এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:২০432480
  • একটু সময় লাগলো। পোস্ট করতে গিয়ে দেখছি আগেই একজন ক'রে দিয়েছে। তবু করেই ফেললাম যখন, দিয়েই যাই-
    -----------------------------------------
    সব মনে থাকবে, সবই মনে থাকবে বন্ধু
    তোমার লাঠি আর গুলি যে প্রাণ নিলো
    সেই স্মৃতিতে মনের আগুন জ্বলবে
    সব মনে থাকবে, সবই মনে থাকবে।

    জানি কলম তোমার মিথ্যে কথাই লিখবে যে,
    রক্ত দিয়েও সত্য তবু লিখেই যাবো
    সব মনে থাকবে, সবই মনে থাকবে।

    দিনেদুপুরে মোবাইল, ইন্টারনেট, টেলিফোন বন্ধ ক'রে
    দুপুররাতে গোটা শহর নজরবন্দী ক'রে
    ঘরে ঢুকে আমার জীবন ধংস ক'রে
    মাড়িয়ে দু-পায় আমার হৃদয় চৌমাথায়
    সভায় হাজির তোমার ঠোঁটের মুচকি হাসি
    সব মনে থাকবে, সবই মনে থাকবে।

    দিনের বেলার লোক দেখানো মিষ্টি কথা,
    'হয় নি কিছুই' - কাঁপা গলার সান্ত্বনা
    আঁধার হলেই প্রতিবাদীর রুদ্ধ স্বর,
    মার খাওয়া কে মারার দায়ে দায়ের ,
    সব মনে থাকবে, সবই মনে থাকবে।

    মনে থাকবে দেশকে ভাঙার চাতুরি তোর,
    থাকবে মনে দেশ বাঁচানোর স্বপ্ন মোর,
    যখন যখন কাপুরুষের উঠবে কথা,
    তোমার গাথাই থাকবে আমার, সবার মনে।
    নতুন ভোরের কথা যদি কেউ বলে,
    বলবে তারা আমার, আমাদের ভাষা।
    অস্ত্র তোমার মারতে যাদের পারল না,
    মোহর তোমার ব্যর্থ যাদের কিনতে যে,
    ওরাই তারা সামনে দাঁড়ায় প্রলয় হেরি,
    মৃত্যুদূতের সঙ্গে ক'রে দরাদরি।

    চোখের পাতা পড়তে যদি ভুল করে,
    বসুন্ধরা থেমেই থাকে ভুল ক'রে,
    আমায় তোমার দাবিয়ে রাখা ভুলবো না,
    মুক্তি চেয়ে আমার এ গান থামবে না।

    তুমি কেবল আঁধার দেখো চারদিকে,
    আমরা দেখি জ্যোৎস্না ধোয়া পূর্ণিমা।
    তোমার জেলের দেওয়াল বুঝি উচ্চ খুব
    জেনে রেখো তাতেও আছে ফাঁক ফোকর
    তোমার নালিশ তৈরি রেখো, ভয় কী তার!

    মারতে চাও তো মারতে পারো, পার পাবে?
    মরার পরেও ভূতের মতো লিখেই যাবো,
    হাসতে পারো আমার কথায়, আমার গানে
    আমার খুনের প্রমাণ আমি রেখেই যাবো।
    বধির যাতে শুনবে এমন উচ্চগ্রাম,
    বন্ধ চোখে দেখবে এমন সে ফরমান।

    তোমার হাতে চোখ ধাঁধানো নকল ফুল
    আমার বুকে রক্তে রাঙা লাল গোলাপ
    জোর খাটিয়ে ফোটাও যদি তোমার হুল
    লেখা হ'বে আকাশ পারে 'ইনকিলাব'।

    সব মনে থাকবে, সবই মনে থাকবে,
    শাপের জন্য তোমার নাম, কালির জন্য মুখ তোমার,
    ভুলছি না, ভুলবো না, শপথ রাখি এই আমার।
  • Du | 172.69.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:১৫432479
  • ডিলিট করা হোক কদর্য কমেন্ট।
  • pi | 172.69.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:১১432478
  • কুলদা রায়ের এই পোস্টটা পড়লাম,

    নিউ ইয়র্কে সনজীবন সরকার নামে একজন মানুষ আছেন। বাড়ি বাংলাদেশের গাইবান্ধা। বামরাজনীতি করতেন। তিনি কবি এবং আর্টিস্ট। এখন নিউ ইয়র্কে সাংবাদিকতা করেন বাংলা পত্রিকায়। একটা সাপ্তাহিক পত্রিকা বের করেছিলেন। বছর খানেক চলার পরে সেটা ফেল মেরেছে।

    তার বেশ কয়েক হাজার ডলার মেরে দিয়েছেন আরেকজন ইউ ইয়র্কার বাংলাদেশী। তিনি ধর্মের দিক থেকে মুসলমান।

    ধর্মের দিক থেকে সনজীবন কুমার হিন্দু। পূজার সময় তার পরিবার মন্দিরে যান-- ফেসবুকে সে ছবি দেখেছি।
    ধর্মের দিক থেকে একজন মুসলমান একজন হিন্দুর টাকা মেরে পথে বসিয়ে দিলেন, তাতে সনজীবন কুমারের রাগ হওয়ার কথা। মোটা দাগে মুসলমান বিদ্বেষী হওয়ার কথা স্বাভাবিক বাঙালি সমাজে। সেটাই তো আমাদের মতো এই ঘৃণাবাদী বাঙালি সংস্কৃতির ধারা।

    সনজীবন কুমার সত্যি সত্যি কি বামপন্থী থেকে হিন্দু হয়ে গেছেন? কী রকম হিন্দু? অপু উকিলদের মতো সরকারি হিন্দু? না, ভারতের হিন্দুত্ববাদী মোদীর রামভক্ত হনুমান হিন্দু?
    না। সেটা হননি। বরং গেল বছর রোজার সময়ে তিনি তার কিছু হিন্দু বন্ধুবান্ধবদের জড়ো করে রোজাদার মুসলমানদের ইফতারি বিতরণ করেছেন। এই খবর পত্রিকায় দেখেছি।

    নিউ ইয়র্ক জায়গাটা বেশ মজার। এখানে হিন্দু বাংলাদেশীদের নড়াচড়া খুব বেশি দেখা যায় না। তারা ঘোপেঘাপে থাকে। বাংলাদেশে ধোলাই খেতে খেতে তাদের মেরুদণ্ড আর সোজা হয়নি। এদের কয়েকটি মন্দির আছে। সেই মন্দির নিয়ে আছে রেশারেশি। নমোশুদ্র মতুয়ারা অনেক কষ্টে একটা নমোশুদ্র মন্দিরের জন্য বাড়ি কিনেছিল। সেই বাড়িটি আবার একজন নমোশুদ্র ডাক্তার আত্মসাৎ করেছেন। ফেসবুক খুললেই দুপক্ষের গালিগালাজ শাপশাপান্ত শোনা যায়। তবে শ্রী শ্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে এই নমোশুদ্রদের মতুয়া গ্রুপ নিউ ইয়র্কে বিজয় উৎসব করেছিল।

    আছে অনুকূলচন্দ্রের সৎসঙ্গী। ভারত সেবাশ্রম। ইসকন। আরো এটা সেটা বহুকিছু। প্রতি বছরই এরা দলে দলে বাসে করে নব বৃন্দাবন যাত্রা করে। তবে একটা পর্যবেক্ষণ বলি, এই হিন্দু বাংলাদেশীরা একজন আরেকজনকে আড়ালে নিন্দে-মন্দ করেন। এক হিন্দু আরেক হিন্দুর বিপদে আপদে হাত গুটিয়ে রাখেন। জয় শ্রীরাম।

    নিউ ইয়র্কে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ। একটা নয়-- দুটো। একটার নেতৃত্বে দ্বিজেন ভট্টাচার্য ওরফে শঙ্কর ভট্টাচার্য। আরেকটার নেতৃত্বে আছেন সীতাংশু গুহ। দু গ্রুপই বাংলাদেশে হিন্দু নিপীড়নের ঘটনা ঘটলে বিবৃতি দেন। বাংলাদেশের মন্ত্রী টন্ত্রী এলে দেখা সাক্ষাৎ করেন। নিউ ইয়র্কে হিন্দু নেতা এলে তাকে নিয়ে সভা করেন। আর হিন্দুত্ববাদী বিজেপির লোকজন এলে ওরে প্রাণের ভাই বলে জড়িয়ে ধরেন বলে শোনা যায়।

    ভারতে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার পরে সংখ্যালঘু মুসলমান বিরোধী নীতি গ্রহণ করেছে। তারা যেনতেন প্রকারে ভারত থেকে মুসলমানদের তাড়িয়ে দেবে। এটা নিয়ে গেল এক বছর মহা হৈচৈ শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে দিল্লীতে মোদির দল ঘোষণা দিয়ে মুসলমানদের আক্রমণ করেছে। তাদের সহায় সম্পদ লুটপাট করেছে। অনেক বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। যে বিচারপতি আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্য বিভাগকে, দাঙ্গাকারীদের আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন সেই বিচারপতিকে রাতের অন্ধকারে দিল্লী থেকে বদলী করে দিয়েছে হিন্দুত্ববাদী মোদীর সরকার।

    ভারতের এই সংখ্যালঘু নিপীড়ন নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি নিউ ইয়র্কের কোনো হিন্দু প্রতিষ্ঠান। কোনো প্রতিবাদ করেননি শঙ্কর ভট্টাচার্য বা শীতাংশ গুহবাবু৷ তারা নিরবে আছেন।

    এর মধ্যে আওয়াজ তুলেছেন ব্যক্তিগতভাবে সুব্রত বিশ্বাস। তিনি উদীচী করেন। কিন্তু উদীচীর প্রধান জীবন বিশ্বাসের মুখে রা নেই। তিনি নানা আন্তর্জাতিক বিষয় নিয়ে বিজি। এমন কি আমেরিকায় অবস্থান করা প্রিয়া সাহাও ফেসবুকে আরো নিরব। হিন্দু নির্যাতন হলে কথা বলতেন।

    কিন্তু বলতে চান সনজীবন কুমার। ভারতে সংখ্যালঘু মুসলমান নিপীড়ণ বন্ধ করার দাবী তুলতে চান। করতে চান ফ্যাসীবাদী হিন্দুত্ববাদী বিজেপির এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ। সেজন্য আজ শুক্রবার বিকেল চারটায় জ্যাকসন হাইটসে প্রবল শীতের মধ্যে মানব বন্ধন করবেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে-- সম্প্রীতির পক্ষে।
    না। তিনি একা করবেন না। তার সবাইকে নিয়ে করবেন। হিন্দু হিসেবে নয়-- করবেন মানুষ হিসেবে।

    আগে মানুষ। তারপর হিন্দু, মুসলমান, খ্রিস্টান.... নাস্তিক।

    সেল্যুট সনজীবন কুমার। সেল্যুট গোপাল স্যান্ন্যাল। সেল্যুট সুব্রত বিশ্বাস।
  • | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪৬432477
  • কানহাইয়া , খালিদ, বর্তমান দের সিডিশন কেস দিয়ে দেবে আর কি, সব কোর্ট ই তো সঙ্গে।
  • বেঙ্গলী | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ২০:২১432476
  • বাপরে, গিন্নী যে দেশের এই ক্রান্তিকালে চাড্ডি হয়ে যায় নি, ঘরের মধ্যে যে স্বাভাবিকভাবে গল্প করা যাচ্ছে, এতেই এখনও অব্দি আমি চরম সুখী। দেশের থেকে আর কিছু প্রত্যাশা নেই।
  • Du | 172.69.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ২০:১৪432475
  • কি আশ্চর্য্য আমিও এই সব ইয়াদ রক্খা জায়েগা লিন্ক দিয়ে গেছিলাম রাত্রে - দেখছি ওঠে নি কিন্তু দে দিয়ে দিয়েছে আর একটা দারুন অনুবাদও হয়ে গিয়েছে। সব গুরুতুতো ভাইবোনই বটে ঃ)।
  • g | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৯:২৯432474
  • কপিল সিবাল এর কবিতা

    Speedy response !

    Thank you Modiji for making an appeal to our brothers and sisters after 69hours of silence .

    In the meantime :

    38 dead , still counting
    Over 200 injured
    Thousands scarred
    Properties destroyed

    As for our CM
    He prayed !

    And your minister blames Congress
  • একলহমা | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৮432472
  • মনে থাকবে | 162.158.118.169 | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৬
    অসাধারণ হয়েছে।
  • j | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৭432471
  • কারা যে এসব লেখে?

    পড়ে থাকা ফল আর
    ঝরে পড়া ধান
    খেয়ে বেঁচে আছে
    কিছু শাকাহারি প্রাণ....

    তারা কপালে তিলক
    আঁকে, মুখে রাম নাম।
    তারা ননভেজ ডোলানের
    জুতো কে প্রণাম-

    করে তলোয়ারে ধার
    দ্যায়, ছুরিতেও শান...
    তারা সহজেই কিলোদরে
    হিন্দু বানান।

    যত ম্লেচ্ছ দলিত,
    সব ঝাপসা চলিত,
    শুদ্ধ করার রীতি
    পিটিয়ে জানান...

    তারা অতি ধার্মিক,
    তারা যোনিদ্বারে শিক
    তারা মাংস দেখলে ভাবে-
    সবই স্যাটানিক...

    ওরা গঙ্গার জল,
    ওরা ফোটা পরিমল,
    ওরা মৃত মোল্লাকে বলে-
    'জনগন বল'...

    ওরা আমাদেরই লোক,
    মুখে মৃত্যুর শ্লোক...
    ওরা দেশ শোধরাবে
    বাপু, হোক জয় হোক।
  • টই | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২০432470
  • টইয়ের সঙ্গে লগিনের কোন সম্পর্ক নেই তো, টই প্রাক লগিন যুগের ব্যাপার।
    আর, থ্যাঙ্কিউ। তবে এইসব লিখতে টিখতে হওয়াটাই দুঃখের বিষয়। মানুষের চৈতন্য হোক।
  • de | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৪১432469
  • আমি লগইন করতে পারিনা - তাই টইতে তুলে রাখতে পারছি না -

    ভরসা, একটু তুলে রাখুন না টইতে -
  • একক | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩২432468
  • সঙ্গখ্যাগুরুর পৌরুষকে সবাই এদিক ওদিক কোরে এক্সেপ্ট কোরে নেন, তাই। হেঁদু তার মোল্লা ভাই কে এট্টু শাসন কর্বে এটা জায়েজ। খুন করে ফেল্লে তখোন তাকে পালনের ধর্ম মনে করিয়ে দিতে হবে। ব্যাস। গোটা হিলেলি ইন্টেলিজেন্শিয়াও এই বড় ভাই মডেলেই দেখে। নিউজ পেপার প্রতিফলন মাত্র।
  • de | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩১432467
  • খুব খুব ভালো হয়েছে! শেষ কতগুলো প্যারা জাস্ট অনবদ্য! অনেক অনেক ধন্যযোগ!
  • ভরসা | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৪432466
  • @বাঃ ১৭:১৬, হ্যাঁ সে ঠিক আছে। অনুবাদটা পড়েছেন তার জন্যে ধন্যবাদ, শেয়ার করার মত মনে হয়েছে - সেটা জেনে ভালো লাগছে।

    এই সব দিন কেটে যাক। "ভরসা যেন না পায় যত দাঙ্গামুখো হতচ্ছাড়া/ সবাই মিলে বেঁচে থাকার ভরসা তাদের করুক তাড়া"
  • o | 172.68.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৮432465
  • এই বিজেপি দাঙ্গা বাঁধালে মিডিয়া ও অন্য দলগুলো প্রতিবার ন্যাকার মত রাজধর্ম পালন করুন কথাটা বলে কেন কে জানে!
  • বাঃ | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৬432464
  • তাহলে কি শেয়ার করার সময় 'সংগৃহীত' লিখব?
  • নাম | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৪432463
  • হ্যাঁ নাম দিই আর খপ করে এসে ধরুক। দিনকাল খুব খারাপ।
  • বাঃ | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১১432462
  • এটা কে অনুবাদ করলেন? নাম দিন। চমৎকার হয়েছে তো।
  • মনে থাকবে | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৬432461
  • মনে থাকবে সব, সবই মনে রাখা হবে
    কড়ায় গণ্ডায় গুণে মনে রেখে দেবো সবকিছু

    আনো যদি অন্ধকার রাত আমরা এঁকে আসবো রুটির মতন গোল চাঁদ
    লোহার গরাদ লেখো জেলখানা সেল লেখো পাথুরে দেওয়াল যদি লেখো
    দেওয়ালের গায়ে আমরা লিখে আসি সব প্রতিবাদ
    ফরমান পরোয়ানা এফআইআর লেখো যদি আমরা লিখছি আগুয়ান
    গুমখুন করে দাও আমাদের প্রেতগুলি লিখে যায় তোমাদের খুনের সাবুদ।

    আদালতে বসে বসে ন্যায়ের তামাশা লেখো তুমি
    অলি গলি রাজপথে আমরা মানুষের জয় লিখে রাখি
    মানুষের জয় লিখি জনতার জয় লিখি সাম্যের জয় লিখি এত
    যেন অন্ধ যে আজ সেও পড়ে নেয় কাল, শোনে আজ যে বধির হয়ে আছে।

    এত জোরে বলি যেন আজ যে বধির সেও কাল শোনে মানুষের জয়
    এত বড় লিখি যেন আজ যে অন্ধ সেও কাল পড়ে, মানুষের জয়
    তুমি তো শিকল লেখো তোমার পায়ের নীচে চেপে
    তুমি তো শিকল লেখো, আকাশে তাকিয়ে দেখো লেখা ইনক্লাব
    তোমার উপড়ে আনা নকল ফুলের পাশে দৃপ্ত গোলাপ।

    মনে থাকবে সব, সবই মনে রাখা হবে
    কড়ায় গণ্ডায় গুণে মনে রেখে দেবো সবকিছু
    তোমাদের লাঠি গুলি বুকে নিয়ে পিঠে নিয়ে শহীদ হয়েছে ভাই বোন
    মনে রেখে দেবো তার রক্ত অশ্রু চিৎকার
    আমাদের হৃদয়েরা ক্ষত নিয়ে বরবাদ হয়ে যাবে
    লিখে যাবে আকাশে ইনক্লাব।

    কড়ায় গণ্ডায় গুণে মনে রেখে দেবো সবকিছু
    তোমার পেটোয়া সং লেখে যত মিথ্যা দলিল
    আমার রক্তে লেখা ইস্তেহার ছেয়ে যাবে পথ থেকে পথে।

    কাগজ হাসপাতাল স্কুল নেট টেলিফোন
    আতুর শীতের রাতে শহরের সকল দুয়ার
    বন্ধ করে অন্ধকারে অতর্কিতে বুলডোজার বন্দুক সাঁজোয়া
    ঢুকে আসে, তছনছ আমাদের সামান্য উঠোন
    আমাদের সামান্য জীবন, সামান্য চাহিদা মানুষের
    পিষে দিয়ে আমাদের সন্ততি রাজপথে প্রাণহীন
    তার লাশ দেখে তোমাদের হাসির আমোদ
    আমাদের এই হাহাকার
    তোমাদের এই ক্রূর হাসি, আজ
    মনে থাকবে সব, সবই মনে রাখা হবে
    কড়ায় গণ্ডায় গুণে মনে রেখে দেবো সবকিছু।

    দরবারে মিষ্টি মিথ্যে বুলি
    শান্তিকল্যাণ এই মুখোশের আড়াল থেকে ভান
    দরবারে মিথ্যে শান্তির আওড়ানো
    রেখে আড়ালে ঝাঁপিয়ে পড়ো লাঠি গুলি বন্দুক অস্ত্রের এই আস্ফালন
    সামান্য জীবনের অধিকার, কথা বলা, খাদ্য বস্ত্র চাওয়া মানুষের
    ওপরে ঝাঁপিয়ে পড়ে তোমার বাহিনী, ছিঁড়ে খুঁড়ে ছিন্নভিন্ন জনতার
    আর্তনাদ, মনে থাকবে, প্রতিরোধে, প্রতিবাদে, গর্জনে, ইনক্লাবে
    প্রতিটি মুহূর্ত, কথা, প্রতি লাঠি গুলি সব কিছু।

    প্রতিটি হাড়ের গায়ে দধীচির মত
    লেখা থাকবে এই সব দম্ভ বিকার
    আমার সাকিন চাও কাগজ চেয়েছো এই অস্তিত্ত্ব যাঁচাই হবে নাকি,
    আমার সাকিন লেখা আচে এই প্রতি হাড়ে প্রতিটি রক্তকণিকায়
    যতক্ষণ তুমি থাকবে তোমার দম্ভ বিকার
    থাকবে তোমার মিথ্যা মেডুসার বিষ সম্মোহন
    আমরা প্রতিটি রক্তকণায় লিখে মনে রাখবো তোমার বিকার।

    সবাই রাখবে মনে কিরকম ছক করেছিলে
    আমার এ সুজলা সুফলা দেশ টুকরো করে নিলামে চড়াতে
    আর সবাই রাখবে মনে কত রক্ত ঢেলে
    আমরা এ মাটির দেশের মানুষ ভালোবেসে
    এক করে রাখার স্বপ্ন বুনে গেছি।

    অনাগত পৃথিবীতে যখনই বিশ্বাসহন্তা, ভীরুতার
    কথা উঠবে, তোমাদের নাম উঠবে তার পাশাপাশি।
    সবাই রাখবে মনে কত রক্ত ঢেলে
    আমরা এ মাটির দেশের মানুষ ভালোবেসে
    মানুষের ভরসার স্বপ্নের আমরা করেছি আবাদ।

    অনাগত পৃথিবীতে যখনই বলবে কেউ, কেমন জীবন ভালোবাসে
    আমাদের নাম নেবে, আমরা যাদের স্বপ্ন এত দৃঢ়
    কোন লাঠি গুলি সাঁজোয়া বুলডোজার দিয়ে
    ভাঙেনি তা, আমাদের মগজ দিইনি বেচে
    আমাদের ভালোবাসা বেচে দিইনি
    প্রভুদের ছুঁড়ে দেওয়া নোংরা আধুলিতে, যেমন তোমরা দিয়েছিলে।

    বলবে এমন কিছু লোক, অল্প তারা কিন্তু নিজের বুক দিয়ে
    রুখেছিল সর্বনেশে ঝড়, নিজেদের মৃত্যু বাজি রেখে।

    থেমে যদি যায় এই আহ্নিক গতি, ফুলের সুবাস, মানুষের পরিযায়ী চলা
    তবু আমাদের গান ছুটে যাবে জনপদ থেকে দূর অন্য জনপদে
    আমাদের ছিন্ন ডানার রক্ত ছিটে, আমাদের ভাঙা, বসা, শ্রান্ত মরিয়া গলার স্লোগান
    আমাদের মানুষের প্রতি ভালোবেসে এই মরিয়া লড়াই
    ছুটে যাবে সময়ের মালাট পেরিয়ে হাওয়া ছুঁয়ে।

    মনে থাকবে সব, সবই মনে রাখা হবে
    কড়ায় গণ্ডায় গুণে মনে রেখে দেবো সবকিছু

    এত জোরে বলছিই এসব যেন আজ যে বধির সেও কাল শোনে মানুষের জয়
    এত বড় লিখছি যেন আজ যে অন্ধ সেও কাল পড়ে, মানুষের জয়
    তুমি তো শিকল লেখো ঘৃণার গোড়ালি দিয়ে পিষে
    তুমি তো শিকল লেখো, আকাশে তাকিয়ে দেখো লেখা ইনক্লাব
    তোমার উপড়ে আনা নকল ফুলের পাশে বেঁচে থাকা রক্ত গোলাপ।
  • দোবরু পান্না | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৩432460
  • হ্যাঁ মাহবুব লীলেন এর লেখায় ওই কমেন্টগুলো নিয়ে কিছু করা দরকার - সম্ভব কি? টেস্টার একটু দেখুন না

  • quark | 14.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৫432459
  • "বিজেপি এখন বিরোধীদের দুর্বল করার জন্যে এবং জনতাকে ভড়কাবার জন্যে এই ধরণের discourse দেবে।"

    বুঝ্লাম। কিন্তু সেতো দেবেই, সেটাই তো প্রত্যাশিত। তার জন্য আলাদা ক'রে হতাশ হওয়ার তো কিছু নেই।
  • de | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৯432458
  • মাহবুব লীলেনের লেখার নীচে মন্তব্যগুলো মুছে ফেলা যায় না ? অতো সুন্দর একটা লেখা! কতো বাইরের লোককে রেফার ও তো করি মাঝে সাঝে - প্রথমবার সাইটে এসে যাঁরা এইগুলো দেখবেন, তাঁদের অন্যরকম একটা ইমপ্রেশন হয়ে যাবে -
  • de | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১২432457
  • বড়েস, ও'রম সাপোর্ট করা লোকে তো চারপাশ ছেয়ে আছে, কতজনকে চিনে রাখবো? দিল্লী তর্কে কথা বল্লে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বলে, ক্যা নিয়ে তক্কো করলে মুসলমানের জনসংখ্যা বাড়া নিয়ে বলে, গুজরাত নিয়ে কিছু বল্লে মুসলমানের কটা বৌ তা নিয়ে চিল্লামিল্লি করে - গোলপোস্ট সরিয়েই যায়! এতো বেশী "ওরা, ওদের" শুনতে হয় আজকাল! যাদের কোনজন্মে কারোর দেশভাগের কোন আঁচ গায়ে লাগেনি, তারা দেশভাগ নিয়ে, তৎকালীন হিন্দুদের ওপর হওয়া অত্যাচার নিয়ে কেঁদে মল্লো -

    সবচে' বড়ো কথা, তথাকথিত ডিগ্রী শিক্ষায় শিক্ষিত লোকজন, বেশী না, এই বছর দশেক আগেও সেকুলারিজমকে শিক্ষার একটা অঙ্গ ধরতেন - মাত্র বছর দশেকেই দেশপ্রেম আর সংখ্যালঘু- বিদ্বেষ একই লেভেলে পরিগণিত হোলো কি ভাবে? প্রশ্ন করলেই দেশদ্রোহী, লজিক বোঝালেই পাকিস্তান যাও -
  • অর্জুন | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৬432456
  • * তাহির হুসেন
  • অর্জুন | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৫432455
  • @quark আমি যেটা বলতে চাইলাম সেটা বোঝেননি । বিজেপি এখন বিরোধীদের দুর্বল করার জন্যে এবং জনতাকে ভড়কাবার জন্যে এই ধরণের discourse দেবে। এটা খুব dangerous। বিরোধীদের অবস্থা তো ভাল নয়।  কংগ্রেসের ভাবমূর্তি ভাল নয়। 

     Discourse and narrative are important to shape public opinion but unfortunately it seems BJP is having the field to itself and the opposition and protestors are just trapped in the BJP constructed discourse and narrative. If change is really desired then the discourse needs to change first but who will listen!

    বিজেপি এখনো তাহির খান ভার্সেস অঙ্কিত শর্মা খেলে যাচ্ছে। 

    মিডিয়া তাহির খানকে দেখিয়ে যাচ্ছে, মাঝে মাঝে কপিল মিশ্র । তাহির খানেরটা লোকে খাবে বেশী। 

    •  
  • S | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৯432453
  • এইটা দেখুনঃ
  • | 162.158.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৭432451
  • ঘটনা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে চলেছে, বডি কাউন্ট আপাতত ৪২। এক ই সঙ্গে কারফিউ তুলে নেওয়া হয়েছে, আশা করা যায় এর পরে র ঘটনা মাইক্রোস্কোপেও দেখি যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত