এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০৪:০৯432691
  • কাস্ত্রো, ভেনেজুয়েলার কথা আমেরিকার ইলেকশনে আলোচনা হবেই বা কেন? জাপানের অর্থনীতি যে বিগত তিন দশক ধরে দাঁড়িয়ে আছে বা সিঙ্গাপুরের পুরো অর্থনীতি যে একটাই পরিবারের হাতে বা সাউথ কোরিয়ার অর্থনীতি যে হাতে গোনা কয়েকটা বড় কোম্পানিদের হাতে বা ভারতের ইনকাম ইনিকুয়ালিটি নিয়ে তো আলোচনা হয়্না?
  • o | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০৪:০৬432690
  • কাস্ত্রো, ভেনেজুয়েলার কথা একজন সচেতন ভোটার ওরিড হবে কেন বুঝলাম না। তাহলে তো ভারতে ভোটে জিততে গেলে কাশ্মীর নিয়ে কথা বলা যাবে না। নিজের দেশের ইতিহাসকে কনফ্রন্ট করা প্রয়োজনীয়। ট্রাম্প যখন 'মেক আমেরিকা গ্রেট এগেন' বলে, তখন দেশ কবে গ্রেট ছিল, আদৌ ছিল কিনা, সেটা নিয়ে তর্ক করা দরকার। সোশালিজমই যদি বলেন, তো সোশালিজমের বড় শত্রু হচ্ছে ক্যাপিটালিজম নয়, ন্যাশনালিজম। চারদিকে এত দেশপ্রেমের জোয়ারে বার্নি আলাদা পজিশন নিচ্ছেন দেখে সত্যি ভাল লেগেছে।
  • S | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০৪:০৩432689
  • ট্রাম্প আরো চারবছর থাকলে এইদেশ পয়েন্ট অব নো রিটার্ণে চলে যাবে। আর ট্রাম্পকে একমাত্র বার্ণীই হারাতে পারে। বাকিদের চান্স নেই।
  • S | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০৪:০০432688
  • অ্যাভারেজ আমেরিকানের এস-ওয়ার্ড ভীতি কমবে যদি বার্ণী প্রেসিডেন্ট হন। যখন দেখবে যে ইউনিভার্সাল হেল্থকেয়ার কাজে দিচ্ছে (ওবামাকেয়ারের ক্ষেত্রে যেটা হয়েছে) বা ফ্রি কলেজ ইজ বেটার বা মিনিমাম ওয়েজ বাড়াতে সুবিধে হচ্ছে তখন এমনিতেই লোকেদের মধ্যে ঐসব ফালতু ভীতি চলে যাবে। এখনও আমেরিকার একটা বড় অংশ লোকজন কোল্ড ওয়ার এরাতে বাস করছে। আর মিডিয়াও ঐসব রোজ রোজ গেলায়।

    আমি শুধু চাই যে আমেরিকার লোকজন, ইনক্লুডিং রুরাল অ্যান্ড আন্ডারএডুকেটেড রিপাব্লিকানস, বার্ণীর প্ল্যানগুলো একবার শুনুক। আমি গ্যারান্টি দিচ্ছি বহু রিপাব্লিকানের পছন্দ হবে।

    আমি এরকম এক জনের সঙ্গে কথা বলে দেখেছি আগের ইলেকশনের সময়। সে বলছিল যে ইউনিভার্শাল হেল্থকেয়ারের ফলে তো ট্যাক্স বাড়বে। যখন বললাম যে কোনও প্রিমিয়াম, আউট অব পকেট দিতে হবেনা। একটু বোঝাতেই বললো, বাহ এটা তো ভালো মডেল।
  • aka | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ০৩:৫২432687
  • অ্যাজেন্ডার দিক দিয়ে বার্ণিকে সাপোর্ট করার কোনো মানে নেই।

    মেডিকেয়ার ফর অল বা সিঙ্গল পেয়ার কঙ্গ্রেসে পাস করাতে বার্ণির আর একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ প্রোভাইডার্স, বিগ ফার্মা, ইন্সিওরেন্স লবি সব বসে বুড়ো আঙ্গুল চুষবে না।

    বার্ণি হয়ত ওয়ান টার্ম প্রেসিডেন্ট হবে, তাও এই অথেন্টিসিটি বেচে থাক।
  • S | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ০৩:৫১432686
  • কিন্তু সেই আলোচনায় কাস্ত্রো, ভেনেজুয়েলা আসবে কেন? বার্ণী তো ওয়েস্টার্ণ ইয়োরোপিয়ান মডেল ইম্প্লিমেন্ট করতে চাইছেন।
  • o | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০৩:৫০432685
  • সোশ্যালিজমের ব্যাগেজ বলতে অ্যাভারেজ আমেরিকানের এস-ওয়ার্ড ভীতিকে বোঝাতে চাইলাম।
  • S | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ০৩:৫০432684
  • আমেরিকার পলিটিক্সে আগামী কয়েক দশকেও বার্ণীর মতন বামপন্থী প্রার্থী আর আসবে বলে মনে হয়্না। এক যদি এওসি টিকে যায় অতদিন। কিন্তু বার্ণী হারলে লং টার্মে লোকে এটাই বুঝবে যে আমেরিকায় সোশালিজম চলে না। সে তুমি যতই অথেনটিক হওয়না কেন? ফলে ইট উইল অল গো ব্যাক টু স্কোয়ার ওয়ান।
  • S | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ০৩:৪৬432683
  • বার্ণীর অ্যাজেন্ডা যে কমিউনিজমের ব্যাগেজকে ডিফেন্ড করা সেটা জানতাম না।
  • o | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০৩:৪৫432682
  • হ্যাঁ, অথেন্টিসিটির একটা দাম আছে। ক্যারাভান ইউএস অ্যাটাক করছে, এইসব প্রচারে ভোটারদের প্রভাবিত করতে পারাটা একটা ক্রেজি ট্রেন্ড। ইন ফ্যাক্ট, ডেমরা যখন রাশিয়া কল্যুসন নিয়ে এত চেঁচাল, তার পেছনে 'রাশিয়ান্স আর কামিং' প্রপাগান্ডাটাকে ইউজ করার কিছুটা আশা তারা পোষণ করেছিল। তালেগোলে ভোট জিতে আর লাভ নেই। দেয়ালে সবদিক দিয়েই পিঠ ঠেকে গেছে। এখন রাহুল গান্ধী হিন্দু মন্দিরে পুজো দিয়ে ভোট পেলে সেটা যেমন ইউজলেস, সেরকম বার্নি নিজের অ্যাজেন্ডা থেকে ডিস্ট্যান্স বাড়িয়ে জিতলে সেটাও কাজের কথা নয়। বরং নিজের জায়গায় স্টিক করে হেরে গেলেও তার একটা লং টার্ম দাম আছে।
  • S | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ০৩:৪৩432681
  • আমেরিকার ইলেকশনে কাস্ত্রো, স্তালিন, ভেনেজুয়েলা নিয়ে কথা বলাটাই ফলিং ইন্টু দ্য ট্র‌্যাপ অব বিগ সেন্ট্রিস্ট মিডিয়া। সেটা না বুঝলে কিছু করার নেই।

    ফর্চুনেটলি সেটা বার্ণী বুঝেছেন। সাউথ ক্যারোলাইনার পর যে ভাষণটা দিয়েছেন, সেখানে মূল টপিকে ফিরে গেছেন। বুঝেছেন ওগুলো ডাইভার্শান ট্যাকটিক্স। যাতে ইউনিভার্শাল হেল্থকেয়ার, ক্লাইমেট চেন্জ, ফ্রি কলেজ এডুকেশনের মতন আসল টপিক নিয়ে কথা বলার সময় কম পান। ঐ ভুল আর করবেন বলে মনে হয়্না।
  • aka | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০৩:৩৪432680
  • একদম বিরাট বড় হাতের ক।
  • o | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ০৩:৩২432679
  • বার্নি প্রথম দিন থেকেই জানেন অ্যাটাক করার সময় কমিউনিজম আর সোশালিজমের মধ্যে পার্থক্য রিপাবলিকানরা করবে না। স্টিল এস-ওয়ার্ড ইউজ করে গেছেন। এইটা তো শুধু ভোটে জেতার জন্য নয়। ওনাকে যারা ভোট দেবে তারা যেন সবদিক বুঝেশুনে ভোট দেয় সেইটা চাইছেন। তো এই সচেতন ভোটারকে অ্যাড্রেস করা, সারা পৃথিবীর পলিটিক্যাল কালচারেই এটা খুব প্রয়োজনীয় ব্যাপার। লিবারেল, কনজারভেটিভ দুই সাইডেই প্রচুর লোক আছে ভোটের রাজনীতি করার জন্য। বার্নি এই পয়েন্টেই তাদের থেকে আলাদা। সেইটা থেকে সরে যাওয়ার কোন মানে হয়না।
  • aka | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০৩:২৮432678
  • সেটাই হল কথা - বার্ণি জিতল কিনা সেটা বড় কথা নয়, বার্ণি হল অথেন্টিক, আগাগোড়া। সেটার জন্যই বার্ণি, আম্রিগার মিডিয়া এসব দেখেশুনে অভ্যস্ত নয়, যেখানে সবই হতে হবে ফার্স্ট প্যালেটেবল তারপরে তাকে মোড়ক দিতে হবে অথেন্টিসিটির।

    বার্ণি শুড রিমেইন হোয়াট হি ইজ।
  • S | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ০৩:২০432677
  • প্রথ্মত কমিউনিজম আর সোশালিজমের মধ্যে পার্থক্য আছে। তাছাড়া, সেই ব্যাগেজ সবসময় সবাইকে মনে করিয়ে দেওয়ার দরকার কি? বিশেষ করে নিজে থেকে। ভোট চাইতে গিয়ে আমাকে কেন ভোট দেওয়া উচিত নয়, সেটা বলাটা কি খুব বুদ্ধিমানের কাজ? আমার মনে হয় একটু বেশি কন্ফিডেন্ট হয়ে গিয়ে ওসব বলেছেন। আর বোধয় উল্লেখও করবেন না।
  • o | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ০৩:১২432676
  • "তবে আমি বার্ণীর কনসালটেন্ট হলে কাস্ত্রো, স্তালিন নিয়ে আর কথা বলতে বারণ করতাম।"
    বার্নি যদি সোশ্যালিজমের ব্যাগেজ নিয়ে জিততে না পারে, তাহলে আর জিতে কি লাভ?
  • S | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ০২:৫৭432675
  • কোয়ালিশান আবার কি? বস সাবোর্ডিনেট রিলেশানশিপ। প্রতি বছর একবার পুতিনের কাছে অ্যাপ্রেইজালের জন্য যায়। দেখেন নি?

    ট্রাম্পের বিজনেস যে রাশিয়ার টাকায় চলছে, সেটা যেকোনও রিপাব্লিকানকেও জিগালে বলে দেবে।
  • aka | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০২:৫১432674
  • আচ্ছা এই না বিগ এস কনস্পিরেসি থিওরীর বিপক্ষে?

    ট্রাম্প আর পুতিনের কোয়ালিশন এখনও অবধি কনস্পিরেসির বেশি কিছু নয়।
  • S | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ০২:৪৩432673
  • ওয়ারেণ তার খারাপ পারফর্মেন্সের জন্য বার্ণীকে দায়ী করেছেন। ভদ্রমহিলার পলিটিকাল কেরিয়ার ইজ গেটিং ফিনিশ্ড ইচ টাইম শি ইজ ক্রিটিসাইজিং বার্ণী।
  • একলহমা | ০২ মার্চ ২০২০ ০১:৩৭432672
  • @অরিন | 198.41.238.119 | ০২ মার্চ ২০২০ ০১:১৭
    পুরোপুরি :-)
    এবং ভীড়ের মধ্যে কেপমারী, ছিনতাই, খুনখারাবা সব সব সব।সব
  • একলহমা | ০২ মার্চ ২০২০ ০১:২৪432671
  • @অপু | 172.69.134.26 | ০২ মার্চ ২০২০ ০০:১৩
    ঘেঁটে আছি। তবে, আপনারা হল্লাগুল্লা যা মাচিয়েছেন সেগুলো পড়ে যাচ্ছি। :)
  • অরিন | ০২ মার্চ ২০২০ ০১:১৯432670
  • সবাই বলছে, সবাই লিখছে। ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না।
  • অরিন | ০২ মার্চ ২০২০ ০১:১৭432669
  • "সবার হাতেই মাইক্রোফোন।"
    সেটা অবশ্য একটা ভালো দিক, সত্যি মিথ্যে মিশিয়ে বেশ একটা জমজমাট ব্যাপার। বেশ একটা গ্রামের মেলা মেলা ভাব।
  • অর্জুন | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০০:৫৬432668
  • গতকাল (২৯.০২.২০২০) বাঘাযতীন থেকে রাণীকুঠি একটি নাগরিক মিছিল হল। মিছিলের উদ্দেশ্য নো এন আর সি, সি এ এ। মিছিলের শুরুতে দুজন মিছিলের উদ্দেশ্য সম্পর্কে ব্রিফ করলেন। তারপর কয়েকজন ছাত্র, ছাত্রী মিলে বিঠফেনের রেকর্ড বাজিয়ে পথনাটিকা। তারপর কবিতা পাঠ ও সমবেত সঙ্গীত, পরিশেষে জাতীয় সংগীত। এর পর মিছিল। মিছিলে গলা মিলিয়ে গাওয়া হল দ্বিজেন্দ্র-গীতি, রবীন্দ্রনাথ ও অতুলপ্রসাদের গান। চলল নানারকম স্লোগান (কিছু অবশ্য আজকাল বড্ড এক ঘেয়ে লাগছে)। মিছিলের শেষে খবরের কাগজ পুড়িয়ে মশাল জ্বালানো। এ ছাড়া কোনো বাড়তি উত্তেজনা ছিল না। 

  • Atoz | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০০:৫৬432667
  • অরিন, একেই বলে গণতন্ত্র। সবার হাতেই মাইক্রোফোন। বলে দিয়েছে, "বল ব্যাটারা কী বলবি বল" ঃ-)
  • অরিন | ০২ মার্চ ২০২০ ০০:৫১432666
  • "মর্জিনা মুচকি মুচকি হাসে, কারণ এরই মধ্যে কোথাও আলিবাবার দেয়ালও আছে, মিশে আছে অন্য সবার মধ্যে। ইভেনচুয়ালি সেই দেয়াল একদিন আইন্ডেন্টিফাই করা যাবে, তখন মর্জিনা অন্য কৌশল নেবে। ঃ-)"

    সেই ।
    খড়ের গাদায় খড়ের টুকরো খোঁজার অবস্থা ।
    বা,
    ক্ষেপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর । সমুদ্রের তীরে মেটাল ডিটেক্টর দিয়ে আংটি খোঁজার কেস ।
  • এলেবেলে | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০০:৪৬432665
  • ব্রতীনবাবু, ০০:১৪

    মরার কিছু নেই। পিতিজ্ঞে করেছি সমর সেন নিয়ে ভাটিয়ালিতে কোনও কথা নয়। আসলে @b, কবিতাটা খুঁজছিলেন তাই এখানে দিলাম। 

  • Atoz | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০০:৩৩432664
  • আর এই অনলাইন সোশ্যাল মিডিয়া হয়েছে এক মস্ত মর্জিনা। সবার দেয়ালেই মার্ক করে দিয়েছে, এইবারে বার কর ব্যাটারা কোনটা আলিবাবার বাড়ি। কিছুই বোঝার উপায় নেই, সবই অসাম। সবই আউটস্ট্যান্ডিং। মর্জিনা মুচকি মুচকি হাসে, কারণ এরই মধ্যে কোথাও আলিবাবার দেয়ালও আছে, মিশে আছে অন্য সবার মধ্যে। ইভেনচুয়ালি সেই দেয়াল একদিন আইন্ডেন্টিফাই করা যাবে, তখন মর্জিনা অন্য কৌশল নেবে। ঃ-)
  • Atoz | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০০:২৯432663
  • @অরিন, হ্যাঁ, সে তো হয়ই। বড় বড় সভায় যারা বলেন টলেন, তাঁরা তো বলতেই আসেন। বলে টলে চাদর, মিষ্টির বাক্স আর ফুলের্তোড়া নিয়ে চলে যান। অন্ধকার হলভরা দর্শক হাঁপ ছেড়ে বাঁচেন, কারণ তারপরেই শুরু হবে নৃত্য-নাট্য। ইতিমধ্যেই "সাতভাই চম্পা জাগো রে জাগো" মাইকে বাজতে শুরু করে দিয়েছে।
  • অরিন | ০২ মার্চ ২০২০ ০০:১৯432662
  • "নানা শব্দের ভিতর দিয়ে কোথা থেকে আসছে অতি মৃদু কুহুরব। শোনা যায় কি যায় না। কিন্তু আছে। শব্দের জঙ্গলে সেই হল বাঘ।"

    ভালো বলেছেন ।
    এ ব্যাপারটা অবশ্য জীবনের অনেক ক্ষেত্রে চলে, কারণ ঐভাবেই হয়ত আমাদের তাবৎ ইন্দ্রিয়, জীবনের সুরের তানে বাঁধা থাকে । তার একটা উদ্বর্তনগত প্রয়োজনও ছিল ।

    কিন্তু আজকালকার দিনে বিশেষ করে অনলাইন জগতে একটা মস্ত সভায়, যেখানে অনেকে অনেক কথা বলছেন, সেই জায়গাটায় শুধু শুনতে "চাইলে" কনফারমেশন বায়াসএর একটা ব্যাপার থেকে যায় । যেটা শুনতে চাই, সেইটুকুই শুধু শুনবো। মন যাকে জানে না কান তাকে শোনে না, সেটাও তো হয় । যাকে জানি চিনি তারটুকুই, সেইটুকুই শুধু শুনবো । যাকে চিনি না জানি না, তার কথা শোনার প্রয়োজন নেই, পড়া তো দূরে থাক ।

    এই সব কারণেই মনে হয়, অনেকে আবার শোনেনও না, বলবার তাড়া খুব থাকে কি না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত