়ে তো আসে নি কেউ, নিজের মতামত দিচ্ছে। আপনিও লিখুন, চলে যাবেন না
  • o | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:৫৪433382
  • টু গুড একলহমা! :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত