মদ্ভাগবত গীতা নিয়ে দামোদর কোসাম্বীর লেখা কেউ পড়েছেন ? খুব ইন্টারেস্টিং । কোসাম্বী লিখেছেন গীতা ছিল উচ্চবর্ণীয়দের পাঠ্য পুস্তক। উনি অবশ্য 'leisurely class' শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ যাদের অবকাশ যাপনের অনেক সময়, খেটে খাওয়া মানুষ নয়। উনি পয়েন্ট আউট করেছেন কবীর, নানক, নামদেব, জয়দেব এমনকি চৈতন্য তাদের কথা জাস্টিফাই করতে বা রেফারেন্স হিসেবে গীতাকে আশ্রয় করেননি। উল্টোদিকে উনিশ শতকে তিলক, গান্ধী, শ্রীঅরবিন্দ, রাধাকৃষ্ণান গীতাকে নিয়ে আলোচনা করেছেন।
উনি এও মনে করেন গীতার প্রচারের সূচনার সঙ্গে ঔপনিবেশিক শক্তির একটা যোগ আছে। কোরান ও বাইবেলের মত সমমানের একটি হিন্দু টেক্সটের প্রয়োজন হয়ে পড়েছিল এবং ব্রাহ্মণ পণ্ডিতরা তখন গীতাকেই টেক্সট হিসেবে বেছে নেয়।
রবীন্দ্রনাথেরও গীতা নিয়ে কোনো লেখা নেই।
র য়ে য ফলা আকার ও লেখা যাচ্ছে না।
ব ফলা লিখতে হলে b দিয়ে লিখতে হচ্ছে, আগে w দিয়ে লিখলেও হতো।
কবিতা নিয়ে কত কি যে হয়েছে! :)
তা আর বলতে?
শুধু কবিতার জন্য এই জন্ম
শুধু কবিতার জন্য কিছু খেলা,
শুধু কবিতার জন্য একা হিম সন্ধ্যেবেলা,
...
গুরুচন্ডালী খুলে বসা,
;-)